28/11/2023
ওমরা ও হজ প্যাকেজ মূল্য নির্ধারণ সম্পর্কে কিছু কথা :
আমাদের হাজীদের মধ্যে অনেকে জানতে চায়
একেক এজেন্সির প্যাকেজ একেক রেট কেন হয় ?
**** যে সকল কারণে হজ/ ওমরা প্যাকেজ মূল্য কম বেশি হয় তা সংক্ষিপ্ত আকারে আপনাদের সুবিধার্তে উল্লেখ করছি।*******
১. এয়ারলাইন্স ভেরিয়েন্টঃ
ক) সৌদিয়া এয়ার লাইন/ বাংলাদেশ বিমান সহ ডিরেক্ট ফ্লাইটে যারা ট্রাভেল করেন তাদের বিমান ভাড়া ট্রানজিট ফ্লাইট থেকে দশ পনেরো হাজার টাকা বেশি লাগবে।
খ) ট্রানজিট ফ্লাইট কাতার ,কুয়েতএয়ারওয়েজ, এমিরেট্স এয়ারলাইন্স সহ আরো অন্যান্য বিমানে ট্রাভেল করেন তাহলে আপনার বিমান ভাড়া ডিরেক্ট ফ্লাইট এর তুলনায় দশ থেকে পনেরো হাজার টাকা কম লাগবে।
এছাড়াও বিভিন্ন সময়ে বিমানের টিকিটের দাম কম বেশি হয়ে থাকে। কোন সময় টিকেটের দাম বেশি থাকে আবার কোন কোন সময় কমে যায়।
২. হোটেল ভেরিয়েন্টঃ
ক) হোটেল দূরত্ব:
মক্কা এবং মদিনা শরীফের হোটেলগুলো হেরেম শরীফ থেকে যত নিকটে হবে ভাড়া দূরবর্তী হোটেল থেকে বেশি হবে। নিকটের হোটেল ভাড়া যেমনিভাবে বেশি থাকে, তেমনি দূরের হোটেলের ভাড়া কম হবে। প্রতি মিটার হিসেবে ভাড়া নির্ধারিত হয়।
খ) হোটেলের মানঃ
হেরেম শরীফের নিকটে যে সকল হোটেল থাকে সেগুলো বিভিন্ন মানের হয়ে থাকে যেমন ফাইভস্টার , থ্রি স্টার, ওয়ান স্টার হোটেল ইকোনমি থেকে শুরু করে একেবারে গলির ভিতরে অত্যন্ত নিম্নমানের হোটেল পর্যন্ত প্যাকেজের আলোকে নির্ধারিত হয়ে থাকে।
৩. রুম ক্যাটাগরিঃ
হোটেলের উপর নির্ভর করে ৩, ৪, ৫ ,৬, ৭ বেডের রুম হয়ে থাকে।
৩ বেডের রুম ভাড়া এবং ৭ বেডের রুমের ভাড়া সেম, তাই এভারেজ কস্টিং হিসাব করে এজেন্সি গুলো হাজির ডিস্ট্রিবিউট করে থাকে।
এক্ষেত্রে মিনিমাম স্ট্যান্ডার্ড হচ্ছে রুম প্রতি ৪ জন করে হাজি রাখা।
৪. নিজস্ব প্রতিনিধি :
মক্কা এবং মদিনাতে এজেন্সির পক্ষ থেকে নিজস্ব প্রতিনিধি নিযুক্ত থাকা। নিজস্ব প্রতিনিধি নিযুক্ত থাকলে আপনার সর্বোচ্চ সার্ভিস পেতে সহায়ক হবে অন্যথায় হাজী সাহেবগণ নানারকম বিড়ম্বনার শিকার হন।
৫. দর্শনীয় স্থানগুলো পরিদর্শন :
জিয়ারা, মক্কা এবং মদিনার যে সকল দর্শনীয় স্থানসমূহ আপনার প্যাকেজের সাথে অন্তভূক্ত করে নিবেন।
উপরে উল্লেখিত পয়েন্ট গুলো ছাড়াও অনেক গুলো কারণ থাকতে পারে সংক্ষিপ্ত পরিসরে যা উল্লেখ করা সম্ভব হয়নি।
সর্বোপরি কথা হল একজন হাজী হজ / ওমরা করার ইচ্ছা পোষণ করার পর অবশ্যই তিনি যে এজেন্সির মাধ্যমে যাবেন, তার সম্পর্কে বিস্তারিত ও ওয়াকিফল থাকলে আপনি বুঝতে পারবেন আপনার এজেন্সি কতটুকু কমিটমেন্ট রক্ষা করতে সক্ষম হবেন।
অন্যথায় আপনার সাথে কমিটমেন্ট থাকলেও ওখানে যাওয়ার পর সেই কমিটমেন্ট রক্ষা হয় কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকে ।
যা বিভিন্ন সময় হাজীদের দুর্দশা স্বচক্ষে দেখতে পাই ।
দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন সঠিক এবং সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে সকলকে হজ এবং ওমরাহ সম্পাদন করার তৌফিক দান করেন। আমিন