S R Travels

S R Travels Travels Agency

02/05/2022

| আজ সোমবার, ০২ মে ২০২২, ১৯ বৈশাখ ১৪২৯, ৩০ রমজান ১৪৪৩
| দিনটি আপনার ভাল কাটুক

29/04/2022
29/04/2022
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।সিলেটের এক উজ্জ্বল নক্ষত্রের জীবনাবসানসাবেক অর্থমন্ত্রী,সিলেট-১ আসনের সাবেক সাংসদ...
29/04/2022

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সিলেটের এক উজ্জ্বল নক্ষত্রের জীবনাবসান
সাবেক অর্থমন্ত্রী,সিলেট-১ আসনের সাবেক সাংসদ,দেশবরেণ্য অর্থনীতিবীদ,ভাষা সৈনিক,
জনাব আবুল মাল আবদুল মুহিত,আজ রাত ১২ঃ৫৫ মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

31/12/2021

Happy New Year-2022

15/11/2021
ইন্ডিয়া টুরিস্ট ভিসা চালু।
08/10/2021

ইন্ডিয়া টুরিস্ট ভিসা চালু।

18/09/2021

লাল তালিকা থেকে বাদ পড়ল বাংলাদেশসহ ৮টি দেশ

অবশেষে ইউকের ভ্রমণ নিষেধাজ্ঞার লাল তালিকা থেকে বাদ পড়ল বাংলাদেশ। বাংলাদেশ ছাড়া আরও ৭টি দেশকে একইভাবে লাল তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। আজ ইউকে সময় বিকাল ৫টা এবং বাংলাদেশ সময় রাত ১০টায় ইউকে সরকারের নিয়মিত ব্রিফিংএ এই আপডেট জানানো হয়। এই সিদ্ধান্ত কার্যকর হবে ২২ সেপ্টেম্বর ২০২১ থেকে।

কোন কোন দেশ বাদ পড়ল:
বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, মালদ্বীপ, মিশর, কেনিয়া, শ্রীলংকা এবং ওমান ।

এর ফলে কি হবে:
ইউকে সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ লালতালিকা থেকে বাদ পড়া দেশগুলো থেকে কেউ ইউকেতে আসলে হোটেল কোয়ারান্টাইন আর বাধ্যতামূলক হবে না। ফলে ২২৮৫ পাউন্ড বা প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা ব্যয় করা লাগবে না। কিন্তু হোম কোয়ারান্টাইনে ১০ দিন থাকতে হবে। এর মধ্যে নিজ দেশ থেকে ২টি ভেকসিন দিয়ে আসলে এখানে এসে আর পিসিআর টেস্টও করাতে হবে না। তবে ২টি ভেকসিন দিয়ে আসলেও হোম কোয়ারান্টাইন লাগবে কিনা তা এখনো পরিস্কার নয়।
এর ফলে, যারা এত দিন বাংলাদেশ থেকে ইউকেতে বা ইউকে থেকে বাংলাদেশে ভ্রমণ করছিলেন না তারা এবার ভ্রমণ করতে পারবেন। যা দু'দেশের অর্থনীতির জন্য পজিটিভ দিক বলে মনে করা হচ্ছে।

ভারত এই লাল তালিকা থেকে গত ৮ আগষ্ট বাদ পড়লেও বাংলাদেশ থেকে যায় তালিকায়। আগামী ২২সেপ্টেম্বর থেকে বাংলাদেশের নামও আর এই তালিকায় থাকবে না।

copy

24/05/2021

সিলেটের দর্শনীয় স্থানগুলো

াহপারান_রঃ মাজার ঢাকা থেকে সিলেট এর উদ্দেশ্যে বাস ছেড়ে যায় গাবতলী এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বাস গুলো সকাল থেকে রাত ১২. ৪৫ পর্যন্ত নির্দিষ্ট সময় পরপর ছেড়ে যায়৷ঢাকার ফকিরাপুল, সায়দাবাদ ও মহাখালী বাস স্টেশন থেকে সিলেটের বাসগুলো ছাড়ে। এ পথে গ্রীন লাইন পরিবহন, সৌদিয়া এস আলম পরিবহন, শ্যামলি পরিবহন ও এনা পরিবহনের এসি বাস চলাচল করে। ভাড়া ৮শ’ থেকে ১ হাজার টাকা। এছাড়া শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, ইউনিক সার্ভিস, এনা পরিবহনের পরিবহনের নন এসি বাস সিলেটে যায়। ভাড়া ৪০০/- থেকে ৪৫০/- টাকা। এনা পরিবহনের বাসগুলো মহাখালী থেকে ছেড়ে টঙ্গী ঘোড়াশাল হয়ে সিলেট যায়।
#জাফলং_অবস্থান: সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। সিলেট জেলা সদর হতে সড়ক পথে দুরুত্ব মাত্র ৫৬ কি.মি। সিলেট থেকে যাতায়াতঃ সিলেট থেকে আপনি বাস/ মাইক্রোবাস/ সিএনজি চালিত অটোরিক্স্রায় যেতে পারেন জাফলং এ। সময় লাগবে ১ ঘন্টা হতে ১.৩০ ঘন্টা। সিলেটে থেকে বাস, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা বা লেগুনায় যাওয়া যায় জাফলংয়ে। জাফলং যেতে জনপ্রতি বাসভাড়া পড়বে ৮০ টাকা। যাওয়া-আসার জন্য মাইক্রোবাসের ভাড়া পড়বে ৩০০০-৩৫০০ টাকা। সিএনজি অটোরিকশার ভাড়া পড়বে ১০০০-১২০০ টাকা। সিলেট শহরের যে কোনো অটোরিকশা বা মাইক্রোবাস স্ট্যান্ড থেকে গাড়ি রিজার্ভ করে যাওয়া যাবে জাফলংয়ে।
#লালাখাল সিলেট জাফলং মহাসড়কে শহর থেকে প্রায় ৪২ কিমি দূরে সারীঘাট। সারীঘাট থেকে সাধারনতঃ নৌকা নিয়ে পর্যটকরা লালাখাল যান। স্থানীয় ইঞ্জিনচালিত নৌকায় একঘন্টা পনেরো মিনিটের মতো সময় লাগে সারী নদীর উৎসমুখ পর্যন্ত যেতে। নদীর পানির পান্না সবুজ রঙ আর দুইপাশের পাহাড় সারির ছায়া- পর্যটকদের মুগ্ধ করে। উৎসমুখের কাছাকাছিই রয়েছে লালাখাল চা বাগান।সিলেট শহর থেকে লালাখাল পর্যন্ত ৬-৮ জন বহনকারী মাইক্রো ভাড়া হতে পারে ৩৫০০ - ৪০০০ টাকার মধ্যে। ৯-১২ জন বহনকারী মাইক্রো ভাড়া হতে পারে ৪৫০০ - ৫,৫০০ টাকার মধ্যে। শুক্রবার হলে আরেকটু বেশী ও হতে পারে। সারীঘাট থেকে স্থানীয় নৌকা নিয়ে লালাখাল যেতে খরচ পড়বে ১০০০-১৫০০ টাকার মতো খরচ পড়ে। আর নাজিমগড় বোট স্টেশনের বিশেষায়িত নৌকাগুলোর ভাড়া ২০০০-৫০০০ টাকা পর্যন্ত। গাড়ী নিয়ে লালাখাল চলে গেলে রিভারকুইন রেস্টুরেন্ট থেকে আধাঘন্টার জন্য নৌকা ভাড়া পড়বে ৫০০ টাকা। দুপুরের খাবার প্রতিজন ৪০০-৫০০ টাকা।
৫ ভোলাগঞ্জ যাতায়াত ব্যবস্থা ও দূরত্বঃ সিলেট থেকে ৩৩ কিমি দূরত্বে ভোলাগঞ্জের অবস্থান। সরাসরি যাতায়াত ব্যবস্থা নেই। সিলেট থেকে পাবলিক বাস বা সিএনজি বেবীট্যাক্সি করে টুকের বাজার পর্যন্ত যেতে হবে। টুকের বাজার থেকে আবার বেবীট্যাক্সি করে ভোলাগঞ্জ যেতে হবে। বিশেষ কোয়ারীতে যেতে হলে নদী তীরে অবস্হিত পোস্টের বিডিআর’এর অনুমতি নিতে হবে। ইঞ্জিন নৌকার ভাড়া ১,৫০০/- থেকে ২০০০/- টাকা পর্যন্ত। কারণ পাথর উত্তোলনের জন্য এই নৌকাগুলো ব্যবহৃত হয়। এতে মাঝিদের প্রচুর আয় হয়। ফলে মানুষ পরিবহন করতে হলে পাথর পরিবহনের সমান ভাড়া না পেলে তারা ভাড়া খাটতে রাজী হয় না। বিশেষ কোয়ারীতেও বিডিআর পোস্ট রয়েছে। তাদের নলেজে রেখে সীমান্ত এলাকা ঘোরাফেরা করা শ্রেয়। সিলেট- ভোলাগঞ্জ সড়কের অবস্থা খু্‌বই শোচনীয়। নিজের বাহন না থাকলে নারী/শিশুকে নিয়ে ভ্রমন কষ্টকর হয়ে যাবে। সিলেট শহর থেকে সড়ক দূরত্ব কম হলেও রাস্তার কারণে সময় লাগবে প্রায় দেড় ঘন্টা।
াহজালাল_রঃ) মাজার সিলেট রেল স্টেশন অথবা কদমতলী বাস স্ট্যান্ড এ নেমে রিকশা বা সিএনজি অটোরিকশাযোগে মাজারে যাওয়া যায়। রিকশা ভাড়া ২০-২৫ টাকা, সিএনজি ভাড়া ৮০-১০০ টাকা।সুরমা নদী পার হয়ে মূল শহরে এসে মাজার এ পৌছাতে হয়। পর্যটকরা রিক্সা অথবা সিএনজি যোগে যেতে পারেন। ভাড়া ৩০-৫০/- টাকা
#মালনীছড়া_চা_বাগান সিলেট শহর থেকে রিকশাযোগে অথবা অটোরিকশা বা গাড়িতে বিমানবন্দর রোডে চাবাগানটি পাওয়া যাবে। গাড়িতে যেতে আম্বরখানা পয়েন্ট থেকে ১০ মিনিট এর পথ।রিকশাযোগে যেতে আধঘন্টা লাগবে। ঢাকা থেকে সিলেট এর উদ্দেশ্যে বাস ছেড়ে যায় গাবতলী এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে৷বাস গুলো সকাল থেকে রাত ১২.৪৫ পর্যন্ত নির্দিষ্ট সময় পরপর ছেড়ে যায়৷ঢাকার ফকিরাপুল, সায়দাবাদ ও মহাখালী বাস স্টেশন থেকে সিলেটের বাসগুলো ছাড়ে। এ পথে গ্রীন লাইন পরিবহন, সৌদিয়া এস আলম পরিবহন, শ্যামলি পরিবহন ও এনা পরিবহনের এসি বাস চলাচল করে। ভাড়া ৮শ’ থেকে ১ হাজার ১শ’ টাকা। এছাড়া শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, ইউনিক সার্ভিস, এনা পরিবহনের পরিবহনের নন এসি বাস সিলেটে যায়। ভাড়া ৪শ’ থেকে সাড়ে ৪শ’ টাকা। এনা পরিবহনের বাসগুলো মহাখালী থেকে ছেড়ে টঙ্গী ঘোড়াশাল হয়ে সিলেট যায়।
#লোভাছড়া_পাথর_কোয়ারী সিলেট থেকে প্রথমে ৪০ টাকার বাস ভাড়া দিয়ে কানাইঘাট উপজেলা সদর আসতে হবে। তারপর নৌকা ঘাটে এসে ইঞ্জিন নৌকার মাধ্যমে ২৫ টাকার ভাড়া দিয়ে আপনি লোভাছড়া পাথর কোয়ারী পৌঁছাতে পারবেন।
#সোনাতলা_পুরাতন_জামে_মসজিদ সিলেট আম্বর খানা থেকে সিএনজি তে তেমুখি এসে সোনাতলার সিএনজি তে পুনরায় উঠে আসলে এই মসজিদ টি পাওয়া যায়। থেমুখি-শিবের বাজার রাস্তার মধ্যে এটি অবস্থিত।
#জাকারিয়া_সিটি সিলেট শহর থেকে প্রায় ১১ কিমি দূরে জাফলং রোডে খাদিমনগরে ৩টি টিলার সমন্বয়ে গড়ে উঠেছে এই সিটি।
#এডভেঞ্চার ওয়ার্ল্ড সিলেট সিটি থেকে ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরের রাস্তায় উক্ত পার্কের অবস্থান। সিলেট আম্বর খানা মসজিদের পূর্ব থেকে অটোরিক্সা দ্বারা উক্ত স্থানের যাতায়াত।
#ফেঞ্চুগঞ্জ_সার_কারখানা ফেঞ্চুগঞ্জ উপজেলা হতে প্রায় ০৫ কিলোমিটার দক্ষিণে সিলেট-মৌলভীবাজার হাইওয়ে রোডের পূর্ব দিকে হাইওয়ে রোড হতে ০১ কিলোমিটার দূরে অবস্থিত।
#রায়ের গাঁও হাওর সিলেট সিটি কর্পোরেশনের আম্বর খানা থেকে হাটখোলা ইউনিয়নে শিবের বাজার। সেখান থেকে সিএন জি দরে রায়ের গ্রামে গিয়ে হেটে উল্লেখিত হাওরে যাওয়া যায়।
#মালিনী চড়া বাগান এটি সিলেট সদর উপজেলার ৩ নং খাদিম নগর ইউনিয়নে অবস্থিত। সিলেট সিটি কর্পোরেশন এর আম্বর খানা থেকে বিমান বন্দর রাস্থার মধ্যে উল্লেখিত চা বাগান টি অবস্থিত। বাহন: সি এন জি।
#সোনাতলা পুরাতন জামে মসজিদ সিলেট আম্বর খানা থেকে সিএনজি তে তেমুখি এসে সোনাতলার সিএনজি তে পুনরায় উঠে আসলে এই মসজিদ টি পাওয়া যায়। থেমুখি-শিবের বাজার রাস্তার মধ্যে এটি অবস্থিত।
#লাক্কাতুরা চা বাগান ঢাকা থেকে সিলেট এর উদ্দেশ্যে বাস ছেড়ে যায় গাবতলী এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে৷বাস গুলো সকাল থেকে রাত ১২.৪৫ পর্যন্ত নির্দিষ্ট সময় পরপর ছেড়ে যায়৷ঢাকার ফকিরাপুল, সায়দাবাদ ও মহাখালী বাস স্টেশন থেকে সিলেটের বাসগুলো ছাড়ে। এ পথে গ্রীন লাইন পরিবহন, সৌদিয়া এস আলম পরিবহন, শ্যামলি পরিবহন ও এনা পরিবহনের এসি বাস চলাচল করে। ভাড়া ৮শ’ থেকে ১ হাজার ১শ’ টাকা। এছাড়া শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, ইউনিক সার্ভিস, এনা পরিবহনের পরিবহনের নন এসি বাস সিলেটে যায়। ভাড়া ৪০০/- থেকে সাড়ে ৪৭৫/- টাকা। এনা পরিবহনের বাসগুলো মহাখালী থেকে ছেড়ে টঙ্গী ঘোড়াশাল হয়ে সিলেট যায়।
#মালনি ছড়া চা বাগান ঢাকা থেকে সিলেট এর উদ্দেশ্যে বাস ছেড়ে যায় গাবতলী এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে৷বাস গুলো সকাল থেকে রাত ১২.৪৫ পর্যন্ত নির্দিষ্ট সময় পরপর ছেড়ে যায়৷ঢাকার ফকিরাপুল, সায়দাবাদ ও মহাখালী বাস স্টেশন থেকে সিলেটের বাসগুলো ছাড়ে। এ পথে গ্রীন লাইন পরিবহন, সৌদিয়া এস আলম পরিবহন, শ্যামলি পরিবহন ও এনা পরিবহনের এসি বাস চলাচল করে। ভাড়া ৮শ’ থেকে ১ হাজার ১শ’ টাকা। এছাড়া শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, ইউনিক সার্ভিস, এনা পরিবহনের পরিবহনের নন এসি বাস সিলেটে যায়। ভাড়া ৪শ’ থেকে সাড়ে ৪শ’ টাকা। এনা পরিবহনের বাসগুলো মহাখালী থেকে ছেড়ে টঙ্গী ঘোড়াশাল হয়ে সিলেট যায়।
#হাকালুকি_হাওর সিলেট বাসস্টেশন হতে বাস/মাইক্রোবাস/প্রাইভেট কার/অটোরিক্সায় করে ফেঞ্চুগঞ্জ উপজেলা সদর যাওয়া যায়। সময় ৪০মিনিট থেকে ১ ঘন্টা লাগবে। বাস ভাড়া ২০টাকা/অটোরিক্সায় ৩৫টাকা লাগবে। #ফেঞ্চুগঞ্জ সদর থেকে অটোরিক্সায় করে ঘিলাছড়া জিরোপয়েন্ট যাওয়া যাবে। সদর থেকে দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। সিলেট থেকে সরাসরি মাইক্রোবাস/প্রাইভেট কার ভাড়া মূলত সময়ের উপর নির্ভর করে ২০০০টাকা থেকে ৫০০০টাকা হতে পারে। ৩। দূরত্ব: সিলেট সদর থেকে প্রায় ২৮ কিলোমিটার। ৪। ভ্রমণের উপযুক্ত সময়: এপ্রিল-অক্টোবর পর্যন্ত সময়। ৫। হোটেল: ফেঞ্চুগঞ্জ জেলা পরিষদের ডাক বাংলোতে অবস্থান করতে পারেন। ফেঞ্চুগঞ্জ সারকাখানর আওতাধীন ভিআইপি সুবিধা সম্মিলিত রেস্ট হাউস রয়েছে।এছারা ভাল থাকার ব্যবস্থা উপজেলায় না খুঁজে সিলেট চলে এসে অবস্থান করতে পারেন।
#রাতারগুল যাতায়াত ব্যবস্থাঃ ঢাকা হতে সড়ক,রেল কিংবা আকাশ পথে সিলেট এবং সেখান থেকে যে কোন যানবাহনে সহজেই এখানে যাওয়া যায়।সিলেট শহর হতে যেতে সিলেট রেল স্টেশন অথবা কদমতলী বাস স্ট্যান্ড এ সিএনজি/অটোরিকশাযোগে ১.৩০ ঘন্টার মত সময় লাগবে। দূরত্ব ঃ কদমতলী বাস স্ট্যান্ড থেকে দূরত্ব ২৬ কি.মি.।
#বিছনাকান্দি বর্ষাকালে- সড়কযান (রেন্ট মাইক্রোবাস কিংবা সিএনজি চালিত অটোরিক্সা) ও নৌযানের (ইঞ্জিনচালিত অথবা সাধারণ নৌকা) সমন্বয়ে। শুকনো মৌসুমে- সড়কযান বিছনাকান্দি যাওয়ার একাধিক পথ রয়েছে। তবে সুবিধাজনক পথ মূলত একটিই। বিমানবন্দরের দিকে এগিয়ে ডানে মোড় নিয়ে সিলেট- কোম্পানীগঞ্জ রোডে সালুটিকর, সালুটিকর থেকে এগিয়ে ডানে মোড় নিয়ে বঙ্গবীর, বঙ্গবীর থেকে কিছুদূর গিয়ে বামে মোড় নিয়ে হাদারপাড় বাজার। হাদারপাড় বিছনাকান্দির একেবারেই পাশে। এখান থেকে স্থানীয় নৌকা নিয়ে বিছনাকান্দি যাওয়ার ব্যবস্থা রয়েছে। বিছনাকান্দি পর্যন্ত গাড়ী পৌছায় না। সিলেট এর যেকোন স্থান থেকে বিশেষত আম্বরখানা থেকে হাদারপাড় পর্যন্ত ভাড়ায় সিএনজি পাওয়া যায়।

Stretching wings to a new horizonFly DUBAI-------------------------------------Fare Starts FromEconomy ClassBDT 54,999 (...
23/01/2021

Stretching wings to a new horizon
Fly DUBAI

-------------------------------------
Fare Starts From
Economy Class
BDT 54,999 (One Way)
BDT 73,000 (Round Trip)

Business Class
BDT 79,200 (One Way)
BDT 153,526 (Round Trip)
--------------------------------------
-
-
-
FLIGHT SCHEDULE
===============

MON, THU, FRI & SUN
Dhaka - Dubai
*************
BS341 06:30 PM (Dep) 10:00 PM (Arr)
Dubai - Dhaka
*************
BS342 11:30 PM (Dep) 06:00 AM +1 (Arr)
-
-
-
-
TUE
Dhaka – Dubai
*************
BS341 05:30 PM (Dep) 09:00 PM (Arr)
Dubai - Dhaka
*************
BS342 10:30 PM (Dep) 05:00 AM +1 (Arr)
-
-
-
-
WED
Dhaka – Dubai
************
BS341 03:55 PM (Dep) 07:25 PM (Arr)
Dubai - Dhaka
************
BS342 08:55 PM (Dep) 03:25 AM +1 (Arr)
-
-
-
-
SAT
Dhaka – Dubai
************
BS341 05:00 PM (Dep) 08:30 PM (Arr)
Dubai - Dhaka
************
BS342 09:55 PM (Dep) 04:25 AM +1 (Arr)
-
-
-
-
-
-
For ticket and flight related queries please dial:
Hotline:
01712954564
01614486038
01729180732
-
-
-
-
Office location: Rose View Complex 126,134 (Ground Floor) Shahjalal Uposhahar, Sylhet.

✈️ এয়ার টিকেট সহ যেকোন তথ্যের জন্য কল করুন।📱01712-954564📱 01614486038📱01641-225532📱01729-180732✈ #এয়ার টিকেট ডোমেস্টিক স...
21/01/2021

✈️ এয়ার টিকেট সহ যেকোন তথ্যের জন্য কল করুন।
📱01712-954564
📱 01614486038
📱01641-225532
📱01729-180732
✈ #এয়ার টিকেট ডোমেস্টিক সহ বিশ্বের সকল দেশের টিকেট ২৪ ঘন্টা আমাদের অফিস থেকে সারাসরি ইস্যু করে থাকি।
অফিস: এস আর ট্রাভেলস,১২৬/৩৪ নিচ তালা রোজ ভিউ কমপ্লেক্স, শাহাজালাল উপশহর সিলেট। — at Uposhohor, Sylhet - উপশহর, সিলেট

16/08/2020
27/06/2020

📝STUDY IN UKRAINE📝 SERBIA📝
WITHOUT IELTS
📝 Apply 💵 Admission ✈️Get Visa
■Admission September Session
★free invitation
Dear Prospective Students!
■Universitiy 📚 Foundation course | Bachelor | Master's |
◇ Visa is 100% Confirm
◇Payment After Visa [ A to Z package ]

■ included■
◇Invitation letter
◇Embassy fees
◇1-year tuition fees
◇1-year Hostel
◇1-year Medical Insurance, Immigration Insurance & Visa extension
◇Air Ticket
◇Medical Checkup
◇Airport Pickup
◇DHL Cost
■facility■
◇ Part time work
◇after 2 years you get Ukrainian Permanent residence
◇ Anytime apply Schengen visa.
■processing time 2 months
■ Contact
126;34 Rose view complex
Shahajalal uposhahor
Sylhet
& RAST WORLD VISA CONSTANTCY GROUP
OFFICE : 18A, otakarawrosa kharkov.Ukraine.

20/06/2020

আগামীকাল ২১/০৬/২০২০ থেকে শুরু হচ্ছে এমিরেটস এয়ারলাইন্স এর ফ্লাইট ঢাকা থেকে সপ্তাহ এ ৩ টি ফ্লাইট দিয়ে, যারা ট্রাভেল করতে চাচ্ছেন UK, USA, Europe, Canada শুধু তাদের জন্য বিশেষ সুযোগ।

বর্তমানে Emirates, Qatar Airways, Biman Bangladesh ও Turkish Airlines এর ফ্লাইট চালু আছে।

মোবাইল
01712 954564

অফিস
SR international
১২৬, ৩৪ রোজভিউ কমপ্লেক্স, নিচ তলা, উপশহর, সিলেট।
১০.০০ থেকে ৪.০০ টা

ইন্নালিল্লাহি........রাজিউন,সদা হাস্যজ্জল ব্যক্তি,সিলেট সিটি কর্পোরেশন এর সাবেক মেয়র।জনাব বদর উদ্দিন কামরান সাহেব ইন্তেক...
15/06/2020

ইন্নালিল্লাহি........রাজিউন,
সদা হাস্যজ্জল ব্যক্তি,সিলেট সিটি কর্পোরেশন এর সাবেক মেয়র।
জনাব বদর উদ্দিন কামরান সাহেব ইন্তেকাল ফরমাইয়াছেন।
রাব্বে কারীম আপনি উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

10/06/2020

🇪🇺 STUDY IN UKRAINE 🇺🇦

■Admission September Session : 2020-2021

★free invitation

Dear Prospective Students!

■Universitiy

◇ Visa is 100% Confirm
◇Payment After Visa [ A to Z package ]

■ included■
◇Invitation letter
◇Embassy fees
◇1-year tuition fees
◇1-year Hostel
◇1-year Medical Insurance, Immigration Insurance & Visa extension
◇Air Ticket
◇Medical Checkup
◇Airport Pickup
◇DHL Cost

■facility■

◇ Part time work
◇after 2 years you get Ukrainian Permanent residence
◇ Anytime apply Schengen visa.

■processing time 2 months

■ Contact
126,34 Rose view complex
Shahajalal uposhahor
Sylhet
+8801712954564
UKRAINE OFFICE : 18A, otakarawrosa 3Th floor kharkov.Ukraine.

22/12/2019

Study in Estonia
>session- September 2020
>IELTS: 5.5+
>last academic qualification is not less than 60%
>govt & private universities.
>Almost 100% scholarship oppourtinity and visa.
>spouse can apply (mastets and PHD)
>A to Z package for interested students.No visa no fess.
>Study gap acceptable.

only genuine students, please visit our office or send your academic details with IELTS certificate for free assessment.


126,34 (ground floor)
Rose View Shopping Complex
Uposhahor, Sylhet
Contact: 01712954564
01861372331
Email: [email protected]

06/03/2019

রমজান মাসে ওমরাহর জন্য যোগাযোগ করুন।

এস আর ইন্টারন্যাশনাল
১২৬- ১৩৪ (নিচতলা)
রোজভিউ কমপ্লেক্স, উপশহর, সিলেট
০১৭১২৯৫৪৫৬৪

► বিস্তারিত জানতে দেরী না করে আজই চলে আসুন আমাদের অফিসে অথবা কল করুন আমাদের হেল্পলাইন নাম্বারে।SR International📞 0171295...
26/02/2019

► বিস্তারিত জানতে দেরী না করে আজই চলে আসুন আমাদের অফিসে অথবা কল করুন আমাদের হেল্পলাইন নাম্বারে।
SR International
📞 01712954564
📧 [email protected]
🏢 126 Rose View Complex, Shahjalal Uposhahar, Sylhet

21/02/2019

আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারী
আমি কী ভুলিতে পারি..
ছেলে হারা শত মায়ের অশ্রু
গড়া এ ফেব্রুয়ারী
আমি কী ভুলিতে পারি....

 ্টারন্যাশনাল ১২৬ রোজভিউ কমপ্লেক্স (নিচ তলা), শাহ জালাল উপশহর, সিলেট। ০১৭১৪৪৮৬০৩৮, ০১৭১২৯৫৪৫৬৪।
17/10/2018

্টারন্যাশনাল ১২৬ রোজভিউ কমপ্লেক্স (নিচ তলা), শাহ জালাল উপশহর, সিলেট। ০১৭১৪৪৮৬০৩৮, ০১৭১২৯৫৪৫৬৪।

17/05/2018

যেসব দেশে #বিনা_খরচে পড়াশোনার সুযোগ পাবেন

বিশ্বজুড়ে হাজারও বিশ্ববিদ্যালয়ে হাজারও বিষয়ে পড়ানো হয়। অনেকেরই স্বপ্ন থাকে কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানার, সেটা নিয়ে পড়ার। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আসন-সংকট ও বিদেশযাত্রায় কড়াকড়ি ও মোটা অংক ব্যয়ের কথা ভেবে অনেকেরই উচ্চশিক্ষার সেই স্বপ্নকে বাস্তবে রুপ দেওয়া সম্ভব হয় না। কিন্তু আসলেই কি দেশের বাইরে পড়তে যাওয়া মানে মোটা অংকের অর্থ ব্যয়? নাকি মেধাবীদের জন্য আছে আশার আলো? শিক্ষা ও অন্যান্য দিক দিয়ে যেসব দেশ উন্নত সেসব দেশে অবশ্যই সুযোগ আছে স্বল্প খরচে এমনকি বিনামূল্যে পড়ার সুযোগ। আজ জানা যাক বিদেশে বিনা খরচে পড়ার সুযোগ সম্পর্কে।
১. #জার্মানি
এক সময়ে বিশ্বের অন্যতম মূল পরাশক্তি ছিলো দেশটি। তবে এর জৌলুস এখন কম বললে ভুল হবে। সামরিক, অর্থনৈতিক ও অন্যান্য খাতের মতো শিক্ষাখাতকেও জার্মানরা যথেষ্ট গুরুত্বের সাথে নিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে জার্মানে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। এর প্রধান কারণ, জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে বিনা বেতনে পড়বার সুযোগ। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পরেই শিক্ষার দিক দিয়ে সেরা এই ইউরোপীয় দেশটি।
সম্পূর্ণ বিনা বেতনে না হলেও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে আছে নামমাত্র টিউশন ও এডমিশন ফি’তে পড়বার সুযোগ। বছরে ৩৫০০ ডলার খরচে করে ফেলা যাবে ৪ বছরে স্নাতক কোর্স। আর সরকারী বা বেসরকারী যেকোন একটা বৃত্তি জোগাড় করতে পারলে তো কথাই নেই। জার্মানীতে থাকা খাওয়ার খরচও পেতে পারেন, উপরন্তু হাতখরচের টাকাও পাবেন। গড়পড়তা দশ থেকে বারো হাজার ডলার বার্ষিক খরচে জার্মানির যেকোন নামকরা শহরে থেকে পড়ালেখা করতে।
২. #ফ্রান্স
জার্মানির মতো বিদ্যার্থীদের আরেক পছন্দের দেশ ফ্রান্স। কাঠখোট্টা বিজ্ঞান কিংবা বাণিজ্যের উচ্চতর ডিগ্রির চেয়ে ফরাসিদেশের বিশ্ববিদ্যালয়গুলোর নামডাক শিল্পকলা বিষয়ক জ্ঞানের তীর্থ হিসেবে। আর তাই বিশ্বের নানা প্রান্ত থেকে শিল্পী ও শিল্পসংক্রান্ত বিষয়ের শিক্ষার্থীরা পাড়ি জমায় ফ্রান্সে।
জার্মানির মতো ফ্রান্সেও টিউশন ফি নামমাত্র ও কতকক্ষেত্রে অবৈতনিক। তবে সেক্ষেত্রে সাহায্য করতে পারে ফরাসী ভাষায় দক্ষতা। ফ্রেঞ্চ ভাষা জানা থাকলে যেমন সে ভাষায় শিক্ষালাভের সুযোগ মিলবে, তেমনি বিদেশী শিক্ষার্থীরা পেতে পারেন বিশেষ বৃত্তি। রাজধানী প্যারিস ছাড়া অন্য সব শহরে থাকা-খাওয়ার খরচ কম। বার্ষিক ৮ হাজার ডলারের মধ্যেই পড়াশুনা ছাড়াও ঘুরে দেখতে পারবেন ফ্রান্সের বহু বছরের ঐতিহ্যবাহী স্থানগুলোও।
৩. #স্ক্যান্ডেনেভিয়ান দেশ
উত্তর পূর্ব ইউরোপের পাঁচটি দেশ (ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন) জীবনযাত্রার উন্নত মান ও অপরূপ প্রকৃতির জন্যই শুধু নয়, বিখ্যাত সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও এসব দেশে প্রতি বছর ভিড় জমায় হাজারো মানুষ। কোপেনহেগেন, অসলো, হেলসিংকি, স্টকহোমের বিখ্যাত সব বিশ্ববিদ্যালয়গুলোর চাহিদা বর্তমানে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি।
স্ক্যান্ডিনেভিয়ান প্রতিটি দেশেই সেদেশের ভাষার দক্ষতাকে প্রাধান্য দেওয়া হয়। নরওয়েতে বিশ্বমানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্বল্প খরচে পড়াশোনা করা সম্ভব, সেক্ষেত্রে নরওয়েজিয়ান ভাষায় দক্ষতাকে প্রাধান্য দেওয়া হয়। ডেনমার্ক ও ফিনল্যান্ডেও বিভিন্ন বৃত্তির ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে বিনামূল্যে পড়ালেখার পাশাপাশি থাকা-খাওয়ার সহায়তা পাওয়া যায়। তবে এসব সুবিধা স্নাতকোত্তর কিংবা পিএইচডি ডিগ্রীর জন্য দেওয়া হয়।
৪. #ইতালি
সভ্যতার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় রোমানদের হাতে লেখা। সেই রোমানদের দেশ ইতালি শিক্ষার জন্য বেশ জনপ্রিয়। তবে এখানকার বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি তুলনামূলকভাবে বেশি। সেক্ষেত্রে একাডেমিক সাফল্যের সাথে বিভিন্ন যোগ্যতাকেও প্রাধান্য দিয়ে ছাত্রবৃত্তি, লোন, বেতন হ্রাসের ব্যবস্থা করে তারা। থাকা-খাওয়ার জন্য খরচটাও অন্য ইউরোপীয় দেশের তুলনায় বেশি, বছরে ১৪ হাজার ডলারের মত। রাজধানী রোম, বিখ্যাত শহর মিলান ছাড়াও আরো বেশ কিছু শহর শিক্ষার্থীদের জন্য পছন্দের জায়গা।
৫. #অস্ট্রিয়া
অস্ট্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিকদের জন্য শিক্ষা ব্যয় সামান্য। তবে অন্য মহাদেশের যে কেউ যেকোনো ডিগ্রীর জন্য পড়াশোনা করতে পারবে অপেক্ষাকৃত কম খরচে। ইউরোপীয়দের জন্য যেখানে সেমিস্টার ফি ৪৫০ ডলার, সেক্ষেত্রে অন্যদের জন্য ৭০০ ডলারের মতো, যা উন্নত অনেক দেশের তুলনায় কম। খোদ আইনস্টাইন যে শহরে পড়ালেখা করেছেন অস্ট্রিয়ার রাজধানী সেই ভিয়েনা বিশ্বের অন্যতম শিক্ষার্থীবান্ধব শহর বলে বিবেচিত।
৬. #ভারত
এশিয়ার মধ্যে সবচেয়ে স্বল্প ব্যয়ে মানসম্মত শিক্ষার ব্যবস্থা বোধহয় ভারতেই। ভারতীয় সরকার থেকে বিদেশী শিক্ষার্থীদের জন্য বিশেষ যে বৃত্তির ব্যবস্থা আছে, সেটি পড়ালেখার খরচ ছাড়াও মাসকাবারির জন্য মোটা অংকের অর্থ দেয়। এছাড়া বেসরকারী পর্যায়ের বিশশ্ববিদ্যালয়ে বৃত্তির ব্যবস্থা কম থাকলেও আছে ভাল ফলাফল সাপেক্ষে বেতন হ্রাসের ব্যবস্থা।
তবে এসব বিশ্ববিদ্যালয়ের খরচ ইউরোপ কিংবা আমেরিকার তুলনায় অনেক কম। ইউরোপে যেখানে বাৎসরিক টিউশন আর একাডেমিক ফি ১০ হাজারের ঊর্ধ্বে, সেখানে ভারতে মাত্র সাত হাজার ডলার। তাছাড়া থাকা খাওয়ার খরচও অন্যান্য দেশের তুলনায় অনেক সস্তা।
৭. #তাইওয়ান
এশিয়ার দ্বীপরাষ্ট্র তাইওয়ানও শিক্ষার দিক দিয়ে বেশ অগ্রসর। শুধু তাই নয়, বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় উপরের দিকে রয়েছে দেশটির কয়েকটি প্রতিষ্ঠান। শিক্ষার্থীবান্ধব শহরের মধ্যে শীর্ষ ২০ এর একটি তাইওয়ানের রাজধানী তাইপে।
তাইওয়ানে স্নাতকোত্তর ও পিএইচডির পাশাপাশি স্নাতক পর্যায়ের শিক্ষার্থঈদের জন্যেও স্বল্প খরচে পড়াশুনার ব্যবস্থা আছে। বাৎসরিক মাত্র ৩৫০০ ডলারে যেকোন বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়া সম্ভব। এছাড়া তো আছেই সরকারী বিশ্ববিদ্যালয়ের নামমাত্র খরচে পড়ার সুযোগ ও বিভিন্ন বৃত্তিমূলক ব্যবস্থা।

Address


Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

01712954564

Website

Alerts

Be the first to know and let us send you an email when S R Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S R Travels:

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share