09/02/2018
#ঢাকা_টু_কক্সবাজার_ট্যুর_প্যাকেজ ঃ Travel with us and get paid!!!
স্বল্প খরচে সুশৃংখল ব্যবস্থাপনায় বিলাস বহুল পরিবেশে অটুট নিরাপত্তায় স্বপরিবার ভ্রমন করুন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। উপভোগ করুন নীল জলরাশির অপরুপ লীলা বঙ্গোপসাগর।
ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বিলাসবহুল এসি গাড়ি দিয়ে যাত্রা শুরু করে ৩ স্টার মানের হোটেলে থাকা খাওয়া সহ হিমছড়ি, ইনানী এবং দরিয়া নগরের পাহাড় আর সাগরের নৈস্বর্গিক পরিবেশে ঘুড়ে বেড়ানো।
• ভ্রমনের স্থানঃ কক্সবাজার ভ্রমন।
• পরিবহনঃ বিলাস বহুল এসি গাড়ি।
• থাকার ব্যবস্থাঃ অভিজাত ৩ স্টার হোটেল।এক রুমে ২ জন। নারীদের জন্য পৃথক থাকার ব্যবস্থা।
• খাবারঃ অন্তর্ভুক্ত।
• লাকি কুপন।
• ভ্রমনের সময়ঃ ৩ দিন ৪ রাত।
• ভ্রমনের নির্ধারিত তারিখঃ ২৮ ফেব্রুয়ারী ২০১৮।
• জনপ্রতি প্যাকেজ মূল্যঃ ৭০০০ টাকা মাত্র, শিশু যাদের বয়সঃ (৩-১০) বছর তাদের জন্য খরচ অর্ধেক, যাদের বয়স ৩ বছর এর নিচে তাদের জন্য ফ্রি। (৪ এনপি)
***হাইলাইটস***
#ভ্রমনের_স্থানঃ
(১) কক্সবাজার বীচ (২) দরিয়া নগর (৩) হিমছড়ি (৪) ইনানী বীচ।
*সম্ভাব্য পরিবহনঃ বিলাস বহুল এসি গাড়ি।
* সম্ভাব্য থাকার ব্যবস্থাঃ (১) হোটেল ওস্টারিকো, (২) হোটেল সী ওয়ার্ল্ড।
#খাবারঃ
সকালের নাস্তাঃ পরোটা, সবজি/ডাল, ডিম, চা।
রাত এবং দুপুরের খাবারঃ ভাত, সবজি, ডাল, ভর্তা, মাছ, মুরগী/গরু/খাসীর গোশত, কোল ড্রিংকস/ চা।
#বিস্তারিত_ট্যুর_প্ল্যানঃ
রাত ৯.৩০ এ আরামবাগ বাস স্ট্যান্ড (নটরডেম কলেজের বিপরীত পার্শে) এ ট্যুর ম্যানেজারকে রিপোর্ট করবেন।
আরামবাগ থেকে এসি বাসে যাত্রা শুরু রাত ১০ টায়।
যাত্রা বিরতিতে রাতের নাস্তাঃ হাই ওয়ে ইন হোটেলে।
িন_কক্সবাজারঃ
সকালের নাস্তাঃ সকাল ৮-৯ টায়। (পরোটা, সবজি/ডাল, ডিম, চা)।
হোটেলে অবস্থান/বিশ্রামঃ ১ ঘণ্টা।
সমুদ্র স্নানঃ সকাল ১০ - ১২.৩০ পর্যন্ত।
দুপুরের খাবারঃ ১.৩০ থেকে ২ টার মধ্যে। (ভাত, সবজি, ডাল, ভর্তা, মাছ, মুরগী/গরু/খাসীর গোশত, কোল ড্রিংকস/ চা)।
হোটেলে অবস্থান ও ব্যক্তিগত ঘুরাফিরা বিকাল ৪ টা পর্যন্ত।
বীচে ফটোসেশন ও সূর্যাস্ত উপভোগ বিকাল ৪ টা থেকে ৫.৩০ পর্যন্ত।
রাতের খাবারঃ ৯ টায়। (ভাত, সবজি, ডাল, ভর্তা, মাছ, মুরগী/গরু/খাসীর গোশত, কোল ড্রিংকস/ চা)।
রাত ১১ টায় ট্যুর ম্যানেজারকে রিপোর্ট করে নিজ নিজ রুমে ঘুমাতে যাওয়া।
িন_কক্সবাজারঃ
সকালের নাস্তাঃ সকাল ৭.৩০-৮.০০ টায়। (পরোটা, সবজি/ডাল, ডিম, চা)।
হিমছড়ি বীচে অবস্থান করব সকাল ৯.৩০ এ। পাহাড়ে চড়া ও বীচে ঘুরাফিরা ১২.৩০ টা পর্যন্ত। তারপর ইনানীর উদ্দেশ্যে যাত্রা এবং দুপুরের খাবার ইনানীতে। খাবার খাওয়ার পর ইনানী বীচে ঘুরাফিরা করে দরিয়া নগর হয়ে কলাতলী বীচে ৪ টার মধ্যে হোটেলে ফেরত।
ব্যক্তিগত ঘুরাফিরা ও কেনাকাটা রাত ৮.৪৫ এর মধ্যে শেষ করে ট্যুর ম্যানেজার এর কাছে রিপোর্ট করে খাবার টোকেন ও ড্রিম নাইটের পাস সংগ্রহ করতে হবে। ৯.৩০ এর মধ্যে রাতের খাবার শেষ করে ঠিক রাত ১০ টার মধ্যে ড্রিম নাইটের হলে প্রবেশ।
ড্রিম শেয়ারিং, সঙ্গীত অনুষ্ঠান উপভোগ এবং লটারির ড্র রাত ২ টা পর্যন্ত।
িন_কক্সবাজারঃ
সকালের নাস্তাঃ সকাল ৯.৩০-১০.৩০ টায়। (পরোটা, সবজি/ডাল, ডিম, চা)।
সকাল ১১ টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত লাকি কুপন ড্র ও ড্রিম বাস্তবায়নের জন্য পরবর্তী পরিকল্পনা/ টার্গেট নিজ নিজ লিডারের কাছে জমা প্রদান।
১.৩০ থেকে ২.০০ টার মধ্যে দুপুরের খাবার।
বিকাল ৩.৪৫-৪.৩০ পর্যন্ত প্রীতি ফুটবল ম্যাচ।
৫.০০ মধ্যে ফটোশেসন ও সূর্যাস্ত উপভোগ করে হোটেলে ফিরতে হবে।
৫.০০ টা থেকে ৮.০০ টা পর্যন্ত বিশ্রাম ও ব্যক্তিগত কেনাকাটা।
রাতের খাবারঃ ৯.০০ টায় শেষ করে ট্যুর ম্যানেজারের কাছ থেকে টিকেট/টোকেন সংগ্রহ করা।
নিজ নিজ ব্যাগ গুছিয়ে ঠিক ১০.৩০ এ বাসের নির্ধারিত জায়গায় উপস্থিত হওয়া।
১১.০০ টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু।
রাতে কুমিল্লায় যাত্রা বিরতির নাস্তা।(পরোটা, সবজি/ডাল, ডিম, চা)।
ঢাকায় পৌঁছে ট্যুর ম্যানেজারকে রিপোর্ট করে ভ্রমন সমাপ্তি করা।
বিঃ দ্রঃ - প্যাকেজ বুকিং চলবে ২২ ফেব্রুয়ারী, ২০১৮ পর্যন্ত।আয়োজক পক্ষ কোন অনিবার্য কারনে ভ্রমনের তারিখ পরিবর্তনের অধিকার সংরক্ষন করে, তবে তা ৭২ ঘণ্টা পূর্বে অবহিত করা হবে।
ধন্যবাদান্তে,
নিসর্গ প্রাইভেট লিঃ
যোগাযোগঃ ২০৯/১, খন্দকার টাওয়ার, ৮ম তলা,
কার্লভারড রোড, ফকিরাপুল, ঢাকা,
মোবাইলঃ ০১৮৩১০৫০৪০৬