10/12/2022
ডাটা এন্ট্রি কি?
ডাটা এন্ট্রি বা Data Entry হচ্ছে কম্পিউটারের মাধ্যমে একটি নির্দিষ্ট ধরনের ডাটা একটি স্থান থেকে অন্য আরেকটি স্থানে কপি করা। যেমন: Data Entry হতে পারে হাতে লেখা কোন তথ্যকে কম্পিউটারের মাধ্যমে টাইপ করা বা কম্পিউটারের কোন একটি প্রোগ্রামের Data একটি Spreadsheet ফাইলে সংরক্ষণ করা।
কম্পিউটার ব্যবহার বৃদ্ধির সাথে সাথে ডাটা এন্ট্রি শব্দটি সবার মাঝে পরিচিত হয়েছে। আমরা জানি বর্তমান ইন্টারনেটের যুগে চলছে তথ্যের অবাধ প্রবাহ। তথ্যের আদান প্রদান যেমন বিস্তৃত হয়েছে, তেমনি বেড়েছে বিভিন্ন ধরনের ডাটাকে সুবিন্যাস্ত করে এর বহুবিধ ব্যবহার করা। আর সেকারণে বর্তমান গ্লোবাল দুনিয়ায় দক্ষ Data Entry অপারেটের ব্যাপক চাহিদাও বেড়েছে।