07/08/2022
ফেসবুক পেজের লাইক/ফলোয়ার বাড়ানোর উপায়ঃ
অনলাইনে অর্থ আয়ের একটি অন্যতম উৎস হলো ফেসবুক পেজ। আর এই জন্য ফেসবুক পেজকে মনিটাইজেশন করতে হয়। মনিটাইজেশনের জন্য কোনো ফেসবুক পেজের ১০ হাজার ফলোয়ার থাকতে হয়। ফলোয়ার বাড়াতে নিম্নে ১০ টি টিপস নিয়ে আলোচনা করা হলো-
১ঃ পেজের একটি ভালো নাম ফলোয়ার বৃদ্ধিতে সহায়ক।সহজ এবং আনকমন নাম এইক্ষেত্রে যুৎসই । উদ্দ্যেশ্যের সঙ্গে নাম যাতে মানানসই হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নাম দেখেই সবাই যেন বুঝতে পারে যে এটি কিসের পেজ।
২ঃ পেইজের প্রোফাইল ইনফরমেটিভ হওয়াটা জরুরি। মানানসই প্রোফাইল এবং কাভার ফটো,ডেসক্রিপশন, স্লোগান, ঠিকানা, খোলা থাকার সময়, ওয়েবসাইট, ফোন নম্বর ইত্যাদি তথ্য নির্ভুলভাবে ইন্টারফেসে থাকতে হবে। উপযুক্ত এনিমেটেড বা ভিডিও কাভার পেইজকে ভিন্ন মাত্রা দিবে। ক্যাপশন সহ ছবি আপলোড করলে ভালো ফল পাওয়া যায় । গুরুত্বপূর্ণ পোস্টকে ‘পিন’ করে রাখা ভালো।
৩ঃ পেইজে নিয়মিত পোস্ট করতে হবে। পোস্ট করার ক্ষেত্রে একটা শিডিউল মেনে চলতে হবে। সাধারণত পিক আওয়ারে (যে সময়ে সবচেয়ে বেশি মানুষ মোবাইল ইউজ করে) পোস্ট করা উচিৎ।
৪ঃ পোস্ট বুস্ট আপ করেও লাইক ফলোয়ার বাড়ানো যায়।
৫ঃ অন্য পেজের ভালো পোস্ট গুলোতে লাইক এবং গঠনমূলক কমেন্ট করলে ওই পেইজেরঅনেক ফলোয়ার,এডমিন,মডারেটর আপনার পেইজ ফলো করবে এবং লাইক কমেন্ট করবে।
৬ঃ কাস্টমারদের আলাদা মতামত বা পোস্ট শেয়ার করার জন্য গ্রুপ ক্রিয়েট করলে পেজের অর্গানিক লাইক বাড়ে।
৭ঃ পেজ থেকে বেশি বেশি লাইভ করুন। লাইভ ভিডিওগুলোকে ফেসবুক সাধারণত তাদের নিউজ ফিডে সবার ওপরে স্হান দেয়। এক্ষেত্রে কোনো পণ্য বা সেবার ডেমো কিংবা মজার কোনো টিউটোরিয়াল দেখাতে পারেন।
৮ঃ পোস্ট যাতে ইনফরমেটিভ এবং ভার্বোজফ্রি হয় সেদিকে খেয়াল রাখুন এতে পোস্টের ‘রিচ’ বাড়ে। একটি আদর্শ অর্গানিক ফেসবুক পোস্টের দৈর্ঘ্য হলো ৪০-৮০টি অক্ষর (ইংরেজিতে, স্পেসসহ)।
৯ঃ ভুলভ্রান্তি তথ্য সম্বলিত পোস্ট পেজে দেয়া নিষিদ্ধ। ভুয়া তথ্য নিয়ে ফেসবুক এখন বেশ সরব।
১০ঃ কাস্টমার সার্ভিসের বেলায় ফাস্ট হোন। ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন। অটোমেটিক রিপ্লাইয়ের ব্যবস্থা রাখুন। পেজের সেটিংস-এ গিয়ে বামপাশের মেসেজিং অপশনে যান। এরপর রেসপন্স অ্যাসিসট্যান্ট সিলেক্ট করে ‘সেন্ড ইনস্ট্যান্ট রিপ্লাইস’ সিলেক্ট করুন। চেঞ্জ-এ ক্লিক করে নিজের মতো করে বার্তাটি লিখুন।