Al Arafah Overseas

  • Home
  • Al Arafah Overseas

Al Arafah Overseas A Hajj-Umrah, Air Ticketing, Visa Processing Company

06/01/2024
13/04/2022

চলতি হজ্জ মৌসুমে বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন ধর্ম প্রাণ মুসলমান পবিত্র হজ্জে যেতে পারবেন ইনশা’আল্লাহ।

মুলতাযামএখানে দোয়া কবুল হয়। কাবার দরজা ও হাজরে আসওয়াদের মাঝের জায়গাকে ‘মুলতাযাম’ বলা হয়। ভীড়ের সময় দুর্বলদের এ-জায়গার কা...
12/11/2021

মুলতাযাম
এখানে দোয়া কবুল হয়।
কাবার দরজা ও হাজরে আসওয়াদের মাঝের জায়গাকে ‘মুলতাযাম’ বলা হয়। ভীড়ের সময় দুর্বলদের এ-জায়গার কাছে ঘেঁষাই কঠিন হয়ে পড়ে।
আল্লাহর কাছে দোয়া করলে, তিনি একটা রাস্তা ঠিকই বের করে দেন।
ইয়া রাব্বাল কাবা! বারবার আপনার বায়তুল্লাহর যেয়ারত নসীব করুন। আমীন।

আপনি কি  এ বছর (২০২১ খ্রি:) ওমরাহ পালন করতে ইচ্ছুক?জেনে রাখা জরুরী যে, এবছর ওমরাহ পালন বিষয়ে পূর্ণাঙ্গ নিতিমালা এখনো প্র...
03/08/2021

আপনি কি এ বছর (২০২১ খ্রি:) ওমরাহ পালন করতে ইচ্ছুক?

জেনে রাখা জরুরী যে, এবছর ওমরাহ পালন বিষয়ে পূর্ণাঙ্গ নিতিমালা এখনো প্রকাশ করা হয়নি।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, হজ মৌসুম শেষ হওয়ায় উমরাহ্ পালনের জন্য রোববার থেকে ইসলামিক পবিত্র স্থাপনাগুলো পুনরায় খুলে দিয়েছে সৌদি আরব। মক্কার পবিত্র মসজিদুল হারামের ব্যবস্থাপনা সম্পর্কিত উপ-প্রধান সাদ বিন মোহাম্মদ আল-মুহাইমিদ রোববার জানান, ‘ইবাদতকারী ও উমরাহ্ পালনকারীদের গ্রহণে প্রস্তুত পবিত্র মসজিদুল হারাম।

ওমরাহ পালনের অনুমতি প্রাপ্তির জন্য প্রাথমিকভাবে কিছু শর্তারোপ করা হয়েছে:
করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১ লা মুহাররাম ১৪৪৩ হিজরী মোতাবেক ১০ অগাষ্ট ২০২১ ঈসায়ী থেকে সৌদী আরব পুনরায় আন্তর্জাতিক উমরা খোলার ঘোষণা দিয়েছে।
গ্রহণযোগ্যতা এবং শর্ত সমূহ:-
নয়টি দেশ ছাড়া বাকি সব দেশ সরাসরি উমরার ফ্লাইট পাঠাতে পারবে।
এক্ষেত্রে শর্ত হলো কোভিড ১৯ প্রতিরোধী টিকা পুর্ণ ডোজ গ্রহণ করতে হবে। গ্রহণযোগ্য টিকা সমূহ হলো:- ফাইজার, মোডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন এন্ড জনসন।
(চীনের আবিষ্কৃত টিকা পুর্ণ ডোজ গ্রহণের পর যদি বোস্টার ডোজ হিসেবে উপরোক্ত টিকাগুলোর কোনো একটি নিয়ে থাকেন তাহলে তা গ্রহণযোগ্য হবে অন্যথায় নয়।)
উমরা যাত্রীর বয়স ১৮ বছরের উপরে হতে হবে এর নিচে গ্রহণযোগ্য নয়।

নিষিদ্ধ নয়টি দেশ হলো:- ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, তুর্কি, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং লেবানন। উল্লেখিত দেশগুলো থেকে উমরায় আসতে হলে তৃতীয় কোনো দেশে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টাইন করে তারপর আসতে হবে। এক্ষেত্রেও ভ্যাক্সিনের শর্ত বহাল থাকবে।

প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করতেই পারেন। সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে:
# পাসপোর্টের মেয়াদ আছে কি নেই চেক করুন ( যাত্রার দিন থেকে পরবর্তী ৬ মাস পর্যন্ত মেয়াদ থাকতে হবে)।
# করোনা ভ্যাকসিনের পূর্ণডোজ গ্রহণ করুন।
# নিজেকে শারিরিকভাবে সুস্থ্য রাখুন।

বিস্তারিত জানার জন্য অপেক্ষা করুন। প্রয়োজনে আমাদের সাথে কানেক্ট থাকুন। আপডেট সব তথ্য আমরা যথাসময়ে আপনাকে জানিয়ে দেবো, ইনশা’আল্লাহ।

আল্লাহ্ সবকিছু দ্রুত স্বাভাবিক করে দিন, উমরাহ এর কার্যক্রম সহজ করে দিন এবং কবুল করে নিন. আমীন।

 #সদ্যপ্রাপ্ত_সংবাদঃসৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আন্তর্জাতিক বিমান চলাচলের উপর ...
03/01/2021

#সদ্যপ্রাপ্ত_সংবাদঃ

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আন্তর্জাতিক বিমান চলাচলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
আকাশপথ ,স্থলপথ ও সমুদ্র বন্দর দিয়ে সৌদি আরবের সকল কার্যক্রম আজ সকাল ১১ টা থেকে যথারীতি আবার শুরু হবে ইন শা আল্লাহ।

"Inside the Haramain" aims to provide you with news, updates, pictures, videos regarding the happenings of the Haramain Sharifain

পবিত্র উমরাহ পালন নিয়ে প্রতারিত না হওয়ার পরামর্শ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের
09/10/2020

পবিত্র উমরাহ পালন নিয়ে
প্রতারিত না হওয়ার পরামর্শ
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে পবিত্র ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ার প্রচারণা বিষয়ে সতর্কতা অবলম্বনে.....

31/07/2020
Haramain Sharifain

Haramain Sharifain

EID AL ADHA 2020 Salah from Masjid Al Haram, Makkah

Imam: Sheikh Abdullah Awad Al Juhany

31/07/2020
Haramain Servant

Haramain Servant

𝐋𝐢𝐯𝐞 : 𝐇𝐚𝐣𝐣 𝟏𝟒𝟒𝟏 ᴴᴰ

24/06/2020
হজযাত্রীদের নিয়ে যেসব সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয় | banglatribune.com

#হজযাত্রীদের নিয়ে যে সকল সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

হজের জন্য চলতি বছরের (২০২০) প্রাক-নিবন্ধন এবং নিবন্ধন যথারীতি ২০২১ (১৪৪২ হিজরি) সালের প্রাক নিবন্ধন এবং নিবন্ধন হিসেবে কার্যকর রাখাসহ আরও কিছু সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বুধবার (২৪ জুন) ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো নুরুল ইসলামের সভাপতিত্বে এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে, আগামী বছর ২০২১ সালে কোনও কারণে হজ প্যাকেজের ব্যয় বৃদ্ধি বা হ্রাস পেলে তা বর্তমানে হজযাত্রীর জমাকৃত অর্থের সঙ্গে সমন্বয় করা হবে।

কোনও হজযাত্রী নিবন্ধন বাতিল করলে একইসঙ্গে তার প্রাক নিবন্ধনও বাতিল হয়ে যাবে এবং তাকে নতুন করে প্রাক-নিবন্ধন করে হজে যেতে হবে।

কোনও হজযাত্রী হজের টাকা উত্তোলন করতে চাইলে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য তিনি অনলাইনে মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করবেন এবং কোনও প্রকার সার্ভিস চার্জ কাটা ছাড়াই তাকে তার পুরো অর্থ ফেরত দেওয়া হবে। এক্ষেত্রে তার প্রাক নিবন্ধন বাতিল হয়ে যাবে এবং হজে যেতে চাইলে নতুন করে প্রাক নিবন্ধন করতে হবে।

বেসরকারি হজ ব্যবস্থাপনার হজযাত্রীরা নিবন্ধন বাতিল করে টাকা উত্তোলন করতে চাইলে তাদের হজ এজেন্সির মাধ্যমে অনলাইনে আবেদন করবেন। মন্ত্রণালয় তা অনুমোদন করা সাপেক্ষে হজ এজেন্সির মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে তাদের জমাকৃত অর্থ গ্রহণ করবেন।

সরকারি অথবা বেসরকারি ব্যবস্থাপনাযর যেসব হজযাত্রী তাদের জমাকৃত নিবন্ধনের টাকা তুলতে চান তাদের আগামী ১২ জুলাইয়ের (২০২০) পর আবেদন করতে হবে।

সভায় মরহুম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য, এই মুহূর্তে যারা সৌদি আরবে অবস্থান করছেন এ বছর শুধু তারাই হজে অংশগ্রহণ করতে পারবেন বলে সিদ্ধান্ত দিয়েছে দেশটির সরকার। করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে সৌদি আরবের এমন ঘোষণার পর ধর্ম মন্ত্রণালয় জানায়, চলতি বছর হজে যাওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন এবং টাকা জমা দিয়েছেন তারা চাইলে তাদের জমা দেওয়া টাকা যে কোনও সময় ফেরত নিতে পারবেন।

আরও পড়ুন-
জমা টাকা ফেরত নিতে পারবেন নিবন্ধিত হজযাত্রীরা

এবার একহাজারের কম মানুষ হজ করতে পারবেন



/জেইউ/এফএস/

700
বিষয়: জাতীয়টপ স্টোরিজ
*** বাংলা ট্রিবিউন সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

সম্পর্কিত
করোনার প্রভাব মোকাবিলায় কৃষিতে বড় প্রকল্প গ্রহণের নির্দেশ
করোনার প্রভাব মোকাবিলায় কৃষিতে বড় প্রকল্প গ্রহণের নির্দেশ
ঈদের পর ৩০ দিনে করোনায় হাজারের ওপরে মৃত্যু
ঈদের পর ৩০ দিনে করোনায় হাজারের ওপরে মৃত্যু
করোনায় মৃতের তালিকায় আরও ৩৭ জন
করোনায় মৃতের তালিকায় আরও ৩৭ জন
দেশের ৪ জেলায় করোনায় মারা যায়নি কেউ!
দেশের ৪ জেলায় করোনায় মারা যায়নি কেউ!
বাংলাদেশ থেকে প্যারিসের পথে ২৪৬ যাত্রী
বাংলাদেশ থেকে প্যারিসের পথে ২৪৬ যাত্রী
‘লকডাউনেই হবে সংক্রমণের গতিরোধ’
‘লকডাউনেই হবে সংক্রমণের গতিরোধ’
ভয়াবহ বন্যা, তৎপর বঙ্গবন্ধু
ভয়াবহ বন্যা, তৎপর বঙ্গবন্ধু
করোনায় পুলিশ সদস্যদের জন্য যত উদ্যোগ
করোনায় পুলিশ সদস্যদের জন্য যত উদ্যোগ
মোবাইল ও ইন্টারনেট সেবায় শুল্ক না বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
মোবাইল ও ইন্টারনেট সেবায় শুল্ক না বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
এমপি আটকের ঘটনা দেশের জন্য অসম্মানজনক: পররাষ্ট্রমন্ত্রী
এমপি আটকের ঘটনা দেশের জন্য অসম্মানজনক: পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ
ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণ এখন বেশি ঐক্যবদ্ধ: ফখরুল
ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণ এখন বেশি ঐক্যবদ্ধ: ফখরুল
করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট: জেকেজিকে বাদ দিলো স্বাস্থ্য অফিদতর
করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট: জেকেজিকে বাদ দিলো স্বাস্থ্য অফিদতর
করোনার প্রভাব মোকাবিলায় কৃষিতে বড় প্রকল্প গ্রহণের নির্দেশ
করোনার প্রভাব মোকাবিলায় কৃষিতে বড় প্রকল্প গ্রহণের নির্দেশ
বাড়ির কাছে গিয়ে পুকুরে পড়লো লাশবাহী অ্যাম্বুলেন্স
বাড়ির কাছে গিয়ে পুকুরে পড়লো লাশবাহী অ্যাম্বুলেন্স
সাংবাদিক কাজলের জামিন নামঞ্জুর
সাংবাদিক কাজলের জামিন নামঞ্জুর
আইনজীবীদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে মনিটরিং কমিটি গঠনের নির্দেশ
আইনজীবীদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে মনিটরিং কমিটি গঠনের নির্দেশ
ওয়েব সিরিজ মানে কি অশ্লীলতা?
মতামত
ওয়েব সিরিজ মানে কি অশ্লীলতা?
দেশের প্রথম ‘নারী প্রকৌশলী সম্মেলন’ অনলাইনে অনুষ্ঠিত
দেশের প্রথম ‘নারী প্রকৌশলী সম্মেলন’ অনলাইনে অনুষ্ঠিত
মানুষের ভুলে বিধ্বস্ত হয় পাকিস্তানের সেই বিমান
মানুষের ভুলে বিধ্বস্ত হয় পাকিস্তানের সেই বিমান
‘নিয়মিত কোর্ট’ খুলে দেওয়ার দাবিতে আইনজীবীদের মানববন্ধন
‘নিয়মিত কোর্ট’ খুলে দেওয়ার দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সর্বাধিক পঠিত
সর্বশেষ
অবশেষে চীন-ভারত সমঝোতা
র‌্যাব কর্মকর্তা নাজমুস পলাতক, বাদীকে হুমকির অভিযোগ
জুলাই থেকে গ্যাস বিল অনলাইনে
ভুয়া বিজ্ঞাপন দিয়ে লোক নিয়োগ, চাকরি হলেও হতো না বেতন!
‘ভার্চুয়াল ক্লাসরুম’ অ্যাপে যুক্ত থাকবে দেশের সব বিশ্ববিদ্যালয়
দেশের ৪ জেলায় করোনায় মারা যায়নি কেউ!
নর্থ মেসিডোনিয়ার ট্রাকে ৬৪ বাংলাদেশি অভিবাসী
‘৭ দিনে করোনা সারাবে’ রামদেবের ওষুধ!
এমপি আটকের ঘটনা দেশের জন্য অসম্মানজনক: পররাষ্ট্রমন্ত্রী
এনজিও’র ঋণ ফেরতের সময় বাড়লো সেপ্টেম্বর পর্যন্ত
সকল সর্বাধিক পঠিত

এ বিভাগের অন্যান্য সংবাদ
করোনার প্রভাব মোকাবিলায় কৃষিতে বড় প্রকল্প গ্রহণের নির্দেশ
ঈদের পর ৩০ দিনে করোনায় হাজারের ওপরে মৃত্যু
হজযাত্রীদের নিয়ে যেসব সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়
করোনায় মৃতের তালিকায় আরও ৩৭ জন
দেশের ৪ জেলায় করোনায় মারা যায়নি কেউ!
বাংলাদেশ থেকে প্যারিসের পথে ২৪৬ যাত্রী
‘লকডাউনেই হবে সংক্রমণের গতিরোধ’
ভয়াবহ বন্যা, তৎপর বঙ্গবন্ধু
করোনায় পুলিশ সদস্যদের জন্য যত উদ্যোগ
মোবাইল ও ইন্টারনেট সেবায় শুল্ক না বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
***বাংলা ট্রিবিউনে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। ( Unauthorized use of news, image, information, etc published by Bangla Tribune is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws. )
Bangla Tribune
সম্পাদক: জুলফিকার রাসেল
প্রকাশক: কাজী আনিস আহমেদ
দেশরাজনীতিবিদেশবিনোদনখেলাটেক অ্যান্ড গ্যাজেটসলাইফস্টাইলসাহিত্যঅন্যান্যকলামতারুণ্য
ইমেইল: [email protected]
[email protected]
© 2020 Bangla Tribune
Bangla Tribune is one of the most revered online newspapers in Bangladesh, due to its reputation of neutral coverage and incisive analysis.
এফ আর টাওয়ার, ৮/সি পান্থপথ, শুক্রাবাদ, ঢাকা-১২০৭ | ফোন: ৯১৩৩২০৭, ৯১৩৩২০৮, ফ্যাক্স: ৯১৩৩২৭৪ | মোবাইল: ০১৭৩-০৭৯৪৫২৭, ০১৭৩০৭৯৪৫২৮
টপ
x
https://www.banglatribune.com/national/news/629504/

হজের জন্য চলতি বছরের (২০২০) প্রাক-নিবন্ধন এবং নিবন্ধন যথারীতি ২০২১ (১৪৪২ হিজরি) সালের প্রাক নিবন্ধন এবং নিবন্ধন হি.....

22/06/2020

ব্রেকিং নিউজ :
অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে,
কভিড১৯ এর কারণে আন্তর্জাতিকভাবে হজ্জ পালন বাতিল করেছে সৌদি কর্তৃপক্ষ।
১৪৪১ হিজরি মোতাবেক ২০২০ সালে আন্তর্জাতিকভাবে হজ পালন বাতিল ঘোষণা করে শুধুমাত্র স্থানীয়নাগরিক ও সৌদিতে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের মাধ্যমে হজব্রত পালন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। আল্লাহ আসান করুন।
বাংলাদেশসহ বিশ্ববাসীকে কভিড১৯ থেকে হেফাজত করুন আমিন।

05/03/2020
السعودية.. إغلاق الحرمين من العشاء للفجر لمواجهة كورونا

এশার নামাজের একঘন্টা পর থেকে ফজরের একঘন্টা আগ পর্যন্ত প্রতিদিন পরবর্তি ঘোষণা পর্যন্ত মসজিদুল হারাম ও মসজিদে নববী বন্ধ থাকবে।https://www.alarabiya.net/ar/saudi-today/2020/03/05/%D8%A7%D9%84%D8%B3%D8%B9%D9%88%D8%AF%D9%8A%D8%A9-%D8%A7%D8%BA%D9%84%D8%A7%D9%82-%D8%A7%D9%84%D8%AD%D8%B1%D9%85%D9%8A%D9%86-%D9%85%D9%86-%D8%A7%D9%84%D8%B9%D8%B4%D8%A7%D8%A1-%D9%84%D9%84%D9%81%D8%AC%D8%B1%D9%84%D9%85%D9%88%D8%A7%D8%AC%D9%87%D8%A9-%D9%83%D9%88%D8%B1%D9%88%D9%86%D8%A7

أوضح مصدر مسؤول في الرئاسة العامة لشؤون المسجد الحرام والمسجد النبوي، أنه وفقاً للإجراءات الصحية

05/03/2020

মসজিদুল হারামের এই ছবি গুলো আমাদের জন্য কষ্টের,যন্ত্রণার এবং অনেক ভয়ের কারণ।

কিছু কিছু নিউজ বলছে যে, কাবা শরিফের
তাওয়াফ বন্ধ ঘোষণা করা হয়েছে,এটা সম্পূর্ণ মিথ্যা৷
তাওয়াফ যথারীতি চলছে, শুধু মাত্র নিচের
অংশটি বন্ধ করা হয়েছে সাময়িক সময়ের জন্য।
হ্যা এটা ঠিক করোনা ভাইরাস সতর্কতায় সৌদি প্রশাসন হারামে প্রবেশ অনেক সংকোচিত করেছে এবং পরিস্কার পরিচ্ছন্নতা একটু বেশি হচ্ছে এবং মাতাফের কিছু সংস্করণ করা হচ্ছে।

তবে সৌদি সরকারের সাময়িক ওমরাহর উপর নিষেধাজ্ঞা দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত সেটা যথেষ্ট পরিমাণ প্রশ্নসাপেক্ষ। আল্লাহ সৌদি প্রশাসনকে এবং আমাদেরকে সঠিক বুঝ দান করুন।

তাই কেই মিথ্যা নিউজ দেখে বিচলিত হবেন না।
আমাদের করনীয়...
(i) এই গজব থেকে মুক্তির জন্য বেশি বেশি
আল্লাহর কাছে দোয়া করা।
(ii)বেশি নফল ইবাদত করা।
(iii)বেশি বেশি আল্লাহর সাহায্য চাওয়া।
(!!!!) সর্বপরি নিজেদের গাফলতি ও গোনাহ থেকে বেচে থাকা।

29/02/2020

ওরিয়েন্ট এয়ারওয়েজ লিঃ এর বিজ্ঞাপন ১৯৫২

27/02/2020

করোনা ইস্যুতে উমরাহ ভিসা সাময়িকভাবে বন্ধ।

25/02/2020
মন্ত্রিসভায় হজ প্যাকেজের অনুমোদন

#হজ্জ প্যাকেজ ২০২০
সরকারি ব্যবস্থাপনায় দু’টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ রেখে ‘হজ প্যাকেজ ১৪৪১ হিজরি/২০২০ খ্রিস্টাব্দ’ এর খসরার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংকালে এ তথ্য জানিয়েছেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘এবার চাঁদ দেখা সাপেক্ষে ৯ জিলহজ ১৪৪১, ৩০ জুলাই ২০২০ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন, বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জনসহ মোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। হজযাত্রীর বিমান ভাড়া, সৌদি আরবে বাড়ি ভাড়া, সার্ভিস চার্জ, মোয়াল্লেম ফি, জমজমের পানি, খাবার এবং অন্যান্য খরচবাবদ সরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ এবং বেসরকারি ব্যবস্থপানায় এজেন্সিগুলোর জন্য একটি প্যাকেজের প্রস্তাব করা হয়েছে। সেই প্রস্তাব আজ কেবিনেট বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে।’

খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, ‘সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর আওতায় সর্বমোট চার লাখ ২৫ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৬ হাজার ৫০০ টাকা বেশি। প্যাকেজ-২ এর আওতায় সর্বমোট তিন লাখ ৬০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১৬ হাজার টাকা বেশি। সরকারি ব্যবস্থাপনায় এবারই প্রথম তৃতীয় প্যাকেজ সরকার প্রবর্তন করেছে। এর আওতায় সর্বমোট ৩ লাখ ১৫ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে।’

কেবিনেট সবিচ বলেন, ‘বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর জন্য ৩ লাখ ৫৮ হাজার টাকার প্যাকেজ প্রস্তাব করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সিগুলো সরকারি প্যাকেজ-১, প্যাকেজ-২ ও প্যাকেজ-৩ এর সঙ্গে সামঞ্জস্য রেখে একাধিক প্যাকেজ ঘোষণা করতে পারবে।’

কেবিনেট সচিব আরও বলেন, ‘সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১ এর আওতায় হজযাত্রীরা মসজিদুল হারাম চত্বরের সীমানা থেকে সর্বোচ্চ ৭০০ মিটার, প্যাকেজ-২ এর হজ যাত্রীরা ১৫০০ মিটার এবং প্যাকেজ-৩ এর হজযাত্রীরা ১৫০০ মিটারের অধিক দূরত্বে অবস্থান করবেন। প্রত্যেক হজ এজেন্সি কমপক্ষে ১০০ জন, সর্বোচ্চ ৩০০ জন হজযাত্রী পাঠাতে পারবেন। হজ এজেন্সিগুলো কোনও অবস্থায় ৩০০ এর বেশি টিকিট দিতে পারবে না।’

‘যারা পবিত্র হজ পালন করতে যাবেন তাদের পাসপোর্টের মেয়াদ ২০২১ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্তমেয়াদ থাকতে হবে। প্রতি ৪৪ জন হজযাত্রীর জন্য একজন গাইড নিয়োগ করা হবে।’

‘হজযাত্রীদের কোরবানির ব্যয়ের টাকা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং এর জন্য প্যাকেজ ছাড়া অতিরিক্ত ৫২৫ সোদি রিয়ালের সমপরিমাণ ১২ হাজার ৭৫ টাকা সঙ্গে নিতে হবে।’

https://www.ekushey-tv.com/%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B9%E0%A6%9C-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%A6%E0%A6%A8/92882 #.XlP96aijl0y.facebook

সরকারি ব্যবস্থাপনায় দু’টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ রেখে ‘হজ প্যাকেজ ১৪৪১ হিজরি/২০২০ খ্রিস্টাব্দ....

16/02/2020

#হারামাইন শরিফাইনে সেলফি তোলা নিষিদ্ধ করেছে সৌদি আরব।

মুসলিম উম্মাহর সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের স্থান মক্কা নগরীর মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববি। এ দুই পবিত্র স্থানে সেলফি তোলা নিষিদ্ধ করেছেন হারামাইন কর্তৃপক্ষ।


মক্কা নগরীর মসজিদে হারাম তথা কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিসহ হজ ও ওমরায় গিয়ে মানুষ সেলফি তোলে। কিছু মানুষের সেলফি তোলা অন্যান্য দর্শনার্থীদের সমস্যার কারণ হয়। সে কারণে সৌদি আরবের হারামাইন ওয়াশ শারিফাইন কর্তৃপক্ষ এক ফরমান জারি করেছে।
পবিত্র নগরীতে সেলফি তোলার ক্ষেত্রে বিতর্কের তৈরি হয়। মুসলিমদের এ পবিত্র স্থানে অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ। সেখানে ইসরাইলের এক ইহুদি ধর্মযাজক প্রবেশ করে এবং সেলফি নেয়। সে সময় সৌদি সরকার এ সেলফির কারণে চরম বিতর্কের মাঝে পড়ে যায়।
ইসরাইলের ধর্মযাজকের সেলফির ঘটনার পর এক তুর্কী দম্পতির নিয়ত ছিল পবিত্র নগরী মক্কা ও মদিনায় যাওয়ার। তারা সেখানে গিয়ে ভিডিও করে তা প্রকাশ করে। আর এতে আরো চরম বিতর্কের মুখে পড়ে হারামাইন কর্তৃপক্ষ।
এছাড়া বিভিন্ন সময় এ সেলফির কারণে বিতর্কের মুখোমুখি হয়েছিল সৌদি কর্তৃপক্ষ। সে কারণে এবার পবিত্র নগরীতে সেলফি তোলায় জোরদার নিষেধাজ্ঞা জারি করেছে সৌদির হারামাইন কর্তৃপক্ষ।
জানা গেছে, সেখানে কাউকে সেলফি তুলতে দেখলেই দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোবাইল বাজেয়াপ্ত করে নেবে।
সূত্র -সময় টিভি

21/01/2020

আগামী ২২শে জানুয়ারি থেকে ই-পাসপোর্ট কার্যক্রম।
======= ই-পাসপোর্ট করতে যা লাগবে ======

ই-পাসপোর্টের আবেদনপত্র জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্মনিবন্ধন সনদ(বিআরসি) অনুযায়ী পূরণ করতে হবে। অপ্রাপ্ত বয়স্ক(১৮ বছরের কম) আবেদনকারী, যার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তার পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

======== ই-পাসপোর্টের ফি ========

বাংলাদেশে আবেদনকারীদের জন্য ৪৮ পৃষ্ঠার ৫ বছর মেয়াদি সাধারণ ফি ৩৫০০ টাকা, জরুরি ফি ৫৫০০ টাকা ও অতীব জরুরি ফি ৭৫০০ টাকা এবং ১০ বছর মেয়াদি সাধারণ ফি ৫০০০ টাকা, জরুরি ফি ৭০০০ টাকা ও অতীব জরুরি ফি ৯০০০ টাকা।
এছাড়া বাংলাদেশে আবেদনকারীদের জন্য ৬৪ পৃষ্ঠার ৫ বছর মেয়াদি সাধারণ ফি ৫৫০০ টাকা, জরুরি ফি ৭৫০০ টাকা ও অতীব জরুরি ফি ১০ হাজার ৫০০ টাকা এবং ১০ বছর মেয়াদি সাধারণ ফি ৭০০০ টাকা, জরুরি ফি ৯০০০ টাকা ও অতীব জরুরি ফি ১২০০০ টাকা।

নতুন পাসপোর্টের ক্ষেত্রে অতীব জরুরিতে ৩ দিনে, জরুরিতে ৭ দিনে ও সাধারণ পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে ২১ দিনের পাসপোর্ট পাওয়া যাবে। তবে পুরনো অথবা মেয়দোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যু করার ক্ষেত্রে অতীব জরুরি পাসপোর্ট ২ দিনে, জরুরি পাসপোর্ট ৩ দিনে ও সাধারণ পাসপোর্ট ৭ দিনের মধ্যে দেওয়া হবে।

এছাড়া, বিদেশে বাংলাদেশ দূতাবাসে সাধারণ আবেদনকারী, শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা ই-পাসপোর্ট ফি নির্ধারণ করা হয়েছে। বিদেশে বাংলাদেশ দূতাবাসে সাধারণ আবেদনকারীদের জন্য ৪৮ পৃষ্ঠার ৫ বছর মেয়াদি সাধারণ ফি ১০০ মার্কিন ডলার ও জরুরি ফি ১৫০ মার্কিন ডলার। ১০ বছর মেয়াদি সাধারণ ফি ১২৫ মার্কিন ডলার ও জরুরি ফি ১৭৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

বিদেশে বাংলাদেশ দূতাবাসে সাধারণ আবেদনকারীদের জন্য ৬৪ পৃষ্ঠার ৫ বছর মেয়াদি সাধারণ ফি ১৫০ মার্কিন ডলার ও জরুরি ফি ২০০ মার্কিন ডলার এবং ১০ বছর মেয়াদি সাধারণ ফি ১৭৫ মার্কিন ডলার ও জরুরি ফি ২২৫ মার্কিন ডলার ধার্য করা হয়েছে।

10/12/2019

হজ্জ, উমরাহ, এয়ার টিকেটিং,
ভিসা প্রসেসিং, হোটেল বুকিং, ম্যান পাওয়ার সহ
ট্রাভেলিং এর যে কোন সেবা নিয়ে,
আল আরাফাহ ওভারসিজ আছে আপনার পাশে।

05/12/2019

এয়ার টিকেটের, যে কোন সেবা নিয়ে, আমরা আছি, আপনার পাশে।

08/10/2019

হজ্জ উমরাহ বুকিং চলছে ২০১৯-২০২০

16/09/2019
Ka'bah Washing Ceremony 2019 / 1441

# পবিত্র কাবা ধোয়ার ভিডিও।

হজ পরবর্তী পবিত্র কাবার ভিতরের অংশ ধোয়ার জন্য,
আজ ১৭ই মহরম ১৪৪১ হিজরীর সকাল ৮ টায় প্রবেশ করেন,
পবিত্র হারামের গ্র্যান্ড মুফতী শায়েখ সুদাইস ও সৌদী রাজবংশীয় প্রতিনিধি বৃন্দ।

Haramain Android App: https://goo.gl/XFZQRe Haramain iPhone App: https://goo.gl/vEvRAz Haramain Website: http://goo.gl/U4Orov Subtitles By: https://www.youtu...

15/08/2019
এবার হজে গিয়ে রেকর্ড সংখ্যক নারীর সন্তান প্রশব

https://www.facebook.com/262304647127839/posts/2714759158549030/

এবারের হজে সৌদি আরবে রেকর্ড সংখ্যক নারী হজযাত্রী সন্তান প্রশব করেছেন। দেশটির স্বান্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এ ...

30/06/2019

বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের সম্মানিত হজ্জযাত্রীদের অবগতির জন্য দেওয়া হলো...

28/03/2019

বনানীর মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় আমরা শোকাহত।😥

27/11/2018

বিশ্বের যেকোনো দেশের বিমানের টিকেট কিনতে আমাদের সাথে যোগাযোগ করুন।

25/10/2018

উমরাহ ২০১৮-১৯ বুকিং চলছে!

Address


Alerts

Be the first to know and let us send you an email when Al Arafah Overseas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Arafah Overseas:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share