09/06/2015
এবারের হজ্জ ব্যাবস্থাপনাতে অনেক পরিবর্তন
রমজানের আগেই সকল কাজ সমাধান করতে হবে
যোদিও অনেক কস্ট সাধ্য ব্যাপার তবুও যোদি সফল হওয়া জায় মনেহয় অনেক ভুগান্তি কমে যাবে।
বি:দ্র: এবার সালওয়া হজ্জ গ্রুপ বাংলাদেশ এক মাত্র ব্যাক্তিগত প্যাকেজ নিয়েই কাজ করেছে
আগামিতেও নিজস্য প্যাকেজ নিয়েই থাকবে।
হাবের বিগ বসেরাই যোদি ২৩০০০০ টাকায় হাজ্জি কালেকশন করেন তাহলে আমাদের গ্রুপ প্যাকেজ ছেড়ে দেওয়া ছাড়া কুনো উপায়নেই
রক্ষক যোদি বক্ষক হয় সেখানে সাধারন দের আর কিছুই করার থাকেনা
অথচ এদের কেই আমারমত হুজুরেরা ভোট দিয়ে নির্বাচিত করেছে
আমার কাছে গত ইসির সদস্য ১০০%জিম্মাদারি নিয়ে বলেছেন আপনাদের ওমুক ওমুক টাকা খেয়ে কাজ করছে বিগ বসের পক্ষে
আমার বিশ্বাস হয়নাই এত ওয়াজ নসিহত করে বেড়ানো ব্যাক্তি কিসের কারোনে এই কাজ করবে
পরে দেখা গোলো একদিন আমাকে এসে তার সহ ব্রাদার বললেন ভাই আপনার সাথে তার লেন দেন আছে আমরা বসে ঠিক করে দেই আমি বললাম আমি তাকে ভোট দিবোনা কেনো তাই আমি অভিনয় করতে পারবোনা প্লিজ।
আমি অবাক এরা কি করে এক মাফিয়া ডন কালোবাজারি সিন্ডিকেট বস কে ভোট দেয়?
এরা আলেম এরা পীর এরা বক্তা
এরা ই কি আমাদের সমাজের উজ্জ্বল নক্ষত্র? নাকি কলংক এই প্রশ্ন আপনাদের কাছে।
এলোমেলো অনেক কথাই বলে ফেললাম
তবে বাস্তবতা থেকেই বলেছি।