Travel Together BD

  • Home
  • Travel Together BD

Travel Together BD Tourism Company

10/06/2023
16/04/2023

বাসার নিচে গিয়ে যে কয়জনের সাথে দেখা হলো তাদের মধ্যে অধিকাংশই এসি কিনছে। এসি কেনাটা এখন অনেকের কাছেই ডালভাত এটা বুঝতে পারলাম। সেই সাথে এটাও বুঝতে পারলাম অনেকের শরীরই অনেক কিছুই সয় না। আমার বাসা যে এলাকায় এখানে এই কয়দিন ১ মিনিট ও লোডশেডিং হয় নাই। কিন্তু সোসাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি অনেক স্হানেই দফায় দফায় লোডশেডিং হচ্ছে। এসি কেনার হিড়িক যেভাবে পড়েছে তাতে এইগুলো চলবে কিসে!

অথচ একসময় দেশের অধিকাংশ এলাকাতেই ইলেকট্রিসিটির সংযোগ ছিলো না।

আমার কলেজ বন্ধু Shariful Kabir Sharif এর একটি মূল্যবান উদ্যোগ। masculine তার অগ্রযাত্রা অব্যাহত রাখুক এই কামনা করি।
14/04/2023

আমার কলেজ বন্ধু Shariful Kabir Sharif এর একটি মূল্যবান উদ্যোগ। masculine তার অগ্রযাত্রা অব্যাহত রাখুক এই কামনা করি।

MASCULINE offers men's casual wear in trendy designs in an affordable price. We aim to be one of the most trusted men's clothing wear brand in Bangladesh.

ফেসবুক পেজের লাইক/ফলোয়ার বাড়ানোর উপায়ঃঅনলাইনে অর্থ আয়ের একটি অন্যতম উৎস হলো ফেসবুক পেজ। আর এই জন্য ফেসবুক পেজকে মনিটাইজে...
07/08/2022

ফেসবুক পেজের লাইক/ফলোয়ার বাড়ানোর উপায়ঃ

অনলাইনে অর্থ আয়ের একটি অন্যতম উৎস হলো ফেসবুক পেজ। আর এই জন্য ফেসবুক পেজকে মনিটাইজেশন করতে হয়। মনিটাইজেশনের জন্য কোনো ফেসবুক পেজের ১০ হাজার ফলোয়ার থাকতে হয়। ফলোয়ার বাড়াতে নিম্নে ১০ টি টিপস নিয়ে আলোচনা করা হলো-

১ঃ পেজের একটি ভালো নাম ফলোয়ার বৃদ্ধিতে সহায়ক।সহজ এবং আনকমন নাম এইক্ষেত্রে যুৎসই । উদ্দ্যেশ্যের সঙ্গে নাম যাতে মানানসই হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নাম দেখেই সবাই যেন বুঝতে পারে যে এটি কিসের পেজ।

২ঃ পেইজের প্রোফাইল ইনফরমেটিভ হওয়াটা জরুরি। মানানসই প্রোফাইল এবং কাভার ফটো,ডেসক্রিপশন, স্লোগান, ঠিকানা, খোলা থাকার সময়, ওয়েবসাইট, ফোন নম্বর ইত্যাদি তথ্য নির্ভুলভাবে ইন্টারফেসে থাকতে হবে। উপযুক্ত এনিমেটেড বা ভিডিও কাভার পেইজকে ভিন্ন মাত্রা দিবে। ক্যাপশন সহ ছবি আপলোড করলে ভালো ফল পাওয়া যায় । গুরুত্বপূর্ণ পোস্টকে ‘পিন’ করে রাখা ভালো।

৩ঃ পেইজে নিয়মিত পোস্ট করতে হবে। পোস্ট করার ক্ষেত্রে একটা শিডিউল মেনে চলতে হবে। সাধারণত পিক আওয়ারে (যে সময়ে সবচেয়ে বেশি মানুষ মোবাইল ইউজ করে) পোস্ট করা উচিৎ।

৪ঃ পোস্ট বুস্ট আপ করেও লাইক ফলোয়ার বাড়ানো যায়।

৫ঃ অন্য পেজের ভালো পোস্ট গুলোতে লাইক এবং গঠনমূলক কমেন্ট করলে ওই পেইজেরঅনেক ফলোয়ার,এডমিন,মডারেটর আপনার পেইজ ফলো করবে এবং লাইক কমেন্ট করবে।

৬ঃ কাস্টমারদের আলাদা মতামত বা পোস্ট শেয়ার করার জন্য গ্রুপ ক্রিয়েট করলে পেজের অর্গানিক লাইক বাড়ে।

৭ঃ পেজ থেকে বেশি বেশি লাইভ করুন। লাইভ ভিডিওগুলোকে ফেসবুক সাধারণত তাদের নিউজ ফিডে সবার ওপরে স্হান দেয়। এক্ষেত্রে কোনো পণ্য বা সেবার ডেমো কিংবা মজার কোনো টিউটোরিয়াল দেখাতে পারেন।

৮ঃ পোস্ট যাতে ইনফরমেটিভ এবং ভার্বোজফ্রি হয় সেদিকে খেয়াল রাখুন এতে পোস্টের ‘রিচ’ বাড়ে। একটি আদর্শ অর্গানিক ফেসবুক পোস্টের দৈর্ঘ্য হলো ৪০-৮০টি অক্ষর (ইংরেজিতে, স্পেসসহ)।

৯ঃ ভুলভ্রান্তি তথ্য সম্বলিত পোস্ট পেজে দেয়া নিষিদ্ধ। ভুয়া তথ্য নিয়ে ফেসবুক এখন বেশ সরব।

১০ঃ কাস্টমার সার্ভিসের বেলায় ফাস্ট হোন। ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন। অটোমেটিক রিপ্লাইয়ের ব্যবস্থা রাখুন। পেজের সেটিংস-এ গিয়ে বামপাশের মেসেজিং অপশনে যান। এরপর রেসপন্স অ্যাসিসট্যান্ট সিলেক্ট করে ‘সেন্ড ইনস্ট্যান্ট রিপ্লাইস’ সিলেক্ট করুন। চেঞ্জ-এ ক্লিক করে নিজের মতো করে বার্তাটি লিখুন।

Address


Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801537594039

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel Together BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share