22/07/2023
⚠️ বান্দরবান ভ্রমণে সাবধান !
বান্দরবানের আলীকদম-মিরিঞ্জার দিকে যারা ঈদের ছুটিতে ভ্রমণে গিয়েছিলেন বা এর মধ্যে যাচ্ছেন; তাঁদের যদি জ্বর আসে, খিচুনি উঠে, সাথে প্রচন্ড মাথাব্যথা থাকে তাহলে সময় নষ্ট না করে দ্রুত ডাক্তারের কাছে যান। ডাক্তারকে খুলে বলুন আপনি বান্দরবান গিয়েছিলেন ও আপনার ম্যালেরিয়া হবার সম্ভাবনা আছে।
ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রক্ত পরীক্ষা করলে কোন এক অদ্ভুত কারণে ম্যালেরিয়া পজিটিভ আসছে না। রিপোর্ট না পেলে শহরের ডাক্তাররা ম্যালেরিয়ার চিকিৎসাও দিতে আগ্রহী হন না। এরফলে ম্যালেরিয়ার চিকিৎসা না পেয়ে দ্রুত রোগীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। গতকাল এমনই একজন রোগী ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা গেলেন।
🛑 সবাই সাবধান হন। এই সিজনে ম্যালেরিয়া আউটব্রেক আছে এমন স্থানগুলোতে ভ্রমণ পরিহার করুন। একান্ত যদি যেতেই হয় তবে মশা যেন না কামড়াতে পারে সেই ব্যবস্থা নিন। সেই সাথে ঘুরে আসার পর ম্যালেরিয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।