TravelsMart

TravelsMart TRAVEL WELL-LIVE WELL

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বিচ হাইকিং হতে পারে আপনার নতুন অভিজ্ঞতা!!সময় শেষ হবার আগেই রেজিস্ট্রেশন করুন।
07/12/2024

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বিচ হাইকিং হতে পারে আপনার নতুন অভিজ্ঞতা!!
সময় শেষ হবার আগেই রেজিস্ট্রেশন করুন।

৫৯৯৯ টাকায়  টেকনাফ-কক্সবাজারসাগরের বাতাসে লুঙ্গি আকাশে ১০০ কিমি হাইকিং সবই হবে একসাথে
30/10/2024

৫৯৯৯ টাকায় টেকনাফ-কক্সবাজার
সাগরের বাতাসে লুঙ্গি আকাশে ১০০ কিমি হাইকিং সবই হবে একসাথে

28/10/2024

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বিচ হাইকিং হতে পারে আপনার নতুন অভিজ্ঞতা!!
বিস্তারিত জানতে ইভেন্টে ক্লিক করুন,

https://facebook.com/events/s/%E0%A6%AA%E0%A6%AF-%E0%A6%B9%E0%A6%9F-%E0%A6%B8%E0%A6%97%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%95%E0%A6%A4-%E0%A6%9C%E0%A6%AF-%E0%A6%9F%E0%A6%95%E0%A6%A8%E0%A6%AB-%E0%A6%9F-%E0%A6%95%E0%A6%95%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%9C%E0%A6%B0/1506005720115731/

27/10/2024
বিচ হাইকিং এর আয়োজন হবে।টেকনাফ থেকে কক্সবাজার হেটে হেটে সমুদ্র দেখবেন আর রাত্র রাতে বিচের পাশে তাবুতে শুয়ে বা হেমকে ঝুলে...
19/10/2024

বিচ হাইকিং এর আয়োজন হবে।
টেকনাফ থেকে কক্সবাজার হেটে হেটে সমুদ্র দেখবেন আর রাত্র রাতে বিচের পাশে তাবুতে শুয়ে বা হেমকে ঝুলে পূর্ণিমার চাঁদ দেখবেন।
কি ইচ্ছা হয়?
কে কে যাবেন হাত তোলেন

21/08/2024

"স্বাধীনতা রক্ষা করা কঠিন"

এই কথাটাই সকাল থেকে মাথায় ঘুরতেছে। দুষ্কৃতকারী ভারতের ছেড়ে দেয়া বাধের পানিতে ফেনী,কুমিল্লা,নোয়াখালী অঞ্চল প্লাবিত। এই মানব সৃষ্ট দুর্যোগ আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রতিটি সাধারণ মানুষের দায়িত্ব।

সময় খুব কম। দ্রুত এসব জায়গায় খাদ্য, নিরাপদ পানি এবং ঔষধ পাঠাতে না পারলে সেটাই হবে আমাদের ব্যার্থতা। প্রশ্নবিদ্ধ হবে হাজারো শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতা।

যার যতটুকু সামর্থ্য আছে এগিয়ে আসুন। আমরা সম্ভব হলে আজ রাতেই ত্রাণ সেবা নিয়ে দুর্গত ভাইবোনের পাশে দাড়াতে চাই।

আমাদের ভলান্টিয়ার টিম রেডি ত্রাণ সেবা পৌঁছে দেয়ার জন্য।

এখন প্রয়োজন অর্থ। আমি আমার সাধ্যমতো দিব আপনারাও আপনাদের সাধ্যমতো সহায়তা দিন।

বিকাশ/নগদ: 01850011308
রকেট: 01795723776

কেউ যদি ক্রেডিট কার্ড থেকে দিতে চান তবে AgroMart এ এসে পজ মেশিন ব্যবহার করেও দিতে পারবেন। ক্যাশ দিতে চাইলেও দিতে পারবেন। কিন্তু দিতে হবে খুব দ্রুত।

আসুন রক্ষা করি আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা

20/06/2024

পাহাড় নাকি সমুদ্র?
কে আপনায় বেশি টানে?

19/06/2024

আপনি ফ্রি একটি ভ্রমণ
করার সুযোগ পেলে,
আপনি কোথায় ভ্রমণ করতে যেতে চাইবেন ???
🌅 ✈️

17/06/2024

TravelsMart (ট্র্যাভেলসমার্ট) এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক

 #সীতাকুন্ড_ভ্রমণ মাত্র ১২৯৯৳ (২ রাত ১ দিন)পাহাড়, সমুদ্র ও ঝর্ণা উপভোগ করুন একসাথে এবং ঘুরে আসুন   এর সাথে  #আমাদের_কোন_...
14/06/2024

#সীতাকুন্ড_ভ্রমণ মাত্র ১২৯৯৳ (২ রাত ১ দিন)
পাহাড়, সমুদ্র ও ঝর্ণা উপভোগ করুন একসাথে এবং ঘুরে আসুন এর সাথে

#আমাদের_কোন_হিডেন_চার্জ_নাই

📌যাত্রার তারিখঃ #২০ই জুন ২০২৪ ইং (বৃহস্পতিবার) রাত ১০ঃ০০ মিনিট গাজীপুর হতে রওনা।
📌ফেরার তারিখঃ #২১ই জুন ২০২৪ ইং (শুক্রবার) রাত ০৭ঃ০০ মিনিট সীতাকুন্ড হতে রওনা।

📌 #দর্শনীয়_স্থানসমূহঃ
⦿ নাপিত্তাছড়া ট্রেইল।
⦿ গুলিয়াখালী সি-বিচ/বাশবাড়িয়া।
⦿ জাহাজ মার্কেট।

#বিঃদ্রঃ নাপিত্তাছড়া ট্রেইলে পাচ্ছেন 📍কুপিকাটাকুম ঝর্ণা📍মিঠাছড়ি ঝর্ণা 📍বান্দরকুম বা বান্দরিছড়া ঝর্ণা।

📌 #প্যাকেজে_পাচ্ছেনঃ
✔ গাজীপুর - সীতাকুণ্ড - গাজীপুর যাওয়া আসা নন এসি চেয়ারকোচ বাস।
✔ সকালে ও দুপুরে মোট ২ বেলা খাবার।
✔ সার্বক্ষনিক ট্রাভেল গাইড।
✔ ২৪ ঘণ্টা গাড়ী সুবিধা।

📌 #প্যাকেজে_পাচ্ছেন_নাঃ
❎ প্যাকেজে উল্লেখ নেই এমন কিছু।
❎ সকল প্রকার ব্যাক্তিগত খরচ।

📌 #খাবারে_পাচ্ছেনঃ
সকালঃ- পরটা, ডিম, সবজী বা চিকেন খিচুড়ি।
দুপুরঃ- ভাত, ডাল, সবজী/আলু ভর্তা, চিকেন।

📌 #ভ্রমণ_খরচঃ
১২৯৯৳ জনপ্রতি (Non-AC Chaircoach Bus)

📌 #সীতাকুন্ড_ইভেন্টের_বিস্তারিত_ট্যুর_প্ল্যানঃ
#২০ই জুন (বৃহস্পতিবার) রাতে গাজীপুর থেকে সীতাকুন্ডের উদ্দেশ্যে রওনা হবো। পথে কোন একটা হাইওয়ে হোটেল এ থাকবে সাময়িক যাত্রাবিরতি। ভোর বেলা সীতাকুন্ড বাজারে নেমে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে আমরা পৌছে যাব নাপিত্তাছড়া ট্রেইলে।
প্রকৃতির স্পর্শ নিয়ে কিছুদূর যাওয়ার পর কল কল শব্দে জানান দিবে ঝর্ণার উপস্থিতি। ঝর্ণার পানিতে ইচ্ছা মত ডুবানো, ফটোসেশন করে আমরা আবার ফিরতি পথ ধরব। দুপুরে আমরা স্থানীয় হোটেলে দুপুরের খাবার খেয়ে নিব।
দুপুরের খাওয়া শেষে আমরা যাব ভাটিয়ারি এলাকার বিখ্যাত জাহাজমার্কেটে। এখানে জাহাজ এ ব্যবহার করা ছোট বড় অনেক জিনিস কম দামে পাওয়া যায়। আপ্নারা চাইলে এখান থেকে আপনাদের কোন কিছু কেনার ইচ্ছা হলে কিনতে পারবেন।
জাহাজ মার্কেট ঘোরাঘুরি শেষে আমরা চলে যাব গুলিয়াখালি কিংবা বাশবাড়িয়া বিচে।
সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান করব৷ সেখানে আমরা কিছু খেলাধুলা বা এক্টিভিটি করব যাতে অংশগ্রহণকারীদের জন্য থাকবে বিশেষ উপহার। সন্ধ্যা নামার পর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব।

📌 #যা_যা_সাথে_নেওয়া_উচিত:
1️⃣ যেহেতু এটি ট্র‍্যাকিং ইভেন্ট, তাই সাথে এংলেট অথবা এক জোড়া মুজা সাথে নিবেন।
2️⃣ ট্রেকিং বা হাঁটার সময় সাথে কিছু শুকনো খাবার যেমন কিসমিস,বাদাম, খেজুর রাখবেন ।
3️⃣ ট্রেকিং এর কারনে শরীর ক্লান্ত হতে পারে তাই গ্লুকোজ অথবা স্যালাইন সাথে রাখবেন।

(TravelsMart - ট্রাভেলসমার্ট) ট্রাভেলারদের মতামত জানতে ও বিস্তারিত তথ্য জানতে পরিদর্শন করুন আমাদের গ্রুপেঃ
📌আমাদের অফিসিয়াল গ্রুপ: TravelsMart (ট্র্যাভেলসমার্ট)
📌 #যেভাবে_বুকিং_কনফার্ম_করবেনঃ
অবশ্যই ৬৫০৳ সাথে ১৫৳ চার্জ টোটাল ৬৬৫৳ এডভান্স করতে হবে।
বিকাশ: 01850011308

#বিঃদ্রঃ ট্যুর চলাকালীন প্রাকৃতিক দুর্যোগ, অনাকাঙ্ক্ষিত কোন দূর্ঘটনা বা সমস্যার কারণে ট্যুরে ব্যাঘাত ঘটলে কর্তৃপক্ষ যেকোন সিদ্ধান্ত নিবে যা সবাইকে মানতে হবে এবং যেকোন সময় যেকোন পরিস্থিতিতে বাসের আসন ও ট্যুর প্ল্যান এমনকি ট্যুর ডেট পরিবর্তন করার ক্ষমতা শুধুইমাত্র উক্ত ট্যুর কমিটির হাতে অর্পিত থাকিবে।
📌 #নিরাপদে_ভ্রমণ_করুন_সুস্থ_ও_সুন্দর_দেশ_গড়ুন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when TravelsMart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TravelsMart:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share