FLY DUNYA

FLY DUNYA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from FLY DUNYA, Travel Company, .

05/02/2024

দুবাই ভিসা ৩০ দিনঃ ১৪,৯০০ টাকা (সিঙ্গেল এন্ট্রি)
দুবাই ভিসা ৬০ দিনঃ ২২,৯০০ টাকা (সিঙ্গেল এন্ট্রি)
--------------------------------------------------------------------------
ভারত: ৫০০/-(শুধু প্রসেসিং ১ কর্ম দিবস)
মালয়েশিয়া : 8,৫০০/- (ই- ভিসা ৭-১০ কর্ম দিবস আনুমানিক)
সিঙ্গাপুর : ৩,৫৫০/- (ইনভাইটেশন ছাড়া) (৪-৫ কর্ম দিবস আনুমানিক)
থাইল্যান্ড : ৪,৯৯৯/- (ট্যুরিস্ট ভিসা - ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি) (৭ কর্ম দিবস আনুমানিক)
থাইল্যান্ড : ২০,০০০/- (ট্যুরিস্ট ভিসা - ৬ মাসের মাল্টিপল এন্ট্রি) -
*পূর্বে ৪/৫ বার থাইল্যান্ড যাওয়া থাকতে হবে।
চায়না ভিসা : ৯,৫০০/- (পূর্বে চায়না যাওয়া থাকতে হবে )
চায়না ভিসা : ৯,৯০০/- (থাইল্যান্ড ,সিঙ্গাপুর, মালয়েশিয়া এর মত ৩ দেশ যাওয়া থাকতে হবে )
চায়না ভিসা (৬ মাসের এর ডাবল এন্ট্রী ভিসা ) : ১২,০০০/-
চায়না ভিসা : ( ১ বৎসর এর মাল্টীপল ভিসা ): ২০,৫০০/-(পূর্বে ২ বার চায়না যাওয়া থাকতে হবে )
ভিয়েতনামঃ ৬,৯৯৯/-(ই- ভিসা ৭-১০ কর্ম দিবস আনুমানিক)
হংকং ভিসাঃ ৯,৫০০/-টাকা
কম্বোডিয়াঃ ৪,৮০০/ (ই-ভিসা) (৩ কর্ম দিবস আনুমানিক)
শ্রীলঙ্কা : ৩,৫০০/- (ই-ভিসা) (৩ কর্ম দিবস আনুমানিক)
ফিলিপাইন : ৭,৫০০/- (৩০ কর্ম দিবস এর অধিক আনুমানিক)
দুবাই ভিসা ৩০ দিনঃ ১৪,৯০০ টাকা (সিঙ্গেল এন্ট্রি)
দুবাই ভিসা ৬০ দিনঃ ২২,৯০০ টাকা (সিঙ্গেল এন্ট্রি)
কাতার ৩০ দিনের ভিসা: ৫,৫০০ ( সিঙ্গেল এন্ট্রি ভিসা)
কাতার ১ বছর এর ভিসা : ১১,০০০ (মাল্টিপলএন্ট্রি ভিসা)
মিশর : ১,৫০০/- প্রসেসিং ফি (১ কর্ম দিবস আনুমানিক )
তুরস্ক : ১,০০০/- প্রসেসিং ফি (১ কর্ম দিবস আনুমানিক )
তুরস্ক ই- ভিসা: ৮,৫০০ /- (১ কর্ম দিবস আনুমানিক )
উজবেকিস্তান : ৪,০০০/- (ই-ভিসা ৩ কর্ম দিবস আনুমানিক)
ইথিওপিয়া : ৮,৫০০/- (ই-ভিসা ৭-১০ কর্ম দিবস আনুমানিক)
জাপান: ৩,৫০০/- প্রসেসিং ফি (৩ কর্ম দিবস আনুমানিক)
সাউথ কোরিয়া : ৩,৫০০/- প্রসেসিং ফি (৩ কর্ম দিবস আনুমানিক)
কেনিয়া: ৭,০০০/- (ই-ভিসা) (৩ কর্ম দিবস আনুমানিক)
আমেরিকা : ৬,০০০/- প্রসেসিং ফি
কানাডা : ৭,০০০/- প্রসেসিং ফি
ইংল্যান্ড : ৬,০০০/- প্রসেসিং ফি
অস্ট্রেলিয়া : ৬,০০০/- প্রসেসিং ফি
সেনজেন ( ইতালি, গ্রীস, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, সুইডেন, বেলজিয়াম সহ ২৬ টি কান্ট্রির ভিসা): ৪,০০০/- প্রসেসিং ফি

https://www.bssnews.net/bangla/news-flash/123569
24/01/2024

https://www.bssnews.net/bangla/news-flash/123569

ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২৪ (বাসস) : ফিলিপাইনের বিনিয়োগকারীদের বাংলাদেশের পর্যটন শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ব.....

24/01/2024

বিদেশি পর্যটক বাড়াতে ব্যবস্থা নেওয়া হবে: বিমান ও পর্যটন মন্ত্রী

https://www.shomoyeralo.com/details.php?id=255258
24/01/2024

https://www.shomoyeralo.com/details.php?id=255258

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, দেশে বিদেশি পর্যটকের সংখ্যা বৃদ.....

৪০ টি দেশের জন্য মাত্র একটি ভিসা। কথাটা শুনে একটু অবাক লাগছে না? কিন্তু আসলেই এটা সম্ভব। আর এই ৪০ টি দেশের চাবির নাম সেন...
24/01/2024

৪০ টি দেশের জন্য মাত্র একটি ভিসা। কথাটা শুনে একটু অবাক লাগছে না? কিন্তু আসলেই এটা সম্ভব। আর এই ৪০ টি দেশের চাবির নাম সেনজেন ভিসা।

আমরা দেশ ও দেশের বাহিরে ভ্রমণ করে থাকি একটা উদ্দেশ নিয়ে। সবার উদ্দেশ ভিন্ন ভিন্ন থাকে। কেউ দেখতে চায় ঝলমলে সৈকত আবার কেউ দেখতে চায় মন্ত্রমুগ্ধ স্থাপত্য। যদি আপনি শুধুমাত্র একটি ভিসা নিয়ে একাধিক গন্তব্যে ভ্রমণ করতে পারেন এবং এটি সব অভিজ্ঞতা অর্জন করতে পারেন?

আপনার Schengen ভিসা করা থাকে তাহলে ইউরোপ ভ্রমণ খুব সহজেই করতে পারবেন। একটি Schengen ভিসার মাধ্যমে আপনি ২৭ টি ইউরোপীয় দেশ পরিদর্শন করতে পারবেন। আরও মজার বিষয় হল এই ২৭টি দেশ ছাড়াও আপনি আরও ১৩টি দেশে যেতে পারেন। অর্থাৎ আপনি Schengen ভিসা নিয়ে মোট ৪০টি দেশে যেতে পারেন।

সেনজেন ভিসার জন্য যা ডকুমেন্ট লাগবে-

১। ভিসা আবেদনপত্র ফর্ম- আবেদনকারীর স্বাক্ষর ফর্মে থাকতে হবে।

২। বর্তমান সময়ের ২ কপি ছবি

৩। বৈধ পাসপোর্ট। পুরাতন পাসপোর্ট থাকলে জমা করতে হবে।

৪। রাউন্ড ট্রিপ রিজার্ভেশন বা আপনার সম্পূর্ণ ভ্রমণ পরিকল্পনা (যাত্রাপথ)। ভ্রমণের তারিখ এবং ফ্লাইট নম্বর স্পষ্টভাবে লিখতে হবে।

৫। ভ্রমণ বীমা পলিসি, ন্যূনতম ৩০,০০০ ইউরোর কভারেজ সহ।
আবাসনের প্রমাণ, অর্থাৎ সেনজেন দেশগুলিতে আপনার থাকার সময় আপনি কোথায় থাকবেন তা দেখানো একটি নথি।

এটা হতে পারে -

*হোটেল/হোস্টেল বুকিং
* ভাড়া বা ভাড়াটে চুক্তি
* আমন্ত্রণ পত্র
* আর্থিক স্বচ্ছলতার প্রমাণ, যেমন ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট বা স্পনসরশিপ চিঠি। স্পনসরশিপ পত্রের সাথে স্পনসরের একটি ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট সংযুক্ত করতে হবে। আপনি চাইলে উভয়ের সংমিশ্রণে আর্থিক স্বচ্ছলতার প্রমাণও দেখাতে পারেন।
* ভিসা ফি প্রদানের প্রমাণ - Schengen ভিসার জন্য ভিসা ফি প্রাপ্তবয়স্কদের জন্য €80 এবং 6 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য €45
আপনাকে আপনার পেশা অনুযায়ী কিছু ডকুমেন্ট জমা দিতে হবে, যেমন:
* চাকরির চুক্তিপত্র
* ব্যাংকের গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
* এন ও সি
* আয়কর রিটার্ন (ITR) ফর্ম

স্ব-নিযুক্ত পেশার জন্য, যেমন ব্যবসায়ী:

* ব্যবসায়িক লাইসেন্সের একটি কপি
* কোম্পানির গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
* আয়কর রিটার্ন (ITR)

শিক্ষার্থীদের জন্য:

*ছাত্রত্বের প্রমাণ।
* স্কুল বা বিশ্ববিদ্যালয় থেকে নো অবজেকশন লেটার।

অবসরপ্রাপ্তদের জন্য:

গত ৬ মাসের পেনশন বিবৃতি।

একটি বৈধ সেনজেন ভিসার মাধ্যমে সেনজেনের অংশ নয় এমন দেশগুলিতে ভ্রমণ করতে পারবেন।

দেশগুলো হল-

*আলবেনিয়া
* বসনিয়া
* হার্জেগোভিনা
* উত্তর সাইপ্রাস (তুর্কি সাইপ্রাস)
* জর্জিয়া
* কসোভো
* মন্টিনিগ্রো
* উত্তর মেসিডোনিয়া
*রোমানিয়া
* সার্বিয়া
* তুরস্ক
* আফ্রিকা
* সাও টোমে এবং প্রিন্সেপ
*উত্তর আমেরিকা
* মেক্সিকো
*অ্যান্টিগুয়া ও বার্বুডা
*ক্যারিবিয়ান অঞ্চল

বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া যে ৪২টি দেশে খুব সহজেই যেতে পারেন।এশিয়া - ৬টি দেশ - ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপা...
24/01/2024

বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া যে ৪২টি দেশে খুব সহজেই যেতে পারেন।

এশিয়া - ৬টি দেশ - ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর।

দক্ষিণ আমেরিকা - ১টি দেশ - বলিভিয়া।
উত্তর আমেরিকা (ক্যারাবিয়ান অঞ্চল) - ১১ টি দেশ - বাহামাস, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন দ্বীপসমূহ, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাট, সেন্ট কিটস এবং নেভিস, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, ট্রিনিডাড ও টোব্যাগো।

ওশিয়ানিয়া - ৮টি দেশ - কুক দ্বীপপুঞ্জ, ফিজি, কিরিবাস বা কিরিবাটি, মাইক্রোনেশিয়া, নিউয়ে, সামোয়া, ভানুয়াটু, টুভালু।

আফ্রিকা - ১৬টি দেশ - লেসোথো, গাম্বিয়া, বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেল, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো।

বাংলাদেশী পাসপোর্ট থাকলে ভিসা অন-অ্যারাইভাল (VoA) পাবেন যেসব দেশে


এশিয়া - মালদ্বীপ, ভুটান, নেপাল, টিমর-লেস্টে, শ্রীলঙ্কা
আফ্রিকা - কাবো ভার্দে, মৌরিতানিয়া, বুরুন্ডি, কমোরোস, গিনি-বিসাউ, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া
দক্ষিণ আমেরিকা - বলিভিয়া
ওশিয়ানিয়া - টুভালু

বাংলাদেশী পাসপোর্টে ই-ভিসা অনুমোদনকারী দেশের তালিকা


এশিয়া: বাহরাইন, কাজাখস্তান, কিরগিজস্তান, মালয়েশিয়া, মায়ানমার, কাতার, তাজিকিস্তান, ভিয়েতনাম
ইউরোপ: আলবেনিয়া
আফ্রিকা: বেনিন, বটসোয়ানা, বুর্কিনা ফাসো, ক্যামেরুন, কঙ্গো জাতীয় প্রজাতন্ত্র, আইভরি কোস্ট (কোট ডিভোয়ার), জিবুটি, ইকুয়েটোরিয়াল গিনি, ইথিওপিয়া, গাবন, গিনি, কেনিয়া, মালাউই, মোজাম্বিক, নাইজেরিয়া, সাও টোমে এবং প্রিন্সিপে, দক্ষিণ সুদান, টোগো, উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে
উত্তর আমেরিকা (ক্যারাইবিয়ান অঞ্চল): অ্যান্টিগুয়া এবং বারবুডা
দক্ষিণ আমেরিকা: সুরিনাম

30/09/2023

এখন ফ্রান্স, পর্তুগাল, স্পেন, ইতালি, জার্মানি, অস্ট্রিয়া, ইতালি, গ্রিস, ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, লাতভিয়া সহ মোট ২৭টি দেশের সেনজেন ভিসা প্রসেস করতে পারবেন আমাদের মাধ্যমে।
✅প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
০১। অরিজিনাল পাসপোর্ট (মিনিমাম মেয়াদ ২ বছর থাকতে হবে) সাথে নিয়ে আসতে হবে।
০২। ছবি (৩৫X৪৫) ল্যাব প্রিন্টের হতে হবে। ০২ কপি সদ্য তোলা।
০৩। ০৬ মাসের ব্যাংক স্ট্যাটমেন্ট ও সলভেন্সি সার্টিফিকেট।
০৪। ট্রেড লাইন্সেন্স এর ফটোকপি সহ ইংরেজি ও নোটারাইজ এর অরিজিনাল কপি।
০৫। কোম্পানীর দুই কপি ইংরেজি লেটারহেড এর সাদা পাতা (ব্যবসায়ীদের জন্য)
০৬। NOC - নো অবজেকশন সার্টিফিকেট এর অরিজিনাল কপি (চাকুরীজীবিদের জন্য)
০৭। ভিসিটিং কার্ড (ইংরেজি) (চাকুরীজীবি ও ব্যবসায়ী উভয়ের জন্য)
০৮। স্টুডেন্ট কার্ড অথবা ছুটির লেটার।
০৯। সরকারী চাকুরীজীবিদের জিও কপি, (ইংরেজি অনুবাদ ও নোটারাইজ) অরিজিনাল কপি
১০। সদ্য বিবাহিতদের নিকাহনামা কপি (ইংরেজি অনুবাদ ও নোটারাইজ) অরিজিনাল কপি
১১। সেনজেন হেলথ ইন্সুরেন্স (স্বাস্থ্য বীমা)
১২।জন্ম নিবন্ধন ও টিন (TIN) সার্টিফিকেট

☎️আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুনঃ
+8801841717563 (WhatsApp)

28/09/2023

আপনি যদি 🇨🇦 কানাডা যেতে আগ্রহী হোন তাহলে এই পোস্টটি কেবলই আপনার জন্য। কানাডা অনেকেরই স্বপ্নের দেশ। আমরা অনেকেই মনে করি কানাডার টুরিস্ট ভিসা পাওয়া বেশ কষ্ট সাধ্য। তবে বাস্তবতা হলো যদি আপনার ডকুমেন্টস সঠিক থাকে এবং শক্তিশালী হয়ে থাকে তাহলে অন্যান্য দেশের তুলনায় কানাডার ভিসা পাওয়া আরও সহজ। সঠিক উপায়ে ফাইল প্রসেস হয়ে থাকলে ভিসা পাওয়ার সফলতা ইনশাআল্লাহ আসবেই।

🔷 ভিসা প্রসেস সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করার প্রথমে আপনাদের কানাডা দেশটি সম্পর্কে একটু ধারনা দেয়ার চেষ্টা করছি।
কানাডা নর্থ আমেরিকার বিশাল এক দেশ। কানাডার আয়তন ৬৭ টি বাংলাদেশ এর সমান। ২২ লক্ষ লেক রয়েছে কানাডায়। কানাডার মোট জনসংখ্যা তিন কোটি পচাত্তর লক্ষ। কানাডা পৃথিবীর দ্বিতীয় তম শান্তির দেশ।

কানাডার টুরিস্ট ভিসায় সফলতা পাওয়ার জন্য কিছু ধাপ আছে যেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ।

🔶 প্রথমত যেই ধাপটি কানাডার ভিজিট ভিসা পাওয়ার জন্য বেশ গুরুত্বপূর্ণ সেটি হলো VISA APPLICATION LETTER অথবা SOP (Statement of Purpose). অনেকেই হয়ত জানেন কানাডার টুরিস্ট ভিসা হলো ডকুমেন্টস নির্ভর ভিসা তবে ডকুমেন্টস থেকেও অনেক গুরুত্বপূর্ণ হলো এই VISA APPLICATION LETTER. আপনার ডকুমেন্টস অনেক স্ট্রং তবে আপনি যদি এই লেটারে নিজের ঘুরতে যাওয়ার উদ্দেশ্যকে সঠিক ভাবে উপস্থাপন করতে না পারেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কম। সুন্দর এবং সুমধুর একটি VISA APPLICATION LETTER এর মাধ্যমে আপনার ভিসা পাওয়ার যোগ্যতা এবং প্রয়োজনীয়তা গুলো উল্লেখ করা লাগবে। এই লেটারে আপনি যা উল্লেখ করবেন তা অবশ্যই আপনার প্রোফাইলের সাথে সামঞ্জস্যপুর্ণ হওয়াটা জরুরি। তাই একজন প্রফেশনাল এক্সপার্ট কাওকে দ্বারা এই VISA APPLICATION LETTER লিখাটা বেশ গুরুত্বপূর্ণ। আমাদের কয়েক বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি এই VISA APPLICATION LETTER লিখার ক্ষেত্রে আপনি আমাদের উপর পুর্ন আস্থা রাখতে পারেন।

🔶 দ্বিতীয়ত কানাডার ভিসা পাওয়ার ক্ষেত্রে যেই বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো অর্থনৈতিক অবস্থা প্রমান করা অথবা Proof of income. আপনি ব্যবসা বা চাকরি যেটাই করেন না কেনো, আপনার মাসিক আয় যে ভালো সেটা প্রমান করাটা জরুরি। তবে এর মানে এই নয় যে আপনার ব্যাংকে অনেক অনেক পরিমাণ টাকা থাকা লাগবে। শুধুমাত্র কানাডা ঘুরে আসার জন্য যতোটুকু টাকা প্রয়োজন অতটুকু টাকা ব্যাংকে থাকাটাই যথেষ্ট। এর পরও যদি আপনার ব্যাংক স্ট্যাটমেন্ট অনেক দুর্বল হয়ে থাকে অথবা আপনার ব্যাংক ব্যালেন্স অনেক কম হয়ে থাকে তাহলে এই সমস্যা অভারকাম করার সঠিক গাইডলাইন আমরা আপনাকে দিবো। অনেক দুর্বল ব্যাংক স্ট্যাটমেন্ট দেখিয়েও আপনি কানাডার ভিসা পেতে পারেন যদি কিনা আপনি VISA APPLICATION LETTER এ সুন্দর মতো নিজের প্রোফাইল ব্যাখ্যা করতে পারেন।

🔶 তৃতীয় যেই জিনিষটি কানাডার ভিসার জন্য গুরুত্বপূর্ণ সেটি হলো ট্রাভেল হিস্ট্রি বা পুর্বে অন্যান্য দেশে ট্রাভেল করার অভিজ্ঞতা থাকা। কানাডার মতো দেশে ট্রাভেল করার জন্য আপনার অবশ্যই দুই একটি দেশ ট্রাভেল থাকাটা জরুরী তবে ব্যাপারটি এমন নয় যে আপনি অনেকগুলো দেশ ভিজিট করলেই সহজে কানাডার ভিসা পেয়ে যাবেন। পূর্ববর্তী ট্রাভেল হিস্ট্রি কেবল একটি সহায়ক ভুমিকা পালন করে মাত্র। ট্রাভেল হিস্ট্রি এর পাশাপাশি আপনাকে সঠিক নিয়মে ডকুমেন্টস গুছাতে হবে এবং VISA APPLICATION LETTER লিখতে হবে।

🔶 চতুর্থ গুরুত্বপূর্ণ জিনিষ হলো ইনভাইটেশন। আপনার পরিচিত কেও কানাডাতে থাকলে তার থেকে ইনভাইটেশন নিয়ে আসতে পারেন। ইনভাইটেশন এর ফরমেট আমরাই আপনাকে দিয়ে দিবো। ইনভাইটেশন একটি সহায়ক ভুমিকা পালন করে অবশ্যই তবে এটি বাধ্যতামুলক নয়। আপনার যদি কানাডাতে কেও না থেকে থাকে সেক্ষেত্রে আপনি ইনভাইটেশন ছাড়া হোটেল এড্রেস ব্যবহার করতে পারেন।

🔶 পঞ্চম এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনার কান্ট্রি টাই প্রমান করা৷ আপনার যে নিজ দেশের প্রতি টান আছে এবং আপনি যে কানাডা থেকে ফেরত আসবেন সেটা প্রমান করাটা গুরুত্বপূর্ণ এবং এটি প্রমান করার পথ হলো VISA APPLICATION LETTER এর মাধ্যমে নিজের দেশে যে আপনার শক্ত একটি অবস্থান আছে সেটা উল্লেখ করা।

🔷 কানাডার ভিজিট ভিসার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন তা সহজে আপনাদের জন্য উল্লেখ করার চেষ্টা করছিঃ

১. বর্তমান পাসপোর্ট এর স্ক্যানড কপি (ইনফরমেশন পেজ অর্থাৎ যেখানে আপনার তথ্য রয়েছে সেই পেজ) অবশ্যই পিডিএফ ফরমেটে হতে হবে।

২. পুরাতন পাসপোর্ট এর স্ক্যানড কপি (যেখানে বিগত ১০ বছরের এন্ট্রি এবং এক্সিস্ট সিল রয়েছে অর্থাৎ শুধু ভিসা ও সিল রয়েছে সেই পেজ গুলা লাগবে) অবশ্যই একটা পিডিএফ ফরমেটে হতে হবে।

৩. শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য যেমন ইউনিভার্সিটির নাম, পোস্ট গ্রাডুয়েশন এর পাশের সাল। কোন ধরনের সার্টিফিকেট লাগবে না শুধুমাত্র পাশের সাল গুলো (ব্যবসায়িদের ক্ষেত্রে পড়াশোনা খুব বেশি জরুরী না,থাকলে দিতে পারেন না থাকলে খুব বেশি জরুরি না)

৪. বিগত ৪ মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি এফডিআর থাকলে দিতে পারেন (এটাসটেড)

৫. ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স এর কপি ইংলিশ নোটারাইজড

৬. অ্যাসেট ভাল্যুশন (এটা সিএ ফার্ম থেকে করে দিতে হবে এবং নোটারাইজড হতে হবে)

৭. চাকুরীজীবি হলে স্যালারি স্ট্যাটমেন্ট অথবা পে স্লীপ লাগবে

৮. ওয়াইফ, ভাই-বোন, সন্তান এর বাসার এড্রেস, ফোন নাম্বার ইমেল আইডি

৯. বাবা মা এর জন্ম সাল যদি জীবিত থাকে, মৃত্যু হলে প্রয়োজন নেই।

১০. ম্যারেজ সার্টিফিকেট ইংলিশ করে দিতে হবে। (নোটারাইজ)

১২. ভোটার আইডির স্ক্যান কপি বা বার্থ সার্টিফিকেট এর স্ক্যান কপি (ভোটার আইডির সাথে যদি পাসপোর্ট এর কোন প্রবলেম ও থাকে সেই ক্ষেত্রে চিন্তার কোন কারণ নেই sop তে লিখে দিলেই হবে

১৩. ৩৫*৪৫ সাইজ এর ছবি কানাডায়িন সাইজ। যেখান থেকে তুলবেন সেখান থেকে জাস্ট আপনার মেইল এ নিয়ে নিবেন ঐ খান থেকে আমরা মেইল এ নিয়ে নিবো।

১৪. পাসপোর্ট বা পি আর কার্ড, বাসার এড্রেস, ইমেইল আইডি, ফোন নাম্বার।

(এসব ডকুমেন্টস নিকটবর্তী কম্পিউটার এর দোকানে গিয়ে সিরিয়াল করে পিডিএফ করে আমাদের ইমেইল করে দেয়া লাগবে বা পেনড্রাইভে নিয়ে আসতে পারেন)

বর্তমানে কানাডার এম্বাসি ফি এবং ভিএফএস ফিংগার দেয়ার ফি হলো $১৮৫ কানাডিয়ান ডলার। কানাডিয়ান এম্বাসি ফি আপনি কোনো ব্যাংকে জমা দিতে পারবেন না৷ এটি ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে অনলাইনে পে করা লাগবে। এম্বাসি ফি আপনি আমাদের বাংলা টাকাতেই দিতে পারবেন। আমরা সেটা ডলারে কন্ভার্ট করে নিবো।

সকল ডকুমেন্টস এবং এম্বাসি ফি জমা দেয়ার পর আপনাকে গুলশানের ভিএফএসে যেয়ে ফিংগার প্রিন্ট দেয়া লাগবে তারপর কেবল অপেক্ষা করা লাগবে এম্নাসি এর সিদ্ধান্তের জন্য। যদি এম্বাসি আপনার ভিসা অনুমোদন করে থাকে তাহলে ইমেইল এর মাধ্যমে পাসপোর্ট গুলশানের ভিএফএসে জমা করতে বলবে। আপনার পাসপোর্ট ভিএফএস থেকে সিঙ্গাপুরে পাঠানো হবে এবং সেখান থেকেই ভিসা প্রিন্ট হয়ে পরবর্তীতে ভিএফএস থেকেই আপনার পাসপোর্ট আপনাকে ফেরত দেয়া হবে।

কানাডার ভিজিট ভিসার ব্যাপারে আমরা আপনাকে যে ধরনের সহায়তা করে থাকবোঃ

🟣 আপনার VISA APPLICATION LETTER অথবা SOP খুব সুন্দর এবং চমৎকার ভাবে লিখে দিবো।

🟣 আপনার সকল ডকুমেন্টস সুন্দর করে গুছাতে আমরা গাইডলাইন দিবো

🟣VISA APPLICATION FORM গুলো নির্ভুলভাবে ফিলআপ করে দিবো

🟣 আপনার ব্যাংক স্ট্যাটমেন্ট দুর্বল হলে বা ব্যাংক ব্যালেন্স কম থাকলে সেটা অভারকাম করার সঠিক গাইডলাইন আমরা দিবো।

🟣 এই পুরো প্রসেসটি দ্রুত সময়ে সম্পন্ন করে দিবো যেনো আপনার কাঙ্ক্ষিত ফলাফল আপনি দ্রুত পেতে পারেন।

28/09/2023

আপনি যদি 🇺🇲 আমেরিকা যেতে আগ্রহী হোন বা আমেরিকা যদি আপনার স্বপ্নের দেশ হয়ে থাকে তাহলে এই লেখাটি কেবলই আপনার জন্য। আমরা সাধারণত আমেরিকান ভিসার কথা শুনলেই ভয় পেয়ে যাই, ভয় পেয়ে আর চেষ্টাই করি না। অথচ বাস্তবতা হলো , অন্যান্য দেশের ভিসার তুলনায় আমেরিকান টুরিস্ট ভিসা পাওয়া টা অনেক সহজ। ভয় পাওয়ার মানসিকতা থেকে বের হয়ে আপনাকে সঠিক উপায়ে চেষ্টা করতে হবে, তাহলেই আপনার ভিসা পাওয়ার সফলতা আসবে ইনশাআল্লাহ।

🔷 সর্বপ্রথম বলে নেই আমেরিকার টুরিস্ট ভিসা আসলে কাদের জন্য? আমেরিকার টুরিস্ট ভিসা পাওয়ার যোগ্যতা কারা রাখে? এই বিষয়টি আমাদের পরিষ্কার হওয়া বেশ জরুরী। আমেরিকার মতো একটি দেশে যাওয়ার জন্য আপনার অবশ্যই পার্শ্ববর্তী এবং ভালো কিছু দেশ ট্রাভেল থাকাটা জরুরী। কোনো দেশ ট্রাভেল না করেই আপনি আমেরিকায় ঘুরতে চলে যাবেন এটির কোনো যৌক্তিকতা হতে পারে না৷ এখন প্রশ্ন হলো, তাহলে কি সাদা পাসপোর্ট অথবা শুধু ইন্ডিয়া ভিজিটে আমেরিকার ভিসা হয় না? আপনি অনেক গুলো দেশ ট্রাভেল করলেই আমেরিকার ভিসা পেয়ে যাবেন ব্যাপারটা এমন নয়, আপনাকে সঠিক পলিসিটা জানতে হবে। ক্ষেত্র বিশেষে সাদা পাসপোর্টেও আমেরিকার ভিসা হয়ে থাকে। আপনার যদি নিজ পরিবারের কেও অর্থাৎ বাবা-মা, ভাই-বোন, ছেলে মেয়ে, স্বামী-স্ত্রীর মধ্যে কেও আমেরিকাতে থাকে তাহলে আপনি সাদা পাসপোর্টেও আমেরিকার ভিসা পাবেন। এছাড়াও যাদের বয়স একটু বেশি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা ভালো তারা যদি আত্মবিশ্বাস এর সাথে ইন্টারভিউ দিতে পারে তাহলে সেসকল ব্যাক্তিরাও সাদা পাসপোর্টে আমেরিকার ভিসা পেতে পারে।

🔷 টুরিস্ট ভিসার ক্ষেত্রে ইনভাইটেশন এর কোনো প্রয়োজন আছে কি? আমাদের উত্তর হলো না। টুরিস্ট ভিসার জন্যে ইনভাইটেশন প্রয়োজন নেই। কেও যদি আমেরিকাতে কোনো কনফারেন্স বা সেমিনার অথবা কোনো মেলায় যোগদান করতে চান সেক্ষেত্রে ইনভাইটেশন এর প্রয়োজন আছে। এছাড়া শুধুমাত্র ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে ইনভাইটেশন এর কোনো প্রয়োজন নেই।

🔷 এবার আসি ডকুমেন্টস এর বিষয়ে। আমেরিকার টুরিস্ট ভিসা সম্পুর্ণ ইন্টারভিউ নির্ভর একটি ভিসা৷ আমেরিকার টুরিস্ট ভিসার জন্য ডকুমেন্টস নিয়ে চিম্তা করার কোনোই প্রয়োজন নেই। তবে হ্যাঁ, ডকুমেন্টস খুবই গুরুত্বপূর্ণ যদি কিনা আপনি আমেরিকার মেডিকাল/স্টুডেন্ট/বিজনেস ভিসার জন্য এপ্লাই করে থাকেন। এসকল ভিসার ক্ষের্তে এম্বাসি আপনার কাছে নানা প্রকার ডকুমেন্টস দেখতে চেতে পারে তবে টুরিস্ট ভিসার জন্য কোনো প্রকার ডকুমেন্ট এম্বাসি সচরাচর দেখতে চায় না।

🔷 আবার অনেকেই মনে করেন আমেরিকার ভিসা কন্ট্রাক্ট এ করা যায়। ব্যাপারটা একদমই ভুল। আমেরিকার ভিসা কন্ট্রাকে হয় না, ভুলেও এই কন্ট্রাকে এ যাবেন না, কারণ আমেরিকান এম্বাসির সাথে কারও লিংক বা লবিং থাকার কোন প্রশ্নই আসে না। কেউ যদি বলে থাকে আমেরিকা এম্বাসির সাথে লিংক আছে, তার মানে তিনি আপনাকে মিথ্যা তথ্য দিচ্ছে।

🔷 এবার আপনাদের আমেরিকার টুরিস্ট ভিসা প্রসেস এর ব্যাপারে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমেরিকান টুরিস্ট ভিসা সাধারণতো ৫ বছরের মাল্টিপোল ভিসা হয়ে থাকে অর্থাৎ ৫ বছরের মধ্যে আপনি যতবার খুশি আমেরিকায় যাতায়াত করতে পারবেন। এই ভিসাটি মূলতো ২ টা জিনিস এর উপর ভিত্তি করে হয়ে থাকে।

১. DS -160 ফর্ম অর্থাৎ এপ্লিকেশন ফর্ম এর উপর।
২. ছোট একটি ইন্টারভিউ এর উপর।

নির্ভুল ভাবে DS-160 ফর্ম ফিলাপ করে যদি আপনি আত্মবিশ্বাস এর সাথে ইন্টারভিউতে কন্সুলার অফিসারকে এটা বিশ্বাস করাতে পারেন যে আপনার আমেরিকা যাওয়ার যথেষ্ট যৌক্তিক কারণ আছে এবং আপনি আমেরিকায় যাবেন এবং ফিরে আসবেন, তাহলেই আপনার ভিসা হয়ে যাবে ইনশাআল্লাহ।

ইন্টারভিউ বাংলাদেশে সাধারণতো দুই ভাষায় হয়ে থাকে, বাংলা এবং ইংরেজী। আপনি চাইলে বাংলাতেও ইন্টারভিউ দিতে পারবেন। ইন্টারভিউ সাধারণতো ২ থেকে ১০ মিনিটের হয়ে থাকে। আপনি আমেরিকা যাওয়ার যোগ্য সেটা এম্বাসিকে কি করে বুঝাবেন? সেটা বুঝাবেন আপনার এপ্লিকেশন ফর্ম এর মাধ্যমে অর্থাৎ Ds-160 এর ফর্ম এর মাধ্যমে। আমেরিকান এম্বাসির একটি অনলাইন ফর্ম আছে যার নাম DS-160 ফর্ম। এই এপ্লিকেশন ফর্ম অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ফর্ম এর উপর আপনার ভিসা অনেকাংশ নির্ভর করে। তাই অবশ্যই একজন অভিজ্ঞ ব্যক্তি দ্বারা ফর্মটি পূরণ করা উচিত। মূলত এই ফর্মটি আপনার ভিসা পাওয়ার পূর্ব শর্ত হিসাবে বিবেচিত হয়। আপনি বলতে পারেন ৭০% চান্স নির্ভর করে এই DS-160 ফর্ম এর উপর, বাকি ৩০% নির্ভর করে আপনার ইন্টারভিউ এর উপর। এই দুইটির সঠিক সফল কম্বিনেশন ই আপনার ভিসা পাওয়া চান্স নিশ্চিত করবে ইনশাআল্লাহ। বেশিরভাগ মানুষ যে ভুলটা বেশি করে থাকে সেটা হলো, DS 160 অদক্ষ কাওকে দ্বারা পূরণ করে ইন্টারভিউতে চলে যায়, এতে করে হয়তো কিছু টাকা বেঁচে যায় তবে ফলাফল হয় ভিসা রিজেকশন। আবার অনেকেই ভিসা পেয়েছেন তাঁদের থেকে ইন্টারভিউ এর গাইডলাইন নিয়ে ইন্টারভিউ ফেইস করতে চলে যায়, অথচ তার প্রোফাইল এবং উনার প্রোফাইল কিন্তু ভিন্ন। না এটা কখনই করবেন না আপনাকে আপনার প্রোফাইল অনুযায়ী ইন্টারভিউ এর গাইডলাইন নিতে হবে। মনে রাখবেন অল্প বিদ্যাভয়ঙ্কর জিনিস। ওষুধ এর দোকানদার আপনাকে পরামর্শ দিতে পারে, কিন্তু মনে রাখবেন তিনি কিন্তু ডাক্তার না। অনেকেই বলেন ভাই DS 160 কি আসলেই এতো জটিল কিছু? যেহেতু আমেরিকার মতো একটি দেশ সারাপৃথিবী থেকে এই ফর্ম এর উপর ভিত্তি করে ভিসা ইস্যু করে থাকে তাহলে আপনি নিজেই চিন্তা করুন এই ফর্ম কতটা গুরুত্বপূর্ণ। আশাকরি উত্তর পেয়ে গেছেন। অর্থাৎ আপনি যদি ইন্টারকানটেক্টেড তথ্য দিয়ে চমৎকার ভাবে একটা কমপ্লিট DS 160 ফর্ম পুরুন করতে পারেন তাহলেই ইনশাআল্লাহ আপনি ভিসা পাবেন। কারণ ইন্টারভিউ এর আগে এই ফর্ম এর উপর স্টাডি করেই সাধারণতো আপনার ভিসা ইস্যু করে থাকে। আর ইন্টারভিউতো হয় মাত্র ২ থেকে ৫ মিনিট, এই সময় এর মধ্যে আপনাকে আর কি বা যাচাই বাঁচাই করার থাকে। তাই অদক্ষ লোক দ্বারা ফর্ম ফিলাপ করলে আপনার ভিসা হওয়ার থেকে না হওয়ার সম্ভানাই বেশি থাকে। আরও একটা জিনিস মনে রাখবেন DS-160 ফর্ম এর তথ্য এবং আপনার ইন্টারভিউ এর তথ্য এই দুই এর মধ্যে চমৎকার ও শৈল্পিক একটা মিল থাকতে হবে।

নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরী করুন, সঠিক গাইড লাইন ফলো করুন, সঠিক তথ্য দিয়ে DS-160 ফর্ম ফিলাপ করুন, ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিন ইনশাআল্লাহ আপনার ভিসা কেউ আটকাতে পারবে না।

🔷 কিছু প্রশ্ন যা ক্লাইন্ট আমাদের সচরাচর করে থাকেন, সেগুলোর উত্তর দেয়ার চেষ্টা করছি।

১. আমেরিকার ভিসার জন্য কতো টাকা ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে?

উত্তরঃ যেতেতু আমেরিকার এম্বাসি ডকুমেন্টস দেখে না তাই ব্যাংক ব্যালেন্স তেমন একটা গুরুত্বপূর্ণ নয় তবে আপনি যতটুকু টাকা আমেরিকা ঘুরে আসার জন্য প্রয়োজন ততটুকু টাকা ব্যাংকে রেখে দিতে পারেন।

২. হোটেল বুকিং, প্লেনের টিকেট বুকিং এর কোনো প্রয়োজনীয়তা আছে কিনা?

উত্তরঃ ভিসা পাওয়ার আগে পর্যন্ত এসব হোটেল বুকিং, প্লেনের টিকেট বুকিং এর কোনো প্রয়োজন নেই। এগুলা ভিসা পাওয়ার পর প্রয়োজন হয়।

৩. NOC/GO লাগবে কিনা?

উত্তরঃ ইন্টারভিউ এর সময় কন্সুলার অফিসার কখনই NOC/GO দেখতে চায় না তবে ইমিগ্রেশন পার হবার সময় ইমিগ্রেশন অফিসার NOC/GO দেখতে চাইতেও পারে।

৪. পিটিশন/ইমিগ্রেন্ট ফাইল এপ্লাই করা থাকলে টুরিস্ট ভিসায় এপ্লাই করা যায় কিনা?

উত্তরঃ অবশ্যই এপ্লাই করা যায়। একটি ইমিগ্রেন্ট ফাইল প্রসেস হতে ১০-১৫ বছর এর মতো সময় লাগে, এর মধ্যে আপনি চাইলে টুরিস্ট ভিসা নিয়ে ঘুরে আসতে পারেন।

৫. এপ্লাই করলে ইন্টারভিউ ডেট কবে পাওয়া যাবে?

উত্তরঃ বর্তমানে আমেরিকার টুরিস্ট ভিসার ইন্টারভিউ ডেট প্রায় ১ বছর পর পাওয়া যাচ্ছে। আমরা রিশিডিউল করে ইন্টারভিউ ডেট ৪ মাসের মধ্যে করে দিয়ে থাকি।

আরও অনেক প্রশ্ন থাকে যার সব উত্তর দেয়া পোস্টে সম্ভব নয়।

আমেরিকার টুরিস্ট ভিসার এম্বাসি ফী 185$ ডলার যা বাংলাদেশ এর টাকায় কনভার্ট করলে আসে ২০,৭২০ টাকা। এই টাকা শুধুমাত্র EBL অর্থাৎ ইস্টার্ন ব্যাংক লিমিটেড এ জমা দিতে হয়। এম্বাসি ফী জমা দিয়ে আপনাকে ইন্টারভিউ এর জন্য ডেট নিতে হবে।

🔷 এম্বাসি ফী জমা দেয়ার জন্য যা যা প্রয়োজন।
১. পাসপোর্টের স্কেন কপি
২. ১টি ফোন নাম্বার
৩. ১টি ইমেইল আইডি

🔷 এপ্লিকেশন করার জন্য যা যা প্রয়োজন

১. ছবি ২×২ সাইজ সাদা ব্যাকগ্রাউন্ড (ল্যাব কপি)
২. আপনার মা -বাবার তথ্য
৩. আপনার শিক্ষাগত সকল তথ্য
৪. আমেরিকায় যদি আপনার পরিচিত কেও থেকে থাকে তার তথ্য।
৫. স্বামী বা স্ত্রীর তথ্য
৬. ব্যবসা/চাকরি জনিত সকল তথ্য
৭. পূর্ববর্তী ট্রাভেল হিস্ট্রি
৮. কোনো সংস্থায় জড়িত থাকলে সেই সংস্থার নাম

🔷 আমরা আপনাকে যে সকল সেবা দিয়ে থাকবোঃ

১. আপনার DS-160 ফর্ম সঠিক ও চমৎকার ভাবে পূরণ করে দিবো।
২. আপনার ইন্টারভিউ ডেট রিশিডিউল এর মাধ্যমে এগিয়ে নিয়ে আসবো।
২. আপনাকে ইন্টারভিউ এর সম্পুর্ণ গাইডলাইন দিয়ে দিবো।
৩. ইন্টারভিউ এর জন্য যে সকল ডকুমেন্টস প্রয়োজন তা আমরা গুছিয়ে দিবো।

🔷 আমরা আমেরিকার যেসব ভিসা প্রসেসিং করে থাকিঃ

১. ভিজিট ভিসা (B1/B2)
২. বিজনেস ভিসা (B1)
৩. ড্রপ বক্সের মাধ্যমে ভিসা রিনিউ।

📞 01841717563 (whats app)

খুব দ্রুত রেসপন্স পেতে সরাসরি ফোন করুন অথবা whatsapp এ knock করুন।

26/09/2023

🇭🇰 ভিয়েতনাম ই-ভিসা 🇻🇳
পূর্বে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের ভিয়েতনাম
ভ্রমণের জন্য Visa approval letter required ছিল। কিন্তু গত ১৫ ই আগস্ট ২০২৩ থেকে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের Vietnam e-visa eligible করা হয়েছে।
এখন বর্তমানে ভিয়েতনাম ভ্রমণ করার জন্য ট্রাভেল এজেন্সি থেকে visa approval letter প্রয়োজন নেই।
আপনি e-visa অনলাইনে আবেদন করতে পারবেন
https://evisa.xuatnhapcanh.gov.vn/?fbclid=IwAR1LHuCIVGkYcDdpQz5P_gq1WPcaBMdSinm3cCZJb6AvU8ztUqtQxg2BAhc
আবেদন ফি
Single entry 25 USD
Multiple 50 USD (3 Months)
এছাড়া থার্ড পার্টির অনেক ওয়েবসাইট আছে।
সেক্ষেত্রে আবেদন ফি সাইটের উপর ভিত্তি করে কম বেশি হতে পারে। উপরের দেওয়া লিংকটি ভিয়েতনামের সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এবং অথেনটিক।
Required Documents:
1. Passport (Scan copy)
2. Recent Photo (Scan copy)
তিন থেকে সাত কর্ম দিবসের মধ্যে আপনার ইমেইলের মধ্যে e-visa পেয়ে যাবেন।
e-visar ক্ষেত্রে Airport immigration entry and exit seal পাবেন।
কেউ যদি Visa sticker/Visa level নিতে চান।
সে ক্ষেত্রে on arrival কাউন্টার থেকে এক্সট্রা
২৫ ডলার ফি দিয়ে visa sticker নিতে পারবেন।

কল করুন:01841717563 (WhatsApp)
মালয়েশিয়া, সিংগাপুর, থাইল্যান্ড, ডুবাই, কাতার, চায়না, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, সৌদি আরব, ইটালি, গ্রীস, ভিসা প্রসেস্ করা হয়
Malaysia, Singapore, Thailand, Dubai, Qatar, China, Indonesia, Vietnam, Saudi Arabia, Italy, Greece VISA available
------------------------------------------------------------------------------

বাংলাদেশী পাসপোর্টধারী নাগরিক গন 🇧🇩 - 🇮🇳 ভারতের নিম্ন লিখিত কিছু  স্থল বন্দর দিয়ে ভিসা পাওয়া সাপেক্ষে নির্দিষ্ট বর্ডার দ...
11/09/2023

বাংলাদেশী পাসপোর্টধারী নাগরিক গন 🇧🇩 - 🇮🇳 ভারতের নিম্ন লিখিত কিছু স্থল বন্দর দিয়ে ভিসা পাওয়া সাপেক্ষে নির্দিষ্ট বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন।

★★★যে কোন দেশের ভিসা, সকল আন্তর্জাতিক
এয়ার টিকিট,ইন্ডিয়ান অভ্যন্তরীণ রেল
টিকিট এবং ট্যুর সংক্রান্ত যে কোন প্রয়োজনে

কল করুন বা what's app মেসেজ করুন:

01841717563
----------------------------------------
1. বেনাপোল Land Port.
BD side:বেনাপোল যশোর।
Indian side: Petrapole, Bongaon, 24-Parganas, West Bengal, India

2. বুড়িমারি Land Port.
BD side:বুড়িমারি,পাটগ্রাম, লালমনিরহাট।
Indian side: Changrabandha, Mekhaliganj, West Bengal, India

3. আখাউড়া Land Port.
BD side :.আখাউড়া ব্রাহ্মণবাড়িয়
Indian side: Ramnagar, Agartala, Tripura, India

4. ভোমরা Land Port.
BD side:ভোমরা,সাতক্ষীরা।
Indian side: Gojadanga, 24-Parganas, West Bengal, India

5. নকুগাঁও Land Port.
BD side: নালিতাবাড়ি শেরপুর।
Indian side: Dalu, Barangapara, Meghalaya, India

6. তামাবিল Land Port
BD side: তামাবিল,গোয়াইনঘাট,
সিলেট
Indian side: Dauki, Shillong, Meghalaya, India

7. দর্শনা Land Port.
BD side:দর্শনা ,চুয়াডাঙ্গা।
Indian side: Gede, Krishnanagar, West Benga, India

8. বেলনি Land Port.
BD side:বেলনি,পরশুরাম ফেনী
Indian side: Belonia, Tripura, India

9. গোবরাকুড়া Land Port.
BD side: হালুয়াঘাট ময়মনসিংহ।
Indian side: Gachhuapara, Tura, Meghalaya, India
(মানুষ এখনো চলাচল করতে পারেনা)

10. রামগড় Land Port.
BD side: রামগড়, খাগড়াছড়ি
Indian side: Sabroom, Tripura, India.

11. সোনাহাট Land Port.
BD side: ভুরুঙ্গামারী কুড়িগ্রাম।
Indian side: Sonahat, Dhubri, Assam, India
(মানুষ চলাচলের জন্য না)

12. Tegamukh. ভূষণছড়ি Land Port.
BD side: বরকল, রাঙামাটি।
Indian side: Demagri, Mizoram, India.

13. চিলাহাটি Land Port
BD side:চিলাহাটি,ডোবার নিলফামারী।
Indian side: Holdibari, Cooch Behar, West Bengal, India

14. সোনা মসজিদ Land Port.
BD side:সোনা মসজিদ,চাপাই নবাবগঞ্জ।ণ
Indian side: Mahadipur, Maldah, West Bengal, India

15. ধানুয়া Kamalpur Land Port.
BD side: বকশিগঞ্জ ,জামালপুর।
Indian side: Mohendragonj, Ampoti, Meghalaya, India

16. শিউলা Land Port.
BD side:শিউলা,বিয়ানীবাজার, সিলেট
Indian side: Sutarkandi, Karimganj, Assam

17. বেল্লা Land Port.
BD side: বেল্লা, চুনারুঘাট, হবিগঞ্জ
Indian side: Paharmura, Khoai, Tripura.

18. হিলি Land Port.
BD side: হিলি,হাকিমপুর,দিনাজপুর ।
Indian side: Hili, South Dinajpur, West Bengal, India

19. বাংলাবান্ধা Land Port.
BD side: তেতুলিয়া,পঞ্চগড়।
Indian side: Fulbari, Jalpaiguri, West Bengal, India

20. টেকনাফ Land Port.
BD side: Teknaf, Cox’s Bazar
Myanmar side: Mungdu, Myanmar

21. বিবিরবাজার Land Port.
BD side: Sadar Upazila, কুমিল্লা
Indian side: Srimantapur, Sunamura, Agartala, Tripura

22. বিরল Land Port.
BD side: বিরল,দিনাজপুর।
Indian side: Radhikapur (Goura), West Bengal, India

02/09/2023

মেঘালয় ভারতের এমন একটি রাজ্য যেখানে প্রতি বছর ভিড় করেন পর্যটকেরা।
এই রাজ্যের অন্যতম জনপ্রিয় একটি পর্যটক স্থান হল দাওকি। বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন নদী হল দাওকির এক নদী উমঙ্গোট।
এরপর দ্বিতীয় এশিয়া মহাদেশের পরিচ্ছন্ন গ্রাম মাউলিংনং ভিলেজ।
তারপর আছে চেরাপুঞ্জি সেভেন সিস্টার ফলস,ক্রাংসুরি ফলস উল্লেখযোগ্য।
তাই আমরা ৪ রাত ৩ দিনের মেঘালয় চেরাপুঞ্জি-শিলংভ্রমন হবে FLY DUNYA এর সাথে।
কারন আগামী ২৬ সেপ্টেম্বর রাতে রওনা দিবো আপনাদের কে নিয়ে।
জনপ্রতি ১১০০০ টাকা - ঢাকা-শিলং-টু- ঢাকা।
জনপ্রতি ৯৫০০ টাকা - তামাবিল -শিলং-টু- তামাবিল।

ভ্রমনের তারিখ- ২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ১১.০০টা।
ফেরার তারিখ - ৩০ সেপ্টেম্ব (শনিবার )ভোর ৬.০০ টা।

যা-যা-দেখবো-
১। উমক্রেম ফলস
২। বোরহিল ফলস
৩। মাউলিংনং ভিলেজ
৪। লিভিংরুট ব্রিজ
৫। চেরাপুঞ্জি ইকোপার্ক
৬। সেভেন সিস্টার ফলস
৭। মৌসুমি গুহা
৮। কিনরেম ফলস
৯।নোহকালিকায় ফলস
১০। উইসোডং ফলস
১১। মাওসাওয়া ফলস
১২। ক্রাংসুরি ফলস
১৩। সোনেংপেডেং
১৪। কিনরেম ফলস

এই ট্যুরে যেতে হলে অবশ্যই ডাউকি পোট থাকতে হবে। ভিসার জন্য সহযোগিতা লাগলে আমরা সহযোগিতা করবো।

সকল কিছু বিস্তারিত জানিয়ে দেওয়া হবে কয়েকদিনের মধ্যে।

বুকিং এর জন্য যোগাযোগ করুন: 01918317563

26/08/2023

প্রচুর বৃষ্টিতে এবার মেঘালয়ে প্রত্যেকটি ঝর্নার অপরুপ দৃশ্য দেখলাম।
আজ আমরা ঘুরে দেখলাম, ক্রাংসুরি ফলস
মেঘালয়ের সুন্দর ফলস এর মধ্যে ক্রাংসুরি ফলস অন্যতম।

26/08/2023
আলহামদুলিল্লাহ, সারাদিন বৃষ্টিতে মেঘালয় শিলং-চেরাপুঞ্জি ইন্ডিয়াতে প্রথম দিন আমরা ঘুরে দেখলাম, ডাউকি ব্রীজ, জাফলং ভিউ পয়ে...
26/08/2023

আলহামদুলিল্লাহ, সারাদিন বৃষ্টিতে মেঘালয় শিলং-চেরাপুঞ্জি ইন্ডিয়াতে প্রথম দিন আমরা ঘুরে দেখলাম, ডাউকি ব্রীজ, জাফলং ভিউ পয়েন্ট,বোরহিল ফলস,উমক্রেম ফলস মাউলিনং ভিলেজ (এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম)।
ঘুরবো দেশ জয় করবো বিশ্ব ইনশাআল্লাহ flydunya সাথে।

প্রচুর বৃষ্টিতে এবার মেঘালয়ে প্রত্যেকটি ঝর্নার অপরুপ দৃশ্য দেখলাম। আজ আমরা আমরা ঘুরে দেখলাম, ক্রাংসুরি ফলসমেঘালয়ের সুন্দ...
26/08/2023

প্রচুর বৃষ্টিতে এবার মেঘালয়ে প্রত্যেকটি ঝর্নার অপরুপ দৃশ্য দেখলাম।
আজ আমরা আমরা ঘুরে দেখলাম, ক্রাংসুরি ফলস
মেঘালয়ের সুন্দর ফলস এর মধ্যে ক্রাংসুরি ফলস অন্যতম।
ঘুরবো দেশ জয় করবো বিশ্ব ইনশাআল্লাহ flydunya সাথে।

এবার মেঘালয় ট্যুরের প্রচুর মেঘ ও বৃষ্টি মধ্যে অসাধারন সময় পার করলাম৷ চেরাপুঞ্জিতে ২য় দিন আমরা ঘুরে দেখলাম, চেরাপুঞ্জি ইক...
26/08/2023

এবার মেঘালয় ট্যুরের প্রচুর মেঘ ও বৃষ্টি মধ্যে অসাধারন সময় পার করলাম৷ চেরাপুঞ্জিতে ২য় দিন আমরা ঘুরে দেখলাম, চেরাপুঞ্জি ইকোপার্ক, সেভেন সিস্টার ফলস, মৌসুমি গুহা, কিনরেম ফলস, নোহকালিকায় ফলস
ঘুরবো দেশ জয় করবো বিশ্ব ইনশাআল্লাহ flydunya সাথে

এবার মেঘালয় ট্যুরটি ছিলো ভিন্নরকম অভিজ্ঞতা ও এক কথায় অসাধারণ।কারন আমাদের ট্রাভেল গ্রুপ এর সাথে দেশের সনামধন্য সংবাদপএ ও ...
26/08/2023

এবার মেঘালয় ট্যুরটি ছিলো ভিন্নরকম অভিজ্ঞতা ও এক কথায় অসাধারণ।কারন আমাদের ট্রাভেল গ্রুপ এর সাথে দেশের সনামধন্য সংবাদপএ ও টিভি চ্যানেলের এর ৭ জন সাংবাদিক ভ্রমন করেছেন...
এর মধ্যে ছিলেন (চ্যানেল আই টিভি) এর সিনিয়র স্টাফ রিপোর্টের আক্তার হোসেন।
অসংখ্য ধন্যবাদ মেঘালয়ে ট্যুরে সাংবাদিক সবাইকে
flydunya এর পক্ষ থেকে শুভেচ্ছা....

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when FLY DUNYA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share