Tawaf Hajj International

  • Home
  • Tawaf Hajj International

Tawaf Hajj International Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tawaf Hajj International, Travel Company, .

02/12/2023

Tayef e burir bari

01/12/2023

At HARAM WITH KA’BA🕋

30/11/2023

Jabale Noor ✨

30/11/2023
30/11/2023

We’re now at Arafat

23/11/2023
সম্মানিত হজ্জ ও উমরাহ যাত্রীদের উন্নত সেবা প্রদানের প্রত্যাশা নিয়ে অন্যান্য বছরের ন্যায় আমরা এ বছরও পবিত্র কাবা ও মদিন...
23/11/2023

সম্মানিত হজ্জ ও উমরাহ যাত্রীদের উন্নত সেবা প্রদানের প্রত্যাশা নিয়ে অন্যান্য বছরের ন্যায় আমরা এ বছরও পবিত্র কাবা ও মদিনা শরীফের কাছাকাছি ৩ তারকা, ৪ তারকা এবং ৫ তারকা হোটেল সমূহ ও স্বল্প খরচে অন্যান্য আকর্ষণীয় প্যাকেজের ব্যবস্থা করছি। হজ্জ রেজিস্ট্রেশন এর কার্যক্রম শুরু হয়েছে

উমরাহ প্যাকেজ অফার
♦ উমরাহ সফরের বিস্তারিত বিবরণ
👉 সফরের সময় : (ডিসেম্বর Dt. 07, 13, 20, ২০২৩)
👉 সফরের মেয়াদকাল : ১৪দিন।
ফুল প্যাকেজ 1,35,০০০/- টাকা
♦ প্যাকেজের অন্তর্ভুক্ত
✅ রিটার্ন এয়ার টিকেট।
✅ ওমরাহ ভিসা।
✅ হেলথ ইনস্যুরেন্স।
✅ মক্কা-মদিনা হোটেল।
✅ সকল ট্রান্সপোর্ট : জেদ্দা – মক্কা – মদিনা।
✅ মক্কায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন– জিয়ারা।
✅ মদিনায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন– জিয়ারা।
✅ তিন বেলা বাঙালি সুস্বাদু খাবার।
(খাবার নিতে না চাইলে প্যাকেজ মূল্য ০৫ হাজার টাকা কমবে)।
✅ অভিজ্ঞ আলেম মুয়াল্লিমের তত্ত্বাবধান ও গাইড।
♦ ওমরাহ বুকিং করার জন্য লাগবে–
১. মূল পাসপোর্ট, অথবা মূল পাসপোর্টের স্ক্যান কপি।
পবিত্র উমরাহ্‌ পালনে আমরা আছি আপনার পাশে উমরাহ্‌ ভিসা করান মাত্র ১৯,০০০/- টাকায়।
প্রয়োজনীয় ডকুমেন্টস:
১। পাসপোর্ট (স্ক্যান কপি)
২। ছবি (স্ক্যান কপি)
৩। বায়োমেট্রিক আমরা করে দিবো।
☑️ ঢাকা - জেদ্দা - মাদিনা - ঢাকা এয়ার টিকেটে পাবেন স্পেশাল ডিসকাউন্ট।
☑️ ফুল প্যাকেজ আছে ডিসেম্বর মাসে/ রোজা ও ঈদ এ। Tawaf Hajj International
Peramount heights, purana polton, Dhaka,

Cell ; 01738624669, 01711585816

আলহামদুলিল্লাহ।  আল্লাহ পাক চাইলে সব কিছুই সম্ভব।  মাশা আল্লাহ  আল্লাহর ঘর মেহমান কে তাওয়াফ করার তৌফিক দান করেছেন।
08/10/2023

আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চাইলে সব কিছুই সম্ভব। মাশা আল্লাহ আল্লাহর ঘর মেহমান কে তাওয়াফ করার তৌফিক দান করেছেন।

মদিনায় মহানবির (সা.) রওজা জিয়ারতে নতুন আচরণবিধি নির্ধারণ করে দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।বৃহস্পতিবার (৫ অক্ট...
08/10/2023

মদিনায় মহানবির (সা.) রওজা জিয়ারতে নতুন আচরণবিধি নির্ধারণ করে দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, মদিনায় মহানবির (সা.) রওজা শরিফে পৌঁছানোর আগেই দর্শনার্থীদের আসন সংরক্ষণের জন্য আবেদন করতে হবে। এরপর নির্দিষ্ট সময়ে সেখানে উপস্থিত হতে হবে। নবিজির (সা.) রওজা এলাকায় উচ্চস্বরে কথা বলা যাবে না। এ ছাড়া বাইরে থেকে খাবার নিয়ে যাওয়া, ছবি তোলা, ভিডিও করা ও বাড়তি সময় অবস্থান করা যাবে না।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত সপ্তাহে প্রায় ৫৫ লাখ মুসলিম মসজিদে নববির উদ্দেশ্যে যাত্রা করেছে। এ সময়ে মহানবির (সা.) রওজা শরিফ জিয়ারত করেছেন ২ লাখ ৩৬ হাজারের বেশি মুসল্লি। এরমধ্যে ১ লাখ ১৭ হাজার ৪৪৭ জন পুরুষ এবং ১ লাখ ১৯ হাজার ৫২৬ জন নারী।

জুম্মা মোবারাক ❤️আজ জুম্মার নামাজের কিছু স্থীর চিত্র।😍Alhamdulillah
08/10/2023

জুম্মা মোবারাক ❤️

আজ জুম্মার নামাজের কিছু স্থীর চিত্র।😍

Alhamdulillah

এক প্যাকেজে ২টি দেশ ভ্রমণ। বাজেটে আটকে যাবে না ভ্রমণের ইচ্ছা। উমরার সাথে দুবাই ভ্রমণের সুবর্ণসুযাগ মিস করবেন কেন? আপনার ...
04/10/2023

এক প্যাকেজে ২টি দেশ ভ্রমণ। বাজেটে আটকে যাবে না ভ্রমণের ইচ্ছা। উমরার সাথে দুবাই ভ্রমণের সুবর্ণসুযাগ মিস করবেন কেন? আপনার আসনটি নিশ্চিৎ করতে আজই যোগাযোগ করুন।

চাহিদা অনুযায়ী উমরাহ প্যাকেজ বুকিং করুন এবং আপনার যাত্রাকে করুন ভাবনাহীন। উমরাহ্ বুকিং এর জন্য আজই যোগাযাগ করুন আজওয়াহ হজ্জ এজেন্সিতে। কল করুন স্ক্রিনে থাকা নাম্বারে অথবা সরাসরি চলে আসুন অফিসে।

দুবাই’সহ উমরাহ প্যাকেজ
♦ অক্টোবর মাসে
♦ ১৪ দিনের সফর
প্যাকেজ চার্জ- (সময় এবং চাহিদার উপর বিবেচিত হবে)

দুবাই’সহ উমরাহ্‌ প্যাকেজের অন্তর্ভুক্ত___
♦ ২ দেশের রিটার্ন এয়ার টিকেট।
♦ ২ দেশের ভিসা।
♦ মক্কা, মদিনা ও ‍দুবাই হোটেল।
♦ সকল ট্রান্সপোর্টঃ জেদ্দা – মক্কা – মদিনা।
♦ মক্কায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন - জিয়ারা।
♦ মদিনায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন – জিয়ারা।
♦ উমরাহ্’র বাংলাদেশী গাইড।
♦ খাবার সহ বা খাবার ছাড়া উভয় ভাবে দেওয়া যাবে।

দুবাই’সহ উমরাহ্‌ প্যাকেজে আমাদের হোটেল___
ইকনোমি এবং স্ট্যান্ডার্ড প্যাকেজঃ
♦ মক্কা – ৩★ হোটেল (৩০০- ৫০০ মিটারের মধ্যে)।
মাক্কাহ্ হোটেলে এর নামঃ
মাথের আল-জাওয়ার/ আব্দুল্লাহ গাম্মাস/ ফাজার আল-বাদী ০৪/ ছারওয়াত আল-হুদা/ সিমিলার।
♦ মদিনা – ৩★ হোটেল (২০০-৩০০ মিটারের মধ্যে)।
মাদীনা হোটেল এর নামঃ
কারাম আল-হিযাজ‌/ কারাম সিলভার/ আরজোওয়ান গুল্ডেন/ গেস্ট ওআইসিস/ সিমিলার।
♦ দুবাই – ৩★ হোটেল

উমরাহ বুকিং করার জন্য যা যা লাগবে__
১. মূল পাসপোর্ট।
২. NID কার্ডের ফটোকপি।
৩. ব্যাংক স্টেটমেন্ট।
৪. ৪ কপি ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)।
৫. বুকিং মানিঃ প্যাকেজ মূল্যের ৫০%।
* ৩০% টাকা টিকেট কনফার্ম করার সময় বাকি ২০% টাকা সবকিছু বুঝে নেওয়ার সময় পরিশোধ করতে হবে।

যোগাযোগ করুন:
01738624669
ইমেইল:[email protected]

#দুবাইসহ_উমরাহ #হজ্জ_এজেন্সি #হজ্বের_পরে_উমরাহ

আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের অক্টোবর নভেম্বর মাসের ওমরাহ গ্রুপের ফ্লাইট সিডিউল সম্পূর্ণ করেছি।আপনারা আমাদের সি...
04/10/2023

আসসালামু আলাইকুম

আলহামদুলিল্লাহ আমাদের অক্টোবর নভেম্বর মাসের ওমরাহ গ্রুপের ফ্লাইট সিডিউল সম্পূর্ণ করেছি।আপনারা আমাদের সিডিউলের আপনাদের পছন্দ তারিখ মোতাবেক ওমরা করতে পারবেন ইনশাআল্লাহ।

আমার গ্রুপের জন্য পাসপোর্ট জমা নেয়া শুরু হয়েছে ।

আপনারা যারা আমার সাথে গ্রুপে যেতে চান, দ্রুত যোগাযোগ করুন অথবা অফিসে আসুন।
আমাদের বিভিন্ন প্যাকেজ রয়েছে ,যেটা আপনার বাজেটের মধ্যে থাকে সেই প্যাকেজ নিয়ে আল্লাহর ঘরে ওমরার উদ্দেশ্যে চলুন।

একটু আগের থেকে সিদ্ধান্ত করলে সুন্দরভাবে আপনি আপনার উমরাহ পালন করতে পারেন। শেষ সময় তারাহুরো করে সিদ্ধান্ত নেয়া কষ্টকর হয়।

যারা কয়েকজন মিলে বা ফ্যামেলি সহ সাথে বয়স্ক পিতা মাতা কে নিয়ে ওমরাহ করতে চান, তাদের জন্য আমাদের অভিজ্ঞ মোয়াল্লেম মাধ্যমে সেবা প্রদানের সুব্যবস্থা আছে ।

আল্লাহ তায়ালা আমাদের উমরাহ কবুল করুন
আমিন।

হজ্ব ২০২৪ প্রাক নিবন্ধন চলছে - নিবন্ধন করতে যা প্রয়োজন।
১- NID Number
২- মোবাইল নম্বর
৩- ৩০,৭৫২ টাকা ( সরকার নিরধারিত ফি )

01738624669

Assalamualaikum everyone
04/10/2023

Assalamualaikum everyone

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Tawaf Hajj International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share