24/04/2017
এত কাছেই যে, প্রভাতে রওনা দিয়ে গোধুলীতে ফিরে যেতে পারবেন এই রানীকে 😇 দেখে!!
মাত্র ৮০০ টাকায়!
এটি হচ্ছে নাপিত্তাছড়া ট্রেইল, মিরসরাই-সীতাকুন্ড রিজনের সবচেয়ে সুন্দর ঝিড়ি পথ এই ট্রেইলটিই।
এই ট্রেইলে সর্বমোট ৪টি ঝর্নার দেখার পাবেন। ৪টি ঝর্নাই অসাধারন সুন্দর, ৪টি ঝর্নার ছবিই আপনার চোখে লেগে থাকবে অনেকটা দিন এটা গ্যারান্টি!!
এই ট্রেইলে প্রচুর প্রজাপতির দেখা পাবেন, যা আপনাকে মুগ্ধ করবেই।
একটি দিন ফ্রী আছেন? রাতে জার্নি করতে পারেন না?
সমস্যা কি?
বের হয়েে পড়ুন নাপিত্তাছড়া ট্রেইল দেখতে দিনেদিনে!!
⤵⤵⤵
ফযর নামাজ পড়েই বের হয়ে পড়ুন টিটি পাড়া কিংবা সায়েদাবাদের উদ্দেশ্যে।
চট্রগ্রামের যেকোন ডিরেক্ট বাসে উঠে পড়ুন, নয়দুয়ারি নামক স্টেশনে নামিয়ে দিতে বলুন।
ভাড়া পড়বে ৪৫০-৫৫০ টাকা, ৭টায় বাস ছাড়লে ১২টার মধ্যেই পৌছে যাবেন।
নয়দুয়ারি বাজার থেকে পাকা রাস্তা বরাবর হাটা শুরু করুন, রেল লাইন পার হয়ে কিছুটাদূর গেলেই ঝিরিপথ পেয়ে যাবেন।
ঝিড়ি হয়ে হাটলে আড়াই থেকে তিন ঘন্টার মধ্যেই এই ঝর্না সহ আরো তিনটি ঝর্না দেখে নয়দুয়ারি স্টেশনে বিকাল ৪/৫টা নাগাত ফিরতে পাবেন।
তারপর নয়দুয়ারি স্টেশন থেকে লোকাল বাস করে ফেনী চলে যান, ফেনী থেকে ঢাকার ডিরেক্ট বাস পাবেন ৩৫০ টাকার ভিতর।
ঢাকায় ফিরতে ফিরতে রাত ৯/১০ টা বাজতে পারে।
↙↙↙↙↙↙↙↙↙↙↙↙↙
আর যদি হাতে সময় থাকে এবং কম খরচে যেতে চান তাহলে রাতে বের হয়ে পড়ুন,
খরচঃ
✔ রাত ১১:৩০ এ কমলাপুর থেকে তূর্ণা নিশিতায়
যাত্রা শুরু, ফেনীতে পৌছাবেন ভোর ৫:১১ এ (শোভন
চেয়ার, ভাড়া ২৪৫/-)
অথবা
রাত ১০:৩০ এ কমলাপুর থেকে চট্রগ্রাম মেইল ছাড়ে, ফেনীতে পৌছে ৫:৪৫ এ... ভাড়া ১৩০ টাকা।
মেইল দিয়ে আসলে সীতাকুণ্ড স্টেশনেও নামতে পারবেন, সকাল ৮টার দিকে পৌছে সীতাকুণ্ড, ভাড়া ১৫০ এবং সীতাকুণ্ড স্টেশন থেকে ফেনীগামী লোকাল বাসে উঠে নয়দুয়ারি বাজার ৩০ টাকা নিবে, ২০মিনিট লাগবে সময়।
[ট্রেনে আসতে না চাইলে কমলাপুর/টিটি পাড়া
থেকে ফেনীর রাতের লাস্ট বাস ১১:৪০ এর স্টার
লাইনে উঠবেন ২৭০ টাকা ভাড়া,
অথবা চট্রগ্রামগামী যেকোন বাসে উঠে
কন্ট্রাকদারকে ভাল করে বলে দিবেন
নয়দুয়ারি বাজার যেন নামিয়ে দে, সেক্ষেত্রে
রাত ১:০০/১:৩০ টার বাসে উঠলে পারফেক্ট হবে।
ভাড়া ৪০০-৫০০/-]
✔ রেললাইন স্টেশনের পাশে/মহিপালে সকালের
নাস্তা। (৩পরটা, ভাজি, চা ৩০/-)
✔ স্টেশন থেকে মহিপাল অটো/সিএনজি (১০/-)
✔ দুপুরে খাওয়ার জন্য শুকনো খাবার নিয়ে যাবেন
(খেজুর, কলা, পানি,বান ইত্যাদি ৮০-১০০/-)
✔ মহিপাল থেকে নাপিত্তছড়া লোকাল বাস
(৫০-৭০/-)
✔ ট্রেকিং শেষে ফিরার পথে,
✔ নাপিত্তাছড়া থেকে মহিপাল, ফেনী (৭০/-)
✔ ফেনীতে খাবার (১৫০/-)
✔ স্টারলাইনের বাসে করে ফেনী টু ঢাকা (২৭০/-) অথবা হানিফ/শ্যামলী দিয়ে ৩৫০ টাকায়
★★★ বিবিধ★★★
→ এটি বর্ষার সময়ের ছবি। এরকম দেখতে চাইলে আর কিছুটা দিন পর যান, এখন পানি খু্বই কম।
→ অপচনশীল জিনিস ট্রেইলে ফেলবেন না, সাথে করে লোকালয়ে নিয়ে আসবেন।
→ ভরা বর্ষাতে ট্রেইলটি অনেক পিচ্চিল থাকে, তাই সতর্ক থাকবেন
→ ট্রেইলটি মোটামুটি সহজ, গাইড ছাড়াই যেতে পারবেন
→ মিরসরাই - সীতাকুণ্ডের অন্যান্য ট্রেইল নিয়ে কোন তথ্য জানার থাকলে আমাকে নক দিতে পারেন
Credit: Sakhawat Hossain Sabuj