Arab Kafela Hajj & Omrah Service

  • Home
  • Arab Kafela Hajj & Omrah Service

Arab Kafela Hajj & Omrah Service We provide quality Hajj & Omrah services with your efforts

তুমিই আমার প্রথম কিবলা প্রথম প্রেমের ঘর—যদিও কপাল ফিরিয়েছি, তবে ফিরাইনি অন্তর।
10/10/2023

তুমিই আমার প্রথম কিবলা প্রথম প্রেমের ঘর—
যদিও কপাল ফিরিয়েছি, তবে ফিরাইনি অন্তর।

ওমরাহ শেষে চুল কাটাবেন কিভাবে। Haircut After Omrah
22/09/2023

ওমরাহ শেষে চুল কাটাবেন কিভাবে। Haircut After Omrah

49 seconds · Clipped by Arab Kafela with Johir · Original video "ওমরাহ শেষে হলক বা চুল কাটাবেন কোথায় কিভাবে || Process of Omrah Hair Cut for child and female...

মক্কার নামাজের নতুন সময়সূচি॥যারা উমরা করতে যাচ্ছেন দেখে নিয়েন॥
21/09/2023

মক্কার নামাজের নতুন সময়সূচি॥
যারা উমরা করতে যাচ্ছেন দেখে নিয়েন॥

17/09/2023
মদিনা মসজিদে কুবায় দু’রাকাত নামাজে এক ওমরার সওয়াবমদিনা শরিফ থেকে: দুনিয়ায় ফজিলতপূর্ণ চারটি মসজিদের একটি হলো- মসজিদে কুবা...
09/09/2023

মদিনা

মসজিদে কুবায় দু’রাকাত নামাজে এক ওমরার সওয়াব
মদিনা শরিফ থেকে: দুনিয়ায় ফজিলতপূর্ণ চারটি মসজিদের একটি হলো- মসজিদে কুবা। মসজিদটি মদিনা শরিফের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত।

এর দূরত্ব মসজিদে নববী থেকে পাঁচ কিলোমিটারের মতো।‘কুবা’ একটি কূপের নাম।

এই কূপকে কেন্দ্র করে যে বসতি গড়ে উঠেছে তাকে কুবা মহল্লা বলা হয়।
এই যোগসূত্রে মসজিদটির নামকরণ হয়- মসজিদে কুবা

নবী করিম (সা.) মদিনায় হিজরতের প্রথম দিন কুবায় অবস্থানকালে এ মসজিদের ভিত্তি স্থাপন করেন এবং নির্মাণকাজে সাহাবাদের সঙ্গে অংশগ্রহণ করেন। ইতিহাসবিদরা বলেন, হযরত রাসূলুল্লাহ (সা.) যখন এর ভিত্তি স্থাপন করেন, তখন কেবলার দিকের প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন।

নবুওয়ত পাওয়ার পর এটাই প্রথম মসজিদ, এমনকি ইসলামের এবং উম্মতে মোহাম্মদির প্রথম মসজিদ। মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসার পরই মসজিদে কুবার সম্মান ও ফজিলত। এ মসজিদের আলোচনা কোরআনে করা হয়েছে এবং মসজিদ সংলগ্ন অধিবাসীদের একটি বিশেষ গুণের প্রশংসা করা হয়েছে।

কুবা মসজিদের জায়গাটি ছিলো- হযরত কুলসুম ইবনুল হিদম (রা.)-এর খেজুর শুকানোর পতিত জমি। তিনি ছিলেন আমর ইবনে আওফের গোত্রপতি। এখানে হযরত রাসূলুল্লাহ (সা.) ১৪ দিন (কেউ বলেন ১০ দিন) অবস্থান করেন ও তার আতিথ্য গ্রহণ করেন।

পবিত্র কোরআনের সূরা তওবার ১০৮ নম্বর আয়াতে এই মসজিদের কথা উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে, ‘যে মসজিদ প্রথম দিন থেকেই প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার ওপর (মসজিদে কুবা) -তাই বেশি হকদার যে, তুমি সেখানে নামাজ কায়েম করতে দাঁড়াবে। সেখানে এমন লোক আছে, যারা উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। ’

মসজিদে কুবা শুরু থেকে এ পর্যন্ত কয়েক দফা সংস্কার ও পুনর্নিমাণ করা হয়। নবীর আমলের পর ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান ( রা.) তার খেলাফতকালে মসজিদে কুবার সংস্কার ও পুনর্নিমাণ করেন। এরপর বিভিন্ন সময়ে আরও বেশ কয়েকবার এই মসজিদের পুনর্নিমাণ ও সংস্কার করা হয়। সবশেষ ১৯৮৬ সালে মসজিদটি পুনর্নিমাণ করা হয়। এই মসজিদ নির্মাণে পুরো মসজিদে এক ধরনের সাদাপাথর ব্যবহার করা হয়, যা অন্যকোনো মসজিদে সাধারণত দেখা যায় না।

চারটি উঁচু মিনার, ছাদে ১টি বড় গম্বুজ এবং ৫টি অপেক্ষাকৃত ছোটো গম্বুজ রয়েছে। এ ছাড়া ছাদের অন্য অংশে রয়েছে গম্বুজের মতো ছোটো ছোটো অনেক অবয়ব। মসজিদটি দেখতে প্রতিদিন প্রচুর মানুষ আসেন। মসজিদে নারী ও পুরুষদের নামাজের জায়গা ও প্রবেশ পথ আলাদা। অজুর জায়গাও ভিন্ন। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদের ভেতরের কারুকাজও বেশ মনোমুগ্ধকর। মূল মসজিদ ভবনের মাঝে একটি খালি জায়গা আছে, সেখানেও নামাজের ব্যবস্থা রয়েছে। দামি কারপেট বিছানো মেঝেতে মুসল্লিরা নামাজ আদায় করেন, রয়েছে জমজম পানির ব্যবস্থা।

মসজিদের বাইরে এ মসজিদ সম্পর্কে বর্ণিত পবিত্র কোরআনের আয়াত ও হাদিসের বাণীগুলো সুন্দরভাবে লিখে রাখা হয়েছে।

মদিনায় হযরত রাসূলুল্লাহ (সা.) ১০ বছর কাটিয়েছেন। এ সময়ে হযরত রাসুলুল্লাহ (সা.) পায়ে হেঁটে অথবা উট কিংবা ঘোড়ায় আরোহন করে কুবা মসজিদে যেতেন। এরপর তিনি সেখানে দু’রাকাত নামাজ আদায় করতেন।

অন্য হাদিসে আছে, প্রতি শনিবারে রাসূলুল্লাহ (সা.) কুবায় আগমন করতেন। -সহিহ বোখারি ও মুসলিম

আরেক হাদিসে বর্ণিত আছে, মসজিদে কুবায় নামাজ আদায় করার সওয়াব একটি ওমরার সমপরিমাণ। -তিরমিজি

হযরত রাসূলুল্লাহ (সা.) আরও ইরশাদ করেন, যে ব্যক্তি নিজের ঘরে ভালোভাবে পবিত্রতা অর্জন করে (সুন্নত মোতাবেক অজু করে) মসজিদে কুবায় আগমন করে নামাজ আদায় করে তাকে এক ওমরার সমপরিমাণ সওয়াব দান করা হবে। -ইবনে মাজাহ

হাদিসের এমন বর্ণনার পরিপ্রেক্ষিতে নবীর যুগ থেকেই প্রতি শনিবার মসজিদে কুবায় নামাজ আদায়ের জন্য গমন করা মদিনাবাসীর অভ্যাসে পরিণত হয়েছিল। এখনও তাদের এই আমল অব্যাহত রয়েছে। হযরত রাসূলুল্লাহ (সা.)-এর অনুসরণে কুবা মসজিদে আসা ও দু’রাকাত নামাজ আদায় করা মুস্তাহাব। হজপালন শেষে মদিনায় অবস্থানরত হাজিরাও মসজিদে কুবায় যেয়ে নামাজ আদায় করেন। collected

মদীনায় হাজীরা নামাযে ছুটছেন
07/09/2023

মদীনায় হাজীরা নামাযে ছুটছেন

সাল১৯৭০
22/06/2023

সাল১৯৭০

19/06/2023

হে আল্লাহ!
আমদের সবাইকে জীবনে একবার হলেও হজ্ব /উমরাহ্ করার তৌফিক দান করুন । আমিন।।
হজ্জ ও ওমরাহ সহ নিম্নের সকল সেবাসমুহ একই ছাদের নিচে পেতে এবং ভ্রমণ সম্পর্কিত তথ্য পেতে লাইক 👍 দিয়ে সাথে থাকুন।
-আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান টিকেট
-হজ্জ ও ওমরাহ প্যাকেজ
-সব ধরণের ভিসা প্রসেসিং
-হোটেল বুকিং
-আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ভ্রমণ প্যাকেজ
-কর্পোরেট এবং গ্রুপ ভ্রমণ প্যাকেজ
-ইন্ডিয়ান রেল,বাস টিকেট
-আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ শিপের টিকেট

#বিমান #টিকেট #হজ্জ #ওমরাহ #প্যাকেজ_ট্যুর
#ভিসা_প্রসেসিং #হোটেল #বুকিং #ভ্রমণ #প্যাকেজ
#কর্পোরেট_এবং_গ্রুপ_ভ্রমণ_প্যাকেজ
#শিপের_টিকেট #সিনবাদ #ট্রাভেলস
#সর্বনিম্ন_ফেয়ার




.

#বিমানটিকেট

আগস্টে সাস্রয়ী ওমরাহ প্যাকেজ এর জন্য আজই যোগাযোগ করুন
11/05/2023

আগস্টে সাস্রয়ী ওমরাহ প্যাকেজ এর জন্য আজই যোগাযোগ করুন

আগামী আগস্ট পর্যন্ত ওমরাহ কার্যক্রম স্থগিত করেছে সৌদি হজ্জ মন্ত্রনালয় | আমাদের অমরাহ আগস্ট-২০২৩ প্যাকেজ ঘোষনা পেতে সাথে ...
10/05/2023

আগামী আগস্ট পর্যন্ত ওমরাহ কার্যক্রম স্থগিত করেছে সৌদি হজ্জ মন্ত্রনালয় | আমাদের অমরাহ আগস্ট-২০২৩ প্যাকেজ ঘোষনা পেতে সাথে থাকুন। #হজ্জ২০২৩ #ওমরাহ

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Arab Kafela Hajj & Omrah Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share