Salwa Hajj Group Bangladesh

  • Home
  • Salwa Hajj Group Bangladesh

Salwa Hajj Group Bangladesh Your Trusted Travel & Hajj Agents
Salwa overseas Services (H.L No-269), Inter Gulf Travels & Trours

Our Sister Consent

Salwa overseas Services (H.L No-269), Inter Gulf Travels & Trours (H.L No-071), Alhamid Travels & Trours (H.L No-1402)

09/06/2015

এবারের হজ্জ ব্যাবস্থাপনাতে অনেক পরিবর্তন
রমজানের আগেই সকল কাজ সমাধান করতে হবে
যোদিও অনেক কস্ট সাধ্য ব্যাপার তবুও যোদি সফল হওয়া জায় মনেহয় অনেক ভুগান্তি কমে যাবে।

বি:দ্র: এবার সালওয়া হজ্জ গ্রুপ বাংলাদেশ এক মাত্র ব্যাক্তিগত প্যাকেজ নিয়েই কাজ করেছে
আগামিতেও নিজস্য প্যাকেজ নিয়েই থাকবে।

হাবের বিগ বসেরাই যোদি ২৩০০০০ টাকায় হাজ্জি কালেকশন করেন তাহলে আমাদের গ্রুপ প্যাকেজ ছেড়ে দেওয়া ছাড়া কুনো উপায়নেই

রক্ষক যোদি বক্ষক হয় সেখানে সাধারন দের আর কিছুই করার থাকেনা

অথচ এদের কেই আমারমত হুজুরেরা ভোট দিয়ে নির্বাচিত করেছে

আমার কাছে গত ইসির সদস্য ১০০%জিম্মাদারি নিয়ে বলেছেন আপনাদের ওমুক ওমুক টাকা খেয়ে কাজ করছে বিগ বসের পক্ষে

আমার বিশ্বাস হয়নাই এত ওয়াজ নসিহত করে বেড়ানো ব্যাক্তি কিসের কারোনে এই কাজ করবে
পরে দেখা গোলো একদিন আমাকে এসে তার সহ ব্রাদার বললেন ভাই আপনার সাথে তার লেন দেন আছে আমরা বসে ঠিক করে দেই আমি বললাম আমি তাকে ভোট দিবোনা কেনো তাই আমি অভিনয় করতে পারবোনা প্লিজ।

আমি অবাক এরা কি করে এক মাফিয়া ডন কালোবাজারি সিন্ডিকেট বস কে ভোট দেয়?
এরা আলেম এরা পীর এরা বক্তা
এরা ই কি আমাদের সমাজের উজ্জ্বল নক্ষত্র? নাকি কলংক এই প্রশ্ন আপনাদের কাছে।

এলোমেলো অনেক কথাই বলে ফেললাম
তবে বাস্তবতা থেকেই বলেছি।

সালওয়া হাজ্জ গ্রুপের কুরবানি চলাকালিন দৃশ্য
07/03/2015

সালওয়া হাজ্জ গ্রুপের কুরবানি চলাকালিন দৃশ্য

19/01/2015

মাত্র সংবাদ প্রচার হলো মন্ত্রিদের কেবিনেটে সংসধনি এনেছেন ১৫০.০০০স্থানে বে সরকারি ভাবে হজ্জে জেতে ইচ্ছুক গন৪৯০০০ টাকা ৫ই ফেব্রুয়ারিরর মধ্যে জমা প্রদান করতেহবে বাকি এক লক্ষ টাকা ১০ই জুনের মধ্যে শেষ করতে হবে।

19/01/2015

এখোনো দের লক্ষ টাকা প্রতি হাজি বাবদ জমাদিতে হবে শর্তটি বহাল আছে যোদি তাই হয় তাহলে হাজ্জির সংখ্যা অনেক কমে জাবে নিসচিত,হাব কেনো আন্দোলন করছেনা জানা নেই তবে অনেকে মনে করেন হাবের মধ্যে ঘাবটি মেরে থাকা আওয়ামি পন্থি টিকেট কারবারিরা সুবিধা ভোগ করবে।

19/01/2015

হজ্জ ব্যাস্থাপনা দিন দিন মনে হয় সরকারের হাতে চলে জাইতেছে, লাইসেন্সের মাধ্যমে মানুষ জাতে হজ্জে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে তার পাকাপাকি বন্দবস্ত হইতেছে, মাশাআল্লাহ আমাদের হাবের নেতারা জেন ছাগলের ৩ নাম্বার বাচ্চার মত সুধু হা হা করে মাথা দুলাইতেছে,
এক লক্ষ হাজ্জির মধ্যে তিন শতাধিক হাজ্জির সমস্যা সাভাবিক ব্যাপার আর এটাকেই পুঁজি করে এক লক্ষ হাজ্জিকে কস্ট দেওয়ার পায়তারা করছে সরকার,

10/01/2015
31/12/2014

আমাদের সাথে এবার জারা পবিত্র হজ্জ পালন করবেন বলে ইতিমধ্যেই ফরম পুরন করছেন বা টাকা জমা দিয়েছেন অথচ এখনো পাসপোর্ট বানননি তাদেরভকে অনুরুধ করাযাচ্ছে যত দ্রুত সম্ভব আপনার পাসপোর্ট তৈরি করে ফেলুন।

31/12/2014

সালওয়া হাজ্জ গ্রুপের পক্ষথেকে নব বর্ষের সুভেচ্ছা।গত বছরের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আগামি বছরটা যেন আরো সুন্দর আরো পুন্যময় হয় সবার, আমীন ইয়া রাব্বাল আলামীন।

এটাই যোদি বাস্তব হয় তাহলে হাজ্জি ২০০০০হবে কিনা সন্দেহ আছে।
07/11/2014

এটাই যোদি বাস্তব হয় তাহলে হাজ্জি ২০০০০হবে কিনা সন্দেহ আছে।

19/08/2014

আজকে পর্যন্ত হাজ্জের বারকোড বাংলাদেশের কেও পায়নাই।প্রায় ৯০০ এজেন্সি এবার হজ্জের কাজের সাথে জরিত সবাই আতংকিত।

16/08/2014
16/08/2014

আগামি কাল থেকে এগ্রিমেন্ট সুরু হবে।

Address

55/A Purana Paltan, HM Siddique Mansion [5th Floor]

DHAKA-1000

Alerts

Be the first to know and let us send you an email when Salwa Hajj Group Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salwa Hajj Group Bangladesh:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share