Studentvisa4you.Com

  • Home
  • Studentvisa4you.Com

Studentvisa4you.Com Student, Migration, Visit & Business Visa Process. Air Tickets, Hotel Bookings & Travel Insurance Services.

23/07/2020

Apply for Fully Funded Entrance Scholarships in Canada at the University of Manitoba for Bangladeshi, Indian, Pakistani and International Students.

10/07/2020

  বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য কলেজ এবং বিশ্ববিদ্যালয় ভর্তি এবং ভিসা প্রসেসিং-এর...

03/07/2020

Apply for Japanese Government (MEXT) Scholarships for Young Leaders Program 2021 for Bangladeshi and International Students

14/06/2020

studentvisa4you.com

26/04/2019

Jobs in USA: Accounting and Finance professionals are much sought after in the USA. Unemployment in ...

10/12/2018

Latest information about Higher Study, Student Visa, Scholarships, IELTS for Bangladeshi Students

04/01/2015

IELTS WRITING TIP – General Training – Writing a Letter
Always read the question carefully!
* The instructions tell you who you are writing to and why you
are writing.
* Make sure you write about all THREE of the points in the
question!
Have a look at the practice test at IELTS Essentials and answer
these questions:
Who are you writing to?
Why are you writing the letter?
What three things MUST you include in your letter?
How do you begin your letter?
How do you end your letter?

04/01/2015

IELTS লিসেনিং এর পার্ট ৩ এবং পার্ট ৪ অনেক
চেষ্টার পরও পারছেন না?
২-৩ দিন TED TALK শুনতে চেষ্টা করেন এবং http://
ielts-simon.com/ielts-help-and-engl …/ielts-listening/ লিঙ্ক
এর সব গুলো টাস্ক হেড ফোন ছাড়া শেষ
করতে চেষ্টা করেন !
এগুলো করার পর ২-৩ দিন হেড ফোন ছাড়া পার্ট ৩
এবং পার্ট ৪ অনুশীলন করার চেষ্টা করবেন।
এক্ষেত্রে যেটা করবেন, পার্ট ৩ এর প্রশ্ন
না দেখে পুরো ক্লিপ টা শুনবেন এবং নোট
নিবেন। অবশ্যই চেষ্টা করবেন মাথার
মধ্যে ইনফর্মেশন গুলো রাখার
এবং সাথে সাথে নোট নেয়ার চেষ্টা করবেন।
নোট নেয়া এবং মনোযোগ দিয়ে শোনা শেষ
হলে, উত্তর পত্র দেখবেন এবং উত্তর দেয়ার
চেষ্টা করবেন।
এটা খুব কঠিন মনে হলে, আপনি প্রথমে উপরের মতই
করবেন কিন্তু ক্লিপ শুরুর আগে প্রশ্ন দেখে নেবেন
৪০ সেকেন্ড এর মত, তারপর প্রশ্ন লুকিয়ে রাখবেন
এবং মাথায় রাখবেন আপনাকে কি শুনতে হবে।
তারপর পুরোটা শুনবেন এবং উত্তর গুলো নোট
হিসেবে লিখবেন । সবার শেষে উত্তরপত্র
নিয়ে আপনার নোট এবং মন থেকে অনুমান - এই দুই
মিলিয়ে উত্তর লিখুন।
এগুলোতে যদি কাজ না হয়, তাহলে একটু
অন্যধরনের অনুশীলন করতে পারেন ! TED TALK
অথবা BBC ইংরেজি খবর শোনার সময় মনোযোগ
বাড়াতে হবে। প্রথমে, হেড ফোন ছাড়া শুনবেন
এবং প্রতিটা বাক্য আপনার
ব্রেনকে দিয়ে প্রসেস করানো শিখান।যেমন,
(English arose in the Anglo-Saxon kingdoms of England and
what is now southeast Scotland)
এটা শুনলেন এবং খুব তাড়াতাড়ি ব্রেন প্রসেস
করতে পারে কিনা সেদিকে খেয়াল রাখবেন।
পরের লাইন শোনার আগেই আপনি অর্থ উদ্ধার
করা শিখান ব্রেনকে।
এটা নিয়মিত প্র্যাকটিস এর ব্যাপার ... যদি শব্দ
না বোঝেন, সেক্ষেত্রে অনুমান করার
চেষ্টা করেন। শেখার জন্য প্রতিদিন ১০-২০
মিনিটের জন্য একটা খেলা খেলার
চেষ্টা করেন। খেলার নিয়ম হলঃ লাইন এর অর্থ
বুঝতে হবে পরের লাইন শুরুর আগেই ! যখন
আপনি পারবেন, খাতাতে একটা দাগ দিবেন
এবং না পারলে ক্রস। এটা একটা চ্যালেঞ্জ
হিসেবে নেন এবং মজা করে করতে থাকুন ।
খেলা শেষে যদি ক্রস বেশি হয়,
তাহলে আপনি হেরে গেলেন
মিলিটারি প্রশিক্ষণ কিন্তু কঠিন হয়, তাই না ?
কেন? যাতে, ভবিষ্যতে ভালো করতে পারে ।
সেইরকম,এই অনুশীলন গুলো আপনার মনোযোগ
বাড়াবে যাতে করে আসল পরীক্ষাতে ভাল
করতে পারেন। আপনারা, এইরকম কয়দিন অনুশীলন
শেষে আবার হেড ফোন দিয়ে, প্রশ্ন
দেখে তারপর টেস্ট দিতে থাকবেন
এবং পরীক্ষাতে ও আপনি হেড ফোন
দিয়ে পরীক্ষা দিবেন।

02/01/2015
18/12/2014

# # আপনার স্বপ্ন কি ইঞ্জিনিয়ার হওয়া ? # #

চীন :-

বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ এখন চীন। Aeronautical Engineering এর জন্য চীন বিশ্বের সর্বশেষ্ঠ দেশ। তাছাড়া আপনি স্কলারশিপ সহ Mechanical, Hydrolic Engineering (HE), EEE, CSE, Civil Engineering এ পড়তে পারেন চীনের সরকারী বিশ্ববিদ্যালয় গুলোতে। বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকেও পড়ার খরচ কম এবং সারা পৃথিবী থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য চীনে আসার কারনে বাংলাদেশী Engineering-এ পড়তে ইচ্ছুক ছাত্র/ছাত্রীদের জন্য চীন উল্লেখযোগ্য।

Admission Time: March , September

খরচ :- ৬-১২ লাখ টাকা (৪ বছরে Hostel খরচসহ)

India :-

India B.Tech (Engineering) উপমহাদেশের অনেক বিখ্যাত।পরিসংখ্যান মতে 36% NASA Scientists এবং 38% Microsoft Engineers ইন্ডিয়ান। কম খরচে, উন্নত শিক্ষার কারনে India কেও রাখতে পারেন আপনার পছন্দের তালিকায়।

Admission Time: August/September (বছরে মা্ত্র ১ বার)তবে January তে English course সহ ভতি হবার সুযোগ রয়েছে।

খরচ :- ৩.৫-৮ লাখ টাকা (৪ বছরে)

মালয়েশিয়া :-

আপনি যদি Software Engineering, Electrical, Mechanical, Automobile, Computer, Aerospace, Engineereng পড়তে চান, তবে Malaysia কে বেছে নিতে পারেন। পড়াশুনার পাশাপাশি কাজের সুযোগ, ভিসার নিশ্চয়তা, Credit Transfer করে UK, Australia, USA তে যাবার সুযোগ থাকাতে মালয়েশিয়া এখন সবচেয়ে আকর্ষণীয় দেশ।

Admission Time: March, June, September.

খরচ :- ১০-১৫ লাখ টাকা (৩ বছরে)

# # আপনার স্বপ্ন কি ডাক্তার হওয়া ? # #

চীন :-

আপনার স্বপ্ন যদি হয় ডাক্তার হবার তবে চীন হতে পারে আপনার কাংখিত দেশ।

বাংলাদেশের প্রাইভেট মেডিকেলে পড়তে যেখানে ২৫-৪০ লাখ টাকা খরচ হয় সেখানে চীনের শত বছর পুরাতন সরকারী মেডিকেল ইউনিভার্সিটিগুলোতে আপনি বাংলাদেশের থেকেও কম খরচে বিশ্বমানের MBBS পড়তে পারেন। চীনের Medical Degree বাংলাদেশের Government এবং WHO কর্তৃক Approved Medical Degree। তবে বিদেশি স্টুডেন্টদের আসন সংখ্যা সীমিত এবং দেড়িতে সিদ্ধান্ত নেবার কারনে অনেক বাংলাদেশি স্টুডেন্টই চীনে MBBS পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

Admission Intake: March, September

আনুমানিক খরচ: ২০ থেকে ৩০ লাখ টাকা (৫ বছরে Hostel খরচ এবং Yearly Installment সুবিধা সহ)

# # আপনার স্বপ্ন কি BBA অথবা MBA নিয়ে পড়াশুনা করা? # #

আপনি যদি বিজনেস এ উচ্চ শিক্ষা নিতে চান তবে আপনার জন্য অনেক Option রয়েছে।

UK:-

বিজনেস পড়ার জন্য UK Best । এখান থেকে BBA এবং MBA করে আসতে পারেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশুনা করলে পার্টটাইম কাজের বৈধ অনুমতি পাওয়া যায় এবং UK এর Visa পাওয়া অন্যান্য যে কোন দেশের থেকে সহজ। UK তে বিশ্ববিদ্যালয় গুলোতে পড়তে আপনার বাৎসরিক ৬-৮ লাখ টাকা খরচ করতে হবে যা আপনি Part Time কাজ করে মেটাতে পারেন।এবং IELTS Min 5.5 থাকতে হবে। Bank Sponsor ১২-১৫ লাখ টাকা দেখাতে হবে।

মালয়েশিয়া :-

আপনি যদি IELTS করতে না চান এবং Bank Sponsor না দেখাতে চান তবে মালয়েশিয়াতে পড়তে পারেন এখানে আপনি UK এর Degree ই পাবেন UK এর অর্ধেক খরচে। ভিসার ব্যাপারেও অনিশ্চয়তা নেই। পার্টটাইম কাজের সুযোগ রয়েছে।
Admission Time: January, March, June, September.
খরচ :- ৭-১২ লাখ টাকা (৩বছরে)

India :-

IELTS এবং Bank Sponsor ছাড়া আপনি Apply করতে পারেন এবং সর্বনিম্ন খরচে India তে বিশ্বমানের শিক্ষা নিতে পারেন।

Admission Time: June–August.

খরচ :- ২-৫ লাখ টাকা (4বছরে)

Newzealand :-

NewZealand-এ আপনি Business এর উপর পড়াশুনা করতে পারেন এবং ৩ বছর পরে Citizenship এর জন্য Apply করতে পারেন। Newzealand-এ আপনার IELTS Min 5.5 থাকতে হবে এবং ব্যাংকে মিনিমাম ২৫ লাখ টাকা দেখাতে হবে। প্রথম বছর Tuition Fee Min ৯ লাখ টাকা লাগবে।

এছাড়া ইউরোপ এর দেশ Cyprus কেও আপনি Business পড়ার জন্য পছন্দের তালিকায় রাখতে পারেন। সহজে ভিসা, পার্ট টাইম কাজের সুযোগ এবং Permanent Residence এর সুযোগ থাকায় উচ্চশিক্ষার জন্য Cyprus এখন বেশ আকর্ষণীয়!!!

15/12/2014

Study BBA in UK, USA, Canada, New Zealand, India, Malaysia, China, Cyprus:-
বিবিএ [ BBA ] পড়তে চাচ্ছেন ? কোন দেশে কেমন সুযোগ ?

সারা পৃথিবীব্যাপী এখন ব্যাবসা বাণিজ্য প্রসারিত হচ্ছে । তৈরি হচ্ছে নবীন উদ্যোক্তরা । বিভিন্ন চাকুরির ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে ব্যাবসা প্রশাসনে পড়া গ্র্যাজুয়েটরা । এমনকি অন্য বিষয়ে পড়াশুনা করেও দক্ষতা বাড়ানোর জন্য শিক্ষার্থীরা এমবিএ করে নিচ্ছে ।

ক্রমবর্ধমান চাহিদার জন্য ব্যাবসায় শিক্ষার উপর পড়াশুনা এখন পৃথিবীব্যাপী অত্যন্ত জনপ্রিয় ।

যদি আপনি বিবিএ পড়তে চান তাহলে জেনে নিন বিভিন্ন দেশে কম খরচে পড়ার তথ্যঃ

মালয়েশিয়াঃ

প্রায় শতভাগ ভিসা সম্ভাবনা , কাজের সুযোগ, এবং গুণগত মান ভাল থাকার কারণে মালয়েশিয়া এই মুহূর্তে বিবিএ পড়ার জন্য সবচেয়ে আদর্শ জায়গা । এখানে পড়ার জন্য কোন আইএলটিএস বা ব্যাংক স্পন্সর এর প্রয়োজন নেই ।

খরচঃ
বিবিএ ৩ বছর ।
Lincoln University: প্রতি বছর ৯০০০ রিঙ্গিত, ১ রিঙ্গিত = ২৫ টাকা , ২ লক্ষ ২৫ হাজার টাকা প্রতি বছর ।

FTMS Global College: প্রতি সেমিস্টার ৭০০০ রিঙ্গিত , ১ রিঙ্গিত = ২৫ টাকা , ১ লক্ষ ৭৫ হাজার টাকা প্রতি সেমিস্টার ।

এছাড়া পড়তে পারবেন IIUM [ International Islamic University Of Malaysia ] , Segi University , Olympia , Victoria International , Elite , Greencity সহ মোট ২৩ টি বিশ্ববিদ্যালয়ে ।

চায়নাঃ

চীনে পড়ার জন্য কোন আই এল টি এস বা ব্যাংক স্পন্সর এর প্রয়োজন নেই । Xidian University এবং Three Goerges University তে ENGLISH MEDIUM এ বিশ্বমানের বিবিএ পড়তে পারবেন ।
বিবিএ ৪ বছর ।

খরচঃ প্রথম বছর ৪ লক্ষ টাকা । ২য় – ৪রথ বছর ২ লক্ষ টাকা [ per year ] । সর্বমোট ১০ লক্ষ টাকা লাগবে ৪ বছরে [ হোস্টেলসহ সকল খরচ ] ।

ভারতঃ

যদি কেউ সবনিম্ন খরচে বিবিএ পড়তে চায় তাহলে ভারত তার জন্য উপযুক্ত হতে পারে । বিবিএ ৩ বছর । কোন আইএলটিএস বা ব্যাংক স্পন্সর এর প্রয়োজন নেই।

বিবিএ এর জন্য বছরে সবনিম্ন টিউশন ফি হল বছরে ৭০ হাজার রুপি । মানে ৮৭ হাজার ৫০০ টাকা ।
শারদা ইউনিভার্সিটি , লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি সহ বেশ কিছু টপ রাঙ্কিং বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে ।

আমেরিকাঃ

পৃথিবীর অন্যতম সম্পদশালী দেশ আমেরিকা । এখানে বিবিএ পড়তে হলে আপনার যা প্রয়োজনঃ
১।
আইএলটিএসঃ আইএলটিএস ছাড়াও আবেদন করা যায় । ন্যূনতম ৫.৫
২।
ব্যাংক স্পন্সরঃ ন্যূনতম ২৫ লক্ষ টাকা ।
৩।
খরচঃ আমেরিকায় অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আপনি পড়তে পারবেন । বিশ্ববিদ্যালয়ভেদে ৪.৫ থেকে ৫ .৫ লক্ষ টাকা / per semester . কিন্তু জব করার সুযোগ থাকার কারণে কিছুটা টিউশন ফী নিজেই cover করা যায় ।
Virginia , Texas Wesleyan সহ বিভিন্ন স্টেট ইউনিভার্সিটি তে পড়তে পারবেন ।

ইংল্যান্ড [ UK ] :
লন্ডনকে বলা হয় পৃথিবীর রাজধানী । এখানে পড়ার জন্য আপনার যা যা লাগবেঃ
১।
আই এল টি এসঃ ৫.৫
২।
ব্যাংক স্পন্সরঃ ১২ – ১৪ লক্ষ টাকা ।
৩।
খরচঃ লন্ডনের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আপনি পড়তে পারবেন । যদি জব Permission সহ পড়তে চান, তাহলে আপনার সর্বনিম্ন খরচ হবে ৫,৭৫০ GBP Per Year . মানে ৭ লক্ষ ৮৭ হাজার ৭৫০ টাকা ।

এছাড়া সামর্থ্য থাকলে নিউজিল্যান্ড , অস্ট্রেলিয়া ও কানাডায় বিবিএ পড়তে পারবেন।

14/12/2014

পড়াশুনার সাথে স্থায়ী বসবাসের সুযোগ দিচ্ছে পৃথিবীর তৃতীয় স্বর্গীয় দেশ NEW ZEALAND!

পৃথিবীর অন্যতম দুর্নীতিমুক্ত ,শান্তিপূর্ণ দেশ NEW ZEALAND । চমৎকার প্রাকৃতিক পরিবেশ পরিমণ্ডিত এই দেশটি এখন সেখানকার শিক্ষার্থীদের জন্য Permanent Residence এর সুযোগ উম্মুক্ত করেছে । তাই এটি এখন অনেকেরই পছন্দের শীর্ষ তালিকায় ।

জেনে নিন প্রয়োজনীয় তথ্যঃ
কেন যাবেন ?

@ Holiday ছাড়াই সপ্তাহে ২০ ঘণ্টা কাজের সুযোগ। প্রতি ঘণ্টায় আয় ন্যূনত্ম ১৪.২৫ NZ Dollar .
@ পড়াশুনার ২ বছর পর পাবেন ২ বছরের কাজের অনুমতি । ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনি Permanent Residence এর জন্য করতে APPLY পারবেন।
@ NEW ZEALAND এর Permanent Residence আর Australia এর Permanent Residence সম মানের । তাই আপনি NZ এর PR পেলে AUS এর PR সম মানের সকল সুবিধা উপভোগ করতে পারবেন।

কোর্সের তথ্যঃ
আন্তর্জাতিক মানের উন্নত পড়াশুনার জন্য আপনার পাশে থাকছেঃ NTEC , NEW ZEALAND .

কোর্স ৪ লেভেলঃ
@ লেভেল ৫ ঃ এইচ এস সি পাশ কারীরা আবেদন করতে পারবেন।
@ লেভেল ৬ ঃ অনার্স এবং বি বি এর ২য় এবং ৩য় বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
@ লেভেল ৭ ঃ যারা গ্রাজুয়েশন শেষ করেছেন তারা আবেদন করতে পারবেন।
বিষয়ঃ
ডিপ্লোমা ইন বিজনিস [ For Commerce and Arts Students ]
ডিপ্লোমা ইন IT [ For Science Students ]
এগুলো ২ বছরের কোর্স ।

কোর্স ফিঃ
@ 16700 NZ Dollar For Buisness Diploma
@ 18200 NZ Dollar for IT Diploma
আন্তর্জাতিক মানের এই কোর্স গুলো আপনাকে করে তুলবে আত্মবিশ্বাসী এবং দক্ষ ।

*** সব কোর্স এবং টিউশন ফি আপনাকে ভিসা পাওয়ার পরে দিতে হবে ।

পদক্ষেপ সমূহঃ
@ আপনার সকল Academic Documents জমা দিতে হবে।
@ NZ এর জন্য সকল Documents জমা দেয়ার ২-৩ দিনের মধ্যে Offer Letter আসে ।
@ Offer Letter আসার পর আপনাকে Police Clearance Certificate জমা দিতে হবে ।
@ এর পর মেডিক্যাল করাতে হবে ডাঃ ওহাব , বারিধারা , এতে ১০০০ টাকা লাগবে ।
@ এর পর আপনাকে 252 USD Bank Draft করতে হবে NZ Embassy Fee হিসেবে যা বাংলাদেশী টাকায় ২৪২০০ টাকার সমান। [ ব্যাংক খরচ সহ ]
@ Student কে ৩৩ লক্ষ টাকা বাঙ্কে রাখতে হবে [ First Blood Relative ] কারো Bank Account এ।
@ Documents গুলো Embassy তে জমা হওয়ার পর Student কে Over Phone এ Embassy থেকে একটা Interview নেওয়া হবে । Embassy আপনাকে পরবর্তী পদক্ষেপ এর বিষয়ে guide করবে ।
@ Approval Letter পাওয়ার পর ১ বছরের টিউশন ফী NZ এ Bank এর মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
@ ঠিক এই সময়ে Student Passport Embassy তে পাঠাতে হবে Visa Sticker এর জন্য

14/12/2014

আপনি কি বিদেশে উচ্চশিক্ষা নিয়ে ভাবছেন? তবে জেনে নিন আপনার Study Option সমুহঃ

China:

আপনি যদি MBBS/ Engineering/ BBA নিয়ে পড়তে চান তবে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ চায়না হতে পারে আপনার প্রথম পছন্দ।

@ চায়নার পড়াশুনার মাধ্যম ইংরেজি এবং সকল বিশ্ববিদ্যালয় সরকারী।
@ চায়নার সরকারী বিশ্ববিদ্যালয়ে Engineering এবং BBA - তে টিউশন ফি এর উপর শতভাগ Scholarship পাওয়া যায়।
@ চায়নাতে বাংলাদেশের প্রাইভেট মেডিক্যাল কলেজ থেকেও কম খরচে MBBS নিয়ে পড়াশুনা করা যায়।
@ চায়নার MBBS ডিগ্রী WHO এবং বাংলাদেশ গভঃ কর্তৃক অনুমদিত।
চায়নাতে March, 2015 Intake - এ Admission চলছে। আসন সংখ্যা সীমিত।

India:

আপনি যদি সর্বনিম্ন খরচে মানসম্মত শিক্ষা নিতে চান তবে পাশের দেশ ইন্ডিয়া থাকতে পারে আপনার পছন্দের তালিকায়।

@ Engineering, BBA, MBA, Law, Architecture, Journalism, Tourism, Fashion Design – প্রভৃতি সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।

Malaysia:

আপনি যদি IELTS অথবা Bank sponsor দেখাতে না পারেন এবং আপনি যদি Credit Transfer করে ২য় বা ৩য় বছরে UK, USA, Canada তে যেতে চান তাহলে মালয়েশিয়া থাকতে পারে আপনার পছন্দের সংক্ষিপ্ত তালিক
@ মালয়েশিয়ায় ভর্তি/ভিসা প্রক্রিয়ায় মিনিমাম ৩ মাস সময়ের দরকার হয়। তাই Jan/Feb Intake - এ ভর্তি হতে হলে November 2014 এর মধ্যে Admission নিতে হবে।
@ আপনি যদি মাত্র ২ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে Job এর সুযোগ সহ মালয়েশিয়া যেতে চান তাহলে আমাদের হাতে বেশ কিছু কলেজ রয়েছে যেখানে আপনি Diploma/Certificate Course করতে পারেন। পাশাপাশি Job করে কিছু Extra Income করতে পারেন।

New Zealand:

আপনার উদ্দেশ্য যদি হয় একটি উন্নত দেশে Settle হওয়া তাহলে New Zealand- কে আপনি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন।

@ NZ-এ তিন বছরের মধ্যে Settlement (PR) পাওয়া যায়।
@ IELTS ছাড়াও Apply করা যায়।
@ Tuition Fee ভিসার পরে দিতে হয়।
@ভিসা প্রক্রিয়া সহজ এবং ৩ মাসের মধ্যে সম্পন্ন হয়।
@ প্রতি ২ মাস পরপর Intake রয়েছে।

Cyprus:

আপনি যদি IELTS ছাড়া ইউরোপের কোন দেশে যেতে চান তাহলে সাইপ্রাস থাকতে পারে আপনার পছন্দের তালিকায়।

@ কোন Interview face করতে হয় না।
@ Tuition Fee ভিসার পরে দেওয়ার সুযোগ রয়েছে।
@ নতুন নিয়মে ভিসা পদ্ধতি সহজ।
@ কাজের সুযোগ রয়েছে।
@ অন্যান্য ইউরোপিয়ান দেশে Credit Transfer- এর সুযোগ রয়েছে।
@ June 2015 Intake এর Admission প্রক্রিয়া চলছে।

Canada:

আপনার উদ্দেশ্য যদি হয় World এর শীর্ষ একটি ইউনিভার্সিটি থেকে Bachelor অথবা Masters করার এবং পরবর্তীতে স্থায়ীভাবে সে দেশে বসবাস করার সুযোগ তাহলে আপনি বেছে নিতে পারেন Canada কে।

@ University টি Canada এর Vancouver নামক জায়গায় অবস্থিত।
Fees তুলনামূলকভাবে কম।
@ IELTS Requirement 6 (Low IELTS holders can apply with English course)
@ Intakes: January/April/July/September
@ পড়াশুনা শেষে Permanent Residence এর সুযোগ।
@ পড়াশুনা অবস্থায় Weekly 20 Hours কাজের সুযোগ।

UK/USA:

আপনার যদি IELTS করা থাকে (Min 5.5) তাহলে আপনি UK/USA তে উচ্চশিক্ষার সুযোগ নিতে পারেন।

@ UK/USA এর অধিকাংশ ইউনিভার্সিটি World Ranking- প্রাপ্ত।
@ Jan/Feb 2015 Intake এর Admission চলছে।
@ Documents- OK থাকলে UK এর ভিসা অনেকটাই নিশ্চিত

10/12/2014

IELTS Reading: 6 tips

How can you improve your reading? Here are 6 tips:

1.If you want to improve your reading, the first thing to do is read a lot. There are no shortcuts or secret techniques; you will only improve with time and practice.
2.Anything you read in English is good practice, so read about subjects that interest you. Try to enjoy reading in English.
3.English is the most used language on the Internet. Whenever you search for information on the net, try searching in English first.
4.Remember that "understanding is not the same as using". Keep a notebook with useful words and phrases that you find when you're reading, and try using them in your own sentences.
5.Apart from reading things that interest you, you also need to read lots of IELTS passages. If you've done all of the tests in the Cambridge books, read the passages again without doing the questions. Use a dictionary, take notes, and try to fully understand each passage.
6.Another way to use the Cambridge tests is to look at the correct answers to each question first. Your task is to find out why those answers are correct by analysing the passage carefully and finding the 'keywords'.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Studentvisa4you.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share