Darul Falah Travels

  • Home
  • Darul Falah Travels

Darul Falah Travels Committed to Services

02/01/2024
28/11/2023

ওমরা ও হজ প্যাকেজ মূল্য নির্ধারণ সম্পর্কে কিছু কথা :

আমাদের হাজীদের মধ্যে অনেকে জানতে চায়
একেক এজেন্সির প্যাকেজ একেক রেট কেন হয় ?

**** যে সকল কারণে হজ/ ওমরা প্যাকেজ মূল্য কম বেশি হয় তা সংক্ষিপ্ত আকারে আপনাদের সুবিধার্তে উল্লেখ করছি।*******

১. এয়ারলাইন্স ভেরিয়েন্টঃ
ক) সৌদিয়া এয়ার লাইন/ বাংলাদেশ বিমান সহ ডিরেক্ট ফ্লাইটে যারা ট্রাভেল করেন তাদের বিমান ভাড়া ট্রানজিট ফ্লাইট থেকে দশ পনেরো হাজার টাকা বেশি লাগবে।

খ) ট্রানজিট ফ্লাইট কাতার ,কুয়েতএয়ারওয়েজ, এমিরেট্স এয়ারলাইন্স সহ আরো অন্যান্য বিমানে ট্রাভেল করেন তাহলে আপনার বিমান ভাড়া ডিরেক্ট ফ্লাইট এর তুলনায় দশ থেকে পনেরো হাজার টাকা কম লাগবে।

এছাড়াও বিভিন্ন সময়ে বিমানের টিকিটের দাম কম বেশি হয়ে থাকে। কোন সময় টিকেটের দাম বেশি থাকে আবার কোন কোন সময় কমে যায়।

২. হোটেল ভেরিয়েন্টঃ
ক) হোটেল দূরত্ব:
মক্কা এবং মদিনা শরীফের হোটেলগুলো হেরেম শরীফ থেকে যত নিকটে হবে ভাড়া দূরবর্তী হোটেল থেকে বেশি হবে। নিকটের হোটেল ভাড়া যেমনিভাবে বেশি থাকে, তেমনি দূরের হোটেলের ভাড়া কম হবে। প্রতি মিটার হিসেবে ভাড়া নির্ধারিত হয়।

খ) হোটেলের মানঃ
হেরেম শরীফের নিকটে যে সকল হোটেল থাকে সেগুলো বিভিন্ন মানের হয়ে থাকে যেমন ফাইভস্টার , থ্রি স্টার, ওয়ান স্টার হোটেল ইকোনমি থেকে শুরু করে একেবারে গলির ভিতরে অত্যন্ত নিম্নমানের হোটেল পর্যন্ত প্যাকেজের আলোকে নির্ধারিত হয়ে থাকে।

৩. রুম ক্যাটাগরিঃ
হোটেলের উপর নির্ভর করে ৩, ৪, ৫ ,৬, ৭ বেডের রুম হয়ে থাকে।
৩ বেডের রুম ভাড়া এবং ৭ বেডের রুমের ভাড়া সেম, তাই এভারেজ কস্টিং হিসাব করে এজেন্সি গুলো হাজির ডিস্ট্রিবিউট করে থাকে।
এক্ষেত্রে মিনিমাম স্ট্যান্ডার্ড হচ্ছে রুম প্রতি ৪ জন করে হাজি রাখা।

৪. নিজস্ব প্রতিনিধি :
মক্কা এবং মদিনাতে এজেন্সির পক্ষ থেকে নিজস্ব প্রতিনিধি নিযুক্ত থাকা। নিজস্ব প্রতিনিধি নিযুক্ত থাকলে আপনার সর্বোচ্চ সার্ভিস পেতে সহায়ক হবে অন্যথায় হাজী সাহেবগণ নানারকম বিড়ম্বনার শিকার হন।

৫. দর্শনীয় স্থানগুলো পরিদর্শন :
জিয়ারা, মক্কা এবং মদিনার যে সকল দর্শনীয় স্থানসমূহ আপনার প্যাকেজের সাথে অন্তভূক্ত করে নিবেন।

উপরে উল্লেখিত পয়েন্ট গুলো ছাড়াও অনেক গুলো কারণ থাকতে পারে সংক্ষিপ্ত পরিসরে যা উল্লেখ করা সম্ভব হয়নি।

সর্বোপরি কথা হল একজন হাজী হজ / ওমরা করার ইচ্ছা পোষণ করার পর অবশ্যই তিনি যে এজেন্সির মাধ্যমে যাবেন, তার সম্পর্কে বিস্তারিত ও ওয়াকিফল থাকলে আপনি বুঝতে পারবেন আপনার এজেন্সি কতটুকু কমিটমেন্ট রক্ষা করতে সক্ষম হবেন।
অন্যথায় আপনার সাথে কমিটমেন্ট থাকলেও ওখানে যাওয়ার পর সেই কমিটমেন্ট রক্ষা হয় কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকে ।
যা বিভিন্ন সময় হাজীদের দুর্দশা স্বচক্ষে দেখতে পাই ।
দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন সঠিক এবং সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে সকলকে হজ এবং ওমরাহ সম্পাদন করার তৌফিক দান করেন। আমিন

ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا، ومن كفر فان الله غنى عن العلمين.মানুষের মধ্যে যারা সেখানে (বায়তুল্লাহ) পৌ...
16/11/2023

ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا، ومن كفر فان الله غنى عن العلمين.

মানুষের মধ্যে যারা সেখানে (বায়তুল্লাহ) পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর উদ্দেশ্যে এ গৃহের হজ্ব করা ফরয। আর কেউ যদি অস্বীকার করে তাহলে তোমাদের জেনে রাখা উচিত যে, আল্লাহ তাআলা সৃষ্টিজগতের প্রতি মুখাপেক্ষী নন।-সূরা আলে ইমরান (৩) : ৯৭

من أراد الحج فليتعجل، فإنه قد يمرض المريض وتضل الضالة وتعرض الحاجة.

যে ব্যক্তি হজ্ব করার ইচ্ছে করে, সে যেন তাড়াতাড়ি তা আদায় করে নেয়। কারণ যে কোনো সময় সে অসুস্থ হয়ে যেতে পারে বা বাহনের ব্যবস্থাও না থাকতে পারে অথবা অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে পারে।-মুসনাদে আহমদ, হাদীস : ১৮৩৩; সুনানে ইবনে মাজাহ, হাদীস : ২৮৮৩; সুনানে আবু দাউদ, হাদীস : ১৭৩২; সুনানে দারিমী, হাদীস : ১৭৮৪; মুসতাদরাকে হাকেম, হাদীস : ১৬৮৭; তবারানী, হাদীস : ৭৩৮

অন্য বর্ণনায় ইরশাদ হয়েছে, ইবনে আববাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-

تعجلوا إلى الحج، يعني الفريضة، فإن أحدكم لا يدري ما يعرض له.

ফরয হজ্ব আদায়ে তোমরা বিলম্ব করো না। কারণ তোমাদের কারো জানা নেই তোমাদের পরবর্তী জীবনে কী ঘটবে।-মুসনাদে আহমদ, হাদীস : ২৮৬৭; সুনানে কুবরা বায়হাকী ৪/৩৪০

উপরন্তু একটি হাদীসে কুদসীতে আল্লাহ তাআলা যে স্বচ্ছল সামর্থ্যবান ব্যক্তি সত্ত্বর হজ্ব আদায় করে না তাকে হতভাগা ও বঞ্চিত আখ্যায়িত করেছেন

আসসালামু আলাইকুম,উমরাহ পালনে ইচ্ছুক সম্মানিত ভাই এবং বোনেরা সবাইকে দারুল ফালাহ ট্রাভেলস এর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। ...
24/10/2023

আসসালামু আলাইকুম,
উমরাহ পালনে ইচ্ছুক সম্মানিত ভাই এবং বোনেরা সবাইকে দারুল ফালাহ ট্রাভেলস এর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ।
যারা নভেম্বর ২০২৩ ইং মাসে উন্নত ও মানসম্মত ব্যবস্হাপনায় উমরাহ আদায় করতে ইচ্ছুক তারা দ্রুত আমাদের কাফেলায় যোগাযোগ করুন।

[ ] প্যাকেজ: ষ্ট্যান্ডার্ড ১
১৪ দিন

✅ প্যাকেজের খরচ: ১,৪৫,০০০/-

👉ডাইরেক্ট বিমান -
🔸৩ মাসের উমরাহ ভিসা
🔸 টিকিট : আপ-ডাউন
🔸 ইকোনোমি হোটেল: প্রতি রুমে ৪/৫ জন
🔸 মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ও জিয়ারত।
🔸 ট্রান্সপোর্ট:

[ ] প্যাকেজ : ষ্ট্যান্ডার্ড ২
১৪ দিন

✅ প্যাকেজের খরচ: ১,৫৫,০০০/-

👉ডাইরেক্ট বিমান -
🔸৩ মাসের উমরাহ ভিসা
🔸 টিকিট : আপ-ডাউন
🔸 স্টার মানের হোটেল: প্রতি রুমে ৪/৫ জন
🔸 মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ও জিয়ারত।
🔸 ট্রান্সপোর্ট

✅এছাড়া তায়েফ সহ আশপাশের আরো অনেক দর্শণীয় স্হান রয়েছে এগুলো যাত্রীদের সাথে আলোচনা সাপেক্ষে নিজ নিজ খরচে ঘুরিয়ে দেখানো হয়।

মহান রাব্বুল আলামিন যেন কমিটমেন্টের আলোকে সর্বোচ্চ সেবা প্রদানে প্রয়োজনীয সকল ব্যবস্থা সহজ করে দেন তার জন্য সকলের দোয়া কামনা করছি।

** প্যাকেজের সাথে যারা খাবার যুক্ত করতে চান তাদেরকে অতিরিক্ত আরও ১২ হাজার টাকা জমা দিতে হবে।

আসসালামু আলাইকুম,ওমরা যাওয়ার ব্যাপারে ইতোমধ্যে যাহারা আমার সাথে যোগাযোগ করেছেন,আলহামদুলিল্লাহ, আমরা ০৯ ই অক্টোবর ২০২৩ ত...
14/09/2023

আসসালামু আলাইকুম,
ওমরা যাওয়ার ব্যাপারে ইতোমধ্যে
যাহারা আমার সাথে যোগাযোগ করেছেন,
আলহামদুলিল্লাহ, আমরা ০৯ ই অক্টোবর ২০২৩ তারিখের জন্য সৌদি এয়ারলাইন্সে টিকিট কনফার্ম করেছি ।

যদি আপনি এই গ্রুপে আমাদের সাথে যেতে ইচ্ছুক হন, তাহলে বায়োমেটিক সহ কিছু কাজ আছে
এগুলো দ্রুত কমপ্লিট করে নিতে হবে।

ইনশা আল্লাহ

আসসালামু আলাইকুম,উমরাহ পালনে ইচ্ছুক সম্মানিত ভাই এবং বোনেরা সবাইকে দারুল ফালাহ ট্রাভেলস এর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। ...
31/08/2023

আসসালামু আলাইকুম,
উমরাহ পালনে ইচ্ছুক সম্মানিত ভাই এবং বোনেরা সবাইকে দারুল ফালাহ ট্রাভেলস এর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ।
যারা অক্টোবর ২০২৩ ইং মাসে উন্নত ও মানসম্মত ব্যবস্হাপনায় উমরাহ আদায় করতে ইচ্ছুক তারা দ্রুত আমাদের কাফেলায় যোগাযোগ করুন।

[ ] প্যাকেজ: ষ্ট্যান্ডার্ড ১
১৪ দিন

✅ প্যাকেজের খরচ: ১,৪০,০০০/-

👉ডাইরেক্ট বিমান -
🔸৩ মাসের উমরাহ ভিসা
🔸 টিকিট : আপ-ডাউন
🔸 ইকোনোমি হোটেল: প্রতি রুমে ৪/৫ জন
🔸 মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ও জিয়ারত।
🔸 ট্রান্সপোর্ট:

[ ] প্যাকেজ : ষ্ট্যান্ডার্ড ২
১৪ দিন

✅ প্যাকেজের খরচ: ১,৫০,০০০/-

👉ডাইরেক্ট বিমান -
🔸৩ মাসের উমরাহ ভিসা
🔸 টিকিট : আপ-ডাউন
🔸 স্টার মানের হোটেল: প্রতি রুমে ৪/৫ জন
🔸 মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ও জিয়ারত।
🔸 ট্রান্সপোর্ট

✅এছাড়া তায়েফ সহ আশপাশের আরো অনেক দর্শণীয় স্হান রয়েছে এগুলো যাত্রীদের সাথে আলোচনা সাপেক্ষে নিজ নিজ খরচে ঘুরিয়ে দেখানো হয়।

মহান রাব্বুল আলামিন যেন কমিটমেন্টের আলোকে সর্বোচ্চ সেবা প্রদানে প্রয়োজনীয সকল ব্যবস্থা সহজ করে দেন তার জন্য সকলের দোয়া কামনা করছি।

** প্যাকেজের সাথে যারা খাবার যুক্ত করতে চান তাদেরকে অতিরিক্ত আরও দশ হাজার টাকা জমা দিতে হবে।

02/08/2023

২০২৪ সালের জন্য বাংলাদেশের হজ্জযাত্রী কোটা পূর্বনির্ধারিত ১,২৭,১৯৮ জন
#আলহামদুলিল্লাহ

🕋 ২০২৪ সালে পবিত্র হজ্জ করতে আগ্রহীদের আমাদের কাফেলায় স্বাগতম! পবিত্র হজ্জের প্রি-রেজিস্ট্রেশন চলছে... প্রয়োজনীয় ডকুমে...
22/07/2023

🕋 ২০২৪ সালে পবিত্র হজ্জ করতে আগ্রহীদের আমাদের কাফেলায় স্বাগতম! পবিত্র হজ্জের প্রি-রেজিস্ট্রেশন চলছে...

প্রয়োজনীয় ডকুমেন্টস:-
১. ন্যাশনাল আই.ডি/ জন্ম সনদ কপি
২. মোবাইল নাম্বার



Cell: 01886047190
(What'sApp)
Gmail: [email protected]

আলহামদুলিল্লাহ হজপরবর্তী বাংলাদেশিদের জন্য আজ রাত থেকে উমরা ভিসা ইস্যু করা শুরু হয়েছে।
15/07/2023

আলহামদুলিল্লাহ
হজপরবর্তী বাংলাদেশিদের জন্য আজ রাত থেকে উমরা ভিসা ইস্যু করা শুরু হয়েছে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Darul Falah Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share