BD,,, Pikap travel

  • Home
  • BD,,, Pikap travel

BD,,, Pikap travel all Bangladesh. travel love u

29/09/2023

♦️ শ্যামলী এন আর ট্রাভেলস ♦️

♠️ ৩৫ ইউনিট কোরিয়ান হুন্দাই বাস ফ্লিটে যুক্ত করার মাধ্যমে বেসরকারিভাবে সর্বোচ্চ হুন্দাই এর খেতাব এখন তাদেরই।

📌 শ্যামলী এন আর ট্রাভেলস এর হুন্দাই বাস যেসব রুটে সেবা দিয়ে যাচ্ছে তা নিম্নরূপঃ

🔸 ঢাকা - চট্রগ্রাম
🔸 ঢাকা - কক্সবাজার
🔸 ঢাকা - টেকনাফ
🔸 ঢাকা - রাঙ্গামাটি
🔸 ঢাকা - বান্দরবান
🔸 ঢাকা - দিনাজপুর
🔸 ঢাকা - বরিশাল - কুয়াকাটা
🔸 চট্টগ্রাম - ঢাকা - বেনাপোল - কলকাতা
🔸 ঢাকা - বেনাপোল - কলকাতা
🔸 ঢাকা - বুড়িমারী - শিলিগুড়ি

📷 শ্যামলী এন আর ট্রাভেলস এর অসাধারণ ছবিটি ক্যামেরাবন্দী করেছে জনাব নাফিউর রহমান।

💫 দেশের বিভিন্ন অঞ্চলের বাস সম্পর্কে যে কোনো তথ্য জানতে ও জানাতে অথবা সুন্দর সুন্দর ছবি পেতে আমাদের Bus Lover গ্রুপে যুক্ত হতে পারেন।

✅ গ্রুপ লিংক : www.facebook.com/groups/buslover

29/09/2023

🔰 লাবিবা এন্টারপ্রাইজ 🔰

⭕ তাদের আবির্ভাব মূলত ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রুটের মাধ্যমে। উক্ত রুটে খু্ব নিরবে অপারেটরটি সার্ভিস দিয়ে যাচ্ছে। ঢাকার মহাখালী থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য তারা সু পরিচিত। ব্যতিক্রমধর্মী এবং মানসম্মত সেবা দেওয়ার জন্য উক্ত রুটে তাদের বেশ সুনাম রয়েছে। তবে তারা নতুনভাবে পরিচিতি পেয়েছে বরিশালে তাদের আগমনের মাধ্যমে। উচ্চ প্রতিযোগিতামূলক এই রুটে নতুন অপারেটর হিসেবে বেশ বেগ পেতে হবে, সার্ভিসে বেশি মনোযোগী হলে ব্রাহ্মণবাড়িয়ার মত এখানেও যাত্রীদের কাছে তাদের ডিমান্ড বাড়বে আশা করা যায়।

💠 লাবিবার চলমান রুটসমূহ:
♻️ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া
♻️ঢাকা-বরিশাল-কুয়াকাটা
♻️ঢাকা-বরিশাল-বরগুনা

📸 অসাধারণ ছবিটি ফ্রেমবন্দি করেছেন জনাব সামির আহমেদ।

⚠️ নিরাপদে থাকুন। অন্যকে ভালো রাখুন এবং নিজেও ভালো থাকুন। অতিরিক্ত গতি পরিহার করুন। মনে রাখবেন, বাস লাভিং সোসাইটি আমাদের সবার; এটি সুন্দর ও পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব।

🚍দেশ ও বিদেশের বিভিন্ন স্থানের বাসের চমৎকার সব ছবি ও ভিডিও দেখতে এবং বাস সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে ও জানাতে যুক্ত হতে পারেন, বাংলাদেশের সবচেয়ে বড় বাস ফ্যানিং গ্রুপ বাস লাভার এ ।

🔖গ্রুপ লিংকঃ Bus Lover

29/09/2023
29/09/2023

📣 ...সোহাগ পরিবহন... 📣

🎯 দক্ষিনবঙ্গের সার্ভিস মাস্টার নামেই তিনি অধিক পরিচিত। প্রবীন এই অপারেটর টি সুনামের সাথে দীর্ঘদিন যাবৎ যাত্রীসেবা প্রদান করে আসছে।

🔘 তাদের বহরে রয়েছে স্ক্যানিয়া কে-৪১০ মাল্টি এক্সেল মডেলের ২০ ইউনিট এসি কোচ, স্ক্যানিয়া কে-৩৮০ মডেলের ২৪ ইউনিট এসি কোচ, স্ক্যানিয়া কে-৩৬০ মডেলের ১২ ইউনিট এসি কোচ এবং ১২০ ইউনিট এর অধিক নন এসি কোচ রয়েছে, যা দ্বারা অতিচমৎকার ভাবে যাত্রীসেবা দেয়ার মাধ্যমে যাত্রীদের পছন্দের অপারেটরে পরিণত হয়েছে তারা। এবং তাদের বহরে রয়েছে দেশের একমাত্র স্ক্যানিয়া এফ-৩১০ মডেলের নন এসি কোচ টি।

🔰 আশা করা যায় এভাবেই তাদের সেবার মান ধরে রেখে যাত্রীদের নিকট পছন্দের অপারেটর হয়েই থাকবে সব সময়।

🍁অতি চমৎকার ছবিটি আমাদের উপহার দিয়েছেন জনাব আবরার মেহেদী।

⚠️দেশের বিভিন্ন বাস সম্পর্কে যে কোনো তথ্য জানতে ও জানাতে অথবা সুন্দর সুন্দর ছবি পেতে আমাদের Bus Lover গ্রুপে যুক্ত হতে পারেন।

গ্রুপ লিংকঃ Bus Lover

29/09/2023

⛔ মানিক এক্সপ্রেস ⛔

🌐 বগুড়ার রাইজিং স্টার নামে পরিচিত অপারেটর মানিক এক্সপ্রেস। খুব অল্প সময়ে নাম কামিয়ে ফেলেছে অপারেটরটি।

🌐 বহরে রয়েছে এক ঝাঁক হিনো একে ওয়ান জে নন এসি / এসি, হিনো আর এম টু এবং চমক হিসেবে রয়েছে ৫ ইউনিট বিলাশ বহুল হুন্দাই কোচ। এছাড়াও তাদের বহরে যুক্ত হয়েছে ২ ইউনিট হিনো আর এন এইট বিজনেস ক্লাস মডেলের বাস।

🌀 তাদের উল্লেখযোগ্য রুট সমূহ :
🧭 ঢাকা-বগুড়া
🧭 ঢাকা-লালমনিরহাট-বুড়িমারী

📷 চমৎকার এ ছবিটি ক্যামেরাবন্দী করেছেন জনাব সিনদীন তালুকদার।

♦️ দেশের বিভিন্ন অঞ্চলের বাস সম্পর্কে যে কোনো তথ্য জানতে ও জানাতে অথবা সুন্দর সুন্দর ছবি পেতে আমাদের Bus Lover গ্রুপে যুক্ত হতে পারেন।

💫 গ্রুপ লিংক : Bus Lover

29/09/2023
29/09/2023

🚩 যদি বলা হয়, দেশের সব থেকে প্রতিযোগিতা পূর্ন রুটের মাঝে অন্যতম একটি রুট ঢাকা - কুমিল্লা - ঢাকা!
তাহলে, দ্বিমত পোষন করার কোনো সুযোগই থাকবে না।

⏩ হ্যা.. বলছিলাম ঢাকা - কুমিল্লা - ঢাকা রুট সম্পর্কে। মাত্র ৯৮ কিলোমিটার রাস্তায় অনেকগুলো অপারেটর যাত্রীসেবা দিচ্ছে এবং প্রতিটা অপারেটরই চেষ্টা করে নিজেদের সেরাটা দেয়ার।

⭕ প্রতিযোগিতার দরুন প্রতিটা কোম্পানীই চেষ্টা করছে ভালো কিছু করার এবং নিত্যনতুন বাস উপহার দিচ্ছে এই রুটের সাধারণ যাত্রীদের, সেই পরিক্রমায়

🍁🍁🍁এশিয়া এয়ারকন🍁🍁🍁

⛔ হিনো ছাড়াও তারা আনকাই, ইসুজু, অশোক লেল্যান্ড এর মতো ব্রান্ডের বাস গুলো দিয়েই নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে ঢাকা - কুমিল্লা - ঢাকা রুটে।

📷অসাধারণ ছবিটি আমাদের উপহার দিয়েছেন Faizur Rahman Sony

☑️✅দেশের বিভিন্ন বাস সম্পর্কে যে কোনো তথ্য জানতে ও জানাতে অথবা সুন্দর সুন্দর ছবি পেতে আমাদের Bus Lover গ্রুপে যুক্ত হতে পারেন।

গ্রুপ লিংকঃ Bus Lover

29/09/2023

দিনটা সবার ভালো কাটুক। আগামীর স্বপ্নগুলো পূরণ হোক। সবার জীবনে শান্তি ফিরে আসুক।

শুভ সকাল 🌞

লন্ডন এক্সপ্রেস শুরু করেছিল চমক দিয়েই, কিন্তু নানা জটিলতায় পড়ে তাদের অবস্থান আগের মত নেই। প্রশ্ন একটিই, লন্ডন এক্সপ্রেস কি পারবে তাদের আগের রূপে ফিরে যেতে?

© ছবিস্বত্ব: নাফিউর রহমান

⚠️ নিরাপদে থাকুন। অন্যকে ভালো রাখুন এবং নিজেও ভালো থাকুন। অতিরিক্ত গতি পরিহার করুন। মনে রাখবেন, বাস লাভিং সোসাইটি আমাদের সবার; এটি সুন্দর ও পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব।

🚍 দেশ ও বিদেশের বিভিন্ন স্থানের বাসের চমৎকার সব ছবি ও ভিডিও দেখতে এবং বা সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে ও জানাতে যুক্ত হতে পারেন, বাংলাদেশের সবচেয়ে বড় বাস ফ্যানিং গ্রুপ বাস লাভার -এ।

⏩ গ্রুপ লিংকঃ Bus Lover

29/09/2023

👑 এসবি সুপার ডিলাক্স 👑

🔷 কুষ্টিয়া মানুষের কাছে এক আস্থার নাম এসবি সুপার ডিলাক্স৷ এই আস্থা অর্জন করতে খুব বেশি কষ্ট হয়নি অপারেটর টির৷ ছন্দময় গতি এবং যাত্রীসেবার মাধ্যমে খুব সহজেই অর্জন করে নিয়েছে মানুষের মন।

♨️ তাদের রুট সমূহ :
☞ ঢাকা-ভেড়ামারা-কুষ্টিয়া
☞ ঢাকা-রাজবাড়ি-কুষ্টিয়া
☞ ঢাকা-ভেড়ামারা-কুষ্টিয়া-মেহেরপুর
☞ ঢাকা-ভেড়ামারা-কুষ্টিয়া-শৈলকূপা
☞ ঢাকা-ভেড়ামারা-কুষ্টিয়া-ঝিনাইদহ
☞ ঢাকা-ভেড়ামারা-প্রাগপুর-গাংনী

📷 এসবি সুপার ডিলাক্স এর অসাধারণ এই ছবিটি ক্যামেরাবন্দি করেছেন তুহিন মাহমুদ।

♦️ দেশের বিভিন্ন অঞ্চলের বাস সম্পর্কে যে কোনো তথ্য জানতে ও জানাতে অথবা সুন্দর সুন্দর ছবি পেতে আমাদের Bus Lover গ্রুপে যুক্ত হতে পারেন।

💫 গ্রুপ লিংক : Bus Lover

29/09/2023

💠পাবনা এক্সপ্রেস, আভিজাত্যের প্রতীক💠

🔰জী বলছিলাম পাবনাকেন্দ্রিক অপারেটর পাবনা এক্সপ্রেস এর কথা। বাংলাদেশের ভূখণ্ডে সর্বপ্রথম বেসরকারি বাস কোম্পানি পাবনা এক্সপ্রেস। পথচলা শুরু ১৯৬৩ সালে, তখন অবশ্য নাম ছিল উত্তরা পরিবহন। একবিংশ শতাব্দীর শুরুতে এসে নাম বদলে হয় পাবনা এক্সপ্রেস।

⭐এই ঢাকা - পাবনা রুটে অনেক নামিদামি অপারেটর এসেছে, উদাহরণ হিসেবে শ্যামলী পরিবহন, সি.লাইন, সরকার ট্রাভেলস, শাহজাদপুর ট্রাভেলস এর কথা বলা যায়; তারপরেও পাবনা এক্সপ্রেস তার জৌলুশ হারায়নি, বরং তারা তাদের সার্ভিসের মান ঠিক রেখে চলেছে দারুণভাবে। একঝাঁক হিনো নন এসি এবং এসি বাস দিয়ে তাদের বহর সাজানো। এক ইউনিট হ্যুন্দাই ইউনিভার্স সিকেডি বাস আছে তাদের বহরে, এছাড়া লেল্যান্ড, ম্যান সিএলএ ২২০ নন এসিও রয়েছে তাদের।

✳️পাবনা এক্সপ্রেস এর রুটসমূহঃ
🔴পাবনা - গাবতলী (যমুনা সেতু)
🟡পাবনা - মালিবাগ - নারায়ণগঞ্জ
🟢পাবনা - চট্টগ্রাম
🔵কুষ্টিয়া - পাবনা - সিলেট
🟣ঢাকা - বনপাড়া - ঈশ্বরদী - বাঘা
আগে ঢাকা - কুষ্টিয়া রুটেও পাবনা এক্সপ্রেস এর সার্ভিস ছিল তবে এটি বন্ধ আছে।

📸 অসাধারণ ছবিটি আমাদের মাঝে তুলে ধরেছেন জনাব RK Monir.

💢 নিত্যনতুন সব বাসের ছবি পেতে এবং বাস সম্পর্কে আপনার ভালোলাগার গল্পটি তুলে ধরতে পারেন আমাদের মাঝে। গ্রুপ লিংকঃ Bus Lover

29/09/2023

😱🔥 ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ছুটির দিনে মাত্র ৯৯৯ টাকায় সিলেটের জাফলংসহ ৪ টি স্পটে ট্যুর 😱🔥

আমাদের গ্রুপের লিংক: https://facebook.com/groups/872633303599072

পেইজের লিংক: https://www.facebook.com/Summit-Tour-BD-শিকড়-থেকে-শেখরে-100765258947464/

>যাত্রা শেষ হবে:
২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে সিলেট থেকে। ২৯ সেপ্টেম্বর শুক্রবার ভোর ৫ টার মধ্যেই ইনশাআল্লাহ ঢাকায় থাকবো।

👉ইভেন্ট ফিঃ ৯৯৯ টাকা
✅বুকিং মানি ৫১০ টাকা (জনপ্রতি)

বিকাশ/নগদ:
01882880028
01874637295

⭕বুকিং করার শেষ তারিখ: সিট খালি থাকা সাপেক্ষে।

⭕আমাদের অফিসঃ শামসুল হক খান স্কুল এণ্ড কলেজ রোড, কোনাপাড়া, ডেমরা, ঢাকা।

⭕মৌখিক বুকিং গ্রহণযোগ্য নয়।

যা যা দেখবোঃ
👉 জাফলং
👉 লালাখাল
👉 চা বাগান
👉 হযরত শাহ পরান (রাঃ) মাজার

যা যা থাকছেঃ
👉 ঢাকা - সিলেট- ঢাকা নন এসি চেয়ারকোচ বাসে যাওয়া-আসা।
👉সকালের নাস্তা
👉দুপুরের খাবার
👉অভিজ্ঞ গাইড ফি।

**খাবার তালিকা:
👉সকালের নাস্তা: চিকেন খিচুড়ী
👉চিকেন, ভর্তা, সবজি, ডাল, ভাত

যা যা থাকছে নাঃ
❌ লোকাল ট্রান্সপোর্ট, বোট ও স্পটের এন্ট্রি ফি খরচ।

*মাত্র ১০০ টাকায় পাচ্ছেন গ্রুপের লগো যুক্ত টি-শার্ট।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when BD,,, Pikap travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share