![শরৎ বাড়ী ভ্রমণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আপামর বাঙালির আবেগ ও গর্ব ।একদিনের tour এ ঘুরে এলাম তার বসতভিটা সামতাবেড়। একদি...](https://img4.travelagents10.com/413/837/122179891094138371.jpg)
13/09/2024
শরৎ বাড়ী ভ্রমণ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আপামর বাঙালির আবেগ ও গর্ব ।একদিনের tour এ ঘুরে এলাম তার বসতভিটা সামতাবেড়। একদিনের ভ্রমণের জন্য যারা destination খুঁজছেন লেখাটা তারা পড়ে দেখতে পারেন। তার জীবনের শেষ বারোটা বছর তিনি এখানে কাটিয়েছিলেন ১৯২৬ থেকে ১৯৩৮। সামতাবেড়ের এই বাড়িটির রূপনারায়ণ নদীর তীরে এক মনোরম পরিবেশে অবস্থিত পাশাপাশি দুটো পুকুরে স্নানঘাট বাগান ডালিম পেয়ারা গাছে ঘেরা।
যাবেন কিভাবে:- হাওড়া খড়গপুর শাখার যেকোনো লোকাল ট্রেন ধরে দেউলটি স্টেশনে নামতে হবে ।তবে সব লোকাল ট্রেন এখানে দাঁড়ায় না। স্টেশনে নেমে টোটো পাবেন লেখক এর বসতভিটা যাওয়ার জন্য।
কি কি দেখবেন:- লেখক যে বাড়িটায় থাকতেন সেই বাড়িটা ও তার ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র, লেখার সামগ্রী। বিপ্লবীদের ব্যবহৃত নানান জিনিসপত্র। চিত্তরঞ্জন দাস অ্যারেস্ট হওয়ার সময় যে লক্ষ্মীনারায়ণের মূর্তি দিয়ে গেছিলেন ।
লেখক এর বাড়ির পাশেই আছে রূপনারায়ণ নদ। রূপনার নদের অপূর্ব শোভা।
আরো কিছুতে জানতে নিচের ভিডিও লিংকটি দেখতে পারেন 👇👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/jC6QR2b9R3g?si=i1F8CVo2XykSnDyU