31/12/2023
তীক্ষ্ণ সুভাসের অধিকারী বেলী, লাল কেনো নয়?
গোলাপ কেনো নানান রংয়ে হয়!
কেনো প্রেম ফুরায় না, ফুরায় প্রেমের অসুখ!
কেনো মায়া ফুরায় না, বন্ধ হয় যোগাযোগ!
আচমকা কেনো ঘুম ভেঙে যায়, স্বপ্নে কারো মুখ দর্শনে
বুকের চিনচিন ব্যাথা, কেনো কোন অষুধে সারেনা!