30/10/2023
কেউ খোঁচা দিয়ে কথা বললে খারাপ লাগে। ইগনোর করলে কষ্ট হয়। প্রাপ্য সম্মানটুকু না দিলে ব্যথিত হই আমরা। কিন্তু সে কষ্টের অনুভূতিগুলো সময়ের সাথে সাথে কমে আসে। হয়তো কদাচিত মনে পড়ে পূর্বের দূর্ব্যবহারগুলো। কিন্তু সেটা নিয়ে আর পড়ে থাকা হয় না, কয়েকটি দীর্ঘশ্বাস ফেলে আবার কাজে মন দিতে হয়।
ভয়ংকর কথা হল, আঘাতপ্রাপ্ত মানুষটি এ সব ভুলে গেলেও তার রব কিছুই ভুলেন না। প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষরের উচ্চারন ও উচ্চারণ ভঙ্গির অডিও-ভিডিও রেকর্ডিং তার কাছে মজুদ। প্রতিশোধ যদি বান্দা নিতো, ঢের ভালো ছিল। কতটুকুই বা নিবে। কিন্তু শাস্তি যখন রব দিবেন, নিশ্চয়ই তার আযাব অত্যন্ত কঠোর।
কেউ দুনিয়ার জীবনে হয়তো অনেক বড় কিছু। খ্যাত বিখ্যাত। সুখী হাসিখুশি। কিন্তু তার রয়ে গেছে কিছু পাপ, কিছু অখ্যাত মানুষের কষ্টের দীর্ঘশ্বাস, কয়েক ফোটা অশ্রু।
অদ্ভুত হলেও সত্য! সুপরিচিত ও অপরিচিত এ মানুষগুলো একদিন একই বিচারকের সামনে দাঁড়াবে। বাদি বিবাদি হয়ে। আজকের নিষ্পাপেরা হবে সেদিন মহাপাপী, আজকের অপরাধীরা হয়তো সেদিন পেয়ে যাবে মুক্তি।
“নিশ্চয়ই আপনার রব কিছুই ভুলেন না” - কুরআনের এই আয়াতটি কী অদ্ভুত, তাই না! কারো জন্য সান্তনা, কারো জন্য ভয়ংকর।
লেখাঃ রিজওয়ানুল কবির