Icon Tourism

Icon Tourism "Tourism Voice Consultancy" is very much committed to exploring the real beauty of Bangladesh.

Our mission is to develop Bangladeshi tourism & show the whole world that the most beautiful Bangladesh. Our aim is to serve our clients with the same commitment we hold for our Bangladeshi tradition of integrity and hospitality, fueled by a dedication to dynamism, efficiency, and quality to meet the ever-changing and challenging requirements of the travel and tourism industry.

05/01/2025

01/01/2025


11/12/2024

কক্সবাজার ভ্রমণকারিদের জন্য সতর্কবার্তাঃ-
একটু মনযোগ দিয়ে পড়লে সব সময় কাজে লাগবে,

✅বর্তমানে শীতের সিজনে কক্সবাজান সমুদ্র সৈকত ভ্রমনের উপযোগী সময় তাই কক্সবাজার যাওয়ার আগে আপনার যে সকল বিষয় গুলো মাথায় রাখতে হবে.........নিন্মরূপ !

🟢 #বাস বা ট্রেন থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। অটো ওয়ালাদের কথামতো অটো নিলে ওরা আপনাকে উনাদের নির্ধারিত হোটেলে নিয়ে যাবে।

🟢 #সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন।

🟢 #হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।

🟢 #বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম।

🟢 #বিচে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মিকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। ( ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেতে পারে), ট্যুরিস্ট পুলিশ ম্যাসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।

🟢 #কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ বিরক্ত করলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন।

🟢 #বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনারা ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন।

🟢 #ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। কয়টা ছবি তুলতে চান বলে দিন। নহলে এক ক্লিকেই দশটা ছবি তুলবে।

🟢 #সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবেন এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।

🟢 #বিচবাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।

🟢 #পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন।

🟢 #কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিবেন।

🟢 #হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নিবেন।

🟢 #স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।

🟢 #কক্সবাজার বীচ এলাকা ও এর আশপাশ নিরাপদ। তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় না যাওয়ায় উত্তম।

🟢 #জোয়ার-ভাটার সময় দেখে নিন। ভাটার সময় পানিতে নামবেন না। লাল পতাকা দেখলে বীচে গোসল পরিহার করুন।

#যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন ডিউটি অফিসার ০১৩২০১৫৯০৮৭, এএসপি ০১৩২০১৫৯২০৯ ।

15/10/2024
05/10/2024

কক্সবাজার সমুদ্রসৈকত ভ্রমণে আসা পর্যটকদের ভোগান্তি লাঘব, শহরের পরিবহন খাতে শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, ট্রাফিক অব্যবস্থাপনা রোধ এবং যাত্রীসাধারণের হয়রানি রোধে চালু হয়েছে ‘অনলাইন বাস টার্মিনাল’ সেবা। কক্সবাজার জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে চালু হওয়া (ওয়েব ঠিকানা www.obtcoxsbazar.com) এই সেবা কার্যক্রম পর্যটকসহ সাধারণ যাত্রীরা কাজে লাগাচ্ছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের হোটেল-মোটেল জোনের সুগন্ধা পয়েন্ট মোড়ে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

10/05/2024

সম্মানিত হজ যাত্রীদের জরুরি জ্ঞাতব্য 📢📢📢

🇹🇷 🇹🇷 Turkey 🇹🇷 🇹🇷 বাংলাদেশিদের জন্য তুরস্কের ই-ভিসা চালু করেছে। তুরস্ক ভ্রমণের জন্য বাংলাদেশিদের ই-ভিসার বিস্তারিত তথ্য...
20/04/2024

🇹🇷 🇹🇷 Turkey 🇹🇷 🇹🇷

বাংলাদেশিদের জন্য তুরস্কের ই-ভিসা চালু করেছে। তুরস্ক ভ্রমণের জন্য বাংলাদেশিদের ই-ভিসার বিস্তারিত তথ্যঃ

২০১৩ সাল থেকে তুরস্ক বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে ই-ভিসা সার্ভিস চালু করেছে।এটি বিশ্বের ১০০টিরও বেশি দেশের পর্যটকদের জন্য তুরস্কে প্রবেশ করা সহজ করে তুলেছে। বাংলাদেশের নাগরিকরাও এখন ইন্টারনেটের মাধ্যমে তুরস্কের ভিসার জন্য আবেদন করতে পারবেন।

ই-ভিসার মাধ্যমে বাংলাদেশিরা তুরস্কে কী কী করতে পারবেন:
***অবকাশ যাপন: ই-ভিসা ব্যবহার করে পর্যটন ভিসার মাধ্যমে ৩০ দিন তুরস্কে অবস্থান করা যাবে।
***ব্যবসা: ব্যবসায়িক ভিসার মাধ্যমে ৯০ দিন তুরস্কে অবস্থান করা যাবে।

ই-ভিসার বৈধতা:
তুর্কি ই-ভিসা দেশটিতে প্রবেশের তারিখ থেকে শুরু করে ১৮০ দিনের জন্য বহাল থাকে। কেউ অতিরিক্ত সময় অবস্থান করতে চাইলে একটি পৃথক তুর্কি ভিসার প্রয়োজন হবে।

ই-ভিসার সুবিধা:
***দূতাবাস বা কনস্যুলেটে ব্যক্তিগতভাবে যেতে হবে না।
***অনলাইনে দ্রুত এবং সহজে আবেদন করা যাবে।

ই-ভিসার জন্য যোগ্যতা:
***বাংলাদেশ, ভারত, ইরাক, আফগানিস্তান, নেপাল, ভুটান ইত্যাদি দেশ শুধু সিঙ্গেল এন্ট্রি ই-ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
***শেনজেন দেশ, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডের যেকোনো একটি থেকে বৈধ ভিসা বা পর্যটন ভিসা থাকতে হবে।
***অথবা শেনজেন দেশ, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডের যেকোনো একটি থেকে বসবাসের অনুমতি থাকতে হবে।

ই-ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
***কমপক্ষে ছয় মাসের বৈধতাসহ একটি বৈধ পাসপোর্ট।
***তাদের ইনবক্সে ই-ভিসা পাওয়ার জন্য একটি বৈধ ই-মেইল ঠিকানা।
***ই-ভিসা ফি প্রদানের জন্য একটি ক্রেডিট/ডেবিট কার্ড।
***একটি ফিরতি টিকিট।
***হোটেল বুকিং।
***ভ্রমণের জন্য আর্থিক সক্ষমতার প্রমাণ।

আবেদন প্রক্রিয়া:
***https://www.evisa.gov.tr ওয়েবসাইটে যান।
***"Apply Now" ক্লিক করুন।
***প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
***কাগজপত্র আপলোড করুন।
***ই-ভিসা ফি প্রদান করুন।
***আবেদন জমা দিন।
***সাধারণত আবেদন অনুমোদন করতে 24 ঘন্টা সময় লাগে।

28/01/2024

Address


Opening Hours

Monday 09:30 - 21:00
Tuesday 09:30 - 21:00
Wednesday 09:30 - 21:00
Thursday 09:30 - 21:00
Saturday 09:30 - 21:00
Sunday 09:30 - 21:00

Telephone

+8801835880240

Website

Alerts

Be the first to know and let us send you an email when Icon Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Icon Tourism:

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share

Our Story

"ICON TOURISM" is very much committed to exploring the real beauty of Bangladesh. Our mission is to develop Bangladeshi tourism & show the whole world that the most beautiful Bangladesh. Our aim is to serve our clients with the same commitment we hold for our Bangladeshi tradition of integrity and hospitality, fueled by a dedication to dynamism, efficiency, and quality to meet the ever-changing and challenging requirements of the travel and tourism industry.