Idean Consulting

  • Home
  • Idean Consulting

Idean Consulting IDEAN Consulting is the First MarTech & Business Strategy consulting Firm in Bangladesh. We offer:
1. MarTech & BUSINESS STRATEGIES CONSULTANCY:
2.

CERTIFICATION TRAINING & EXCLUSIVE RESOURCES

Visit for more details: https://ideanconsulting.com/

11/07/2024

রকমারি বেস্ট সেলার বই 'স্মার্ট মার্কেটিং' নিয়ে Baap ka beta এর Shuvasish Bhowmick অসাধারণ এই বুক রিভিউ ভিডিওটি বানিয়েছেন...

https://www.facebook.com/share/v/cbcFLPqLC78U5hXv/

আপনি যে পেশাতে, যে অবস্থাতেই থাকেন না কেন - 2024 সালে আপনার অবশ্যই একটা স্মার্ট অনলাইন বিজনেস তৈরি করা উচিৎ। এর পিছনে সব...
18/04/2024

আপনি যে পেশাতে, যে অবস্থাতেই থাকেন না কেন - 2024 সালে আপনার অবশ্যই একটা স্মার্ট অনলাইন বিজনেস তৈরি করা উচিৎ। এর পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 টি কারণঃ

1. Income Source: এই ইকোনমিক ক্রাইসিসের যুগে অনলাইন বিজনেস হতে পারে আপনার প্রধান অথবা বাড়তি ইনকাম সোর্স।
2. Personal Development: নিজের তাগিদে আপনাকে অনেক কিছু শিখতে হবে, বিভিন্ন স্কিল ডেভেলপ করতে হবে যা ক্যারিয়ার গ্রোথে কাজে লাগবে।
3. Chasing Dream: আপনার passion কে profession বা profit এ রূপান্তর করার সুযোগ।

দুঃখজনক ভাবে, আমাদের দেশে অনলাইনে কিভাবে একটা সলিড বিজনেস তৈরি করবেন সেটার প্রোপার গাইডলাইনের অভাব রয়েছে।

অনেকেই তাই চিন্তা করেও শুরু করতে পারেনি। অনেকে শুরু করেও সামনে আগাতে পারেনি।

আমি ক্যারিয়ারের শুরু থেকেই জবের পাশাপাশি অনলাইনে একাধিক সাকসেসফুল বিজনেস দাড় করিয়েছি। অসংখ্য উদ্যোক্তাদের, অসংখ্য বিজনেসকে ট্রেইনিং, কোচিং, মেন্টরশীপ দিয়েছি। এগুলোর মধ্যে one woman army থেকে শুরু করে শত কোটি টাকার বিজনেস আছে।

আমি ঠিক করেছি আমার অভিজ্ঞতা থেকে অনলাইনে কিভাবে জিরো থেকে শুরু করে একটা স্মার্ট বিজনেস লঞ্চ করতে হয় সেটি সরাসরি লাইভে শিখাবো।

যেখান থেকে একজন প্রফেশনাল শিখবে কিভাবে জবের পাশাপাশি একটা অনলাইন বিজনেস শুরু করতে হয়, একজন নতুন উদ্যোক্তা বুঝবে কিভাবে আগাতে হবে, একটা মাঝারি বিজনেসও বুঝবে তার কোন জায়গাগুলোতে ভুল হচ্ছে।

না, এটা কোন পেইড ট্রেইনিং হবে না। এটা কোন প্রিমিয়াম কোর্স হবে না।

এটা হবে - FREE!

এটা হবে লাইভ, সবার জন্য উন্মুক্ত।

এক বছর না, ছয় মাস না, তিন মাস না - 15 দিনের মধ্যে আপনি একটা স্মার্ট অনলাইন বিজনেস লঞ্চ করবেন।

আগামী 25 April, বৃহস্পতিবার, ঠিক রাত নয়টায় (9 pm) প্রথম লাইভটি অনুষ্ঠিত হবে।

এই চ্যালেঞ্জটি অজস্র মানুষের জীবণ বদলে দেবে বলে আমি বিশ্বাস করি। আমি এই চ্যালেঞ্জের ঘোষণা দেবার পর প্রথম 24 ঘন্টায় এক হাজার মানুষ পার্টিসিপেট করার তীব্র আগ্রহ প্রকাশ করেছেন।

আপনি কি স্মার্ট অনলাইন বিজনেস লঞ্চ করার এই চ্যালেঞ্জটা নিতে আগ্রহী?

তাহলে নিচে দেয়া লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন।

https://www.ideanconsulting.com/smart-online-business-launch-challenge/

আমি আপনাকে চ্যালেঞ্জে সরাসরি জয়েন করার Zoom লিঙ্ক দিয়ে দেব। আমার (Mark Anupom Mollick) ফেইসবুক প্রোফাইল থেকেও লাইভ সম্প্রচার করবো।

সাথে আপনাকে একটা সিক্রেট ফেইসবুক গ্রুপ এর লিংক দেব, যেখানে অলরেডি 10,000+ মেম্বার আছেন। আপনি সবার সাথে মিলে একসাথে এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করবেন :)

Your challenge, should you choose to accept it, is to launch a SMART Online Business in 15 days!

রেজিস্ট্রেশন করার পর 'Challenge Accepted' লিখে কমেন্ট করুন!

Let the challenge begin…

09/03/2024

আর কত এভাবে টাকা পানিতে ফেলে নষ্ট করবেন? নাকি স্মার্ট মার্কেটিং করবেন?

স্মার্ট মার্কেটিং বই এর অর্ডারের সাথের স্পেশাল তিনটা গিফট -
১। ফেইসবুক এডস মাস্টারি কোর্স এর ফ্রি কুপন (4000 টাকা ভ্যালু)
২। কাস্টোমাইজড আওয়ারগ্লাস মার্কেটিং ফানেল বুকমার্ক
৩। স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্ক স্টিকার

স্মার্ট মার্কেটিং' রকমারিতে অর্ডার লিঙ্ক
https://www.rokomari.com/book/366556/smart-marketing

Happy Smart Marketing!

অমর একুশে বইমেলাতে 'স্মার্ট মার্কেটিং' এর গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠান
18/02/2024

অমর একুশে বইমেলাতে 'স্মার্ট মার্কেটিং' এর গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠান

অমর একুশে বইমেলাতে আমার (মার্ক অনুপম মল্লিকের) ব্র্যান্ড নিউ বই Rokomari  #1 বেস্টসেলার 'স্মার্ট মার্কেটিং' এর গ্র্যান্ড...
13/02/2024

অমর একুশে বইমেলাতে আমার (মার্ক অনুপম মল্লিকের) ব্র্যান্ড নিউ বই Rokomari #1 বেস্টসেলার 'স্মার্ট মার্কেটিং' এর গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে আপনাকে আন্তরিক ভাবে আমন্ত্রণ জানাচ্ছি।

আগামী 16 ফেব্রুয়ারী, শুক্রবার, বিকাল পাঁচটায় অমর একুশে বইমেলাতে অদম্য প্রকাশ, স্টল 39 এর সামনে এই লঞ্চিং অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

এখানে আমরা সবাই মিলে বিশেষ কেক কেটে স্মার্ট মার্কেটিং বইটির উদ্বোধন করবো, সেলফি তুলবো, গ্রুপ ফটো তুলবো। সেই সাথে যতজনকে সম্ভব অটোগ্রাফ ও দেবার চেষ্টা করবো। আপনি এজন্য চাইলে অলরেডি রকমারি থেকে কেনা স্মার্ট মার্কেটিং বইটি সাথে নিয়ে আসতে পারেন :)

সবচেয়ে বড় ব্যাপার, এখানে সবার সাথে দেখার হবার একটা অসাধারণ সুযোগ তৈরি হবে। বই লঞ্চিং তো একটা অজুহাত, এই মিলনমেলাটাই এই আয়োজনের আসল উদ্দেশ্য :)

আপনি যদি আসতে interested হন তাহলে কাইন্ডলি আমাকে মেসেজে জানাবেন। আমি ইভেন্টের বাকি সব ডিটেইলস শেয়ার করবো।

কনভেনশনাল ডিজিটাল মার্কেটিং আর ট্রেডিশনাল মার্কেটিং এর যুগ শেষ। এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স যুগে কম্পিটিশনে জিততে হলে আ...
10/02/2024

কনভেনশনাল ডিজিটাল মার্কেটিং আর ট্রেডিশনাল মার্কেটিং এর যুগ শেষ।

এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স যুগে কম্পিটিশনে জিততে হলে আপনাকে হতে হবে একজন স্মার্ট মার্কেটার।

আপনাকে বেছে নিতে হবে যুগপোযোগী, ভিন্নধর্মী, নতুন এক মার্কেটিং এপ্রোচ - স্মার্ট মার্কেটিং!

প্রশ্ন হচ্ছে, আপনি কিভাবে নিজেকে একজন স্ট্র্যাটেজি ফোকাসড স্মার্ট মার্কেটার হিসেবে গড়ে তুলবেন?

আগামী 12 ফেব্রুয়ারি, সোমবার, রাত ঠিক সাড়ে আটটায় (8.30 pm) এর উত্তর দিতে একটা exclusive webinar করবো।

এই স্পেশাল ওয়েবিনারে আমি স্মার্ট মার্কেটিং দুনিয়াটার সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব, কিভাবে আমার তৈরি করা সেভেন স্টেপ ফ্রেমওয়ার্ক ব্যবহার করে স্মার্ট মার্কেটিং এর দুনিয়া বাজিমাত করতে পারবেন সেটি শিখাবো, কিভাবে নিজেকে একজন স্ট্র্যাটেজি ফোকাসড স্মার্ট মার্কেটার হিসেবে তৈরি করে আগামী এক দশকের মার্কেটিং এর দুনিয়াতে নেতৃত্ব দেবেন সেটার গাইডলাইন দেব।

আর সেই সাথে - আমার ব্র্যান্ড নিউ বই #1 Rokomari Best Seller 'স্মার্ট মার্কেটিং' নিয়ে বিস্তারিত আলোচনা করবো (জানি জানি আপনার উৎসুক মনে শত কোটি প্রশ্ন জমা হয়ে আছে, সব প্রশ্নের উত্তর দেব 😀 )

স্মার্ট মার্কেটিং এর উপর এটি হবে বিশ্বের প্রথম ওয়েবিনার!

এই ঐতিহাসিক ওয়েবিনারের শেষে আমি 'স্মার্ট মার্কেটিং' এর Grand Launching ফিজিক্যাল ইভেন্টের এনাউন্সমেন্ট করবো। ওয়েবিনারে উপস্থিত সকলে এই স্পেশাল ইভেন্টে জয়েন করার বিশেষ ইনভাইটেশন কার্ড পাবেন 🙂

আমি জানি অসংখ্য মানুষ এই ওয়েবিনারে জয়েন করতে আগ্রহী হবেন।
কিন্তু আমার পেইড Zoom প্লানে নাম্বার অফ এন্ট্রি রেস্ট্রিকটেড। সুতরাং যারা আগে রেজিস্ট্রেশন করবেন তারাই একসেস পাবেন।

ওয়েবিনার রেজিস্ট্রেশন লিঙ্ক -
https://www.ideanconsulting.com/strategy-focused-smart-marketer-webinar/

Let Smart Marketing Begin…

স্মার্ট মার্কেটিং বইটি রিলিজ হবার মাত্র এক সপ্তাহের মাথায় বিজনেস ক্যাটাগরিতে  #1 Rokomari All Time Best Seller! আপনি যদি...
06/02/2024

স্মার্ট মার্কেটিং বইটি রিলিজ হবার মাত্র এক সপ্তাহের মাথায় বিজনেস ক্যাটাগরিতে #1 Rokomari All Time Best Seller!

আপনি যদি যে কোন বিজনেসকে অপ্রতিরোধ্য করে তোলার চ্যলেঞ্জ নিতে রাজি হন তাহলে রকমারিতে এখনি ‘স্মার্ট মার্কেটিং’ বইটি অর্ডার করে ফেলুন।

এবং অর্ডারের সাথে গিফট হিসেবে বুঝে নিন
১। আমার ৪০০০ টাকা ভ্যালুর কোর্স ফেইসবুক এডস এন্ড মার্কেটিং মাস্টারিতে এনরোল করার এক্সক্লুসিভ ফ্রি কুপন
২। কাস্টমাইজড Hourglass Marketing Funnel বুকমার্ক
৩। স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্ক স্টিকার

Remember, You’re Just One Idea Away….

03/02/2024

আপনি কি এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স যুগের একজন স্মার্ট মার্কেটার হিসেবে নিজেকে তৈরি করতে চান?

আপনি কি এই প্রচণ্ড কম্পিটিশনের ভিড়ে পাওয়ারফুল মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে বিজনেস গ্রোথ আনতে চান?

তাহলে আপনার জন্য আমার (মার্ক অনুপম মল্লিকের) ব্র্যান্ড নিউ বই - স্মার্ট মার্কেটিং।

স্মার্ট মার্কেটিং স্মার্ট বিশ্বে যে কোন বিজনেসকে অপ্রতিরোধ্য করে তোলার সিক্রেট মার্কেটিং স্ট্র্যাটেজি।

আমার অনেকদিনের স্বপ্ন ছিল একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বই লিখবো। যেখানে ফ্রেমওয়ার্ক থাকবে, এক্সপেরিয়েন্স থাকবে, এক্সাম্পল থাকবে, কেইস স্টাডি থাকবে। যেখানে একটা নতুন কনসেপ্টকে ইন্ট্রডিউস করা হবে যা দৃষ্টিভঙ্গিকেই চিরতরে বদলে দেবে।

Blue Ocean Strategy, Building a Story Brand, The Lean Startup এর মতো পৃথিবীর বিখ্যাত বইগুলোতে যেমন ফ্রেমওয়ার্ক থাকে ঠিক তেমনি আমার বইটা লিখেছি।

আমার লাইফে পড়া হাজারের উপর বিজনেস বুক এর থেকে শেখা কনভারসেশনাল রাইটিং স্টাইল, ফরম্যাট, ফ্রেমওয়ার্ক, মেথড ইত্যাদি আমি এই বইতে এপ্লাই করেছি।

বাংলা ভাষায় এধরণের নতুন মার্কেটিং কনসেপ্ট, নিজস্ব পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক, প্রিন্সিপল, কেইস স্টাডি দিয়ে লেখা মার্কেটিং বই এটিই প্রথম।

স্মার্ট মার্কেটিং বইটি ইউনিক, এই বইটি একদমই ভিন্ন। এরকম বই এমনকি ইংরেজিতেও অনেক বছরে এক দুইটা লেখা হয়।

আমি লেখক বলে বলছি না। আপনি নিজে রিসার্চ করে দেখুন।

রকমারিতে গিয়ে 'একটু পড়ে দেখুন', সেখানে আমি চল্লিশ পৃষ্ঠার উপর দিয়ে দিয়েছি। আপনি সূচিপত্রটা ভাল করে দেখুন, ওখানে দেয়া সব পেইজ পড়ে দেখুন। রকমারিতে থাকা অসংখ্য Verified Purchased রিভিউ গুলো পড়ুন।

আর বই হাতে পেলে নিজে পড়ে আমার কথা অক্ষরে অক্ষরে মিলিয়ে নেবেন।

স্মার্ট মার্কেটিং বইটি রিলিজ হবার মাত্র এক সপ্তাহের মাথায় বিজনেস ক্যাটাগরিতে #1 Rokomari All Time Best Seller!

আপনি যদি আগামী এক দশকে বাংলাদেশের বিজনেস এবং মার্কেটিং দুনিয়াতে নেতৃত্ব দিতে চান তাহলে এই স্মার্ট মার্কেটিং বইটি আপনার জন্য must read.

আপনি যদি যে কোন বিজনেসকে অপ্রতিরোধ্য করে তোলার চ্যলেঞ্জ নিতে রাজি হন তাহলে নিচের লিঙ্কে গিয়ে রকমারিতে এখনি ‘স্মার্ট মার্কেটিং’ বইটি অর্ডার করে ফেলুন।
https://www.rokomari.com/book/366556/smart-marketing

এবং অর্ডারের সাথে গিফট হিসেবে বুঝে নিন

১। আমার ৪০০০ টাকা ভ্যালুর কোর্স ফেইসবুক এডস এন্ড মার্কেটিং মাস্টারিতে এনরোল করার এক্সক্লুসিভ ফ্রি কুপন
২। কাস্টমাইজড Hourglass Marketing Funnel বুকমার্ক
৩। স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্ক স্টিকার

Remember, You’re Just One Idea Away….

অসাধারণ সুন্দর কিছু মূহুর্ত কাটলো স্মার্ট মার্কেটিং বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রিয় সব ব্র্যান্ড প্র্যাক্টিশনার, মার্...
31/01/2024

অসাধারণ সুন্দর কিছু মূহুর্ত কাটলো স্মার্ট মার্কেটিং বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রিয় সব ব্র্যান্ড প্র্যাক্টিশনার, মার্কেটার, স্টার্টআপ ফাউন্ডার, পরিবার এবং বন্ধুদের সাথে।

বই এর মোড়ক উন্মোচন তো নিছকই একটা অযুহাত! আসলে আমি (মার্ক অনুপম মল্লিক) চাচ্ছিলাম এই সুযোগকে কাজে লাগিয়ে একটা সবার সাথে ভার্চুয়াল দুনিয়ার বাইরে একটা জমজমাট আড্ডা হয়ে যাক।

সবার প্রাণবন্ত অংশগ্রহণে সেই মনের ইচ্ছেটা পূর্ণ হলো। আশা করি উপস্থিত সবাই এঞ্জয় করেছেন সন্ধ্যাটুকু।

আমাদের দেশে বাংলাতে ভাল বিজনেস রিলেটেড বই এর সংকট আছে। বিশেষ করে ফ্রেমওয়ার্ক, স্টেপ বাই স্টেপ গাইডলাইন, লোকাল কেইস স্টাডির প্রচন্ড অভাব।
একজন প্রফেশনাল হিসেবে সময় বের করে বই লেখাটা বেশ কঠিন একটা কাজ। এই কাজটাকে উৎসাহ দিতে অতি ব্যস্ততার মাঝেও যারা এসেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।

আর সেই সাথে সবার আন্তরিকতা এবং ভালবাসায় আমি অভিভূত।

সবার প্রতি ভালবাসা।

ইচ্ছে থাকা সত্ত্বেও অনেককেই এই লঞ্চিং এ বলা হয়ে ওঠে নি। কথা দিচ্ছি বইমেলাতে আমি আরেকটি গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠান করবো যেখানে সবাই থাকতে পারবে 🙂

হ্যাপি স্মার্ট মার্কেটিং!

আমরাই এই স্মার্ট যুগের স্মার্ট মার্কেটিং এর দুনিয়াতে নেতৃত্ব দেব।

‘’Smart Marketing’ is Here!!!!আমার লাইফের অন্যতম এক্সাইটিং এবং মেমোরেবল একটা দিন গেল 23 জানুয়ারী। সকালবেলা গাড়িতে মাত্র ...
23/01/2024

‘’Smart Marketing’ is Here!!!!

আমার লাইফের অন্যতম এক্সাইটিং এবং মেমোরেবল একটা দিন গেল 23 জানুয়ারী।

সকালবেলা গাড়িতে মাত্র উঠেছি এমন সময় রকমারি থেকে সোহাগ ভাইয়ের কল!

ধরার সাথে সাথে বললেন অনুপম তোমাকে একটা ছবি পাঠাচ্ছি দেখ।

আমি হেসে দিলাম কি পাঠাবেন আন্দাজ করে।

WhatsApp এ ততক্ষণে ভাইয়া ছবি পাঠিয়ে দিয়েছেন - স্মার্ট মার্কেটিং বই হাতে নিয়ে সেলফি 🙂

বললাম ভাইয়া আসতেছি…

একটা ঘোরের মতো কাটলো সারাটা দিন।

ফাইনালি স্বপ্নের বইটা হাতে ধরে দেখার সে কি অনুভূতি।

যারা প্রি অর্ডার করেছিলেন তাদেরকে কথা দিয়েছিলাম অটোগ্রাফ দিয়ে বই পাঠাবো। কিন্তু এত অবিশ্বাস্য পরিমান প্রি-অর্ডার পরবে সেটা তো বুঝি নি।

রকমারি টিম জানালো প্রি-অর্ডারে বেস্ট সেলার এখন ‘স্মার্ট মার্কেটিং’!!!

মহানন্দে সাইন দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল। হাত, মাজা ব্যাথা কিন্তু মনের ভিতর সুখানুভূতি।

পরদিন সকাল থেকে ডেলিভারি শুরু হবে।

যারা বই আসলে অর্ডার করবেন ভাবছিলেন তারা এখন রকমারিতে অর্ডার করতে পারেন।

আমি ঠিক করেছি যারা জানুয়ারী মাসে অর্ডার করবে প্রত্যেককেই Customized Hourglass Marketing Funnel Bookmark এবং Smart Marketing Framework টি গিফট হিসেবে দেব।

'স্মার্ট মার্কেটিং' রকমারিতে অর্ডার লিঙ্ক (কাস্টোমাইজড গিফট সহ) -
https://www.rokomari.com/book/366556/smart-marketing

Thank you so much for all the kind support. This really means so much to me.

Let Smart Marketing Begin…

‘স্মার্ট মার্কেটিং’ বই এর ভার্চুয়াল লঞ্চিং ইভেন্ট - আপনি সাদরে আমন্ত্রিত! আগামী বুধবার, 3 জানুয়ারী, 2024 ঠিক রাত সাড়ে আট...
29/12/2023

‘স্মার্ট মার্কেটিং’ বই এর ভার্চুয়াল লঞ্চিং ইভেন্ট - আপনি সাদরে আমন্ত্রিত!

আগামী বুধবার, 3 জানুয়ারী, 2024 ঠিক রাত সাড়ে আটটায় ভার্চুয়ালি লঞ্চ করতে যাচ্ছি আমার ব্র্যান্ড নিউ বই - স্মার্ট মার্কেটিং।

'স্মার্ট মার্কেটিং' বইটি পরিবর্তিত বিশ্বের নতুন মার্কেটিং এপ্রোচ এর একটা ব্লুপ্রিন্ট। এই বইতে থাকা স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্ক, আমার (মার্ক অনুপম মল্লিক) নিজের লেখা এক্সক্লুসিভ লোকাল গ্লোবাল কেইস স্টাডি এবং অসংখ্য প্র্যাক্টিকাল এক্সাম্পল আপনাকে স্মার্ট মার্কেটিং এর দুনিয়াতে নেতৃত্ব দিতে তৈরি করবে।

একজন ব্র্যান্ড প্র্যাক্টিশনার হিসেবে নতুন উদ্যোমে নতুন বছর শুরু করার জন্য এর চেয়ে ভাল উপায় আর কি হতে পারে?

বই লঞ্চিং এর এই আনন্দঘন ভার্চুয়াল অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য আমি আপনাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি।

আপনার সদয় উপস্থিতিতে আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করবো।

বই এর কথা এনাউন্স করার পর থেকে অসংখ্য মানুষ আমার কাছে এর ডিটেইল জানতে চেয়েছেন। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান হতে যাচ্ছে!

এই ইভেন্টে আমি আনুষ্ঠানিক ভাবে বইটি লঞ্চ করবো। বইয়ের বিস্তারিত সুচীপত্র, বইতে থাকা আমার লেখা বিভিন্ন কেইস স্টাডি, Smart Marketing Framework ইত্যাদি reveal করবো।

সেই সাথে বই এবং স্মার্ট মার্কেটিং সম্পর্কিত যে কোন প্রশ্নেরও উত্তর দেব।

এবং লাইভে জয়েন করা প্রত্যেকের জন্য আমার পক্ষ থেকে স্পেশাল গিফট থাকবে 🙂

এই বইটি নিয়ে আশাতীত আগ্রহের কারণে আমি লঞ্চিং ইভেন্টটি জুমে অর্গানাইজ করতে যাচ্ছি। যেন অনেক বেশি মানুষ জয়েন করতে পারেন এবং সরাসরি ইন্টার‍্যাক্ট করতে পারেন।

কিন্তু আমার জুম পেইড প্ল্যানে সিট লিমিটেশন আছে, তাই ইচ্ছে সত্ত্বেও সবাইকে হয়তো জুমে এক্সেস দেয়া সম্ভব হবে না।

যদি আপনি বুধবার রাত সাড়ে আটটায় এই ভার্চুয়াল প্রোগ্রামে জয়েন করতে আগ্রহী হন, কাইন্ডলি নিচে দেয়া বিশেষ ইনভাইটেশন লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করবেন।

https://www.ideanconsulting.com/smart-marketing-book-launch

I am so excited for this!

বুধবার দেখা হবে…

40+ বিজনেস সাথে নিয়ে এখন পর্যন্ত আইডিয়ান এর সবচেয়ে ইম্প্যাক্টফুল ইনিশিয়েটিভ Mastermind Business Accelerator (MBA) এর প্র...
07/11/2023

40+ বিজনেস সাথে নিয়ে এখন পর্যন্ত আইডিয়ান এর সবচেয়ে ইম্প্যাক্টফুল ইনিশিয়েটিভ Mastermind Business Accelerator (MBA) এর প্রথম ব্যাচের ছয় মাস গ্রোথ জার্নি শুরু হলো।

এই এক্সক্লুসিভ প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য 100+ এপ্লিকেশন পেয়েছি। অনেক যাছাই বাছাই করে মাত্র তিরিশ টা বিজনেসকে এনরোল করার সুযোগ দিয়েছি।

এখানে স্টার্টআপ, SME এন্ট্রাপ্রেনার থেকে শুরু করে শত কোটি টাকার বিজনেস লিডাররা আছেন।

অনেক ফাউণ্ডার / CXOs তাদের টিম মেম্বারদের নিয়ে এনরোল করার কারনে মোটামুটি 50 জন মেম্বার আছে প্রোগ্রামে।

নভেম্বর মাসে আমরা Blue Ocean Strategy নিয়ে কাজ শুরু করেছি। গতকাল রাতে সাড়ে তিন ঘণ্টার হাইলি ইন্টারএক্টিভ প্রথম সেশনে red ocean এ কম্পিট না করে কিভাবে uncontested blue ocean তৈরি করতে হয় তার ফ্রেমওয়ার্ক শিখিয়েছি।

আজ সকাল থেকে প্রতিটা বিজনেস BOS ফ্রেমওয়ার্ক ফলো করে কাজ শুরু করে দিয়েছে। আমি মার্ক অনুপম মল্লিক এবং আমার টিম ক্লোজলি কাজ করবো সবার সাথে যেন তারা সঠিকভাবে এপ্লাই করে বিজনেস গ্রোথ আনতে পারে।

আমি স্ট্রংলি বিশ্বাস করি বাংলাদেশে প্রথমবারের মতো লঞ্চ হওয়া এই গ্রোথ এক্সিলারেটর প্রোগ্রাম বিজনেসগুলোর জন্য Massive Game Changer হতে যাচ্ছে।

কালকে সেশনের পর একজন প্রতিষ্ঠিত SME ফাউণ্ডার বললেন, “আমি 17 বছর ধরে বিজনেস করছি, আজকে প্রথম শিখলাম এভাবে বিজনেস গ্রোথ আনতে হয়।”

আরেকজন বললেন, “আমি MBA করে Blue Ocean Strategy শিখতে পারি নাই, আজকে শিখলাম।”

বাংলাদেশে বিজনেস স্ট্র্যাটেজি Democratize করার ভিশনটা নিয়ে আমি কাজ শুরু করেছিলাম।

আমি বাংলাদেশের অন্তত 10,000 বিজনেসকে সঠিক বিজনেস স্ট্র্যাটেজি শিখাতে চাই। যেন তারা এপ্লাই করে exponential গ্রোথ নিয়ে আসে। যেন তারা একজায়গায় স্টাক হয়ে না থেকে quantum leap দিতে পারে।

আমি মনেপ্রাণে চাই এখান থেকে অনেকগুলো সাকসেস স্টোরি তৈরি হোক।

সফলতা ভীষণ ছোঁয়াচে। Success is extremely contagious.

আমাদের উদ্যোক্তারা সাকসেসফুল হওয়া শুরু করলে সেটা শকওয়েভের মতো ছড়িয়ে পড়বে সারা দেশ জুড়ে।

তখন আরো অসংখ্য উদ্যোক্তা প্রবল উদ্যমে কনফিডেন্টলি ঝাপিয়ে পড়বে। রেপ্লিকেট করবে বিজনেস গ্রোথের ফর্মুলা।

তখন আর আমাদের বাইরের সাহায্যের দিকে তাকিয়ে থাকতে হবে না।

Let’s create a massive impact all together. Let’s build our own future.

13/10/2023
কয়েকদিন আগে আমাদের ফাউণ্ডার এবং এক্সিকিউটিভ কনসালট্যান্ট মার্ক অনুপম মল্লিক ফেইসবুক এবং লিঙ্কডইনে পোস্ট দিয়েছিলেন কোম্...
11/10/2023

কয়েকদিন আগে আমাদের ফাউণ্ডার এবং এক্সিকিউটিভ কনসালট্যান্ট মার্ক অনুপম মল্লিক ফেইসবুক এবং লিঙ্কডইনে পোস্ট দিয়েছিলেন কোম্পানিগুলোর এমপ্লয়ীদের লাঞ্চ প্রোভাইড করার বেনিফিট নিয়ে।

অনেকে কমেন্ট করে বিভিন্ন কোম্পানির নাম জানিয়েছেন যারা পার্সিয়াল বা ফুললি সাবসিডাইজড লাঞ্চ প্রোভাইড করে বা করতো।

সেই কমেন্টগুলো থেকে প্রাপ্ত নামগুলোর লোগো ব্যবহার করে এই ছবিটা বানানো হয়েছে।

Let's Build a Better Corporate Culture All Together...

05/10/2023

লাক্সারী ব্র্যান্ডগুলো কিভাবে এত দামী জিনিস বিক্রি করে? 5 Anti-Laws of Luxury Brand Marketing | One Idea Away Show

লাক্সারী মার্কেটিং এবং বিজনেস স্ট্রাটেজি আমার (Mark Anupom Mollick) অসম্ভব পছন্দের একটা টপিক। কারণ লাক্সারী ব্র্যান্ডগুলো ট্রেডিশনাল মেথড ফলো না করে উলটা রাস্তায় চলে!

Bangkok এর Siam Paragon শপিং মলের লাক্সারী ব্র্যান্ডগুলোর শোরুম দেখে খুবই ইন্টারেস্টিং লাগছিল, তাই সাথে সাথে এই ভিডিওটা বানিয়ে ফেললাম।

গত এক বছর ধরে বাংলাদেশের বিজনেস কমিউনিটি এবং ব্র্যান্ড প্র্যাক্টিশনারদের জন্য একটা হাই ইম্প্যাক্ট secret প্রজেক্ট নিয়ে ক...
11/09/2023

গত এক বছর ধরে বাংলাদেশের বিজনেস কমিউনিটি এবং ব্র্যান্ড প্র্যাক্টিশনারদের জন্য একটা হাই ইম্প্যাক্ট secret প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম।

Something completely new, something transformative…

ফাইনালি, ‘বিজনেস এন্ড ক্যারিয়ার মাস্টারি’ ওয়েবিনার শেষে 150+ পার্টিসিপেন্টকে নিয়ে সেটা লঞ্চ করলাম!

বালাদেশে বাংলা ভাষায় নিয়মিত এডভান্সড MarTech এবং বিজনেস স্ট্র্যাটেজি, মার্কেটিং আইডিয়া, প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট গাইডলাইন পাওয়ার টপ নচ রিসোর্স নেই বললেই চলে।

গ্লোবালি ইংরেজিতে এক্সিলেন্ট সব রিসোর্স এভেইলএবল থাকলেও সেগুলো অনেক এক্সপেন্সিভ। (আমি নিজে Russell Brunson এবং Dan Kennedy এর প্রিমিয়াম নিউজলেটারের সাবস্কাইবার যার প্রাইস মাসে $97 অর্থাৎ দশ হাজার টাকার উপর)।

এতদিন ধরে করপোরেট ট্রেইনিং, মেন্টরিং, কনসাল্টিং করতে গিয়ে আমি দেখেছি যে প্রফেশনালরা ব্যস্ততার মাঝে ভাল রিসোর্স খুজে বের করে লার্নিং করার সুযোগ করে উঠতে পারে না। ফলে একটা লেভেলে গিয়ে গ্রোথ stuck হয়ে যায়। বিজনেস এবং ক্যারিয়ার দুইটাই সাফার করে।

অনেকদিন ধরেই মনে হচ্ছিল বাংলাদেশে বাংলাতে মার্কেটিং এবং বিজনেস স্ট্র্যাটেজি রিলেটেড কোন প্রিমিয়াম কোয়ালিটি রেগুলার ইনফরমেশন সোর্স থাকলে সবারই অসম্ভব উপকার হতো।

তাই সিদ্ধান্ত নিয়েছিলাম এমন একটা solution নিয়ে আসতে যা এই গ্যাপটি পূরণ করবে।

অবশেষে লঞ্চ করলাম বাংলাদেশে বাংলাতে প্রথম এবং একমাত্র 'MarTech, বিজনেস স্ট্র্যাটেজি এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট' নিউজলেটারঃ THE MASTERMIND SECRETS!

'The Mastermind Secrets' একটি exclusive এবং transformative প্রিমিয়াম মান্থলি বিজনেস নিউজলেটার যেখানে পাবলিশ হওয়া এডভান্সড MarTech এবং বিজনেস স্ট্র্যাটেজি, আইডিয়া, ইন্ডাস্ট্রি ইনসাইট, নলেজ, অপিনিয়ন এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট গাইডলাইন বিজনেস প্রফেশনালদের সফল হবার রাস্তা দেখাবে।
I am so so so much excited!

(গতকালকে ওয়েবিনারে এনাউন্স করার সময় চেয়ারে বসে থাকতে পারছিলাম না, প্রায় দাঁড়িয়ে পড়ছিলাম নিজের এবং সবার এক্সাইটমেন্ট দেখে 😀)

আজকে থেকে পাঁচ বছর আগে 2018 সালে একটা পারসোনাল vision এবং mission সেট করেছিলাম। সেটা হচ্ছে - ‘Democratizing Business Strategy’. অর্থাৎ বাংলাদেশে সবার জন্য বিজনেস স্ট্র্যাটেজি সহজবোধ্য সহজলভ্য করে তোলা।
চাচ্ছিলাম বাংলাদেশের প্রতিটি বিজনেস প্রফেশনালদের জন্য একটা ব্র্যান্ড নিউ অপরচ্যুনিটি নিয়ে আসতে।

এই নিউজলেটার এর মাধ্যমে এখন থেকে নতুন উপায়ে বাংলাতে মার্কেটিং এবং বিজনেস স্ট্র্যাটেজি শেখার একটা অসাধারণ রাস্তা তৈরি হলো।

কমেন্টে লিঙ্ক দিলাম, আপনি যদি বিজনেস এন্ড ক্যারিয়ার এ সিরিয়াস হন তাহলে এটা আপনার জন্য।

আগামী দশ বছরে বাংলাদেশের বিজনেস প্রফেশনালদেরকে super empower করার জন্য, বিজনেসগুলোকে স্ট্র্যাকচারড ওয়েতে গ্রো করতে হেল্প করার জন্য আমি অনেকগুলো mega plan করে রেখেছি। সেই সাথে আরো অনেক অনেক বিগ আইডিয়াও আছে।

“দ্যা মাস্টারমাইন্ড সিক্রেটস’ ইজ জাস্ট দ্যা বিগিনিং অব দ্যাট জার্নি!

Looking forward to an amazing journey all together…

This is an invaluable picture of inspiration and impact. An image that paints a thousand dreams. A snapshot of cherished...
01/08/2023

This is an invaluable picture of inspiration and impact. An image that paints a thousand dreams. A snapshot of cherished memory!

Incredibly honored and humbled to be invited as the trainer in the opening ceremony of ‘Effective Communication Skills’ training program at Dhaka University, inaugurated by the honorable Vice-Chancellor of University of Dhaka, Professor Dr. Md. Akhtaruzzaman sir.

The 'Student Promotion and Support Unit' has been established as part of the special measures taken by Dhaka University. The unit will play a critical role in making the students skilled and confident in the competitive market through connecting them with industry and providing necessary training.

Extending my (Mark Anupom Mollick) heartfelt gratitude to Dr. Md. Rezaul Kabir sir (Professor, IBA) for giving me this invaluable opportunity.

It was also an immense pleasure to share this journey with exceptional individuals like Additional Secretary Mohammad Mukhlesur Rahman Sarker, MDS at BCS Administration Academy and , and Lt. Col. Tanvir Ahmed vai, Deputy President at Inter Services Selection Board (ISSB), Bangladesh Army.

Requesting everyone to come forward, let’s work together to create huge impact by bridging the gap between academia and industry.

03/07/2023

ইন্ডিয়ার অন্যতম সেরা বিজনেস লিডার Sanjiv Mehta হিন্দুস্থান ইউনিলিভার এর MD এবং CEO পদ থেকে অবসর গ্রহণ করলেন। ইনি সেই বিখ্যাত ব্যক্তি যিনি এক সময় ইউনিলিভার বাংলাদেশকে পতনের হাত রক্ষা করেছিলেন!

আমি (মার্ক অনুপম মল্লিক) যে সকল গ্লোবাল লিডারদের বিজনেস ও লিডারশীপ ইনসাইট LinkedIn এ ফলো করি তাদের মধ্যে সঞ্জীব মেহতা অন্যতম।

মজার ব্যাপার কি জানেন?

মেহতাকে যখন ইউনিলিভার বাংলাদেশে (UBL) জয়েন করতে বলা হয়েছিল তিনি আগ্রহী ছিলেন না।

কারণ সেসময় বাংলাদেশে ইউনিলিভার স্ট্র্যাগল করছিল। কে একটা losing business এ জয়েন করতে চায় বলুন?!

তখন তার স্ত্রী বললেন -
“একটা failing business কে turn around করানোর সুযোগ আবার কখন পাবে? যদি এই কাজটা ভালভাবে করতে পারো, তাহলে তোমার জন্য নতুন অপরচ্যুনিটি তৈরি হবে।”

মেহতা কমার্শিয়াল ডিরেক্টর হিসেবে 1998 সালে ইউনিলিভার বাংলাদেশে জয়েন করলেন। হারতে বসা বিজনেসকে ঘুরে দাঁড় করালেন, গ্রোথ আনলেন।

তাকে UBL এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর করা হলো।

2002-2006 সালে মেহতার নেতৃত্বে ইউনিলিভার বাংলাদেশ প্যারেন্ট কোম্পানির crown jewel এ পরিণত হলো।

মেহতার জন্যও নতুন রাস্তা খুলে গেল।

তাকে ফিলিপাইন, নর্থ আমেরিকা এবং মিডল ইস্টে CEO হিসেবে পাঠানো হলো।

ফাইনালি 2013 সালে হিন্দুস্থান ইউনিলিভার লিমিটেড (HUL) এর দায়িত্ব দেয়া হলো।

HUL ইন্ডিয়ার বৃহত্তম FMCG কোম্পানি। সঞ্জীব মেহতা অত্যন্ত সফলভাবে এই দশ বছরে কোম্পানিটি পরিচালনা করলেন।

তার নেতৃত্বকালে HUL এর মার্কেট ক্যাপিটালাইজেশন 17 billion থেকে লাফ দিয়ে 75 বিলিয়ন ডলারে দাঁড়ালো।

সঞ্জীব মেহতার এই সফলতা এমনিতে আসেনি। তার অসাধারণ শিক্ষার মধ্যে দুইটি উল্লেখ না করে পারছি না।

1. “Invest in Yourself”

মেহতা ছিলেন একজন Charterd Accountant.

শুরুতে তিনি ইউনিয়ন কার্বাইড (UCC) কেমিক্যাল করপোরেশনে ফিনান্স টিমে জয়েন করেন।

কিছুদিন পরে UCC এর প্ল্যান্টে Bhopal Gas Tragedy ঘটে। যেখানে 5 lakh মানুষ টক্সিক গ্যাসে exposed হয়, 2000+ মারা যায়।

বিশ্বের worst industrial disaster খ্যাত এই দুর্ঘটনার ক্রাইসিস রেসপন্স টিমে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে 24 বছরের মেহতাকে নেয়া হয়।

তার পারফরমেন্স দেখে এরপর তাকে বিজনেস ইউনিটে দেয়া হলো।

মেহতা বসকে গিয়ে বললেন, ‘আমাকে তিন সপ্তাহের ছুটি দিতে হবে’।

বস জিজ্ঞেস করলেন, ‘তুমি কি বিয়ে করতে যাচ্ছ?’ (টিপিক্যাল সাব কন্টিনেন্ট রেস্পন্স :p )

মেহতা বললেন - ‘না। আমি কেমিক্যাল এবং প্লাস্টিক বিজনেস এর সমস্ত ফাংশন, টার্মিনোলোজি এসব শিখতে চাই। আমি শাওয়ার বাদে পুরোটা সময় ফ্যাক্টিরিতেই থাকবো!’

আমরা অনেকেই লার্নিং এর পিছনে এই লেভেলের ইফোর্ট দিতে চাই না, তাই ক্যারিয়ারেও পিছিয়ে পড়ি!

2. “There is no shortcut to detail”

বর্তমানে অনেক CEO এসি রুমে বসে প্রেজেন্টেশন দেখাতেই ব্যস্ত থাকেন, মার্কেট ভিজিটে যান না!

কিন্তু সঞ্জীব মেহতা ছিলেন এর ব্যতিক্রম।

কয়েক বছর আগে, উড়িষ্যার রাজধানী ভুবেনেশ্বরে মার্কেট ভিজিট এর সময় তিনি লক্ষ্য করলেন খুব তাড়াতাড়ি Lux এর সুগন্ধ হারিয়ে যাচ্ছে।

তিনি R&D টিমকে জানালেন। তারা রিসার্চ করে বুঝতে পারলো সেখানে বেশি humidity এর কারণে এই ঘটনা ঘটছে!

এই অসাধারণ Attention to Detail - তাও একদম প্রোডাক্ট ডেভেলপমেন্ট লেভেলে, মেহতাকে অনন্য করে তুলেছে।

সফল বিজনেস গড়ার পিছনে এই ঐকান্তিক প্রচেষ্টা, একাগ্রতা, আত্মত্যাগ আমরাও যেন প্র্যাক্টিস করতে পারি।

আমাদের দেশেও এমন অসংখ্য সাকসেসফুল বিজনেস লিডার তৈরি হোক।

26/06/2023

2005 সালের 14 ফেব্রুয়ারী, ভ্যালেন্টাইন ডে তে, তিনজন ব্লিলিয়ান্ট তরুণ PayPal সহকর্মী একটা Online Dating Website লঞ্চ করলেন।

ওয়েবসাইটের নামটা পরে বলছি - তবে আপনি এই ওয়েবসাইটে ভিজিট করেছেন এটা বাজি ধরে বলতে পারি!

ওয়েবসাইটটি লাইভ করার পর ফাউন্ডাররা খুজতে শুরু করলেন একটিভ ইউজার, অর্থাৎ ডেটিং এ আগ্রহী ব্যক্তি।

এজন্য তারা কাছের ইউনিভার্সিটি ক্যাম্পাস Stanford এ “‘Tune in, hook Up!” স্লোগানে ক্যাম্পেইন চালাতে লাগলো যেন স্টুডেন্টরা ডেটিং ভিডিও আপলোড করে।

ফলাফল - শুন্য!

ডেসপারেট হয়ে এবার তারা এড চালালো নারীদেরকে টার্গেট করে - কেউ যদি নিজের ভিডিও আপলোড করে তাহলে 20 ডলার দেয়া হবে।

Again, ZERO Response!

তরুন উদ্যোক্তাগণ কিছুটা হতাশ।

কিন্তু এরমধ্যে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটতে শুরু করলো।

ডাটা এনালাইসিস করতে গিয়ে তারা খুব অবাক হয়ে লক্ষ্য করলেন ওয়েবসাইটে স্বল্প সংখ্যক কিছু ইউজাররা ভিডিও আপলোড করা শুরু করেছেন, যদিও সেগুলো মোটেও “ডেটিং” ভিডিও না!

ইউজাররা নিজেদের এবং বন্ধুবান্ধবের ফানি, weird, embrassing সব ভিডিও পোস্ট করছে, তাদের পোষা প্রানী, বিভিন্ন স্থান ভ্রমণের ভিডিও দিচ্ছে…

তিনজন উদ্যোক্তা এবার একটা কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হলেন।

তারা কি ওয়েবসাইটটিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ডেটিং ওয়েবসাইট হিসেবেই কন্টিনিউ (persevere) করবেন, নাকি Pivot করবেন??

উদ্যোক্তাদের একজন বলে উঠলেন “Forget the dating aspect, Let’s just open it up to any video”.

Well, what happened next, is HISTORY!

এই পিভট করার সিদ্ধান্ত থেকে জন্ম নিল বিশ্বের ইতিহাসে অন্যতম সফল ওয়েবসাইট।

এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন সেই ওয়েবসাইটের নাম?

হ্যাঁ, ঠিক ধরেছেন - YouTube . com

এবং সেই তিনজন বিশ্ববিখ্যাত ফাইন্ডারের নাম - বাংলাদেশী বংশোদ্ভূত Jawed Karim, Chad Hurley এবং Steven Chen.

ডেটিং ওয়েবসাইট থেকে পিভট করার এই সিদ্ধান্ত ইউটিউব কে বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল এবং নাম্বার ওয়ান ভিডিও প্লাটফর্মে পরিণত করলো।

বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো এমন একটা প্লাটফর্ম তৈরি হলো যেখানে পৃথিবীর যে কোন জায়গা থেকে যে কেউ বিনা খরচে তাদের ভিডিও শেয়ার করতে পারে।

এটি disrupt করলো পুরো এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিকে।

আজকে আমাদের কাছে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড খুব স্বাভাবিক মনে হয়।

কিন্তু প্রায় বিশ বছর আগে শুধুমাত্র বড় বড় ব্র্যান্ডরাই অনেক টাকা খরচ করে ভিডিও বানাতে, টিভিতে এড দিতে পারতো।

YouTube Democratized Video Publishing!

ছোট বড় সকল ব্যান্ড, সব ইউজাররা খুব সহজেই ভিডিও কন্টেন্ট তৈরি, আপ্লোড, প্রমোশন এর যুগান্তকারী একসেস পেয়ে গেল।

অনলাইন ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব অস্বাভাবিক হারে বড় হতে শুরু করলো।

2005 এর সেপ্টেম্বরে Nike এর তৈরি রোনালদিনহোর গোল্ডেন বুট নেবার ভিডিও ভাইরাল হয়ে প্রথমবারের মতো মিলিয়ন ভিউ নিয়ে আসলো।

নভেম্বরে Sequoia Capital ইউটিউবে 3.5 মিলিয়ন ডলার ইনভেস্ট করলো।

Google আকাশ ছোয়া সম্ভাবনা দেখতে পেয়ে 2006 সালে 1.65 বিলিয়ন ডলার দিয়ে ইউটিউব কে acquire করে নিল।

বর্তমানে, প্রতিদিন ইউটিউবে 1 billion (একশো কোটি) ঘন্টার বেশি ওয়াচটাইম হয়। মাসে 2 billion বা দুইশো কোটি ইউজার সাইটে ভিজিট করে। প্রায় 100 টি দেশে ইউটিউবের লোকাল ভার্সন আছে।

ইউটিউব এই মূহুর্তে বিশ্বের second highest visited ওয়েবসাইট (এইজন্যই শুরুতে বাজি ধরে বলেছিলাম যে আপনি নিশ্চিতভাবেই ভিজিট করেছেন)!

ডিয়ার ব্র্যান্ড প্র্যাক্টিশনার, ইউটিউবের ফাউন্ডাররা যদি ডাটা এনালাইসিস কে ইগনোর করতেন, যদি তারা তাদের অর্জিনাল আইডিয়া নিয়েই বসে থাকতেন, যদি তারা পিভট করতে না চাইতেন - তাহলে কি এগুলোর কোনটাই সম্ভব হতো?

ইউটিউবের ফাউন্ডাররা একটা ডেটিং ওয়েবসাইট ট্রাই করেছিলেন, এবং ফেইল করেছিলেন।

এরপর তারা কাস্টোমার নিড এবং পেইন পয়েন্ট এর দিকে ফোকাস করলেন। তারা এনালাইজ করলেন কি কাজ করছে এবং কি কাজ করছে না।

ডাটা তাদেরকে পথ দেখালো - পিভট করতে বললো। তারা তাদের স্ট্র্যাটেজিকে রিডিফাইন করে দুনিয়াকে চিরতরে বদলে দিলেন।

বাংলাদেশে এই মুহুর্তে প্রায় দুই হাজার এর মতো এক্টিভ স্টার্টআপ রয়েছে। প্রতি মাসে ইনোভেটিভ আইডিয়া নিয়ে আরো অনেক স্টার্টআপ লঞ্চ হচ্ছে।

কিন্তু ইনিশিয়াল বিজনেস আইডিয়া এবং scalable, sustainable business model এর মধ্যে যে বিস্তর পার্থক্য এটা বুঝতে না পারার কারণে অনেকেই সাফার করছেন।

মনে রাখবেন স্টার্টআপ একটা চ্যালেঞ্জিং জার্নি।
আপনাকে রাস্তা চিনে, কখনো তৈরি করে সামনে আগাতে হবে।
বাঁধা আসলে সেটাকে ভেঙ্গে এগিয়ে যেতে হবে, না হলে পথ পরিবর্তন (পিভট) করতে হবে।

কিন্তু আপনাকে সামনে এগিয়ে যেতেই হবে।

And during the journey, remember this -
A Startup Journey Itself Is a Beautiful Reward!

Become a Certified Digital Marketing STRATEGIST to Increase Your Value in the Market!গত কয়েক বছরে প্রচুর কোম্পানিকে দেখে...
12/06/2023

Become a Certified Digital Marketing STRATEGIST to Increase Your Value in the Market!

গত কয়েক বছরে প্রচুর কোম্পানিকে দেখেছি লিডারশীপ পজিশনে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরিতে দক্ষ্য এমন মানুষ হন্যে হয়ে খুজেও পাচ্ছে না।

শুধু বাংলাদেশে না, সারা বিশ্বেই ডিজিটাল মার্কেটিং Strategy তৈরি করার স্কিল খুবই Valuable কিন্তু Rare.

স্ট্র্যাটেজিস্টদের ডিমান্ড এইজন্যই আকাশচুম্বি, ক্যারিয়ার গ্রোথ অনেক বেশি, মাল্টিপল ইনকাম করার অপরচ্যুনিটিও প্রচুর।

আনফরচুনেটলি, বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং টুলস শেখার যথেষ্ঠ স্কোপ থাকলেও স্ট্র্যাটেজি শেখার জন্য ভাল কোন রিসোর্স নেই।

'Digital Marketing Strategy Mastery (DMSM)’ ওয়ার্ল্ড ক্লাস স্ট্র্যাটেজিক কনসেপ্ট এবং সবচেয়ে এডভান্সড ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আপনাকে একজন Certified Digital Marketing Strategist হিসেবে গড়ে তোলার জন্য আইডিয়ান কনসাল্টিং এর একটি এডভান্সড সার্টিফিকেশন লাইভ অনলাইন ট্রেইনিং এবং মেন্টরশীপ প্রোগ্রাম।

স্ট্র্যাটেজি তো আর শুধু বই পড়ে শেখা যায় না। বা প্রি-রেকর্ডেড দুই চারটা ভিডিও কোর্স করে আয়ত্ব করা যায় না।
স্ট্র্যাটেজি শিখতে প্রয়োজন proper step by step guideline.
প্রয়োজন সঠিক ম্যাটেরিয়াল।
স্ট্রাটেজি শিখতে হয় সঠিক মেন্টরের হাত ধরে।
আর লার্নিং এর সাথে সাথে দরকার প্র্যাক্টিস।

আর সেজন্যই 'Digital Marketing Strategy Mastery (DMSM)’ একটা লাইভ interactive ট্রেইনিং প্রোগ্রাম।

আইডিয়ান কনসাল্টিং এর এই signature লাইভ ইন্টার‍্যাকটিভ প্রোগ্রামে 6 সপ্তাহ ধরে আমি মার্ক অনুপম মল্লিক আপনাকে সরাসরি ট্রেইনিং প্রদান করবো।

15+ ঘণ্টার ট্রেইনিং এবং মেন্টরশীপ সেশনের মাধ্যমে সবচেয়ে এডভান্সড স্ট্র্যাটেজিক কনসেপ্টগুলোকে ব্যাখ্যা করবো যার ফলে আপনি যে কোন বিজনেসের ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন।

সেই সাথে সবচেয়ে পাওয়ারফুল কিছু ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে শেখাবো যেগুলো আপনাকে সেলস মাল্টিপ্লাই করতে হেল্প করবে।

এটা কোন একাডেমিক কোর্স না।

পুরোপুরি প্র্যাক্টিকাল এবং ইন্টারেস্টিং সব লোকাল গ্লোবাল কেইস স্টাডি, simulated activities, examples দিয়ে এই world -class প্রোগ্রামটা ডিজাইন করা।

তবে হ্যাঁ, যেহেতু এটা লিডারদের জন্য একটা এডভান্সড লেভেলের স্ট্র্যাটেজিক কোর্স, এটা সবার জন্য উন্মুক্ত না। যারা সব কন্ডিশন ফুলফিল করে এই প্রোগ্রামে এপ্লাই করবে, তাদের মধ্যে থেকে কেয়ারফুলি বাছাই করে লিমিটেড সংখ্যক পার্টিসিপেন্টকে আমি enroll করার সুযোগ দেব।

আপনি কি একজন Certified Digital Marketing Strategist হিসেবে নিজের ক্যারিয়ার এবং বিজনেসের গ্রোথ আনতে আগ্রহী?

তাহলে কমেন্টের লিংকে গিয়ে খুব ভাল করে প্রোগ্রামের ফুল ডিটেইলসটা দেখে নিন।

আগামী ছয় সপ্তাহে আপনার ক্যারিয়ারকে পুরোপুরি ট্রান্সফর্ম করার জন্য এটা একটা বেস্ট অপরচ্যুনিটি বলে আমি বিশ্বাস করি।

Remember, You’re Just One IDEA Away…

08/06/2023

'Marketing Funnel for Business Growth' Corporate Training for iBOS (An AKIJ Company).

This is one of Mark Anupom Mollick's SIGNATURE training programs for corporate, the first and only on Marketing Funnel in Bangladesh.

And glad to see this training is creating a huge impact in the business world...

25/05/2023

বিশ্বের অন্যতম সেরা ডিরেক্ট মার্কেটার Gary Halbert একবার তার স্টুডেন্টদের জিজ্ঞেস করলেন,

“ধরো তুমি আর আমি দুইজনে দুইটা হ্যামবার্গার স্ট্যান্ড খুলবো। এরপর আমরা কম্পিটিশন করে দেখবো কে সবচেয়ে বেশি বার্গার বিক্রি করতে পারি। তোমাকে আমার থেকে একটা এডভান্টেজ বেশি দেয়া হবে যেন তুমি জিততে পারো। তুমি কি চাইবে?”

বিভিন্নজন বিভিন্ন রকম এডভান্টেজ বলতে শুরু করলো…
…প্রিমিয়াম লোকেশন!
…বেস্ট কোয়ালিটি!
…সবচেয়ে কম দাম!
…স্বাদে সেরা!

এভাবে বলতে বলতে একসময় স্টুডেন্টদের আইডিয়া ফুরিয়ে গেল। তারা একে অন্যের দিকে তাকিয়ে শিক্ষকের উত্তরের জন্য অপেক্ষা করতে লাগলো।

পুরো রুম একদম নিশ্চুপ।

শিক্ষক একটু হাসলেন, এবং তারপর উত্তর দিলেন -
“A starving crowd (ক্ষুধার্থ জনতা)”!

“চিন্তা করে দেখ - তোমার খাবারের স্বাদ সেরা না হতে পারে, তুমি সবচেয়ে প্রিমিয়াম লোকেশন না পেতে পার, তোমার খাবারের কোয়ালিটি মধ্যমানের হতে পারে, দামও অন্যদের থেকে বেশি হতে পারে…

কিন্তু যদি তুমি ভংয়কর ক্ষুধার্ত কিছু কাস্টমার পাও, তারা তোমার খাবার কিনবেই কিনবে।

অর্থাৎ, যদি তোমার প্রোডাক্টের জন্য মার্কেটে অবিশ্বাস্য ডিমান্ড থাকে, তাহলে তোমার প্রোডাক্ট সেল হবেই।”

আমি অনেক স্টার্টআপকে দেখেছি মার্কেট ডিমান্ড বুঝে প্রোডাক্ট না আনার কারণে বন্ধ হয়ে যেতে, অসংখ্য entrepreneurs কে দেখেছি এই কারণে struggle করতে।

বহু উদ্যোক্তা আইডিয়া আর ইনোভেশন নিয়ে অনেক বেশি চিন্তা করতে গিয়ে বিজনেসের বেসিক ভুলে যায়। এমন কিছু তৈরি করে বসে থাকে যার কোন ডিমান্ড নেই, যার জন্য কোন starving crowd নেই।

তারা মনে করে বিশ্বের শ্রেষ্ঠ সার্ভিস বা কিলার প্রোডাক্ট নিয়ে এসেছে, সুতরাং কাস্টোমার এসে হুমড়ি খেয়ে পড়বে। কিন্তু যখন কাস্টমার পায় না তখন ভুলটা কোথায় হচ্ছে এটা বুঝতে গলদঘর্ম হয়।

বিজনেস মডেল চেইঞ্জ করে, প্রাইসিং চেইঞ্জ করে, মার্কেটিং বাজেট আরো বাড়িয়ে দেয়, প্রোডাক্টে আরো ইনোভেশন নিয়ে আসে - কিন্তু রেজাল্ট আর আসে না।

স্টার্টআপ ফাউন্ডারস, ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স, বিজনেস লিডারস -

- বিজনেসে আপনার সর্বপ্রথম কাজ -- একটা starving crowd আইডেন্টিফাই করা। (অর্থাৎ এমন একটা টার্গেট অডিয়েন্স খুজে বের করার যাদের কোন একটা massive pain আছে, যেটা আপনি সলভ করবেন)
- এরপর সেই প্রব্লেমকে এড্রেস করার জন্য উপযুক্ত প্রোডাক্ট বা সার্ভিস এবং অফার তৈরি করুন।
- আপনার অফারের মধ্যে যেন Unique Value Propostion থাকে, differentiation থাকে সেটা নিশ্চিত করুন।
- এবার আপনার কাস্টোমারকে চোখে আঙ্গুল দিয়ে তার সমস্যাটাকে দেখিয়ে দিন।
- এখনি এর সমাধান না করলে ভবিষ্যতে কি কি জটিল সমস্যা হতে পারে, তার ক্ষতিকর ইফেক্ট কি হতে পারে সেটি তাকে বুঝতে সাহায্য করুন।
- আপনার প্রোডাক্ট বা সার্ভিস কেন তার জন্য শ্রেষ্ঠ সমাধান এটি তার সামনে তুলে ধরুন।
- কাস্টোমারকে দ্রুত একশন নেবার জন্য persuade করুন। (এজন্য এরিস্টটলের চমৎকার একটা persuation model আছে, সেটি নিয়ে কোন একদিন লিখবো)।
- কেনার পর আপনার কাস্টমার যেন স্যাটিসফাইড থাকে সেটা নিশ্চিত করুন।

আমরা অনেক সময় আমাদের চারপাশে বিভিন্ন ট্রেন্ডি টপিক, টেকনোলোজি, ইনোভেশন ইত্যাদির ভিড়ে বিজনেস ফান্ডামেন্টাল থেকে দূরে সরে যাই। ফলে আমাদের বিজনেস সাফার করে।

বিজনেসের বেসিকগুলো সবসময় ঠিক রাখুন, সফলতা আসবে।

In business, it's not just about having a great product.
It's about identifying a starving crowd for it.
Find that crowd, and your SUCCESS is GUARANTEED.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Idean Consulting posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Idean Consulting:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share

First MarTech MarTech & Business Strategies Consulting Firm in Bangladesh

Hello, I am Mark Anupom Mollick

Founder & Executive Consultant, Idean Consulting

I have founded the First MarTech & Business Strategy consulting Firm IDEAN Consulting in Bangladesh to introduce the latest global standard methodologies enabling companies to maximize efforts.

Currently, I am also a Doctor of Business Administration (DBA) Candidate in IBA (DU) besides my profession. My research areas are Startups and Growth Hacking.