07/08/2024
প্রিয় চুনারুঘাটবাসী, আসসালামু আলাইকুম।
শুরুতেই বলছি আমি রাজনৈতিক কোন দলের সাথে কখনো সম্পৃক্ত ছিলাম না এখনো নেই।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সরকারের পদত্যাগ নিয়ে সারাদেশ সহ চুনারুঘাটের বর্তমান পরিস্থিতি এত খরাপ হচ্ছে যা চুনারুঘাটবাসীর জন্য অত্যান্ত দুঃখজনক।
আমরা সাধারণ শিক্ষার্থীরা এমন বাংলাদেশ চাই নি।
আমরা চেয়েছি বাকস্বাধীনতা, আমরা চেয়েছি এই বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না, আমরা চেয়েছি সুন্দর বাংলাদেশ গড়তে আর আপনারা সরকার পদত্যাগের পর পর-ই কিছু সুশীল দেশ প্রেমিকরা যেভাবে লোটপাট, ভাংচুর, জ্বালাও পুড়াও শুরু করেছেন আমরা সাধারণ শিক্ষার্থীরা এগুলা কখনো সমর্থন করি না।
তারই সাথে চুনারুঘাটে একদল সুশীল সমাজ মারাত্মক ভাবে উঠে পরে লেগে আছেন "ব্যারিস্টার সুমন" ভাইর বাসায় হামলা করে জ্বালাও পুড়াও, ভাংচুর, লোটপাট
করে চুনারুঘাটবাসীর জন্য নতুনকরে কলংঙ্ক তৈরি করতে চান আসলে আপনাদের মধ্যে কোন মনুষ্যত্ববোধ নেই। আমার জানা মতে "ব্যারিস্টার সুমন" ভাই কোনদিন চুনারুঘাটবাসীর উপকার করে দিতে না পারলেও অন্যায় ভাবে কারো কোন ক্ষতি করেন নাই।
যে বা যারা এসব লোটপাট, ভাংচুর করতে চান আমি মনে করি আপনারা সভ্য সমাজের মানুষ না।
মনে রাখবেন, এরকম "ব্যারিস্টার সুমন" চুনারুঘাটে আগামী ২০ বছরে আরেকজন নাও তৈরি হতে পারে।
চুনারুঘাটের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আজকের এই অপ্রীতিকর ঘটনার তীব্র নিন্দা জানাই।
দয়া করে উনার এই বাসা ভাংচুর, লোটপাট করে অসভ্যতার পরিচয় দিবেন না।
আমি আবারো বলছি আমি রাজনৈতিক কোন দলের সাথে সম্পৃক্ত ছিলাম না আর এখনো নেই।
Syed Sayedul Haque Suman