Exotic Explore ঘরে বাইরে একটি ট্যুরিজম ভিত্তিক প্রতিষ্ঠান। এখানে দুটি ধারা আছে। একটি দেশবিদেশে ঘোরাঘুরি আর অপরটি বাংলো ভিলা।
দেশবিদেশে ঘোরাঘুরির ক্ষেত্রে আমরা যেখানেই ঘুরতে যাবো সেখানেই খুব ডিটেইলসে ঘুরব। আর আমাদের ঘোরার স্থানগুলো হল –
১. হজরত আদম (আ:) এর প্রথম যেখানে পা রেখেছিলেন সেটি, Adams Peak, Sri Lanka
২. চীনের গ্রেট ওয়াল ভ্রমন
৩. মিসরের পিরামিড, নীলনদ ও আলেকজেন্দ্রিয়া ভ্রমন।
৪. পেরুর মাচ
ুপিচু ভ্রমন
৫. ট্রান্সসাইবেরিয়ান রেল ভ্রমন – পৃথিবীর দীর্ঘতম রেল ভ্রমন
৬. ওমরাহ্ পালন ও মক্কা-মদিনা ভ্রমন
৭. নেপাল ভুটান ভ্রমন সাথে প্লেনে করে এভারেস্ট এর চূড়াতে ওঠা ও নিজে ছবি তোলা।
৮. সম্পূর্ণ ভুটান ভ্রমণ
আপাতত এইগুলিই আমাদের লিস্ট। তবে প্রথম শুরু করব বাড়ির কাছের ভুটান দিয়ে।
সম্পূর্ণ ভুটান ভ্রমণঃ ঢাকা থেকে দ্রুক বিমানে ভুটান যাওয়া আসা সহ ৭ দিনের প্রোগ্রাম। এটি শুরু হবে ২০১৬ সালের জানুয়ারিতে। বছরে তিনবার এই ট্যুর করা হবে। প্রতিটি ট্যুরে ২০ জন সঙ্গী থাকবেন। আর গাইড হিসাবে আমাদের থেকে দুইজন সবসময় আপনাদের পাশে থাকবে। ভ্রমনের বিস্তারিত খুব শিগ্রই জানানো হবে।
বাংলো ভিলা:
গাজিপুরের মাওনাতে আর রাজশাহীর আমবাগানে ১০ কাঠার ২টি বাংলো ভিলা করা হচ্ছে, যা ২০২১ সালে চালু হবে। এখানে ২টি বাংলো করা হবে যার প্রতিটিতে নিম্নের বৈশিষ্ট থাকবে-
• টোটাল ল্যান্ড এরিয়া ৭২০০ বর্গফুট
• ১৬০০ বর্গফুট এর উপরে তিনতলা বিল্ডিং হবে
• নিচতলাতে তলাতে থাকবে রিসিপসন, ডাইনিং, স্টাফ রুম।
• ২ আর ৩ তলাতে থাকবে তিনটি করে করে ৪০০ বর্গফুটের রুম, প্রতি রুমে থাকবে বাথরুম, ব্যালকনি।
• নিচে খোলা আকাশের নিচে থাকবে ৪০০ বর্গফুটের সুইমিং পুল।
• থাকবে ৬০০ বর্গফুটের পারকিং স্পেস।
• ১০০ ফুট লম্বা ও ৬ ফুট প্রস্থ আঁকাবাঁকা মিনি লেক, তার উপরে থাকবে ২ টি কাঠের পুল।
• থাকবে ৪০০ বর্গফুটের বাস্কেটবল স্পেস।
• ১০০ রকম ফুলের একটি বাগান।
• আর থাকবে কাঁঠাল, আম, জাম, আমলকী, লিচু, পেয়ারা, জলপাই, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নীম, হরতকি, বহেরার গাছ।
• আমাদের ৪ জন স্টাফ থাকবে, মালি কাম দারোয়ান একজন, কেয়ারটেকার একজন আর রাধুনি আর পরিবেশক ২ জন।
এই বাংলো ভিলা অংশে ৫০ জন নিয়মিত মেম্বার থাকবে যারা জুলাই’১৪ হতে ৬০ মাস ১৫০০ টাকা করে কিস্তি দিবেন। ২০২০ সালের জুলাইতে জনপ্রতি তিন থেকে সাড়ে তিন লাখ টাকা দিতে হবে। এই সদস্যরা বছরে ১০ দিন এই দুই বাংলোতে বেড়াতে পারবেন। গাজিপুরের বাংলো থেকে খুব কাছেই ন্যাশনাল পার্ক, সাফারি পার্ক, আর মাত্র দুই ঘন্টার ড্রাইভে কৃষি বিশ্ববিদ্যালয় এর ক্যাম্পাস। আর রাজশাহীর বাংলোর চারদিকে থাকবে আমবাগান। আমের মৌসুমে সবাই ২/৩দিন সেখানে থাকতে পারবে সাথে থাকবে সদস্য প্রতি এক মন আম। বেড়াবার সময় খাওয়া আর যাতায়াত খরচ মেম্বারদের বহন করতে হবে। মেম্বারদের রান্নার জন্য নিজস্ব রাঁধুনি থাকবে। আর বছরের অন্যান্য সময় যে ভাড়া চলবে তার লাভ বছর শেষে সবার মাঝে ভাগ করে দেওয়া হবে।
এই বাংলো ভিলার সাথে “দেশবিদেশে ঘোরাঘুরি”র সরাসরি কোন সম্পর্ক নাই। এর লাভক্ষতি হিসাব সরাসরি ৫০ জন সদস্য দ্বারা নিয়ন্ত্রিত হবে। সদস্যরা বছরে তাদের জন্য বরাদ্দকৃত ১৫ দিনের বাইরে বাকী সময়টা বাংলো ভিলার দেখাশুনা “Exotic Explore ঘরে বাইরে”র মাধ্যমে হবে।
যোগাযোগঃ
সরিফুর রহমান - ০১৯৭২৩১৯৩১৯
এনামুল হক সুমন – ০১৬৭৩৬০৯৬২০
আনোয়ারুল হক – ০১৭১১৪৪৫৫৬৯