15/06/2022
সাবধান
জীবিকার প্রয়োজন এ বিদেশ যাবেন অবশ্যই ।
কিন্তু যাওয়ার পূর্বে নিচের বিষয় গুলো অত্যন্ত সাবধানতার যাচাই বাছাই করে তবে যাবেন । এতে আপনার জীবিকার উদ্দেশ্য সফল হবে ইনশাআল্লাহ।
যে বিষয় গুলো যাচাই করবেন ----
1. কোন দেশে যাচ্ছেন , সেই দেশে বতর্মান অবস্থা কেমন ঐ দেশের রাজনৈতিক অবস্থা কেমন,
কর্মসংস্থানের পরিস্থিতি কেমন আবহওয়া কেমন
বেতন কতো ? এগুলো এখনো অন লাইনের যুগ ঘরে বসেই খোজ খবর নেওয়া যায় ।
এগুলো জেনে গেলে আপনি উপকৃত হবেন ।
আর এগুলো কখনও কাউকে প্রশ্ন করে জানতে চাইবেন না বা যে ট্রাভেল এজেন্সি থেকে যাচ্ছেন তাকেও বলবেন আপনি নিজে নিজেই জানতে চেষ্টা করবেন এতে সঠিক তথ্য পাবেন । নতুবা বিদেশ গিয়ে থাকতে হতে পারে খেজুর বাগানে বা ফুটপাতে বা অসহনীয় অবস্থায় । এমন পরিস্থিতি কাউকে পরতে হক তা কেউ চাইবেন না ।
2. আপনার ভিসা আপনি চেক করবেন ---
আর যে কাজের কথা বলা ছিল তা ঠিক ঠাক মতো আছে কি ?
3. ট্রাভেল এজেন্সির কথা বা দালালদের কথায় বিদেশ যাবেন না । আপনি নিজে খোজ খবর নিবেন ।
4. কখনও প্রতারণার শিকার হচ্ছেন কি না তা বার বার ভেবে দেখুন।
5. বিদেশ যাওয়ার পূর্বে কখনও বেশি লোভ করবেন না। বেশি বেতন হবে এই দেশের চেয়ে ঐ দেশ ভাল ইত্যাদি বলে দালালদের কথায় কান দিবেন না ।
ভাই জীবন তো অনেক ছোট , একবার কষ্টের টাকা গুলো দিয়ে ট্রাভেল এজেন্সি ও দালালদের খপ্পড়ে পড়লে আপনার জীবন শেষ আর স্বাভাবিক জীবনে ফিরে আসা খুব কষ্টের হবে অনেকেই প্রাণ পযর্ন্ত বির্ষজন দিয়ে ছেন।
আশাকরি আমার কথা গুলো কাউকে ভাল নাও লাগতে পার আর যদি একজনকেও ভাল লেগে থাকে তাহলে অনন্ত্য একটা জীবন তো বেচে গেল ।।।
ধন্যবাদ