ঘুরিস্ট : Ghurist Team Bangladesh

  • Home
  • ঘুরিস্ট : Ghurist Team Bangladesh

ঘুরিস্ট : Ghurist Team Bangladesh To Enjoy An Adventurous Life...

'ঘুরিস্ট' নতুন নতুন জায়গা?
(1)

অভিনন্দন Babar  ভাই ,  দীর্ঘ ১ মাস ১৯ দিন পর আপনার বিজয়ের পোস্ট দেওয়ার জন্য অপেক্ষার অবসান ঘটলো। দোয়া ও শুভ কামনা রইল নি...
19/05/2024

অভিনন্দন Babar ভাই , দীর্ঘ ১ মাস ১৯ দিন পর আপনার বিজয়ের পোস্ট দেওয়ার জন্য অপেক্ষার অবসান ঘটলো। দোয়া ও শুভ কামনা রইল নিরন্তর ।

একসাথে ১০ কোটি গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করেছেন এই ব্যক্তি !!ইনি হচ্ছেন একজন বিশ্ব রেকর্ডার স্কাই ডাইভার লুইগি ক্যানি। সব...
28/04/2024

একসাথে ১০ কোটি গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করেছেন এই ব্যক্তি !!
ইনি হচ্ছেন একজন বিশ্ব রেকর্ডার স্কাই ডাইভার লুইগি ক্যানি। সব থেকে ছোট প্যারাসুট দিয়ে স্কাই ডাইভিং করার রেকর্ড আছে এনার !

এটিও কেউ যেন তার আরেকটি অনন্য বিশ্ব রেকর্ড ! অ্যামাজন জঙ্গলে একসাথে প্রায় ২৭ টি প্রজাতির প্রায় ১০০ মিলিয়ন গাছের বীজ বপন করার রেকর্ড ! বিমান থেকে লাফ দিয়ে স্কাই ডাইভিং করতে করতে। প্রায় ৩০০ কিলোমিটার জায়গা জুড়ে বীজ বপন করেছেন ইনি ! অ্যামাজন জঙ্গলের একটি প্রোজেক্টের আদলে মিশন হিসেবে এই কাজটি করেন তিনি !

এই ধরনের বিশ্ব রেকর্ড পৃথিবীর জন্য অত্যন্ত উপকারী । আমাদেরও উচিত এমন রেকর্ডের চেষ্টা করা, যে রেকর্ড পরিবেশকে বাঁচাবে আমাদের কে বাঁচাবে।

গাছ কেটে নগর গড়লাম। সেই নগরে ফ্লাইওভার বানালাম। ফ্লাইওভারের পিলারে গাছ আঁকালাম। তারপর লিখে দিলাম, 'গাছ লাগান, পরিবেশ বাঁ...
23/04/2024

গাছ কেটে নগর গড়লাম। সেই নগরে ফ্লাইওভার বানালাম। ফ্লাইওভারের পিলারে গাছ আঁকালাম। তারপর লিখে দিলাম, 'গাছ লাগান, পরিবেশ বাঁচান।'

Pic Nurul Alam Nishan

ধরো তোমার ভিসা হয়ে গেছে! 😛
23/03/2024

ধরো তোমার ভিসা হয়ে গেছে! 😛

20/02/2024
বান্দরবানের এই মেঘ বাড়ি পেয়েছে আর্কেশিয়ার স্বীকৃতি
10/10/2023

বান্দরবানের এই মেঘ বাড়ি পেয়েছে আর্কেশিয়ার স্বীকৃতি

পরিবেশ ও প্রকৃতির কথা মাথায় রেখে গড়ে ওঠা ইট–কাঠের এসব ভবনই পেয়েছে স্থাপত্যের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘আর্কেশিয়া...

14/07/2023

আলহামদুলিল্লাহ, রুমা উপজেলা ও থানচি উপজেলা টুরিস্ট চালু আজ থেকে। যেতে পারবেন বগালেক রিজুক ঝর্ণা, কেওক্রাডং, চিংড়ি ঝর্ণা, রুমা

বর্ষাকালে জলবিদ্যুৎকেন্দ্রের জলাধার ভরে উঠে এ সময়েই হওয়ার কথা- সর্বোচ্চ উৎপাদন। ফলে  সক্ষমতার সর্বোচ্চ ৯৫ শতাংশ পর্যন্ত ...
11/07/2023

বর্ষাকালে জলবিদ্যুৎকেন্দ্রের জলাধার ভরে উঠে এ সময়েই হওয়ার কথা- সর্বোচ্চ উৎপাদন। ফলে সক্ষমতার সর্বোচ্চ ৯৫ শতাংশ পর্যন্ত কাজে লাগানো সম্ভব হয়। কিন্তু, বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ প্রকল্পের ক্ষেত্রে তা হচ্ছে না।

অন্যান্য জ্বালানি-ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত হওয়ায় – দেশে যখন প্রতিনিয়ত লোডশেডিং হচ্ছে, তারমধ্যেই বৃষ্টির মওসুম সত্ত্বেও – ২৩০ মেগাওয়াট সক্ষমতার কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্র উৎপাদন বাড়াতে ব্যর্থ হচ্ছে।

আগামী ১জুলাই ২০২৩ থেকে ভারত ভ্রমণে স্থলপথে ট্রাভেল ট্যাক্স ১০০০ টাকা
04/06/2023

আগামী ১জুলাই ২০২৩ থেকে ভারত ভ্রমণে স্থলপথে ট্রাভেল ট্যাক্স ১০০০ টাকা

বাংলাদেশ থেকে সিএনজি নিয়ে কানাডার রাস্তায় চালাচ্ছে সিলেটের স্পাউস ইসমাইল হোসেন মিলন। কয়েকজন আত্মীয়র ব্যাগে করে সিএনজি বা...
27/05/2023

বাংলাদেশ থেকে সিএনজি নিয়ে কানাডার রাস্তায় চালাচ্ছে সিলেটের স্পাউস ইসমাইল হোসেন মিলন। কয়েকজন আত্মীয়র ব্যাগে করে সিএনজি বানানোর মালামাল আনিয়ে নিজহাতে তিনি গাড়িটি পুনঃস্থাপন করেছেন।

- কানাডার টরোন্টো থেকে তোলা।

সেন্টমার্টিনের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে, আল্লাহ আমাদের হেফাযত করুন।
14/05/2023

সেন্টমার্টিনের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে, আল্লাহ আমাদের হেফাযত করুন।

মিডিয়ায় শোরগোল নেই, রেকর্ড রেকর্ড বলে হম্বিতম্বি নেই, মাউন্টেনিয়ারিং সমাজের কেউই তেমন জানেও না আপডেট - হঠাৎ একদিন শোনা গ...
17/04/2023

মিডিয়ায় শোরগোল নেই, রেকর্ড রেকর্ড বলে হম্বিতম্বি নেই, মাউন্টেনিয়ারিং সমাজের কেউই তেমন জানেও না আপডেট - হঠাৎ একদিন শোনা গেলো মেয়েটা চুপচাপ প্রায় মাসখানেক আগে নেপালে এসে বসে আছে অন্নপূর্ণা সামিট এর আশায়! হয়তো এখনো তেমন কেউ জানতো না, যদি না তার স্বদেশী সেলিব্রিটি মাউন্টেনিয়াররাও একই পর্বতে আসতো!
যাই হোক, এই নিভৃতচারী মেয়ে আজ ভোরে অন্নপূর্ণা সামিট করেছেন - হয়েছেন অন্নপূর্ণা সামিট করা প্রথম পাকিস্তানি নারী। মেয়েটার নাম নাঈলা খিয়ানী।
নাঈলা এর আগে সামিট করেছেন কেটু, গাশারব্রাম-১ ও ২।

© Vertical Dreamers

*পরিবেশ অধিদপ্তর ১৯৯৯ সালে সেন্ট মার্টিনকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে।*৩৮ বছরের সেন্ট মার্টিন দ্বীপে প্...
17/03/2023

*পরিবেশ অধিদপ্তর ১৯৯৯ সালে সেন্ট মার্টিনকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে।

*৩৮ বছরের সেন্ট মার্টিন দ্বীপে প্রবাল প্রজাতি ১৪১টি থেকে কমে ৪০টিতে নেমেছে। কমেছে বৃক্ষ আচ্ছাদিত এলাকা।

*দ্বীপটিতে স্থাপনা নির্মাণ অবৈধ। তবে হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ হয়েছে ২৩০টির বেশি। দুই বছরে তৈরি হয়েছে ১৩০টি।

সেন্ট মার্টিনকে মেরে ফেলা হচ্ছে: https://t.ly/1oJ5R

সর্বনিম্ন ৭০০ টাকায় ঢাকা থেকে যাওয়া যাবে কক্সবাজার।😳এই ঝিনুক আকৃতির স্টেশন চালু হলে ঢাকা থেকে মাত্র ৮ ঘন্টায় সমুদ্র নগরী...
01/03/2023

সর্বনিম্ন ৭০০ টাকায় ঢাকা থেকে যাওয়া যাবে কক্সবাজার।😳
এই ঝিনুক আকৃতির স্টেশন চালু হলে ঢাকা থেকে মাত্র ৮ ঘন্টায় সমুদ্র নগরীতে পৌঁছানো যাবে। আর চট্টগ্রাম থেকে যেতে সময় লাগবে মাত্র আড়াই ঘণ্টা। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, ঢাকা থেকে কক্সবাজার চলাচলে সর্বোচ্চ টিকিটের মূল্য হবে ১৫০০ টাকা।

এশিয়ার একমাত্র পর্যটন স্টেশন চালু হলে এটি দেখতে অনেক মানুষ ছুটে আসবেন কক্সবাজারে। আবার যাতায়াত সহজ হওয়ায় সমুদ্র নগরীতে বাড়বে কয়েক গুণ পর্যটক।

চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যে রেলপথ নিয়ে সবার অপেক্ষা, সেই প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণ এই রেলস্টেশন। ছয় শতাধিক শ্রমিক ও প্রকৌশলীর শ্রমে চার বছরে এটি এখন দৃশ্যমান। চারদিকে চলছে গ্লাস ফিটিংস, ছাদের স্টিল ক্যানোফি আর নানা ধরনের ফিটিংস বসানোর কাজ।

স্টেশনটি অনেকটা উন্নত বিশ্বের কোনও বিমান বন্দরের মতো। ভবনের নিচতলায় আছে টিকিট কাউন্টার, লকারসহ নানা সুবিধা। দ্বিতীয় তলায় শপিংমল, রেস্তোরাঁ। তিন তলায় আছে তারকামানের হোটেল, যেখানে ৩৯টি রুমে পর্যটকরা থাকতে পারবে।

ঢাকা থেকে প্রতিদিন ১০ জোড়ার পাশাপশি চট্টগ্রাম থেকে সরাসরি ও লোকাল মিলে আরো বেশ কিছু ট্রেন যাবে কক্সবাজার। পর্যটকবাহী এক একটি ট্রেনে থাকবে ৮০০ থেকে ১২০০ যাত্রী। সবমিলিয়ে এ রেলপথে বছরে যাত্রী আসা যাওয়া করবে প্রায় ২ কোটি।

চট্টগ্রাম কক্সবাজার রেলপথে এটিসহ মোট নয়টি স্টেশন থাকবে। যার মাধ্যমে স্থানীয় অর্থনীতির যোগসূত্র তৈরি হবে। স্টেশন ঘিরে হোটেল-মোটেল ও পরিবহন খাতে তৈরি হবে নতুন নতুন উদ্যোক্তা।

সব কিছু ঠিক থাকলে চলতি বছরই পর্যটকরা ট্রেনে চেপে কক্সবাজার যাতায়াত করতে পারবে।
সূত্র: SA tv

ট্যুরিস্টদের আকৃষ্ট করতে ভুটান সরকারের নাটকীয় সিদ্ধান্ত 😳বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে অভিনব এক পন্থার আশ্রয় নিয়েছে হিমাল...
28/02/2023

ট্যুরিস্টদের আকৃষ্ট করতে ভুটান সরকারের নাটকীয় সিদ্ধান্ত 😳
বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে অভিনব এক পন্থার আশ্রয় নিয়েছে হিমালয়ের কোলে অবস্থিত দেশ ভুটান। তারা সে দেশে আসা বিদেশি পর্যটকদের ডিউটি-ফ্রি বা শুল্কমুক্ত হারে স্বর্ণ কেনার সুযোগ দিচ্ছে, যার মধ্যে ভারত ও বাংলাদেশের নাগরিকরাও পড়ছেন। ভুটানে ২৪ ক্যারেট স্বর্ণের দাম বাংলাদেশের তুলনায় অন্তত এক-তৃতীয়াংশ কম পড়বে বলেও প্রাথমিক হিসাবে দেখা যাচ্ছে।

আর বাংলাদেশ যেহেতু বিদেশ থেকে আসা নাগরিকদের প্রত্যেককে অন্তত বিশ ভরি (২৩৪ গ্রাম) স্বর্ণ নিখরচায় দেশে আনার অনুমতি দেয়, তাই কেউ এই কোটার পুরো ফায়দা তুললে ভুটানে স্বর্ণ কিনে প্রায় ৫ লাখ রুপি সাশ্রয় করতে পারবেন। এর ওপরে ১০০ গ্রাম স্বর্ণালঙ্কারও বিনা শুল্কে বাংলাদেশে আনা যাবে।

তবে এই ডিউটি ফ্রি-হারে ভুটানে স্বর্ণ কেনার শর্ত একটাই; আপনাকে পর্যটক হিসেবে অন্তত একটি রাত ভুটানের ট্যুরিজম কাউন্সিলের অনুমোদিত কোনও হোটেলে কাটাতে হবে এবং সরকারের নির্ধারিত হারে এসডিএফ (সাসটেইনেবেল ডেভেলপমেন্ট ফি) দিতে হবে।

এই এসডিএফের বর্তমান রেট এখন ভারতীয়দের জন্য দৈনিক মাথাপিছু ১২০০ রুপির মতো, আর অন্য বিদেশিদের জন্য ২০০ মার্কিন ডলার। তবে স্বর্ণের দামে ভুটান এতটাই ছাড় দিচ্ছে যে এসডিএফ দেওয়ার পরও পর্যটকরা স্বর্ণ কিনে বিপুল সাশ্রয় করতে পারবেন।

গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভুটান সরকারের এই নাটকীয় সিদ্ধান্তটির কথা ঘোষণা করেন সে দেশের সুপরিচিত সাংবাদিক, দ্য ভুটানিজ পত্রিকার সম্পাদক এবং মিডিয়া অ্যাসোসিয়েশন অব ভুটানের প্রেসিডেন্ট তেনজিং লামসাং।

নিজের টুইটার হ্যান্ডল থেকে তিনি লেখেন, ‘পর্যটনের প্রসার ঘটাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে ভারতীয় বা এসডিএফ মাশুল দেওয়া অন্য পর্যটকরা ভুটানের ফুন্টশোলিং বা থিম্পুতে ট্যাক্স-ফ্রি রেটে স্বর্ণ কিনতে পারবেন। একমাত্র শর্ত হলো আপনাকে পর্যটন দফতর অনুমোদিত হোটেলে থাকতে হবে এবং এসডিএফ দিতে হবে। ভারতের তুলনায় এই স্বর্ণের দাম অনেক সস্তা পড়বে’, আরও জানান তিনি।

ভারতের তুলনায় বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম যেহেতু বেশ খানিকটা বেশি, তাই বাংলাদেশিদের ক্ষেত্রে এই সাশ্রয়ের পরিমাণ যথারীতি আরও বেশি হবে।

তেনজিং লামসাং পরে আর একটি টুইটে একটি ‘আপডেট’ যোগ করে জানান, ভুটানে স্বর্ণ কেনার জন্য ভারতীয়দের মার্কিন ডলার নিয়ে আসতে হবে। একই কথা বাংলাদেশিদের জন্যও প্রযোজ্য। অর্থাৎ রুপি বা টাকা দিয়ে ভুটানে স্বর্ণ কেনা যাবে না– কিনতে হবে ডলার দিয়েই।

Courtesy: banglatribune.com

17/02/2023

পথ হারিয়ে সুন্দরবনের গহীনে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার

Address

Block-B , Halishahar, H/A

CHITTAGONG

Alerts

Be the first to know and let us send you an email when ঘুরিস্ট : Ghurist Team Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share