BD Travellers In South Korea - চলো ঘুরে আসি

  • Home
  • BD Travellers In South Korea - চলো ঘুরে আসি

BD Travellers In South Korea - চলো ঘুরে আসি চলো ঘুরে আসি

06/06/2024

চায়না ভিসা করুন ঘরে বসে থেকে খুব সহজেই 😍বিমান ভাড়াও কম গ্রীষ্মের বন্ধ কাজে লাগাতে ঘুরে আসুন চায়না থেকে।

গত মাসে এফ-২ ভিসাধারী ডালিম ভাইয়ের ভিসা এপ্রুভ😍vo উনাকে ৫টা প্রশ্ন করেছিলআপনি কি জব করেন?কত বছর যাবত কোরিয়াতে আছেন?আপনার...
06/06/2024

গত মাসে এফ-২ ভিসাধারী ডালিম ভাইয়ের ভিসা এপ্রুভ😍
vo উনাকে ৫টা প্রশ্ন করেছিল
আপনি কি জব করেন?

কত বছর যাবত কোরিয়াতে আছেন?
আপনার সাথে কে থাকে কোরিয়াতে?
আপনার স্যালারী কত?
আপনি কেন আমেরিকা তে যাবেন?

অভিনন্দন ডালিম ভাইকে😍❤️

03/06/2024

গ্রীষ্মের বন্ধে কিছু ডেট খালি আছে যাদের ছুটি মিলে না কোম্পানি থেকে তারা USA এর জন্য এই সুযোগ নিতে পারেন।

03/06/2024

আজ রাত ৯টায় USA B1/B2 নিয়ে লাইভে আসব ইনশাআল্লাহ

31/05/2024

যাদের ভিসার মেয়াদ শেষ পর্যায়ে পর্তুগালের জব সিকার্স ভিসা নিয়ে পর্তুগাল যেতে পারেন।সেখানে গিয়ে জব পেলে ৫মাসের মধ্যে কার্ড পাবেন।

একাউন্টে ৩কোটির বেশি কোরিয়ান উন থাকলে আসছে গ্রীস্মের বন্ধে ঘুরে আসুন অস্ট্রেলিয়া থেকে😍😍ভিসা হবার পরে সম্পুর্ন পেমেন্ট 😉এ...
24/05/2024

একাউন্টে ৩কোটির বেশি কোরিয়ান উন থাকলে আসছে গ্রীস্মের বন্ধে ঘুরে আসুন অস্ট্রেলিয়া থেকে😍😍

ভিসা হবার পরে সম্পুর্ন পেমেন্ট 😉
এই সুযোগ Summer vacation এর জন্য।তাই আর দেরী কেন😁

23/05/2024

সাউথ কোরিয়া থেকে গ্রীষ্মের বন্ধের জন্য এখন ই এপ্লাই করুন USA এর ভিজিট ভিসার জন্য।

18/05/2024

USA ভিজিট ভিসা সম্পর্কে আপনার যদি নূন্যতম কোন জ্ঞান না থাকে তাহলে দয়া করে আমাদের মেসেজ দেওয়া থেকে বিরত থাকবেন।

অনেকের কাছেই আমরা শুনে থাকি, আমেরিকায় যাওয়া খুবই কঠিন, এমনকি সহজে ভিসা পাওয়া যায় না! 🤔👉 আসলে বাস্তবতা হলো আমেরিকার ৫ (পা...
11/05/2024

অনেকের কাছেই আমরা শুনে থাকি, আমেরিকায় যাওয়া খুবই কঠিন, এমনকি সহজে ভিসা পাওয়া যায় না! 🤔

👉 আসলে বাস্তবতা হলো আমেরিকার ৫ (পাঁচ) বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা (B1-B2) পাওয়া খুবই সহজ, যদি আপনি সঠিক পন্থায় এবং সঠিক প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা প্রসেসিং করেন! 🇺🇸🇺🇸🇺🇸

✨ আমরা অনেকেই আমেরিকার ভিসার জন্য আবেদন করতে ভয় পাই, কারণ আমরা মনে করে থাকি অন্য সব উন্নত দেশগুলোর মতো ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এর সময় অনেক ডকুমেন্টস সাবমিট করতে হয়, পূর্বেই বায়োমেট্রিক্স নেয়া হয় এবং পরে ইন্টারভিউ এর মাধ্যমে ভিসা ইস্যু অথবা রিফিউস করা হয়।

কিন্তু আমেরিকান ট্যুরিস্ট ভিসার (B1-B2) ক্ষেত্রে পদ্ধতিটি সম্পূর্ণই ভিন্ন এবং সহজ! 💖
এই ভিসা পাওয়ার জন্য অনেক বেশী কাগজপত্র দরকার নেই! এমনকি আপনার ব্যাংক স্টেটমেন্ট বা এসেট ভ্যালুয়েশনও চাইবে না! এছাড়াও আপনার যদি একাধিক দেশ ভিজিট করা থাকে তাহলে সেটা নিঃস্বন্দেহে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করবে, কিন্তু এর অর্থ এই নয় যে বিভিন্ন দেশ ভিজিট করা থাকলেই আপনি আমেরিকার ভিসা পেয়ে যাবেন। 🇺🇸 🗽

✅ আপনার যদি সঠিক কৌশল জানা থাকে তাহলে সাদা পাসপোর্টেও সহজেই আপনি আমেরিকার ভিসা পেতে পারেন!🇺🇸💖

✅ আমেরিকান মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা সাধারণত ৫ বছরের জন্য দেওয়া হয় এবং এই ভিসাটি মূলতো ২টি গুরুত্বপূর্ণ বিষয় এর উপর ভিত্তি করে হয়ে থাকে।
✨ প্রথমত : DS-160: Online Nonimmigrant এপ্লিকেশন ফর্ম এর উপর।
✨ দ্বিতীয়ত : ভিসা অফিসারের সাথে একটি শর্ট ইন্টারভিউ এর উপর।

✅ DS -160 ফর্ম কেন গুরুত্বপূর্ণ ?
- যেহেতু আমেরিকান ট্যুরিস্ট ভিসা ব্যক্তিগত তথ্য ও ইন্টারভিউ ভিত্তিক, তাই DS-160 ফর্মে সকল ব্যক্তিগত ও পারিবারিক তথ্য নির্ভুল ও সঠিকভাবে প্রদান করতে হয়। একটা বিষয় মনে রাখবেন, সঠিকভাবে DS-160 এপ্লিকেশন ফর্মটি পূরণ করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা ৭০% নিশ্চিত হয়ে যাবে।

✅ ভিসা অফিসারের সাথে ইন্টারভিউ কেমন হবে?
- ভিসা অফিসারদের বেশিরভাগ প্রশ্ন আপনাদের দেওয়া DS-160 ফর্ম এর উপর ভিত্তি করেই হয়ে থাকে। ইন্টারভিউয়ের উপর মূলত বাকী ৩০% সম্ভবনা নির্ভর করে। এছাড়া সাক্ষাৎকারের সময়কাল মূলত ২-৩ মিনিটের হয়ে থাকে (কারো কারো ক্ষেত্রে ৫-১০ মিনিট পর্যন্ত দীর্ঘ হয়)। এই অল্প সময়ে ভিসা অফিসারগণ মূলত আপনাদের সাইকোলজিকালি পরীক্ষা করে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, বাচনভঙ্গি, ড্রেস আপ থেকে শুরু করে আপনি কিভাবে কনসুলার অফিসারদের প্রতিটি প্রশ্নের সু-ব্যাখ্যা সংক্ষেপে দিতে পারছেন সবকিছুর উপর বিবেচনা করে তারা তাৎক্ষণিকভাবে একটি সিদ্ধান্ত নেয়। এছাড়াও আপনি কেন আমেরিকা যাবেন তার সুনির্দিষ্ট কারণ দেখাতে হবে। ইন্টারভিউ এর সময় ভিসা অফিসারদের বুঝাতে হবে যে, আপনার আমেরিকা যাওয়ার সুনির্দিষ্ট কারণ আছে এবং আপনি আমেরিকায় যাবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসবেন, তাহলেই আপনার ভিসা হবে।

✅ তাই, আপনি যখন আমেরিকার ট্যুরিস্ট ভিসার (B1+B2) জন্য আবেদন করবেন, তখন অবশ্যই আপনার DS-160 ফর্মটি কোন দক্ষ এবং অভিজ্ঞ হাতে পূরণ করতে হবে। কেননা, DS-160 ফর্ম সঠিকভাবে পূরণ করতে না পারলে এটি শুধুমাত্র আপনার রিফিউজ এর কারণই হবেনা, বরং পরবর্তীতে আবেদন করার সময়েও জটিলতা সৃষ্টি করবে।

♨️ সতর্কতাঃ অনেক এজেন্সি বা ব্যক্তিবর্গ আপনাকে কন্ট্রাক্টে ভিসা নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে আমেরিকায় যাওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতে পারে। সবসময়ই মনে রাখবেন আমেরিকান ভিসা কখনই কন্ট্রাক্টে অথবা চুক্তিভিত্তিক হয় না। তাই এ ধরনের লোভনীয় ফাঁদে না পড়ে অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং দক্ষ ব্যক্তি দ্বারা আবেদন করুন।

🔈তাই আর দেরী না করে, বিস্তারিত জানতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। 🥰

আসছে গ্রীস্মের বন্ধে ঘুরে আসুন ইউরোপ এর কয়েকটি দেশ থেকে সেনজেন ভিসা নিয়ে❤️😍আপনি সেনজেন ভিসার জন্য eligible আছেন কিনা জান...
11/05/2024

আসছে গ্রীস্মের বন্ধে ঘুরে আসুন ইউরোপ এর কয়েকটি দেশ থেকে সেনজেন ভিসা নিয়ে❤️😍
আপনি সেনজেন ভিসার জন্য eligible আছেন কিনা জানতে এখন ই যোগাযোগ করুন।।

১০ই মে ২০২৪সকাল ৮:১৫ মিনিটই-৭ ভিসাধারী রায়হান ভাইয়ের ইন্টারভিউ ছিল।VO উনাকে ৫টা প্রশ্ন করেছিল।উনি ৩টা প্রশ্ন উত্তর দিয়ে ...
11/05/2024

১০ই মে ২০২৪
সকাল ৮:১৫ মিনিট
ই-৭ ভিসাধারী রায়হান ভাইয়ের ইন্টারভিউ ছিল।
VO উনাকে ৫টা প্রশ্ন করেছিল।উনি ৩টা প্রশ্ন উত্তর দিয়ে পরের ২টাতে নার্ভাস ফিল করে এবং DS-160 তে দেওয়া তথ্য মোতাবেক উত্তর দিতে পারে নি যার কারনে ভিসা Reject হয়।
আমরা বারবার বলি ইন্টারভিউ তে নিজেকে প্রস্তুত রাখতে নার্ভাস না হওয়ার জন্য এবং DS-160 মোতাবেক উত্তর দেওয়ার জন্য।
যদি আপনাদের কোরিয়ান ভাষা এবং ইংরেজী ভাষার নূন্যতম দক্ষতা না থাকে তাহলে USA এর জন্য দাঁড়ানো উচিত নয়।
এমনিতেই ই-৯, ই-৭ ভিসাধারীদের সহজে ভিসা দিতে চায় না।অনেক পদক্ষেপ ও সিস্টেম অনুযায়ী আবেদন করা লাগে তাই USA এর জন্য দাড়াতে হলে অবশ্যই B1/B2 সম্পর্কে ভাল করে যাচাই করবেন ইউটিউব থেকে তারপর মেসেজ দিবেন বা যোগাযোগ করবেন।

10/05/2024

ই-৯ ভিসাধারীরা অস্ট্রেলিয়ার আবেদন করতে চাইলে নূন্যতম আড়াই কোটি কোরিয়ান উন একাউন্টে রেখে নক দিবেন।

ছুটিতে দেশে গিয়ে ঘুরে আসুন লাদাখ থেকে😍😍স্ত্রীকে নিয়ে সময় কাটান পৃথিবীর অন্যতম সুন্দর স্থান লাদাখ ও কাশ্মীর থেকে।এজন্য আগ...
09/05/2024

ছুটিতে দেশে গিয়ে ঘুরে আসুন লাদাখ থেকে😍😍
স্ত্রীকে নিয়ে সময় কাটান পৃথিবীর অন্যতম সুন্দর স্থান লাদাখ ও কাশ্মীর থেকে।
এজন্য আগে থেকে ইন্ডিয়ার ভিসা করে তারপর দেশে যান ছুটিতে❤️

আমাদের ই-৯ ভিসাধারী একজন মেয়ে ক্লাইন্ট এর গতমাসের এপ্রুভাল😍আমাদের দেওয়া টিপস এন্ড টার্গেট সম্পুর্ন❤️২৯শে এপ্রিল সকাল ৮:০...
07/05/2024

আমাদের ই-৯ ভিসাধারী একজন মেয়ে ক্লাইন্ট এর গতমাসের এপ্রুভাল😍
আমাদের দেওয়া টিপস এন্ড টার্গেট সম্পুর্ন❤️

২৯শে এপ্রিল
সকাল ৮:০০
VO নরমালি প্রথমে স্বাগতম জানায়
এরপর জিজ্ঞাসা করে প্রথমে
১) আপনার সাথে কে কে যাচ্ছে?
২)আপনার স্যালারি কত?
৩)আপনি কি কাজ করেন?
৪)আপনি USA তে কেন যাবেন?

৬মিনিট এর মত প্রশ্ন জিজ্ঞাসা শেষে বললো ভিসা approved..

সংগত কারনে মেয়ে ক্লাইন্ট হওয়াতে নাম এবং আইডি মেনশন করা হয় নি।

07/05/2024

জি-১ ভিসাধারী ভাইদের জন্য সেনজেন ভিসা সুখবর আসছে শীঘ্রই 😍❤️✌️

06/05/2024

জাপান🎌 ভিসা করুন মাত্র ৭০হাজার কোরিয়ান উন দিয়ে এই অফার সীমিত সময়ের জন্য😍😍🏖️

আসছে গ্রীস্মের বন্ধে কোরিয়া থেকে ঘুরে আসুন স্বপ্নের দেশ আমেরিকা থেকে।আগামী ১৫দিনের মধ্যে এপ্লাই এর সুযোগ কাজে লাগান দেরী...
06/05/2024

আসছে গ্রীস্মের বন্ধে কোরিয়া থেকে ঘুরে আসুন স্বপ্নের দেশ আমেরিকা থেকে।
আগামী ১৫দিনের মধ্যে এপ্লাই এর সুযোগ কাজে লাগান দেরী হলে আসছে ছুটির দিন কাজে লাগাতে পারবেন না।
চলো ঘুরে আসি সবাই মিলে😍😍🏖️🏠🗽

06/05/2024

বন্ধুদের নিয়ে গ্রুপ ভিত্তিক করুন "সেনজেন ভিসা"
ফিনল্যান্ড ❤️🏖️
আসছে গ্রীস্মের ছুটিতে😍

আসসালামু আলাইকুম আগামী গ্রীস্মের বন্ধ কে কাজে লাগান ট্যুরের মাধ্যমে বিভিন্ন দেশে🏖️🏖️🏠🗽🗼যা আপনার পরবর্তী জীবনে কাজে লাগবে...
06/05/2024

আসসালামু আলাইকুম
আগামী গ্রীস্মের বন্ধ কে কাজে লাগান ট্যুরের মাধ্যমে বিভিন্ন দেশে🏖️🏖️🏠🗽🗼
যা আপনার পরবর্তী জীবনে কাজে লাগবে।তাই সময় গুলো নস্ট না করে এখন ই প্রস্তুতি নেন।
৫বছর পর ভিসা শেষ হলে এই ট্যুর গুলোই আপনার কাজে লাগবে 😍

04/05/2024

সেনজেন ভিসা "ফিনল্যান্ডের ভিসা রেশিও এখন ভাল যাচ্ছে এপ্লাই করতে পারেন।

সাউথ কোরিয়া থেকে আপনি যদি আমেরিকা যেতে আগ্রহী হোন...🇰🇷🇱🇷আমরা সাধারণত আমেরিকান ভিসার কথা শুনলেই ভয় পেয়ে যাই, ভয় পেয়ে আর চ...
02/05/2024

সাউথ কোরিয়া থেকে আপনি যদি আমেরিকা যেতে আগ্রহী হোন...🇰🇷🇱🇷

আমরা সাধারণত আমেরিকান ভিসার কথা শুনলেই ভয় পেয়ে যাই, ভয় পেয়ে আর চেষ্টাই করি না। অথচ বাস্তবতা হলো , অন্যান্য দেশের ভিসার তুলনায় আমেরিকান টুরিস্ট ভিসা পাওয়া টা অনেক সহজ। ভয় পাওয়ার মানসিকতা থেকে বের হয়ে আপনাকে সঠিক উপায়ে চেষ্টা করতে হবে, তাহলেই আপনার ভিসা পাওয়ার সফলতা আসবেই ইনশাআল্লাহ।

কি কি করলে আপনি খুব সহজেই আমেরিকার টুরিস্ট ভিসা পেতে পারেন এ ব্যাপারে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমেরিকান টুরিস্ট ভিসা সাধারণতো ৫ বছরের মাল্টিপোল ভিসা এবং এই ভিসাটি মূলতো ২ টা জিনিস এর উপর ভিত্তি করে হয়ে থাকে।

১. DS -160 ফর্ম অর্থাৎ এপ্লিকেশন ফর্ম এর উপর।
২. ছোট একটি ইন্টারভিউ এর উপর।

আপনাকে অবশ্যই আমেরিকা যাওয়ার যৌক্তিক কারন দেখাতে হবে। আপনি যদি ইন্টারভিউ এর সময় ভিসা অফিসারদের বুঝাতে পারেন,আপনার আমেরিকা যাওয়ার যথেষ্ট যৌক্তিক কারণ আছে এবং আপনি আমেরিকায় যাবেন এবং ফিরে আসবেন, তাহলেই আপনার ভিসা হয়ে যাবে ইনশাআল্লাহ।

কিছু কিছু কান্ট্রি ভিজিট করা থাকলে সেটা নিঃস্বন্দেহে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করে কিন্তু এর মানে এই নয় যে ভিজিট করা থাকলেই আপনি আমেরিকার ভিসা পেয়ে যাবেন । আপনাকে সঠিক পলিসি টা জানতে হবে। আমেরিকার ভিসা সাদা পাসপোর্টেও হয়ে থাকে।

বেশির ভাগ মানুষের ধারণা এই ভিসা করতে অনেক কাগজপত্রের প্রয়োজন হয় বা অনেক ঝামেলা পোহাতে হয়, এই ধারণাটিও সঠিক না, অন্যান্য দেশের মতো এটি ডকুমেন্ট বেইসড ভিসা না, এটি সম্পূর্ণ ইন্টারভিউ এর উপর নির্ভর করে ভিসা হয়ে থাকে। অনেকেই প্রশ্ন করেন, ভাই ডকুমেন্ট না দেখলে উনারা কি ভাবে বুঝবে আমি আমেরিকা যাওয়ার যোগ্য বা আমেরিকা গিয়ে আমি ফেরত আসবো? এটা বিচার করবে প্রথমতো আপনার এপ্লিকেশন ফর্ম অর্থাৎ DS 160 ফর্ম দেখে, তারপর আপনার সাথে ইন্টারভিউ এর সময় কথা বলে।

ইন্টারভিউ কোরিয়াত সাধারণতো দুই ভাষায় হয়ে থাকে, কোরিয়ান এবং ইংরেজী। আপনি চাইলে কোরিয়ান ভাষাতেও ইন্টারভিউ দিতে পারবেন।
ইন্টারভিউ সাধারণতো ২ থেকে ১০ মিনিটের হয়ে থাকে।

আপনি আমেরিকা যাওয়ার যোগ্য সেটা এম্বাসিকে কি করে বুঝাবেন? সেটা বুঝাবেন আপনার এপ্লিকেশন ফর্ম এর মাধ্যমে অর্থাৎ Ds-160 এর ফর্ম এর মাধ্যমে। আমেরিকান এম্বাসির একটি অনলাইন ফর্ম আছে যার নাম DS-160 ফর্ম। এই এপ্লিকেশন ফর্ম অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ফর্ম এর উপর আপনার ভিসা অনেকাংশ নির্ভর করে। তাই অবশ্যই একজন অভিজ্ঞ ব্যক্তি দ্বারা ফর্মটি পূরণ করা উচিত। মূলত এই ফর্মটি আপনার ভিসা পাওয়ার পূর্ব শর্ত হিসাবে বিবেচিত হয়। আপনি বলতে পারেন ৭০% চান্স নির্ভর করে এই DS-160 ফর্ম এর উপর, বাকি ৩০% নির্ভর করে আপনার ইন্টারভিউ এর উপর।

এই দুইটির সঠিক সফল কম্বিনেশন ই আপনার ভিসা পাওয়া চান্স নিশ্চিত করবে ইনশাআল্লাহ।
DS-160 ফর্ম এর তথ্য এবং আপনার ইন্টারভিউ এর তথ্য এই দুই এর মধ্যে চমৎকার একটা মিল থাকতে হবে। অদক্ষ লোক দ্বারা ভিসা ফর্ম পূরণ করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

আবার অনেকেই মনে করেন আমেরিকার ভিসা কন্ট্রাক্ট এ করা যায়। আমেরিকার ভিসা কন্টাক্ট এ হয় না, ভুলেও এই কন্টাক্ট এ যাবেন না, কারণ আমেরিকা এম্বাসির সাথে কারও লিংক বা লবিং থাকার কোন প্রশ্নই আসে না। কেউ যদি বলে থাকে আমেরিকা এম্বাসির সাথে লিংক আছে, তার মানে তিনি আপনাকে মিথ্যা তথ্য দিয়েছে।

নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরী করুন, সঠিক গাইড লাইন ফলো করুন, সঠিক তথ্য দিয়ে
DS -160 ফর্ম ফিলাপ করুন একজন দক্ষ লোক কে দিয়ে, ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিন ইনশাআল্লাহ আপনার ভিসা কেউ আটকাতে পারবে না।

ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক সলভেনসি লাগবে কি না? এসব ডকুমেন্ট আপনি ইন্টারভিউ এর সময় নিয়ে যেতে পারেন, ইন্টারভিউ অফিসার এসব ডকুমেন্ট দেখতেও পারে নাও দেখতে পারে।

পরিশেষে ৩ টি কথা মাথায় রাখবেন, আপনার ভিসা তখন ই হবে যখন আপনি -

১. DS -160 সঠিক ও চমৎকার ভাবে পূরণ করবেন।এজন্য ই প্রয়োজন একজন দক্ষ এক্সপার্ট এর।
২. ইন্টারভিউ এর সময় আপনার আমেরিকা যাওয়ার যথেষ্ট যৌক্তিক কারণ দেখাতে পারবেন।
৩. আপনার আমেরিকা থেকে ফেরত আসার যথেষ্ট ভালো কারণ দেখাতে পারবেন।

স্বপ্ন পূরনের জন্য প্রস্তুতি নিন এখন ই যোগাযোগ করুন ইনবক্সে

30/04/2024

আমেরিকার ভিসা ফি "ভিসা হবার আগে টাকা না পরে টাকা" যারা এই প্রশ্ন করেন আপনাদের জন্য আমেরিকার ভিসা না আপনারা এখানেই ফেইল।কারন আপনার কোন জ্ঞান নেই USA ভিসা সম্পর্কে।

26/04/2024

কোরিয়াতে যেভাবে দ্রুত USA এম্বাসির ইন্টারভিউ ডেট শেষ হচ্ছে না জানি বাংলাদেশের মত অবস্থা হয়ে দাঁড়ায় পরবর্তীতে 😬😬

আলহামদুলিল্লাহ কোরিয়া থেকে এখন সাদা পাসপোর্টেও অর্থাৎ কোন ট্রাভেল ব্যাকগ্রাউন্ড ছাড়াই হচ্ছে USA এর ভিজিট ভিসা তবে Travel...
24/04/2024

আলহামদুলিল্লাহ কোরিয়া থেকে এখন সাদা পাসপোর্টেও অর্থাৎ কোন ট্রাভেল ব্যাকগ্রাউন্ড ছাড়াই হচ্ছে USA এর ভিজিট ভিসা তবে Travel history থাকা ভাল।
আপনাকে যা করতে একজন যোগ্য ও দক্ষ এক্সপার্ট দ্বারা আবেদন করতে হবে এবং তার অধীনে নিজেকে প্রস্তুত করতে হবে।
কোরিয়া ও জাপান থেকে যারা আবেদন করতে চান USA এবং কানাডার জন্য দ্রুত যোগাযোগ করতে পারেন এম্বাসী ডেট এখন পাওয়া যাচ্ছে পরবর্তীতে নাও থাকতে পারে।
এছাড়াও খেলা দেখার সুযোগ টাও ব্যবহার করতে পারেন😍😍
তাই আর দেরী কেন নিজের স্বপ্ন সত্যি করার প্রস্তুতি নেন এখন ই।যোগাযোগ করুন ইনবক্সে

আমাদের সার্ভিস এ যে দেশগুলোর ভিসার আবেদন করতে পারবেন

১) আমেরিকা
২) কানাডা
৩)জাপান
৪) অস্ট্রেলিয়া
৫) নিউজিল্যান্ড
৬) ই - ভিসার সকল দেশ
৭) ইউরোপের সকল দেশ
৮) ইংল্যান্ড
৯) ফিলিপাইন

01/10/2023

যাদের ট্রাভেল ব্যাকগ্রাউন্ড ২-৩টা দেশ আছে তারা জার্মানি চেস্টা করতে পারেন।

মাত্র ১দিনে হচ্ছে মালেয়শিয়ার ই ভিসা😍
01/10/2023

মাত্র ১দিনে হচ্ছে মালেয়শিয়ার ই ভিসা😍

দক্ষিণ কোরিয়া থেকে যারা থাইল্যান্ড যাবেন তাদের জন্য ছোট করে গাইডলাইনযদি আপনারা ব্যাংকক যান তাহলে অবশ্যই Siam paragon যাব...
01/10/2023

দক্ষিণ কোরিয়া থেকে যারা থাইল্যান্ড যাবেন তাদের জন্য ছোট করে গাইডলাইন

যদি আপনারা ব্যাংকক যান তাহলে অবশ্যই Siam paragon যাবেন এখানে আপনারা কোরিয়ার lotto tower এর মত ফিলিংস পাবেন এবং আপনার মন ভাল হয়ে যাবে। এছাড়াও ৫০০মিটার দুরেই পাবেন MBK টাওয়ার সেখানে কেনাকাটা সহ হালাল খাবারের অহরহ দোকান ও নামাজের ব্যবস্থা ও পাবেন আর ব্যাংকক ট্যুর বাস ও পাবেন এবং সেখান থেকে মাতে ২কিলোমিটার দুরেই পাবেন থাইল্যান্ড এর সবথেকে বড় শপিং মার্কেট সারা বিশ্বের লক্ষ লক্ষ ট্রাভেলার্স সেখানে যায় শপিং করতে।

আর যদি আপনি সমুদ্র ও আইল্যান্ড এবং প্রকৃতি উপভোগ করতে চান তাহলে যাবেন পাতায়া ও পুকেট সিটিতে সেখানকার সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য।

বন্ধের সময়গুলো কাজে লাগিয়ে ঘুরে বেড়াতে পারেন অপরুপ থাইল্যান্ড 🥰
ভিসার জন্য যোগাযোগ করতে পারেন।

মাত্র ৪দিনে মিলছে এখন থাইল্যান্ড এর ই ভিসা,ভিয়েতনামের ভিসা ৩দিনে,মালেয়শিয়ার ভিসা ১দিনে,কম্বোডিয়ার ভিসা ২দিনে।
27/09/2023

মাত্র ৪দিনে মিলছে এখন থাইল্যান্ড এর ই ভিসা,ভিয়েতনামের ভিসা ৩দিনে,মালেয়শিয়ার ভিসা ১দিনে,কম্বোডিয়ার ভিসা ২দিনে।

আসসালামু আলাইকুম, আমাদের মাঝে অনেক ভাই আছে যারা দেশে গিয়ে স্পেশাল CBT দিয়েও কোরিয়াতে আসতে না পেরে হতাশ হয়েছে।এমনকি ১০বছর...
27/09/2023

আসসালামু আলাইকুম, আমাদের মাঝে অনেক ভাই আছে যারা দেশে গিয়ে স্পেশাল CBT দিয়েও কোরিয়াতে আসতে না পেরে হতাশ হয়েছে।এমনকি ১০বছর কোরিয়াতে থেকে গিয়েও দেশে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে আর আফসোস করছে অথচ আজ যদি তাদের ট্রাভেল Background ভাল থাকত তাহলে তারা কোরিয়া থেকে দেশে চলে গিয়ে নির্দিষ্ট এমাউন্ট একাউন্টে দেখিয়ে ইউরোপ,কানাডা তে ভিজিট এ ট্রাভেল করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতো।সবাই টাকার পিছনে ছিল কোরিয়াতে,কিন্ত মনে রাখবেন টাকা আজ আছে তো কাল নেই,তাই এমন কিছু করুন যা আপনার ভবিষ্যতে কাজে দিবে। কোরিয়া থেকে আপনি সহজে কাজের পাশাপাশি বিভিন্ন দেশ ট্রাভেল করতে পারবেন যা আপনি বাংলাদেশ থেকে পারবেন না পারিপার্শ্বিক অবস্থার জন্য,এছাড়াও দেশ টা আমাদের বাংলাদেশ দুর্নীতি সবদিকে,তাই বন্ধের সময় গুলো কাজে লাগিয়ে বিভিন্ন দেশ ঘুরতে পারেন। বর্তমানে ঘরে বসেই ই ভিসা পাচ্ছেন

>ভিয়েতনাম
>মালেয়শিয়া
>থাইল্যান্ড
>সিংগাপুর
>কম্বোডিয়া
>বাহরাইন
>আজরাবাইজান
>লাওস
>ইন্দোনেশিয়া
>মিশর
>ওমান
এগুলো সহজেই ভিজিট করতে পারবেন।এরপর আপনি জার্মানি সহ ইউরোপ ভ্রমন করতে পারেন।
সকলে কাজের পাশাপাশি এটা করে রাখতে পারেন।মনে রাখবেন এগুলোই একসময় আপনার কাজে আসবে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Travellers In South Korea - চলো ঘুরে আসি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share