ঘুড়ি

ঘুড়ি A detail tour book for traveler. It will help you to book your transport & stay anywhere in Bangladesh

12/02/2021
Nothing can dim the light that shines from within.” Maya Angelou
27/10/2020

Nothing can dim the light that shines from within.” Maya Angelou

Huzhou University CampusHuzhou, Zhejang, ChinaPhoto: Ahmed Nishat
17/05/2020

Huzhou University Campus
Huzhou, Zhejang, China
Photo: Ahmed Nishat

Place Name: Renhuang Mount VillaHuzhou, Zhejiang, China27th September 2019সমতল ভূমি থেকে ২০০ মিটার উপরে পাহাড়ের চুড়ায় অব...
15/12/2019

Place Name: Renhuang Mount Villa
Huzhou, Zhejiang, China
27th September 2019

সমতল ভূমি থেকে ২০০ মিটার উপরে পাহাড়ের চুড়ায় অবস্থিত এক বৌদ্ধ মন্দির। প্রায় আড়াই হাজার সিড়ি মাড়িয়ে পৌছাতে হয় মন্দিরে। গাড়ির রাস্তাও আছে তবে ইমিগ্রেশন অফিস থেকে বের হয়ে পাহাড় আর মন্দির দেখেই হুটহাট চলে আসায় ঐ রাস্তার খবর জানা হয়নি। তবে আমার মনে হয়েছে সিড়ি মাড়িয়ে উঠলেই বরং এই জায়গার আসল সৌন্দর্য অবলোকন করা সম্ভব। একটা পাহাড়ি রাস্তা এত পরিস্কার আর গুছানো দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। মন্দিরের ফটকে ঢুকার পরই চোখ জুড়ানো সৌন্দর্য মন জুড়িয়ে নিবে। সমতল ভূমির প্রথম মন্দিরের একদিকে চলছে ইয়োগা ডান্স। আরেকদিকে কিছু বয়স্ক মানুষ তাস খেলে সময় কাটাচ্ছে। সিড়িগুলো ধাপে ধাপে সাজানো। একধাপ সিড়ি পরেই সমান অংশ যেখানে একটা ব্রেঞ্চ আর একটা ডাস্টবিন। পুরো রাস্তা এভাবেই সাজানো। ডস্টবিগুলোও একদম ঝকঝকে, তকতকে পরিস্কার। এভাবেই উঠতে উঠতে পথে দেখা হবে নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু, যুবা। তাদেরকে চাইনিজ ভাষায় হ্যালো বললেই খুশি হয় তারা। চাইলে ছবিও তুলে এবং স্বীকার করে তাদের সাথে ছবি তুলায় তারা খুব সম্মানিত অনুভব করে। আমরা এভাবেই আস্তে আস্তে পৌছে গেলাম মন্দিরের প্রায় কাছে। বসার খুব সুন্দর ছাউনি দিয়ে রাখা একটা জায়গা। বসে জিড়িয়ে নিলাম কিছুক্ষণ। ঠান্ডা বাতাসে চোখ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। বেশি দেড়ি না করে মুল মন্দিরের দিকে আবার যাত্রা শুরু। এবার আরো সুন্দর সিড়ি গহীন জঙ্গলের ভেতর দিয়ে। যত উপরে উঠছি ততোই অভিভূত হচ্ছি৷ একদম চুড়ায় পৌছে নিজেকে স্বর্গবাসী মনে হলো। মন্দিরের চারদিক থেকে হুঝো শহরের সৌন্দর্য এত সুন্দর দেখা যায়। এই প্রথম আফসোস হলো একটা ভাল ক্যামেরা কেন নাই আমার। মন্দির ঘুরে দেখার পর মন্দিরের সামনে রাখা বেঞ্চে বসে প্রাণ ভরে ঠান্ডা বাতাসের স্পর্শ নিলাম৷ অনেকক্ষণ জায়াটাকে অনুভব করার পর এবার ফেরার রাস্তা ধরলাম। এবার ফেরার পালা। হুঝোর ৪৮ নাম্বার বাস ধরে ফিরছি গন্তব্যে। চোখ বন্ধ করে অনুভব করছি যা অবলোকন করলাম। তার সৌন্দর্য কি লিখে বা ছবি দিয়ে প্রকাশ সম্ভব?

অবশ্যই না.......... .

নদী মাতৃক দেশের আরেক সৌন্দর্য্য হাওর.........কার্টেসিঃ প্রথম আলো ও Anis Mahmud ভাইয়া
11/08/2019

নদী মাতৃক দেশের আরেক সৌন্দর্য্য হাওর.........
কার্টেসিঃ প্রথম আলো ও Anis Mahmud ভাইয়া

24/07/2019

সিলেটের সব থেকে জনপ্রিয় টুরিস্ট প্লেসগুলোর মধ্যে অন্যতম #রাতারগুল

21/07/2019

যারা ঘুরাঘুরি করতে পছন্দ করেন তাদের কাছে নতুন জায়গার সন্ধান অনেকটা গুপ্তধনের সন্ধান পাওয়ার মতো। কিন্তু ঘুরতে যেয়ে আমরা খুব বেশি অসাবধান হয়ে যাই। খেয়াল করিনা যে জায়গায় যাচ্ছি ঐ জায়গায় আমরা কতটা সেইফ। যার ফলে ঘটে যায় অনেক বড় দুর্ঘটনা। এমনকি মৃত্যুও হয় অনেকের ঘুরতে যেয়ে। ভোলাগঞ্জের সাদা পাথর জায়গাটা খুব বেশিদিন হয়নি পর্যটকদের কাছে একটা আকর্ষণীয় স্থান হিসাবে জায়গা পেয়েছে কিন্তু গত এক মাসে সেখানে দুইজন ছাত্র মারা যায় শুধু মাত্র অসাবধানতার কারণে। তাই সবার প্রতি অনুরোধ ভ্রমণের নিজের সেইফটি এবং সিকিউরিটির ব্যাপারে খেয়াল রাখুন। এডভেঞ্চারাস কিছু করতে যেয়ে বিপদ ডেকে আনবেন না।

এখন থেকে মাঝে মাঝে ঘুড়ি টিম ভ্রমণের জায়গা বেছে সেখানে ভ্রমণ কালে কি করনীয় সেই ব্যাপারে কিছু টিপস দিবে যা আপনাদের কাজে লাগবে। আজ আমরা দিচ্ছি পাথর, পানি আর স্রোত আছে এমন জায়গা সম্পর্কে কিছু টিপস। যেমন বিছনাকান্দি, ভোলাগঞ্জ, পানথুমাই এর মতো জায়গা ভ্রমণে যে যে বিষয় গুলো ভ্রমণ কালে খেয়াল রাখবেন-

১. ভ্রমণের সময় গাইড সাথে থাকলে তার কথা মেনে চলুন।
২. গাইড না থাকলে আশে পাশের মানুষ থেকে বা গাড়ির ড্রাইভার/মাঝি থেকে জায়গাটা সম্পর্কে ধারণা নিন।
৩. স্রোত থাকলে তার বিপরীতে সাতার দিবেন না এবং সাতরে দূরে যাবেন না। পাড়ের কাছাকাছি থাকুন। সম্ভব হলে লাইফ জ্যাকেট পড়ে নিন।
৪. পানির নিচে পাথর থাকলে সাবধানে পা ফেলুন। পানির নিচের পাথর শেওলা জমে অনেক পিচ্ছিল হয় যার ফলে একটু অসাবধান হলে পা পিছলে বড় দুর্ঘটনা ঘটতে পারে, পাথর থাকলে সেখানে উপর থেকে পানিতে ঝাপ দিবেন না, মাথা পানির নিচে দিয়ে দ্রুত সাতার দিবেন না।
৫. খাবার খেয়ে খাবারের প্যাকেট, পানি বা ড্রিংক এর বোতল ইত্যাদি ভ্রমণের স্থানে না ফেলে প্যাকেট করে নিয়ে আসুন তাতে জায়গাটা পরিস্কার এবং নিরাপদ থাকবে। সেই সাথে যেখানে ঘুরতে যাবেন সেই এলাকার মানুষ এবং সংস্কৃতিকে সম্মান করুন।

আজ এই টুকুই, এখন থেকে প্রায়ই ভ্রমণে করনীয় বিষয়ে আমরা কিছু পোস্ট দিবো। হয়তো আপনারা যারা ভ্রমণ করেন তাদের কাজে লাগতে পারে।

14/07/2019

জরুরী সতকর্তামুলক পোস্ট

যে বা যারাই পান্তথুমাই, বিছনাকান্দি, রাতারগুল, ভোলাগঞ্জ ঘুরতে যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে আপাতত প্ল্যান বাতিল করেন। সিলেটের অনেক জায়গাই বন্যায় প্লাবিত। ঐদিকের রাস্তাঘাট ডুবে গেছে এবং পানির স্রোত অনেক বেশি তাই আপাতত রিস্ক না নেওয়াই উচিত কারণ বড় ধরণের বিপদ হতে পারে। রাস্তা ঘাটের অবস্থা স্বাভাবিক হলে তখনই ঘুরতে আসুন।

#ঘুড়ি_টিম

শ্রীভূমি সিলেট- এ ১ রাত ২ দিনের কাপল প্যাকেজ।প্যাকেজ শুরু হবে সিলেট থেকে। তাই সিলেটে আসতে হবে নিজ দ্বায়িত্বে।মুল্য- ১২০০...
08/07/2019

শ্রীভূমি সিলেট- এ ১ রাত ২ দিনের কাপল প্যাকেজ।
প্যাকেজ শুরু হবে সিলেট থেকে। তাই সিলেটে আসতে হবে নিজ দ্বায়িত্বে।

মুল্য- ১২০০০ টাকা (প্রতি কাপল)

দুইদিনে যেসব জায়গা গুলো ঘুরিয়ে দেখা হবে- বিছনাকান্দি, পানথুমাই, রাতারগুল, ভোলাগঞ্জ ও মালনীছড়া এবং লাক্কাতূরা চা বাগান।

প্যাকেজে যা যা থাকছে- হোটেল, ট্রান্সপোর্ট (নোহা/হাইএইস/সিএনজি ও নৌকা), সকালের নাস্তা ও দুপুরের খাবা্র এবং সার্বক্ষনীক একজন গাইড।

বুকিং মানি- ৫০০০ টাকা বুকিং কনফার্ম করার সাথে সাথেই বিকাশ বা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে যাতে হোটেল এবং ট্রান্সপোর্ট আগে বুকিং করা যায়। বাকি টাকা ভ্রমণ শুরুর সাথে সাথেই দিয়ে দিতে হবে।

(সিলেট থেকে কোন কাপল ভ্রমনে যোগ দিতে চাইলে প্যাকেজের মুল্য ভিন্ন হবে)
আরো বিস্তারিত জানতে চাইলে ঘুড়িকে মেসেজ করতে পারেন।

সাদাপাথর ভোলাগঞ্জের ছবিগুলো সংগৃহীত

25/06/2019
পানথুমাই ❤❤❤ ২১.০৬.২০১৯ছবিঃ ঘুড়ি টিম
23/06/2019

পানথুমাই ❤❤❤
২১.০৬.২০১৯

ছবিঃ ঘুড়ি টিম

শুরু হয়ে গেলো সিলেটে টুরিস্ট সিজন। এখনই সময় রাতারগুল, বিছনাকান্দি, পানথুমাই, লালাখাল সহ সকল টুরিস্ট প্লেস ঘুরার। আমরা এর...
15/06/2019

শুরু হয়ে গেলো সিলেটে টুরিস্ট সিজন। এখনই সময় রাতারগুল, বিছনাকান্দি, পানথুমাই, লালাখাল সহ সকল টুরিস্ট প্লেস ঘুরার। আমরা এরেঞ্জ করি ফ্যামিলি ট্যুর, কাপল ট্যুর ও গ্রুপ ট্যুর। এছাড়াও দেই পরিবহন সহ গাইড সেবা। সিলেটে ঘুরার জন্য কোন তথ্য জানতে বা গাইড সংক্রান্ত সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন ঘুড়ি টিমের সাথে।

আমাদের প্রফিট আপনাদের ঘুরাঘুরির সুন্দর অভিজ্ঞতা। আমাদের চাওয়া আপনাদের কাছে বাংলাদেশের সুন্দর জায়গাগুলো উপস্থাপন করা। সিলেট ছাড়াও আমরা কাজ করি রাঙ্গামাটি, কক্সবাজার, সেন্টমার্টিন, বান্দরবন, সাজেক, টাঙ্গুয়ার হাওড় নিয়ে।

#ঘুড়ি
ছবিঃ সংগৃহিত

সৌজনে- ইকরা টেলিভিশন (ইউকে) ও আবু বকর আল আমিনhttps://youtu.be/HYEgrWxQJwU
22/02/2019

সৌজনে- ইকরা টেলিভিশন (ইউকে) ও আবু বকর আল আমিন

https://youtu.be/HYEgrWxQJwU

শ্রীভূমির পথে -পর্ব ১১

13/02/2019

প্রচুর রেসপন্স পাচ্ছি যা আপনাদের জন্যই সম্ভব হয়েছে। অনেকেই নক দিচ্ছেন। কেউ ট্যুর প্ল্যান চাচ্ছেন, কেউ বাজেট জানতে চাচ্ছেন, কেউ তথ্য জানতে চাচ্ছেন আবার কেউ প্যাকেজ ট্যুর করে দেওয়ার অনুরোধ করছেন। খুব তাড়াতাড়ি হয়তো কিছু ছবি দিয়ে কেউ না কেউ বলবেন যে ঘুড়ি টিমকে ধন্যবাদ।

আপনাদের ভালবাসাই ঘুড়ির পথ তৈরি করবে। পাশে থাকুন আর প্লিজ পেইজটা শেয়ার ও ইনভাইট করুন।

কৃতজ্ঞতা ☺️

09/02/2019

আসছে আগামী ২১,২২ ও ২৩ ফেব্রুয়ারী ২০১৯

এই বছরের লম্বা ছুটিগুলোর মধ্যে একটি। আমরা আপনাদের ট্যুর গাইড হয়ে কাজ করি সারা বাংলাদেশে। এছাড়াও সহযোগীতা করি ট্রান্সপোর্ট ও হোটেল বুকিং এ। আমাদেরকে জানান আপনার ডেস্টিনেশন ও বাজেট আমরা তৈরি করে দিবো আপনাকে একটি প্যাকেজ অথবা আপনার গন্তব্য জানাতে পারেন আমাদেরকে আমরা তৈরি করে দিবো গাইডলাইন ও বাজেট।

আপাতত কাজ করছি সিলেট- শ্রীমঙ্গল, কক্সবাজার, সেন্ট মার্টিন, সাজেক, রাঙ্গামাটি ও বান্দরবন নিয়ে।

প্যাকেজের জন্য ইনবক্স করুন।

❤
02/02/2019

Ghuri wants to create a detailed tour guideline for travelers in Bangladesh. Ghuri will give you detailed information ab...
28/01/2019

Ghuri wants to create a detailed tour guideline for travelers in Bangladesh. Ghuri will give you detailed information about any place, discover new travel destinations. It will also cooperate with Local Guides, Hotels, Transport Booking etc. Ghuri will work as a customized tour guide. By doing the work you need, a small amount of service charges will be available at the end of your trip.

Pic: Collected

'পানথুমাই' বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম যা ভারত সীমান্তের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। বাংলাদেশেই যে এত নৈসর্গিক এক...
27/01/2019

'পানথুমাই' বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম যা ভারত সীমান্তের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। বাংলাদেশেই যে এত নৈসর্গিক একটা গ্রাম আছে তা অনেকেরই অজানা। এই গ্রামকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রান বলার যতেষ্ট কারণ রয়েছে। পানথুমাই এর উদ্দেশ্যে রওনা দেবার পর থেকেই সৌন্দর্য পিয়াসী মানুষ এই কথার সত্যতা উপলব্ধি করতে পারবেন।

সব থেকে মজার ব্ভাযাপার হলো ভারতের মেঘালয় পাহাড়ের কুল ঘেষে ঝর্ণাটি নেমে এলেও এই ঝর্ণার সৌন্দর্য ভারতের যে কেঁউ দেখতে অক্ষম, যদি কেঁউ দেখতে চাই তাহলে অবশ্যই তাকে পাসপোর্ট ভিসা করে বাংলাদেশে এসে দেখতে হবে। তাতেই পানথুমাই ঝর্ণার আসল সৌন্দর্য দেখা সম্ভব।

চাইলে আপনিও চলে আসতে পারেন বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম এবং নয়নাভিরাম এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে। ঘুড়ি তার টিম নিয়ে অপেক্ষা করতে আপনার জন্য।

ছবিঃ সংগৃহীত

26/01/2019

বাংলাদেশের ভ্রমন পিপাসুদের জন্য একটি বিস্তারিত ট্যুর গাইডলাইন তৈরি করতে চায় ঘুড়ি। ঘুড়ি আপনাকে দিবে যেকোন জায়গা সম্পর্কে বিস্তারিত তথ্য, জানাবে নতুন নতুন ভ্রমণযোগ্য জায়গার সন্ধান। এছাড়াও লোকাল গাইড, হোটেল, ট্রান্সপোর্ট বুকিং ইত্যাদি দিয়ে সহযোগীতা করবে। ঘুড়ি কাজ করবে একটি কাস্টোমাইজ ট্যুর গাইড হিসাবে। আপনার প্রয়োজন অনুযায়ী কাজ করেই দিয়েই নিবে সামান্য পরিমান সার্ভিস চার্জ আপনার ভ্রমণ শেষে।

26/01/2019

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ঘুড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share