23/08/2022
Confession :01
From :🥰
To :sumaiya kabir❤️🥰
Ssc Batch :2022
সুমাইয়া,,,না প্রিয় ,,সুমাইয়া না না প্রিয়তমা সুমাইয়া আসলে কিভাবে যে শুরু করবো ঠিক বুঝতে পারছিনা"!!!
কখনো কারো প্রতি ফিলিংস প্রকাশ করা হয়নি, ক্রাস অনেক খেয়েছি তবে প্রেমে হয়ত এই প্রথম বার ই পরলাম! যাই হোক পক পক না করে আসল কথায় আসি,
ওগো মায়াবতী👰
আমি সত্যিই জানি না তোমার প্রিয় কোনো মানুষ আছে কিনা,তবে নিজের কাছে মনে হয় কেউ নেই😊
আমার চোখে তুমি দেখতে মাশাল্লাহ🤍 তুমি কেমন তা আমি সবটুকু জানি না, সামনা-সামনি দেখা হয়েছে বেশ কয়েকবার। আমি তোমার চোখের দিকে অনেক বার তাকিয়ে থেকেছি।তোমাকে প্রথম দেখেছিলাম Kalatiya school এর মাঠে।তোমার চোখ দুটি বড়ই মায়াবী💚আর তোমার সেই মিষ্টি হাসি কখনো ভুলার মতো না।তোমার চেহারার মতো তোমার হাসিটাও সুন্দর।আলাদা একটা মায়া আছে ওই মুখে😊তুমি অনেকটা সাদাসিধা ও পজিটিভ মাইন্ডের। সবসময়ই দেখি তুমি অনেক হাসিখুশি থাকো😊 অনেক ভালবাসি তোমার এই স্বভাবটাকে🥰
জানি না আর কখন তোমার সাথে সামনা-সামনি দেখা হবে😔তোমার দুটি মায়াবী চোখের দিকে তাকিয়ে থাকতে পারবো কিনা, ঐ সুযোগ আর কখনো হবে কি না তাও জানি না😕সবশেষে একটাই কথা যেখানেই থাকো, যার সাথেই থাকো সবসময়ই হাসিখুশি এবং ভালো থেকো প্রিয়🤍
অনেক বেশি ভালোবাসি তোমাকে🥰🥀 . #বিঃদ্রঃ কেউ খারাপ মন্তব্য করবেন না। পেজে লাইক কমেন্ট ও ফ্রেন্ডলিস্টের সকলকে ইনভাইট করে পাশে থাকুন ধন্যবাদ।