25/04/2019
Bangladesh Parjatan Corporation
সংবাদ বিজ্ঞপ্তি
তারিখ: ২৫ এপ্রিল ২০১৯।
বিষয়: বাংলাদেশ পর্যটন করপোরেশন এর উদ্যোগে ‘পর্যটন সেবা সপ্তাহ’ শুরু।
“পর্যটনের গর্বিত অতিথি হউন, দেশ সেবায় অবদান রাখুন” শীর্ষক শ্লোগান নিয়ে আগামী ৩০ এপ্রিল থেকে ৬ মে ২০১৯ পর্যন্ত্য বাংলাদেশ পর্যটন করপোরেশন দেশব্যাপী ‘পর্যটন সেবা সপ্তাহ’ পালন করবে। ‘পর্যটন সেবা সপ্তাহ’ উপলক্ষে অতিথিগনকে সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশন এর সকল হোটেল/মোটেলগুলোতে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। উক্ত সময়কালে হোটেল/মোটেলসমূহে আগত অতিথিগণকে আবাসিক ভাড়ার উপর ৩০% রেয়াত প্রদান করা হবে। এছাড়াও রয়েছে বাপক এর হোটেল/মোটেল, রেস্তোরাঁতে আগত অতিথির জন্য বিদ্যমান ফুড মেন্যুতে কমপক্ষে ১টি স্থানীয় খাদ্য অন্তর্ভুক্তকরণ, ব্রেক-ফাস্ট মেন্যুতে ১টি বিশেষ ফুড আইটেম অন্তর্ভুক্তকরণ, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা গামী সোনার বাংলা ট্রেনে বাপক কর্তৃক সরবরাহকৃত ¯œ্যাক্স মেন্যুতে ১টি বিশেষ আইটেম (সুস্বাদু সন্দেশ/লাড্ডু) অন্তর্ভুক্তকরণসহ রজনীগন্ধা ফুলের স্টিক/চকলেট দিয়ে পর্যটকদের স্বাগত জানানো হবে। এছাড়াও থাকছে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখার জন্য ‘বীচ ক্লিনিং’ কর্মসূচী। দেশের পর্যটন শিল্পের ব্যাপক প্রচারণায় ‘পর্যটন সেবা সপ্তাহ’ উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশন এর আতিথেয়তা গ্রহণ করা হলে বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে অবদান রাখা হবে মর্মে বাংলাদেশ পর্যটন করপোরেশন মনে করে।