Traveller Imtiaz

  • Home
  • Traveller Imtiaz

Traveller Imtiaz ইহা একটি ভ্রমণ বিষয়ক পেইজ। বাংলাদেশ ও বিশ্বকে জানতে পেইজের সাথে থাকুন।

নিঝুম দ্বীপ.... 🖤
20/10/2023

নিঝুম দ্বীপ.... 🖤

ব্রিটিশ আমলের স্মৃতিবিজড়িত সোনারগাঁওয়ের  বড় সর্দার বাড়ি।সোনারগাঁও, নারায়নগঞ্জ।
17/09/2023

ব্রিটিশ আমলের স্মৃতিবিজড়িত সোনারগাঁওয়ের বড় সর্দার বাড়ি।

সোনারগাঁও, নারায়নগঞ্জ।

সাজেক ভ্যালি... 🖤
11/09/2023

সাজেক ভ্যালি... 🖤

টাঙ্গুয়ার হাওর (Tanguar Haor) বাংলাদেশের বৃহত্তম গ্রুপ জলমহালগুলোর অন্যতম। বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তে সুনামগঞ্জ জে...
06/09/2023

টাঙ্গুয়ার হাওর (Tanguar Haor) বাংলাদেশের বৃহত্তম গ্রুপ জলমহালগুলোর অন্যতম। বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এবং তাহিরপুর উপজেলাস্থিত জীববৈচিত্রে সমৃদ্ধ মিঠা পানির এ হাওর বাংলাদেশের ২য় রামসার এলাকা, প্রথমটি সুন্দরবন। ভারতের মেঘালয়ের খাসিয়া, জৈন্তা পাহাড়ের পাদদেশে সারি সারি হিজল-করচ শোভিত, পাখিদের কলকাকলি মুখরিত টাঙ্গুয়ার হাওর মাছ, পাখি এবং অন্যান্য জলজ প্রাণীর এক বিশাল অভয়াশ্রম। বর্তমানে মোট জলমহাল সংখ্যা ৫১টি এবং মোট আয়তন ৬,৯১২.২০ একর। তবে নলখাগড়া বন, হিজল করচ বনসহ বর্ষাকালে সমগ্র হাওরটির আয়তন দাড়ায় প্রায় ২০.০০০ একর।

খৈয়াছড়া ঝর্না, মিরসরাই , চট্টগ্রাম।
01/09/2023

খৈয়াছড়া ঝর্না, মিরসরাই , চট্টগ্রাম।

নাপিত্তাছড়া ঝর্ণা....💚🤍🖤
27/08/2023

নাপিত্তাছড়া ঝর্ণা....💚🤍🖤

বাংলার মানচিত্র...🖤মুজিবনগর, মেহেরপুর।
23/08/2023

বাংলার মানচিত্র...🖤
মুজিবনগর, মেহেরপুর।

"লেকশোর রিসোর্ট, কাপ্তাই"লেকশোর রিসোর্ট কাপ্তাইয়ের আর্মি ক্যাম্পে অবস্থিত। চট্টগ্রাম শহর থেকে এখানে পৌঁছাতে হয়তো  (২-২.৫...
26/07/2023

"লেকশোর রিসোর্ট, কাপ্তাই"

লেকশোর রিসোর্ট কাপ্তাইয়ের আর্মি ক্যাম্পে অবস্থিত। চট্টগ্রাম শহর থেকে এখানে পৌঁছাতে হয়তো (২-২.৫) ঘন্টা সময় লাগতে পারে। রিসোর্টটি সম্পূর্ণ সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। তাই পরিবার বা বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে আসার জন্য এটি ১০০% নিরাপদ।

রিসোর্টে ঢোকার মুখে খুব সুন্দর একটা ব্রীজ চোখে পড়বে। আর রিসোর্টের ঠিক সামনেই দেখতে পাবেন সবুজ বাগানের মতো খোলা জায়গা। রিসোর্টটিতে সর্বমোট ৫টি রুম রয়েছে। আগে থেকেই বুকিং করে রাখা ভালো, কারণ বেশিরভাগ সময়ই সব রুম বুকড থাকে।

রিসোর্টের ঠিক পিছনেই রয়েছে, একটি অসাধারণ ইনফিনিটি সুইমিংপুল। তবে এর জন্য আগে থেকেই যোগাযোগ করে রাখা উচিত, অন্যথায় আপনাকে অপেক্ষা করতে হতে পারে সুইমিংপুলে নামার জন্য। এছাড়াও আপনি লেকে কায়াকিং করতে পারেন।

তাছাড়া রয়েছে একটি পিকনিক স্পট। রিসোর্টের রেস্টুরেন্টটাও অনেক সুন্দর। আপনি সেখানে বসেই লেক ও চারপাশের মনোরম দৃশ্য দেখতে পাবেন। খাবারের অর্ডারটা আগে থেকেই দিয়ে রাখা উত্তম।

"শুভলং ঝর্ণা, রাঙ্গামাটি"রাঙ্গামাটি সদর হতে মাত্র ২৫ কিলোমিটার দূরত্বে শুভলং বাজারের পাশেই শুভলং ঝর্ণার অবস্থান। বাংলাদে...
23/07/2023

"শুভলং ঝর্ণা, রাঙ্গামাটি"

রাঙ্গামাটি সদর হতে মাত্র ২৫ কিলোমিটার দূরত্বে শুভলং বাজারের পাশেই শুভলং ঝর্ণার অবস্থান। বাংলাদেশের অন্য সকল ঝর্ণার মত শুভলং ঝর্ণাতেও শুকনো মৌসুমে পানি খুব কম থাকে। বর্ষা মৌসুমে প্রায় ১৪০ ফুট উঁচু পাহাড় থেকে বিপুল জলধারা কাপ্তাই লেকে আছড়ে পড়ে। এছাড়া শুভলং ঝর্ণা দেখতে যাওয়ার পথের সৌন্দর্য্য আপনাকে আবেগময় করে তুলতে পারে।

শুভলং ঝর্ণার সৌন্দর্য্য পর্যটকদের বিমোহিত করে। পাহাড়ের উপর থেকে পাথুরে মাটিতে ঝর্ণাধারা আছড়ে পড়ার অপূর্ব দৃশ্য ভাষায় প্রকাশ করার মত নয়। অতিরিক্ত কাপড় সাথে থাকলে ঝর্ণার শীতল পানিতে স্নান করে শরীর জুড়িয়ে নিতে পারেন। শুভলং ঝর্ণার কাছেই প্রায় ২০০০ ফুট উঁচু ‘শুভলং পাহাড়’ বা ‘টি এন্ড টি পাহাড়’ রয়েছে। পাহাড় চূড়ায় রয়েছে সেনাক্যাম্প ও একটি টিঅ্যান্ডটি টাওয়ার। পাহাড়ে ওঠার জন্য রয়েছে চমৎকার সিঁড়ি। পাহাড়ের উপর থেকে দেখলে মনে হবে সমস্ত রাঙ্গামাটি জেলা কাপ্তাই লেকের পানির উপর ভেসে আছে।

"পলওয়েল পার্ক এন্ড কটেজ, রাঙামাটি"রাঙ্গামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে কাপ্তাই লেকের ঠিক কোল ঘেসে তৈরি করা হয়েছে পলওয়েল...
20/07/2023

"পলওয়েল পার্ক এন্ড কটেজ, রাঙামাটি"

রাঙ্গামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে কাপ্তাই লেকের ঠিক কোল ঘেসে তৈরি করা হয়েছে পলওয়েল পার্ক এন্ড কটেজ। রাঙ্গামাটি জেলার ডিসি বাংলো রোডে অবস্থিত অন্যতম সেরা বিনোদন কেন্দ্র পলওয়েল পার্ক। এছাড়া এখানে কাপ্তাই লেকে ঘুরার জন্য বোট ও কায়াকিং ব্যবস্থা রয়েছে। এবার আসি পলওয়েল কটেজ নিয়ে, এখানে রাত্রী যাপনের জন্য মোট ৭টি কটেজ রয়েছে যার মধ্যে ৪টি হানিমুন কটেজ ২টি ফ্যামিলি কটেজ এবং ১টি ভিআইপি কটেজ। হানিমুন কেটেজের ভাড়া ৬০০০ টাকা, ফ্যামিলি কেটেজের ভাড়া ৮০০০ টাকা এবং ভিআইপি কটেজের ভাড়া ১০০০০ টাকা। এই কটেজে রাত্রী যাপন করতে চাইলে সরাসরি গিয়ে রুম না ও পেতে পারেন কমপক্ষে ১৫ থেকে ২০ দিন আগে বুকিং দিয়ে তারপর যেতে পারেন। রুমের সাথে কমপ্লেমেন্টারি হিসেবে সঙ্গে রয়েছে সকালের নাস্তা, সুইমিংপুল ব্রবহারের সুবিধা, পার্ক এন্ট্রি, ওয়াইফাই ও ২৪ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা।

📷 রাসেল মাহমুদ ভাইয়া।

""রাঙামাটি ঝুলন্ত ব্রিজ""পর্যটনপ্রেমী মানুষের কাছে রাঙ্গামাটি জেলার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। পর্যটকদের মোহিত করতে রাঙ্গ...
19/07/2023

""রাঙামাটি ঝুলন্ত ব্রিজ""

পর্যটনপ্রেমী মানুষের কাছে রাঙ্গামাটি জেলার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। পর্যটকদের মোহিত করতে রাঙ্গামাটিতে রয়েছে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র। এদের মধ্যে কাপ্তাই হ্রদের উপর নির্মিত ৩৩৫ ফুট লম্বা ঝুলন্ত ব্রিজ উল্লেখযোগ্য। রাঙ্গামাটিতে ভ্রমণে আসা সকল পর্যটকই ‘সিম্বল অফ রাঙ্গামাটি’ হিসাবে খ্যাত ঝুলন্ত সেতুটি দেখতে আসেন। কাপ্তাই লেকের বিচ্ছিন্ন দুই পাড়ের পাহাড়ের মধ্যে সম্পর্ক গড়ে দিয়েছে রঙিন এই ঝুলন্ত সেতু। এই সেতুতে দাঁড়িয়ে কাপ্তাই লেকের মনোরম দৃশ্য অবলোকন করা যায়। ব্রিজের এক পাশে পাহাড়ের উপর শিশুদের বিনোদনের জন্য রয়েছে দোলনা, স্লিপার ইত্যাদি। লেকে ভ্রমণের জন্য ব্রিজের নিচে ইঞ্জিন চালিত বোট ঘন্টা প্রতি ২০০ থেকে ৩০০ টাকায় ভাড়া পাওয়া যায়।

"পাখির চোখে- ডাবল ফলস্"ডাবল ফলস (Double Falls) বা তলাবং ঝর্ণা বান্দরবন জেলার অন্যতম আকর্ষনীয় জলপ্রপাত যা দ্বৈত ঝর্ণা কিং...
18/07/2023

"পাখির চোখে- ডাবল ফলস্"

ডাবল ফলস (Double Falls) বা তলাবং ঝর্ণা বান্দরবন জেলার অন্যতম আকর্ষনীয় জলপ্রপাত যা দ্বৈত ঝর্ণা কিংবা ক্লিবুং খাম নামেও পরিচিত। এটি রেমাক্রি খালের আদ্যস্থল। দুটি প্রবাহ প্রানশা বা প্রাংশা (বামে) ও পাঙ্খিয়াং বা পাংখিয়াং (ডানে) ঝিরি মিলে দুটি আকর্ষনীয় জলপ্রপাত তৈরী হয়েছে। ২টা ঝর্ণা একসাথে থাকার কারণের একে ডাবল ফলস বলা হয়। এটি বম গ্রাম হতে মাত্র ২.৫ কিমি দক্ষিণ-পূর্ব এবং কেওক্রাডং থেকে ১-২ ঘন্টা দূরত্বে অবস্থিত। সঠিক করে বলতে গেলে তলাবং ঝর্ণা (Tlabong Waterfall) সুংসাং পাড়ার নিচেই অবস্থিত। সুংসাং পাড়া আর থাইক্ষাং পাড়ার মাঝের জঙ্গলের অত্যন্ত গভীরে অবস্থিত এই ঝর্নাটি।

'ট্রেকিং রুট বা ট্রেইল' ➡️ রুমা – বগালেক – কেওক্রাডং – পাসিং পাড়া – সুংসাং পাড়া – তলাবং ঝর্ণা।

📷 নিলয় ভাই।

03/09/2022

ভ্রমণ মানে প্রশান্তি,
দেশ ঘুরে কাটুক ক্লান্তি।

#বাংলাদেশের ৬৪ জেলার ভ্রমণ চিত্র।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Traveller Imtiaz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share