Uttara Air Travels

  • Home
  • Uttara Air Travels

Uttara Air Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Uttara Air Travels, Travel Company, .

সাবধান জীবিকার প্রয়োজন এ বিদেশ যাবেন  অবশ্যই ।কিন্তু  যাওয়ার পূর্বে  নিচের  বিষয় গুলো  অত্যন্ত সাবধানতার যাচাই বাছাই করে...
15/06/2022

সাবধান
জীবিকার প্রয়োজন এ বিদেশ যাবেন অবশ্যই ।
কিন্তু যাওয়ার পূর্বে নিচের বিষয় গুলো অত্যন্ত সাবধানতার যাচাই বাছাই করে তবে যাবেন । এতে আপনার জীবিকার উদ্দেশ্য সফল হবে ইনশাআল্লাহ।
যে বিষয় গুলো যাচাই করবেন ----
1. কোন দেশে যাচ্ছেন , সেই দেশে বতর্মান অবস্থা কেমন ঐ দেশের রাজনৈতিক অবস্থা কেমন,
কর্মসংস্থানের পরিস্থিতি কেমন আবহওয়া কেমন
বেতন কতো ? এগুলো এখনো অন লাইনের যুগ ঘরে বসেই খোজ খবর নেওয়া যায় ।
এগুলো জেনে গেলে আপনি উপকৃত হবেন ।
আর এগুলো কখনও কাউকে প্রশ্ন করে জানতে চাইবেন না বা যে ট্রাভেল এজেন্সি থেকে যাচ্ছেন তাকেও বলবেন আপনি নিজে নিজেই জানতে চেষ্টা করবেন এতে সঠিক তথ্য পাবেন । নতুবা বিদেশ গিয়ে থাকতে হতে পারে খেজুর বাগানে বা ফুটপাতে বা অসহনীয় অবস্থায় । এমন পরিস্থিতি কাউকে পরতে হক তা কেউ চাইবেন না ।

2. আপনার ভিসা আপনি চেক করবেন ---
আর যে কাজের কথা বলা ছিল তা ঠিক ঠাক মতো আছে কি ?

3. ট্রাভেল এজেন্সির কথা বা দালালদের কথায় বিদেশ যাবেন না । আপনি নিজে খোজ খবর নিবেন ।

4. কখনও প্রতারণার শিকার হচ্ছেন কি না তা বার বার ভেবে দেখুন।

5. বিদেশ যাওয়ার পূর্বে কখনও বেশি লোভ করবেন না। বেশি বেতন হবে এই দেশের চেয়ে ঐ দেশ ভাল ইত্যাদি বলে দালালদের কথায় কান দিবেন না ।

ভাই জীবন তো অনেক ছোট , একবার কষ্টের টাকা গুলো দিয়ে ট্রাভেল এজেন্সি ও দালালদের খপ্পড়ে পড়লে আপনার জীবন শেষ আর স্বাভাবিক জীবনে ফিরে আসা খুব কষ্টের হবে অনেকেই প্রাণ পযর্ন্ত বির্ষজন দিয়ে ছেন।

আশাকরি আমার কথা গুলো কাউকে ভাল নাও লাগতে পার আর যদি একজনকেও ভাল লেগে থাকে তাহলে অনন্ত‍্য একটা জীবন তো বেচে গেল ।।।

ধন্যবাদ

07/06/2022
কানাডা এখন বাংলাদেশীদের জন্য অনেকটা স্বপ্নের দেশ। শিক্ষিত অশিক্ষিত, ধনী গরীব সকলেই এখন কানাডা যাওয়ার জন্য আগ্রহী। যার কা...
28/05/2022

কানাডা এখন বাংলাদেশীদের জন্য অনেকটা স্বপ্নের দেশ। শিক্ষিত অশিক্ষিত, ধনী গরীব সকলেই এখন কানাডা যাওয়ার জন্য আগ্রহী। যার কাছে যে পন্থা সহজ মনেহয় তিনি সেই পন্থাতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকেন।
কিন্তু কানাডা আমাদের দেশ থেকে যাকেই এবং যে প্রকার ভিসাই দিয়ে থাকুক না কেন সেটি অবশ্যই সেই ব্যাক্তির নিজস্ব যোগ্যতাতে পেয়ে থাকেন। তাদের ভিসা আওতার মধ্যে না পড়লে তারা কাউকেই ভিসা দেয়না তা তিনি যতবড় বাংলাদেশের সুপারস্টার হয়ে থাকুক না কেন। এটি এমন একটি দেশ যেখানে আপন ভাই সিটিজেন হলেও অন্য ভাইকে স্থায়ীভাবে নিতে পারেনা (যেটি আমেরিকাতে সম্ভব)।
কানাডা দিল্লিকালাড্ডু আমার কাছে মনেহয়। যা খেলেও পস্তাবেন আবার না খেলেও পস্তাবেন। তবে আপনার হজম ও ধৈর্য শক্তি যদি ভাল হয় তাহলে এই লাড্ডু খেয়ে না পস্তানোর সম্ভাবনাই বেশী।
৩০ বছর আগে হয়ত ভিসা ছাড়া প্লেনে টিকিট কেটেই অনেকে কানাডা এসেছেন। কিন্তু ২০০০ সালের পর থেকে যারা কানাডা আসছেন তাদের যোগ্যতা ও অর্থনৈতিক দিক দিয়ে বেশিরভাগ মানুষই বাংলাদেশে খুব ভাল অবস্থানে ছিলেন। কানাডা ও অস্ট্রেলিয়াতে বাংলাদেশ থেকে যারা স্থায়ী বসবাসের জন্য যায় তাদের কেউই ডলার আয় কিংবা ধনী হওয়ার চিন্তাতে যায় না। তাদের একটাই আশা যেন ভবিষ্যৎ বংশধরদের নিয়ে চিন্তামুক্ত থাকতে পারেন। নতুবা কানাডার চেয়ে দেশে বেশী অর্থ আয় করা মানুষরা কানাডাতে সব ছেড়ে বসবাসের জন্য আসতেন না।
কানাডা আসলে সকলের জন্য সুখের দেশ নয়। আর এজন্য কানাডা আসার আগে আপনাকে জানতে হবে এখানে আপনি খাপ খাওয়াতে পারবেন কিনা ! যদি আপনি খাপ খাওয়ানোর মত যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সুখি হবেন, নতুবা আপনাকে পস্তাতে হবে।
প্রথমত কানাডা একটি সম্পূর্ণ আত্মনির্ভরশীল দেশ। এখানে আসার আগে আপনাকে অবশ্যই আত্মনির্ভরশীল হতে হবে। এখানে আপনি কারো কোন সাহায্য পাবেন না। সেই বাসা বাড়ীর সংসারের সকল কাজ থেকে শুরু করে ঘাস কাঁটা এমনকি বেলচা দিয়ে স্নো পরিস্কার পর্যন্ত সব আপনার নিজেকেই করতে হবে। হ্যা সারাদিনের কর্মজীবন শেষে বাসাতে ফিরে এই কাজ গুলো আপনাকেই করতে হবে।
এখানকার আবহাওয়া আমাদের জন্য আর একটি বড় বাঁধা। এটি একটি শীত প্রধান দেশ যেখানে বারো মাসের সিংহভাগ সময় প্রচন্ড ঠান্ডা থাকে। এই ঠান্ডা সহ্য ক্ষমতা আপনার থাকতে হবে।
কানাডা জীবন যাপন শুরু করতে গেলেই আপনাকে জব করতে হবে। আর সেই জব পাওয়াটা এখানে সোনার হরিণ। তবে অবশ্যই জব পাওয়া যায় কিন্তু সেটি আপনার শিক্ষাগত যোগ্যতা কিংবা সারাজীবনের অভিজ্ঞতার সাথে ম্যাচ করবেনা বেশীরভাগ ক্ষেত্রে। একান্ত কারো রেফারেন্স ছাড়া আপনি ভাল কোন জব সহজে পাবেন না। আপনি যতবড় ডিগ্রীধারী হয়ে থাকুন, ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার কিন্তু আপনি জব পাবেন না সেই যোগ্যতা অনুযায়ী। তবে এই দেশেও রেফারেন্স অনেক কাজে লাগে। যদি পরিচিত কেউ তার কোম্পানিতে আপনাকে রেফারেন্স দেয় তাহলে আপনি ভাল জব পেতে পারেন নতুবা আপনাকে অনেকটা অড জব করে যাত্রা শুরু করতে হবে এবং এই দেশের জব করার অভজ্ঞিতা অর্জন করতে হবে।
কানাডার নিজস্ব পড়াশোনা কিংবা সেই দেশের জবের অভিজ্ঞতা না থাকলে আপনি বড় পজিশন পাবেন না। আর এজন্য আপনাকে এই দেশ থেকে সার্টিফিকেট কোর্স করতে হবে এবং জবের অভিজ্ঞতা অর্জন করতে হবে। আর এই পড়াশোনা না করলে আপনি দেশে ডাক্তার হলেও কানাডাতে কম্পাউন্ডারের জব পাবেন কিনা সন্দেহ। আর এর মূল কারন কানাডা তাদের নিজস্ব পড়াশোনার ধরণ ছাড়া পৃথিবীর কোন দেশের পড়াশোনাকে মূল্যায়ন করে না। এমনকি আমেরিকার সার্টিফিকেট থাকলেও তারা অনেক ক্ষেত্রে মূল্যায়ন করেনা। তার জন্য আপনি তাদেরকে অহংকারী মনে করবেন তা নয় কেননা তাদের সবকিছুতে ভিন্নতা যা আমাদের পড়াশোনার সাথে ম্যাচ করেনা।
আর এই কারনেই প্রথম কানাডাতে এসে আপনার লাজ শরম অনেকটা বাদ দিয়ে যেকোন জবে ঢুকে যেতে হবে। এই দেশে কাজকে খুব সম্মান করা হয়। আপনি যে কাজই করেন না কেন আপনার সম্মানের কোন ঘাটতি এখানে হবেনা। কোম্পানির মালিক কিংবা বড় পোষ্টধারী কর্মকর্তা আর আপনি নতুন একজন সাধারণ কর্মী তাতে আপনার মালিকের কাছে ছোট চোখে দেখার কোন উপায় নাই। এখানে কাউকে আপনার স্যার বা বস বলতে হবেনা। যে কাজ আপনি করবেন হয়ত প্রয়োজনে অনেক সময় সেই কাজ আপনার মালিকও করবেন।
এখানে অফিসিয়াল পার্মানেন্ট জব ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে ঘন্টা হিসাবে বেতন পাবেন। সর্ব নিম্ন প্রতিঘন্টা ১৪ ডলার দেওয়া হয় (প্রভিন্স ভেদে পরিবর্তন হয়)। এখন আপনার যোগ্যতা, রেফারেন্স কিংবা ভাগ্যের উপর নির্ভর করবে আপনি কত ডলার ঘন্টাতে জব পান। আপনি যদি বেশি যাচাই-বাছাই করে সময় পাড় করেন তাহলে দেশ থেকে আনা টাকা আপনাকে ডলারের মাধ্যমে খরচ করতে হবে। আপনার যখন আয় না থাকবে তখন ডলার ব্যয় অনেক বিশাল লাগবে। কেননা মাস গেলেই বাসা ভাড়া, খাওয়া ও অন্যন্য সকল খরচ। কানাডাতে আয়ের তুলনায় খাওয়া খরচ অনেক কম হলেও বাসা ভাড়া অনেক বেশী (স্থানভেদে)। সর্বনিম্ন আয় যদি আপনি করেন তাহলে ফ্যামিলি নিয়ে টিকে থাকতে পারবেন না। তখন স্বামী স্ত্রী উভয়কেই জব করতে হবে।
এবং বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশীরা সেটি করে থাকেন। এটি এমন একটি দেশ যেখানে আপনি এককভাবে খুব ধনী হতে পারবেন না। আপনার যত আয় বেশী হবে তত ট্যাক্স বেশী দিতে হবে। এখানে জনগণের চেয়ে সরকার বেশি ধনী। সবকিছুই সরকারের কন্ট্রোলে। আপনার আয় আপনার হাতে আসার আগেই সরকারের কাছে ট্যাক্স চলে যাবে। তবে সরকারের সুষম বন্টনের কারনে এই দেশে গরীর ধনীর পার্থক্য আমাদের দেশের মত নেই।
এতকিছু পড়ে নিশ্চয়ই এতক্ষণে মাথা গরম হয়ে গিয়েছে ??? 😄
মাথা আর গরম করবোনা লিখে। এখন মাথা ঠান্ডা করি তাহলে,,,,,,,
আপনি যদি নিজেকে স্বাধীনচেতা মনে করেন, আপনার যদি জীবনে টাকা আয় করাই মূখ্য বিষয় না হয়ে থাকে, আপনি যদি আত্মনির্ভরশীল ও সকল কাজ নিজে করার মত যোগ্যতা রাখেন এবং আপনজন ছেড়ে এই দূর পরবাসে থাকতে পারেন তাহলে এই দেশ বাংলাদেশীদের জন্য পৃথিবীর স্বর্গ।
আপনি যে একজন সৃষ্টির সেরা জীব মানুষ তা নিজের দেশ বাংলাদেশে সম্মান না পেলেও এই দেশে আপনি ঠিকই পাবেন। কে কালো বর্ণের আর কে সাদা এখানে সেটি বিষয় না। এখানে একটাই বিষয় তিনি মানুষ এবং তিনি সম্মানিত। প্রতিটা ক্ষেত্রে আপনি বাংলাদেশের উল্টো চিন্তা করবেন। বাংলাদেশের যা কিছু খারাপ এখানের সবকিছু উল্টোটা। আপনার ধর্ম নিয়েও এখানে কোন সমস্যা নাই। যার যার ধর্ম সম্মানের সাথে পালন করতে পারবেন। মুসলিমদের জন্য নামাজ কিংবা হিজাবেও এখানে কোন বাঁধা নেই।
এটি এমন একটি দেশ যেখানে প্রত্যেকে আইন ও নিয়ম মেনে চলতে বাধ্য। আর এজন্য প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা থাকার কারনে কেউ সহজে অন্যায়কে পাশ কাটিয়ে চলে যেতে পারেনা। নাগরিক সচেতনতা এখানে অনেক বেশী।
এখানে রাস্তাঘাটে ইভটিজিং খুবই কম। পথ চলতে যত অন্ধকার গভীর রাত হোক আপনাকে ভয় পেতে হবেনা। এমনকি নারীদের ক্ষেত্রেও। (সাবধানতা অবলম্বন করা মঙল)
আপনি যেকোন সমস্যাতে পড়েন না কেন শুধু ৯১১ কল করলেই আপনার জন্য পুলিশ এসে হাজির হবে। পুলিশ, এ্যাম্বুলেন্স, ফায়ারসার্ভিস প্রতিটা মুহুর্তে আপনার জন্য প্রস্তুত। আপনার বিপদের ধরণ অনুযায়ী সেই সার্ভিস আপনার কাছে আসবে। যদি কিছুই বলতে না পারেন তাহলে সকল সার্ভিস একই সাথে ৫/১০ মিনিটের মধ্যে আপনার নিকট হাজির হবে।
পৃথিবীর উন্নত চিকিৎসা পাবেন সম্পূর্ণ ফ্রিতে (কিছু জিনিস ছাড়া) এছাড়া পৃথিবীর স্বনামধন্য স্কুল কলেজে
আপনার সন্তানকে বিনা বেতনে পড়াতে পারবেন।
সারাজীবন সরকারকে ট্যাক্স দিলেও বৃদ্ধবয়সে সরকার আপনাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে। এখানে আপনি বেকার থাকলে সরকার আপনাকে ভাতা দিবে (তবে এটি খাওয়া থেকে দূরে থাকা উচিৎ)
এখানে রাতে টেনশন ফ্রিতে ঘুমাতে পারবেন। নামিদামী ব্রান্ডের গাড়ি রাস্তাতে রাতে পড়ে থাকলেও কেউ ধরবেনা ( তবে নেশাগ্রস্ত কিছু ছ্যাচড়া চোর আছে এলাকা ভেদে)।
এখানে খাদ্য ভেজালের চিন্তা করতে হবেনা। মানুষের ক্ষতি হয় এমন কোন খাদ্য এই দেশে নাই। তা সেটি বাংলাদেশ থেকে আসলেও।
এখানে গাড়ি কিংবা মানুষের তুলনায় পর্যাপ্ত রাস্তা ও বাচ্চাদের জন্য খেলার পার্কের অভাব নেই।
এখানে আয়ের উপর নির্ভর করে আপনার জীবনের সকল সখ আহলাদ পূরণ করতে পারবেন। আপনার জীবনের যত দামী ড্রিম কার কিংবা ড্রিম হাউজ থাকুক না কেন তা আপনার হাতের নাগালে। শুধু আপনার আয়ের উপর নির্ভর করবে আপনি তার যোগ্যতা রাখেন কিনা। কেননা এই দেশে এই ধরনের জিনিস কিনতে নগদ টাকা গুনতে হয় না বাংলাদেশের মত। আপনি মাসে মাসে কিস্তি ঠিকমতো দিতে পারলেই আপনার দুয়ারে থাকতে পারে ড্রিমকার কিংবা অন্য বড় কিছু। এখন যার যার আয়ের উপর নির্ভর করবে কে কত মূল্যের জিনিস ডিজার্ভ করতে পারে।
এখানে সারা সপ্তাহ কর্মের শেষে সাপ্তাহিক ছুটিটা খুব আনন্দে কাটাতে পারবেন। চারিদিকে শুধু সৌন্দর্য। আপনার যেখানে যেতে মন চায় ফ্যামিলি নিয়ে লং ড্রাইভে ঘুরে আসুন। তবে এই সমস্ত আমোদ ফুর্তির ছবি ফেসবুকে কম দিবেন। কেননা সারা সপ্তাহে আপনি যে কামলা খাটলেন সেই খবর আপনজন খোঁজ না নিলেও ফুর্তির ছবি দেখে বলবে "আছোতো খুব মজাতে - তুমি কিভাবে বুঝবে মানুষের দুঃখ" 😉
কানাডার জীবন লিখে শেষ করা যাবেনা। এখানে কষ্ট সুখ দুটোই আছে। শুধু নিজেকে মানিয়ে নিতে পারলেই চলবে। তবে আমি মনেকরি ঢাকা বসবাসের অযোগ্য নগরী, সেখানে বসবাসকারী কেউ যদি কানাডাতে আসে তাহলে তার জন্য দুঃখ লাগবেনা তবে নিজের জন্মস্থান প্রাণের শহরে যদি কেউ ভাল থাকেন তাহলে সেটি ছেড়ে না আসাই ভাল।
আপনার যদি মনটা কোমল হয় তাহলে দেশ ও আপনজন ছেড়ে কোন স্বর্গই আপনার কাছে ভাল লাগবেনা। আপনি কানাডাতে যতবড় বাড়ি কিংবা যত দামী গাড়ি কিনেন না কেন আর সেই বাড়ি গাড়িতে যদি বাবা মা ভাইবোন সহ আপনজন কিংবা বন্ধুবান্ধবকে না উঠাতে পারেন তাহলে সেই স্বর্গের সুখ আপনার কাছে বৃথা হবে।
কানাডা সম্পর্কে আরও জানতে আমার টাইমলাইনের বিভিন্ন পোষ্ট পড়তে পারেন।
ধন্যবাদ।
বিঃদ্রঃ আমি সবসময় চেষ্টাকরি মিথ্যা ও বিভ্রান্তিমূলক পোষ্ট না দেওয়ার। এরপরেও যদি আপনাদের কারো কোন দ্বিমত থাকে তাহলে অযথা কমেন্টে তর্কে না এসে দয়াকরে আপনার অভিজ্ঞতা লিখে আমাদের মাঝে নতুন করে শেয়ার করুন।

🌎        সু খবর কানাডা জব ভিসা (CANADA JOB VISA)**ALL PAYMENT AFTER VISA****আমরা ভিসার আগে কোনো লেনদেন করি না, ভিসা হওয়...
22/05/2022

🌎 সু খবর
কানাডা জব ভিসা (CANADA JOB VISA)
**ALL PAYMENT AFTER VISA**

**আমরা ভিসার আগে কোনো লেনদেন করি না, ভিসা হওয়ার পরে অথবা কানাডা পৌঁছানোর পর সম্পুর্ন পেমেন্ট করতে পারবেন।

"আমরা অভিজ্ঞ Immigration Lawyer দিয়ে File Processing করে থাকি"

# # কাজের ক্ষেত্র :
হোটেল, .শপিংমল, ফলের বাগানে, ম্যানেজার, একাউন্টেন্ট, ক্যাশিয়ার, কুক, কিচেন হেলপার, এগ্রিকালচার, .ফ্যাক্টরী, আইটি, .কন্সট্রাকশন, হোম সার্ভিস ,নার্স, রুম এটেন্ডেন্ট, ক্লিনার, জেনারেল ওয়ার্কার, । ইত্যাদি।

# # বেতন ও সুবিধা :
20 CAD dollar to 35 CAD dollar PER HOUR
( 1 CAD dollar = 69 TK BDT)

# # যোগ্যতা ও ডকুমেন্টস :
১. পাসপোর্ট এর কপি,
২. ছবি
৩. শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে

** বেসিক ডিউটি প্রতিদিন ৮ ঘন্টা ওভারটাইম আছে।
** পরিবার নিয়ে আবেদন করতে পারবেন।
** থাকা খাওয়া কোম্পানি বহন করবে।
** পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
** প্রোসেসিং এর সময় লাগবে ২ থেকে ৩ মাস।
** বয়স ১৮ থেকে ৫৯ বৎসর।

🍁 #কানাডা_ভিসার_সূবর্ণ_সুযোগ আরও থাকছে  #আগে_ভিসা,  #পরে_টাকা ! দেওয়ার দারুণ সুযোগ�🍁 উত্তরা এয়ার  ট্রাভেলস্   দিচ্ছে ওয়া...
22/05/2022

🍁 #কানাডা_ভিসার_সূবর্ণ_সুযোগ

আরও থাকছে #আগে_ভিসা, #পরে_টাকা ! দেওয়ার দারুণ সুযোগ�

🍁 উত্তরা এয়ার ট্রাভেলস্ দিচ্ছে ওয়ার্ক-পারমিট ভিসায় কানাডায় যাওয়ার সুবর্ণ সুযোগ!
🍁ভিসা চেক করে অথবা কানাডা পৌঁছে টাকা পরিশোধ করবেন।

🍁কাজের_সেক্টরঃ
হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল, কন্সট্রাকশন, ডেইরী ফার্ম,প্যাকেজিং কোম্পানি ইত্যাদি।

🍁কাজের_ধরনঃ (সি ও ডি ক্যাটাগরি) ক্লিনার, ওয়েটার, সিকিউরিটি গার্ড, ড্রাইভার, ওয়েল্ডার, কারপেন্টার, মেসন, প্লাম্বার, ইলেক্ট্রিশিয়ান, পাইপ ফিটার ইত্যাদি

🍁বি:দ্র: আমরা ভিসার আগে কোনো লেনদেন করি না, ভিসা হওয়ার পরে অথবা কানাডা পৌঁছানোর পরেও পেমেন্ট করা যাবে

🇧🇩  বিশেষ  সার্ভিস  জন্মনিবন্ধন (০২ কর্ম দিবস)★এম আর পি হতে ই পাসপোর্ট নবায়ন : ০৩ কর্ম দিবস (পাসপোর্ট ও এন আই ডির মিল থা...
21/05/2022

🇧🇩 বিশেষ সার্ভিস
জন্মনিবন্ধন (০২ কর্ম দিবস)
★এম আর পি হতে ই পাসপোর্ট নবায়ন : ০৩ কর্ম দিবস (পাসপোর্ট ও এন আই ডির মিল থাকতে হবে)
◆ একদিনেই জমা
★নতুন ই পাসপোর্ট ( বয়স ১৯.৬ এর বেশী
হলে এন আই ডি বাধ্যতামূলক )
★নাম, বাবা ও মায়ের নামের বানান ভুল
কারেকশন করে ই পাসপোর্ট ( এন আই ডি বাধ্যতামূলক )
★বয়স কারেকশন ১০ বছর পযর্ন্ত ( এন আই ডিতে সঠিক থাকতে হবে )
★আগারগাও ঢাকা
★শুধুমাত্র প্রকৃত আগ্রহীগন ইনবক্স করুন

💥💥মাল্টায় স্টুডেন্ট ভিসা,,,,💥💥🤗IELTS প্রয়োজন নেই,,,💥যা যা লাগবে?Application in Malta🏆আবেদন করতে যা যা লাগেঃ ১) সকল একাডে...
10/05/2022

💥💥মাল্টায় স্টুডেন্ট ভিসা,,,,💥💥
🤗IELTS প্রয়োজন নেই,,,
💥যা যা লাগবে?
Application in Malta🏆
আবেদন করতে যা যা লাগেঃ
১) সকল একাডেমিক ডকুমেন্টস
২) এপ্লিকেশন ফরম
৩) পাসপোর্ট এর প্রথম ৩ পেইজ
৪) সিভি ( ইউরোপাস)
৫) পাসপোর্ট সাইজ ছবি।

🇪🇺মাল্টায় উচ্চশিক্ষা 🇪🇺
💢ব্যাচেলর/মাস্টার্স প্রোগ্রাম
💢কেন মাল্টা যাবেন ?
👉পড়া লেখার পাশাপাশি জব করার সুযোগ!
👉৫০০০ ইউরো থেকে শুরু বাৎসরিক টিউশন ফি।
👉IELTS এর প্রয়োজন নেই।
👉ভিসার আগে কোন সার্ভিস চার্জ নেই।
👉এইচএসসি পাস যে কেউ আবেদন করতে পারবে।
👉ব্যাংক স্টেটমেন্ট মাত্র ৮.৫০ লাখ টাকা দেখালে হবে।
উত্তরা এয়ার ট্রাভেলস্ । ঢাকা বাংলাদেশ

Malta visa----malta visa ----Malta visa💯%  visa grantyVisa processing time is 60-90 working days Pay after visaAgent and...
10/05/2022

Malta visa----malta visa ----
Malta visa
💯% visa granty
Visa processing time is 60-90 working days
Pay after visa
Agent and client most welcome

10/05/2022
দেখে নিন আমাদের ভিসা প্রোসেসিং অফার গুলোঃ ফিলিপাইন ভিসা প্রোসেসিং ঃ ৬৫০০ টাকা সিঙ্গাপুর ৫৫০০/- টাকা মালয়শিয়া ৭৫০০/- টা...
10/05/2022

দেখে নিন আমাদের ভিসা প্রোসেসিং অফার গুলোঃ

ফিলিপাইন ভিসা প্রোসেসিং ঃ ৬৫০০ টাকা
সিঙ্গাপুর ৫৫০০/- টাকা
মালয়শিয়া ৭৫০০/- টাকা
সিঙ্গাপুর + মালয়শিয়া ২ দেশ কম্বো ১২৫০০/- টাকা
থাইল্যান্ড ৫০০০/- টাকা
কম্বোডিয়া ৫০০০/- টাকা
থাইল্যান্ড + কম্বোডিয়া ২ দেশ কম্বো ৯০০০/- টাকা
দুবাই ভিসা প্রসেসিং শুরু ৯০০০/- টাকা থেকে
তুর্কি e ভিসা ৫৮০০ টাকা
তুর্কি ভিসা ফাইল প্রসেসিং ভিসা ফি সহ ১৫০০০/- টাকা
শুধু ফাইল প্রসেসিং ২৫০০ টাকা
বিভিন্ন দেশ এর ট্রাভেল ইন্সুরেন্স ১৫০০ টাকা থেকে শুরু l
থাই পাস ১০০০ টাকা

ঈদের  দিনে  আল্লাহ্ যেন সকলের  মনের কষ্ট গুলো দূর করে দেন  আমিন  ।।।।।
02/05/2022

ঈদের দিনে আল্লাহ্ যেন সকলের মনের কষ্ট গুলো দূর করে দেন আমিন ।।।।।

🇦🇪👉  টেক্সী  ড্রাইভিং  চাকুরী  ( দুবাই  )সর্বনিম্ন  বেতন  - 12000/ দেরহাম  প্রতিমাসে 👉 দুবাইয়ে  সবচেয়ে বেশি  আয় করতে চাই...
25/04/2022

🇦🇪
👉 টেক্সী ড্রাইভিং চাকুরী ( দুবাই )
সর্বনিম্ন বেতন - 12000/ দেরহাম প্রতিমাসে
👉 দুবাইয়ে সবচেয়ে বেশি আয় করতে চাইলে টেক্সী ড্রাইভিং এর বিকল্প নেই।
👉 ড্রাইভিং লাইসেন্স পেতে সময় লাগবে সর্বোচ্চ 2 মাস ।

🇦🇪🌏  দুবাই  সবচেয়ে  বেশি ইনকামের পেশায় কাজ করতে চাইলে  আপনাকে দুবাই  টেক্সী  চালাইতে হবে।🇦🇪  দুবাইয়ে ড্রাইভিং লাইসেন্স ন...
24/04/2022

🇦🇪
🌏 দুবাই সবচেয়ে বেশি
ইনকামের পেশায় কাজ করতে চাইলে আপনাকে দুবাই টেক্সী চালাইতে হবে।
🇦🇪 দুবাইয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়ে ড্রাইভিং পেশায় নিয়োজিত হয়ে প্রতি মাসে 12000 হাজার দেরহাম কমপক্ষে আয় করুন ।

👉 দুবাই ড্রাইভিং লাইসেন্স 2 মাসের মধ্যেই পেয়ে যাবেন । কোন ঝামেলা ছাড়াই ।
👉 দুবাই এ নিজে গাড়ি ক্রয় করেও চালাতে পারেন স্বাধীন ভাবে ।

দুবাই  ভিসা সার্ভিস 🇦🇪 রেসিডেন্সী  পারমিট ফ‍্যামিলী সহ 3/5 বছরের । 🇦🇪ফ্রিল‍্যান্স  ভিসা  2/3 বছরের ।🇦🇪 মালটিপোল ভিজিট ভি...
24/04/2022

দুবাই ভিসা সার্ভিস
🇦🇪 রেসিডেন্সী পারমিট ফ‍্যামিলী সহ 3/5 বছরের ।
🇦🇪ফ্রিল‍্যান্স ভিসা 2/3 বছরের ।
🇦🇪 মালটিপোল ভিজিট ভিসা ১ মাস /৩ মাস /৫ বছরের
🇦🇪এমপ্লোয়মেন্ট ভিসা 2 বছরের ।
🇦🇪বিজিনেস / পার্টনার ভিসা 3 বছরের।

দুবাইয়ে আপনার নিজের ব‍্যাবসা প্রতিষ্টান গড়ে তুলুন সহজেই। ইনভেস্টমেন্ট ভিসা করে।

দুবাইয়ে সহজেই স্ব পরিবার নিয়ে বসবাস করুন রেসিডেন্সী ভিসা নিয়ে ।

দুবাইয়ে ৫ বছর যাবৎ ভ্রমণ করুন ( মালটিপ্লোল)এক ভিসা দিয়েই ।

Visa Service  100%  of  Dubai
24/04/2022

Visa Service 100% of Dubai

দুবাই  এর  সব ধরনের ভিসা সার্ভিস দেওয়া হয়
22/04/2022

দুবাই এর সব ধরনের ভিসা সার্ভিস দেওয়া হয়

রোমানিয়া,কাতার,দুবাই , সৌদি আরব ,সিঙ্গাপুর, সরাসরি ওয়ার্ক পারমিট  ভিসার জন্য আজই আবেদন করুন।*** সকল ট্রেডের নতুন ও পুরাত...
22/04/2022

রোমানিয়া,কাতার,দুবাই , সৌদি আরব ,সিঙ্গাপুর, সরাসরি ওয়ার্ক পারমিট ভিসার জন্য আজই আবেদন করুন।
*** সকল ট্রেডের নতুন ও পুরাতন কর্মী নিয়োগ করা হচ্ছে***
মালয়েশিয়ার জন্য সিভি জমা নেওয়া হচ্ছে, আগ্রহীরা যোগাযোগ করুন।
কল করুনঃ
 প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
 মূল পাসপোর্ট ।
 ১২ ছবি টাই কোর্ট পরা
__ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাব প্রিন্ট
# # সিভি।
# # অভিজ্ঞতা সনদ (যদি থাকে )
# # সৌদি আরব ও রোমানিয়ার জন্য মেডিকেল ফিট কার্ড ও পুলিশ ক্লিয়ারেন্স লাগবে।
_________________________________
 অন্যান্য সুবিধাসমূহঃ
 ইংরেজী জানা বাধ্যতামূলক নয়।
 খাওয়া খরচ দেশ এবং কম্পানির উপর নির্ভর করবে।
 থাকা (কম্পানি)
 ইন্সুরেন্স (কম্পানি)
 পারমিট ও নবায়ন (কম্পানি)
 চিকিৎসা ও যাতায়েত ( কম্পানি)
________________________________________
 প্রতিদিন বেসিক ৮ ঘণ্টা কাজ,
 মাসে ২৪ দিন
 ২ বছরের ওয়ার্ক পারমিট
 ওভারটাইম (নরমাল 1.50% ছুটির দিন 2.00%)
_______________________________________
# # আজই আপনার প্রয়োজনিয় ডকুমেন্ট জমা দিন।
# # বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে ফ্লাইট করানো হবে।
# # # মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে ফাইল জমা দেওয়া হয় । ভিসা হওয়ার পর সম্পূর্ণ টাকা পরিশোধ করে ফ্লাইট এ যেতে হবে।
 বিস্তারিত জানার জন্য আমাদের কল করুনঃ
১.রোমানিয়া ও সার্বিয়ার জন্য কল করুনঃ
২.সিঙ্গাপুরের ট্রেনিং,ইন্টারভিউ এবং সব ট্রেডের ইউট্রান/এক্স ওয়ার্কার দের ভিসার জন্য কল করুন
৩.দুবাই ,সৌদি আরব এবং প্রশিক্ষনের জন্য বিভিন্ন

 বিঃদ্রঃ অফিসের কার্যদিবস শনিবার থেকে বৃহস্পতিবার, প্রতিদিন সকাল ০৯:০০ হইতে সন্ধা ০৭:০০( যারা চাকুরি করেন তারা বিশেষ প্রয়োজনে শুক্রবার দেখা করতে পারবেন তবে অবশ্যই ফোন করে আসবেন)
# # দেশে ও বিদেশে চাকুরির জন্য নতুন নতুন খবর পেতে আমাদের পেজে লাইক👍👍 দিয়ে আমাদের পাশে থাকুন।।
*** নিউ লাইফ ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার আন্তর্জাতিক মানসম্মত প্রশিক্ষণ দিয়ে থাকে, দেশ ও বিদেশের নতুন ও পুরাতন সবার জন্য কম খরচে ওয়েল্ডিং এবং ফিটিং এর প্রশিক্ষণের ব্যবস্থা আছে ।
3G,4G,6G,6GR,TIG,ARGON,CS,SS,GAS WELDING,PIPE FITTING AND STEEL FITTING. শিখানো হয়।



#সিঙ্গাপুর_কোম্পানী
#পুশিং_স্কাইবি_ইন্টারভিউ
#মালয়েশিয়া
#পাসপোর্ট
#ওয়ার্ক_পারমিট
#রোমানিয়া_সার্বিয়া
#ওয়ার্কার
#প্রশিক্ষন
#নিউ_লাইফ_ওয়েল্ডিং_ট্রেনিং_সেন্টার
#ফিটিং

দুবাই   এ  ফ্রিল্যান্স  ভিসা  2/3 বছরের । রেসিডেন্সী পারমিট 3/5 বছরের  । 100%
22/04/2022

দুবাই এ ফ্রিল্যান্স ভিসা 2/3 বছরের । রেসিডেন্সী পারমিট 3/5 বছরের । 100%

DUBAI  VISIT VISA 100%
21/04/2022

DUBAI VISIT VISA 100%

দ্রুত বিমানের টিকিট ও সর্বনিম্ন রেটে পেতে
21/04/2022

দ্রুত বিমানের টিকিট ও সর্বনিম্ন রেটে পেতে

দুবাই  ভিজিট ভিসা  100%
21/04/2022

দুবাই ভিজিট ভিসা 100%

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Uttara Air Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share