Nisorgo Tourism Pvt. Ltd.

  • Home
  • Nisorgo Tourism Pvt. Ltd.

Nisorgo Tourism Pvt. Ltd. Travel with us and get paid.

14/08/2020

Just watch the vedio!

ঢাকা-দার্জিলিং-মিরিক-শিলিগুড়ি-ঢাকা (৫ রাত/৪ দিন)প্যাকেজের অন্তর্ভুক্ত : * ঢাকা-বুড়িমারি-ঢাকা রির্টান এসি বাস টিকেট* ৩ রা...
22/03/2018

ঢাকা-দার্জিলিং-মিরিক-শিলিগুড়ি-ঢাকা (৫ রাত/৪ দিন)
প্যাকেজের অন্তর্ভুক্ত :
* ঢাকা-বুড়িমারি-ঢাকা রির্টান এসি বাস টিকেট
* ৩ রাত স্ট্যান্ডার্ড হোটেলে থাকার ব্যবস্হা (ডাবল শেয়ারিং)
* প্রতিদিন সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার (ভারত ভূখণ্ডে)
* সকল যাতায়াত ও সাইটসীয়িং (টাটা সুমো জীপে)
* অভিজ্ঞ গাইড সুবিধা
প্যাকেজের অন্তর্ভুক্ত নয়:
ভিসা ফি, ট্রাভেল ট্যাক্স, বর্ডার টিপস, এন্ট্রি/রাইড ফি, ব্যক্তিগত খরচসমুহ।
ভ্রমণ বৃত্তান্ত:
১ম রাত : ঢাকা-বুড়িমারী
ঢাকা থেকে আমরা এসি বাসে বুড়িমারী এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো ।
১ম দিন : শিলিগুড়ি-দার্জিলিং
সকালে আমরা বুড়িমারী পৌঁছে ব্রেকফাস্ট সেরে ফেলবো এবং বর্ডার এর আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে দার্জিলিংয়ের দিকে যাত্রা শুরু করবো । পথিমধ্যে শিলিগুড়িতে দুপুরের খাবার খেয়ে বিকালে দার্জিলিংয়ে পৌঁছাবো । রাত্রি যাপন দার্জিলিংয়ে ।
২য় দিন : দার্জিলিং
ভোর ৪ টায় আমরা কাঞ্চনজংঘা চূড়া (হিমালয়) এর অপূর্ব রূপ দেখতে টাইগার হিলে যাব । সেখান থেকে আমরা বাতাসিয়া লুপ, যুদ্ধ স্মারক(War Memorial) ও ঘুম মঠ (Ghoom Monastery) দর্শন করবো । তারপরে আমরা বিভিন্ন দর্শনীয় স্থান জাপানিজ টেম্পল, শান্তি প্যাগোডা, আভা আর্ট গ্যালারি, রক গার্ডেন, (হিমালয় পর্বতারোহণ ইনস্টিটিউট) দর্শন করবো ।
৩য় দিন : দার্জিলিং
সকালের নাস্তা সেরে আমরা চিড়িয়াখানা, টেনজিং রক, চা বাগান দেখে হোটেলে ফিরে আসবো । এরপরে আপনি ফ্রি সময় পাবেন শপিং করার জন্য ।
৪র্থ দিন : দার্জিলিং-ঢাকা
সকালের নাস্তা সেরে আমরা মিরিক থেকে পশুপতি নগর (নেপাল সীমান্ত) দিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবো । সারাদিন মিরিক লেকে আমরা নৌভ্রমণ এবং টাট্টু রাইডিং উপভোগ করবো । তারপরে আমরা শিলিগুড়িতে দুপুরের খাবার খেয়ে বুড়িমারি এর উদ্দেশ্যে রওনা দিব । বর্ডার এর আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে ঢাকার দিকে যাত্রা শুরু করবো।
প্যাকেজ মূল্য ঃ ১৪,৫০০/- (With 10 NP)
Nisorgo (pvt.) Ltd, 209/1, MR Khondoker Tower, 7th floor, Calvert Road, Fakirapul, Dhaka.
Contact: 01831050406, 01619144447, 01712513672

ফুল ফুটুক না ফুটুকআজ বসন্ত।শান-বাঁধানো ফুটপাথেপাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছকচি কচি পাতায় পাঁজর ফাটিয়েহাসছে।ফুল ফুট...
12/02/2018

ফুল ফুটুক না ফুটুক
আজ বসন্ত।

শান-বাঁধানো ফুটপাথে
পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ
কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে
হাসছে।

ফুল ফুটুক না ফুটুক
আজ বসন্ত।

আলোর চোখে কালো ঠুলি পরিয়ে
তারপর খুলে –
মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে
তারপর তুলে –
যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে
যেন না ফেরে।

গায়ে হলুদ দেওয়া বিকেলে
একটা দুটো পয়সা পেলে
যে হরবোলা ছেলেটা
কোকিল ডাকতে ডাকতে যেত
– তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো।

লাল কালিতে ছাপা হলদে চিঠির মত
আকাশটাকে মাথায় নিয়ে
এ-গলির এক কালোকুচ্ছিত আইবুড়ো মেয়ে
রেলিঙে বুক চেপে ধ’রে
এই সব সাত-পাঁচ ভাবছিল –

ঠিক সেই সময়
চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল
আ মরণ ! পোড়ারমুখ লক্ষ্মীছাড়া প্রজাপতি !

তারপর দাড়ম করে দরজা বন্ধ হবার শব্দ।
অন্ধকারে মুখ চাপা দিয়ে
দড়িপাকানো সেই গাছ
তখন ও হাসছে।

 #ঢাকা_টু_কক্সবাজার_ট্যুর_প্যাকেজ ঃ Travel with us and get paid!!!স্বল্প খরচে সুশৃংখল ব্যবস্থাপনায় বিলাস বহুল পরিবেশে অট...
09/02/2018

#ঢাকা_টু_কক্সবাজার_ট্যুর_প্যাকেজ ঃ Travel with us and get paid!!!
স্বল্প খরচে সুশৃংখল ব্যবস্থাপনায় বিলাস বহুল পরিবেশে অটুট নিরাপত্তায় স্বপরিবার ভ্রমন করুন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। উপভোগ করুন নীল জলরাশির অপরুপ লীলা বঙ্গোপসাগর।
ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বিলাসবহুল এসি গাড়ি দিয়ে যাত্রা শুরু করে ৩ স্টার মানের হোটেলে থাকা খাওয়া সহ হিমছড়ি, ইনানী এবং দরিয়া নগরের পাহাড় আর সাগরের নৈস্বর্গিক পরিবেশে ঘুড়ে বেড়ানো।
• ভ্রমনের স্থানঃ কক্সবাজার ভ্রমন।
• পরিবহনঃ বিলাস বহুল এসি গাড়ি।
• থাকার ব্যবস্থাঃ অভিজাত ৩ স্টার হোটেল।এক রুমে ২ জন। নারীদের জন্য পৃথক থাকার ব্যবস্থা।
• খাবারঃ অন্তর্ভুক্ত।
• লাকি কুপন।
• ভ্রমনের সময়ঃ ৩ দিন ৪ রাত।
• ভ্রমনের নির্ধারিত তারিখঃ ২৮ ফেব্রুয়ারী ২০১৮।
• জনপ্রতি প্যাকেজ মূল্যঃ ৭০০০ টাকা মাত্র, শিশু যাদের বয়সঃ (৩-১০) বছর তাদের জন্য খরচ অর্ধেক, যাদের বয়স ৩ বছর এর নিচে তাদের জন্য ফ্রি। (৪ এনপি)

***হাইলাইটস***

#ভ্রমনের_স্থানঃ
(১) কক্সবাজার বীচ (২) দরিয়া নগর (৩) হিমছড়ি (৪) ইনানী বীচ।
*সম্ভাব্য পরিবহনঃ বিলাস বহুল এসি গাড়ি।
* সম্ভাব্য থাকার ব্যবস্থাঃ (১) হোটেল ওস্টারিকো, (২) হোটেল সী ওয়ার্ল্ড।
#খাবারঃ
সকালের নাস্তাঃ পরোটা, সবজি/ডাল, ডিম, চা।
রাত এবং দুপুরের খাবারঃ ভাত, সবজি, ডাল, ভর্তা, মাছ, মুরগী/গরু/খাসীর গোশত, কোল ড্রিংকস/ চা।

#বিস্তারিত_ট্যুর_প্ল্যানঃ

 রাত ৯.৩০ এ আরামবাগ বাস স্ট্যান্ড (নটরডেম কলেজের বিপরীত পার্শে) এ ট্যুর ম্যানেজারকে রিপোর্ট করবেন।
 আরামবাগ থেকে এসি বাসে যাত্রা শুরু রাত ১০ টায়।
 যাত্রা বিরতিতে রাতের নাস্তাঃ হাই ওয়ে ইন হোটেলে।

িন_কক্সবাজারঃ
 সকালের নাস্তাঃ সকাল ৮-৯ টায়। (পরোটা, সবজি/ডাল, ডিম, চা)।
 হোটেলে অবস্থান/বিশ্রামঃ ১ ঘণ্টা।
 সমুদ্র স্নানঃ সকাল ১০ - ১২.৩০ পর্যন্ত।
 দুপুরের খাবারঃ ১.৩০ থেকে ২ টার মধ্যে। (ভাত, সবজি, ডাল, ভর্তা, মাছ, মুরগী/গরু/খাসীর গোশত, কোল ড্রিংকস/ চা)।
 হোটেলে অবস্থান ও ব্যক্তিগত ঘুরাফিরা বিকাল ৪ টা পর্যন্ত।
 বীচে ফটোসেশন ও সূর্যাস্ত উপভোগ বিকাল ৪ টা থেকে ৫.৩০ পর্যন্ত।
 রাতের খাবারঃ ৯ টায়। (ভাত, সবজি, ডাল, ভর্তা, মাছ, মুরগী/গরু/খাসীর গোশত, কোল ড্রিংকস/ চা)।
 রাত ১১ টায় ট্যুর ম্যানেজারকে রিপোর্ট করে নিজ নিজ রুমে ঘুমাতে যাওয়া।

িন_কক্সবাজারঃ

 সকালের নাস্তাঃ সকাল ৭.৩০-৮.০০ টায়। (পরোটা, সবজি/ডাল, ডিম, চা)।
 হিমছড়ি বীচে অবস্থান করব সকাল ৯.৩০ এ। পাহাড়ে চড়া ও বীচে ঘুরাফিরা ১২.৩০ টা পর্যন্ত। তারপর ইনানীর উদ্দেশ্যে যাত্রা এবং দুপুরের খাবার ইনানীতে। খাবার খাওয়ার পর ইনানী বীচে ঘুরাফিরা করে দরিয়া নগর হয়ে কলাতলী বীচে ৪ টার মধ্যে হোটেলে ফেরত।
 ব্যক্তিগত ঘুরাফিরা ও কেনাকাটা রাত ৮.৪৫ এর মধ্যে শেষ করে ট্যুর ম্যানেজার এর কাছে রিপোর্ট করে খাবার টোকেন ও ড্রিম নাইটের পাস সংগ্রহ করতে হবে। ৯.৩০ এর মধ্যে রাতের খাবার শেষ করে ঠিক রাত ১০ টার মধ্যে ড্রিম নাইটের হলে প্রবেশ।
 ড্রিম শেয়ারিং, সঙ্গীত অনুষ্ঠান উপভোগ এবং লটারির ড্র রাত ২ টা পর্যন্ত।

িন_কক্সবাজারঃ

 সকালের নাস্তাঃ সকাল ৯.৩০-১০.৩০ টায়। (পরোটা, সবজি/ডাল, ডিম, চা)।
 সকাল ১১ টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত লাকি কুপন ড্র ও ড্রিম বাস্তবায়নের জন্য পরবর্তী পরিকল্পনা/ টার্গেট নিজ নিজ লিডারের কাছে জমা প্রদান।
 ১.৩০ থেকে ২.০০ টার মধ্যে দুপুরের খাবার।
 বিকাল ৩.৪৫-৪.৩০ পর্যন্ত প্রীতি ফুটবল ম্যাচ।
 ৫.০০ মধ্যে ফটোশেসন ও সূর্যাস্ত উপভোগ করে হোটেলে ফিরতে হবে।
 ৫.০০ টা থেকে ৮.০০ টা পর্যন্ত বিশ্রাম ও ব্যক্তিগত কেনাকাটা।
 রাতের খাবারঃ ৯.০০ টায় শেষ করে ট্যুর ম্যানেজারের কাছ থেকে টিকেট/টোকেন সংগ্রহ করা।
 নিজ নিজ ব্যাগ গুছিয়ে ঠিক ১০.৩০ এ বাসের নির্ধারিত জায়গায় উপস্থিত হওয়া।
 ১১.০০ টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু।
 রাতে কুমিল্লায় যাত্রা বিরতির নাস্তা।(পরোটা, সবজি/ডাল, ডিম, চা)।
 ঢাকায় পৌঁছে ট্যুর ম্যানেজারকে রিপোর্ট করে ভ্রমন সমাপ্তি করা।

বিঃ দ্রঃ - প্যাকেজ বুকিং চলবে ২২ ফেব্রুয়ারী, ২০১৮ পর্যন্ত।আয়োজক পক্ষ কোন অনিবার্য কারনে ভ্রমনের তারিখ পরিবর্তনের অধিকার সংরক্ষন করে, তবে তা ৭২ ঘণ্টা পূর্বে অবহিত করা হবে।

ধন্যবাদান্তে,
নিসর্গ প্রাইভেট লিঃ
যোগাযোগঃ ২০৯/১, খন্দকার টাওয়ার, ৮ম তলা,
কার্লভারড রোড, ফকিরাপুল, ঢাকা,
মোবাইলঃ ০১৮৩১০৫০৪০৬

 #ঢাকা_টু_কক্সবাজার_ট্যুর_প্যাকেজ ঃস্বল্প খরচে সুশৃংখল ব্যবস্থাপনায় বিলাস বহুল পরিবেশে অটুট নিরাপত্তায় স্বপরিবার ভ্রমন ক...
09/02/2018

#ঢাকা_টু_কক্সবাজার_ট্যুর_প্যাকেজ ঃ
স্বল্প খরচে সুশৃংখল ব্যবস্থাপনায় বিলাস বহুল পরিবেশে অটুট নিরাপত্তায় স্বপরিবার ভ্রমন করুন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। উপভোগ করুন নীল জলরাশির অপরুপ লীলা বঙ্গোপসাগর।
ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বিলাসবহুল এসি গাড়ি দিয়ে যাত্রা শুরু করে ৩ স্টার মানের হোটেলে থাকা খাওয়া সহ হিমছড়ি, ইনানী এবং দরিয়া নগরের পাহাড় আর সাগরের নৈস্বর্গিক পরিবেশে ঘুড়ে বেড়ানো।
• ভ্রমনের স্থানঃ কক্সবাজার ভ্রমন।
• পরিবহনঃ বিলাস বহুল এসি গাড়ি।
• থাকার ব্যবস্থাঃ অভিজাত ৩ স্টার হোটেল।এক রুমে ২ জন। নারীদের জন্য পৃথক থাকার ব্যবস্থা।
• খাবারঃ অন্তর্ভুক্ত।
• লাকি কুপন।
• ভ্রমনের সময়ঃ ৩ দিন ৪ রাত।
• ভ্রমনের নির্ধারিত তারিখঃ ২৮ ফেব্রুয়ারী ২০১৮।
• জনপ্রতি প্যাকেজ মূল্যঃ ৭০০০ টাকা মাত্র, শিশু যাদের বয়সঃ (৩-১০) বছর তাদের জন্য খরচ অর্ধেক, যাদের বয়স ৩ বছর এর নিচে তাদের জন্য ফ্রি। (৪ এনপি)

***হাইলাইটস***

#ভ্রমনের_স্থানঃ
(১) কক্সবাজার বীচ (২) দরিয়া নগর (৩) হিমছড়ি (৪) ইনানী বীচ।
*সম্ভাব্য পরিবহনঃ বিলাস বহুল এসি গাড়ি।
* সম্ভাব্য থাকার ব্যবস্থাঃ (১) হোটেল ওস্টারিকো, (২) হোটেল সী ওয়ার্ল্ড।
#খাবারঃ
সকালের নাস্তাঃ পরোটা, সবজি/ডাল, ডিম, চা।
রাত এবং দুপুরের খাবারঃ ভাত, সবজি, ডাল, ভর্তা, মাছ, মুরগী/গরু/খাসীর গোশত, কোল ড্রিংকস/ চা।

#বিস্তারিত_ট্যুর_প্ল্যানঃ

 রাত ৯.৩০ এ আরামবাগ বাস স্ট্যান্ড (নটরডেম কলেজের বিপরীত পার্শে) এ ট্যুর ম্যানেজারকে রিপোর্ট করবেন।
 আরামবাগ থেকে এসি বাসে যাত্রা শুরু রাত ১০ টায়।
 যাত্রা বিরতিতে রাতের নাস্তাঃ হাই ওয়ে ইন হোটেলে।

িন_কক্সবাজারঃ
 সকালের নাস্তাঃ সকাল ৮-৯ টায়। (পরোটা, সবজি/ডাল, ডিম, চা)।
 হোটেলে অবস্থান/বিশ্রামঃ ১ ঘণ্টা।
 সমুদ্র স্নানঃ সকাল ১০ - ১২.৩০ পর্যন্ত।
 দুপুরের খাবারঃ ১.৩০ থেকে ২ টার মধ্যে। (ভাত, সবজি, ডাল, ভর্তা, মাছ, মুরগী/গরু/খাসীর গোশত, কোল ড্রিংকস/ চা)।
 হোটেলে অবস্থান ও ব্যক্তিগত ঘুরাফিরা বিকাল ৪ টা পর্যন্ত।
 বীচে ফটোসেশন ও সূর্যাস্ত উপভোগ বিকাল ৪ টা থেকে ৫.৩০ পর্যন্ত।
 রাতের খাবারঃ ৯ টায়। (ভাত, সবজি, ডাল, ভর্তা, মাছ, মুরগী/গরু/খাসীর গোশত, কোল ড্রিংকস/ চা)।
 রাত ১১ টায় ট্যুর ম্যানেজারকে রিপোর্ট করে নিজ নিজ রুমে ঘুমাতে যাওয়া।

িন_কক্সবাজারঃ

 সকালের নাস্তাঃ সকাল ৭.৩০-৮.০০ টায়। (পরোটা, সবজি/ডাল, ডিম, চা)।
 হিমছড়ি বীচে অবস্থান করব সকাল ৯.৩০ এ। পাহাড়ে চড়া ও বীচে ঘুরাফিরা ১২.৩০ টা পর্যন্ত। তারপর ইনানীর উদ্দেশ্যে যাত্রা এবং দুপুরের খাবার ইনানীতে। খাবার খাওয়ার পর ইনানী বীচে ঘুরাফিরা করে দরিয়া নগর হয়ে কলাতলী বীচে ৪ টার মধ্যে হোটেলে ফেরত।
 ব্যক্তিগত ঘুরাফিরা ও কেনাকাটা রাত ৮.৪৫ এর মধ্যে শেষ করে ট্যুর ম্যানেজার এর কাছে রিপোর্ট করে খাবার টোকেন ও ড্রিম নাইটের পাস সংগ্রহ করতে হবে। ৯.৩০ এর মধ্যে রাতের খাবার শেষ করে ঠিক রাত ১০ টার মধ্যে ড্রিম নাইটের হলে প্রবেশ।
 ড্রিম শেয়ারিং, সঙ্গীত অনুষ্ঠান উপভোগ এবং লটারির ড্র রাত ২ টা পর্যন্ত।

িন_কক্সবাজারঃ

 সকালের নাস্তাঃ সকাল ৯.৩০-১০.৩০ টায়। (পরোটা, সবজি/ডাল, ডিম, চা)।
 সকাল ১১ টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত লাকি কুপন ড্র ও ড্রিম বাস্তবায়নের জন্য পরবর্তী পরিকল্পনা/ টার্গেট নিজ নিজ লিডারের কাছে জমা প্রদান।
 ১.৩০ থেকে ২.০০ টার মধ্যে দুপুরের খাবার।
 বিকাল ৩.৪৫-৪.৩০ পর্যন্ত প্রীতি ফুটবল ম্যাচ।
 ৫.০০ মধ্যে ফটোশেসন ও সূর্যাস্ত উপভোগ করে হোটেলে ফিরতে হবে।
 ৫.০০ টা থেকে ৮.০০ টা পর্যন্ত বিশ্রাম ও ব্যক্তিগত কেনাকাটা।
 রাতের খাবারঃ ৯.০০ টায় শেষ করে ট্যুর ম্যানেজারের কাছ থেকে টিকেট/টোকেন সংগ্রহ করা।
 নিজ নিজ ব্যাগ গুছিয়ে ঠিক ১০.৩০ এ বাসের নির্ধারিত জায়গায় উপস্থিত হওয়া।
 ১১.০০ টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু।
 রাতে কুমিল্লায় যাত্রা বিরতির নাস্তা।(পরোটা, সবজি/ডাল, ডিম, চা)।
 ঢাকায় পৌঁছে ট্যুর ম্যানেজারকে রিপোর্ট করে ভ্রমন সমাপ্তি করা।

বিঃ দ্রঃ - প্যাকেজ বুকিং চলবে ২২ ফেব্রুয়ারী, ২০১৮ পর্যন্ত।আয়োজক পক্ষ কোন অনিবার্য কারনে ভ্রমনের তারিখ পরিবর্তনের অধিকার সংরক্ষন করে, তবে তা ৭২ ঘণ্টা পূর্বে অবহিত করা হবে।

ধন্যবাদান্তে,
নিসর্গ প্রাইভেট লিঃ
যোগাযোগঃ ২০৯/১, খন্দকার টাওয়ার, ৮ম তলা,
কার্লভারড রোড, ফকিরাপুল, ঢাকা,
মোবাইলঃ ০১৮৩১০৫০৪০৬

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Nisorgo Tourism Pvt. Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share