29/12/2024
চাঁদনী রাতের স্পেশাল সুন্দরবন প্যাকেজ
(এক Deal-এ দুই পাখি)
আপনার হাতে সময় কম? বাজেট নিয়ে ভাবছেন?
সুন্দরবনের ইকো রিসোর্টেও থাকতে চান আবার জাহাজেও ঘুরতে চান??
একরাত ইকো কটেজে
একরাত জাহাজে
(এসি/নন-এসি/ইকোনমি)
৮,৮০০/-
(শুক্র শনিবার ছাড়া)
৯,৫০০/-
(শুক্র এবং শনিবার)
*টাকা থেকে শুরু*
স্পট:
➖➖➖➖➖➖
ইরাবতী ইকো রিসোর্ট, ঢাংমারি খাল ও ক্যানাল ক্রুজিং, করমজল, হাড়বাড়িয়া ও আন্দারমানিক ইকো-ট্যুরিজম সেন্টার
➖➖➖➖➖➖➖
ভোরবেলার নন-এসি বাসে করে (ঢাকা-মোংলা-ঢাকা বাস প্যাকেজের বাইরে) মোংলা পৌঁছাতে দুপুর ১২ টা বেজে যাবে।
মোংলা ফেরিঘাট থেকে ট্রলারে করে পশুর নদীতে দাঁড়িয়ে থাকা ট্যুরিস্ট শীপে অনবোর্ড হবো। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে খেতে আমরা পশুর নদী থেকে শ্যালা নদী হয়ে বিকেল নাগাদ পৌঁছে যাবো আন্দারমানিক, ক্যানাল ক্রুজিং শেষে আন্দারমানিক ইকো-ট্যুরিজম সেন্টার ঘুরে দেখবো। এখানে সুন্দরী গাছের ঘণত্ব অনেক বেশী এবং সবুজের সমারোহের ফাঁকে ফাঁকে নানান জাতের পাখি দেখতে পাবেন, দেখে ফেলতে পারেন হরিণ, বুনো শুয়োর বা বাঘের তাজা পায়ের ছাপ। কপালে থাকলে বাঘের এবং কুমিরের দেখাও পেয়ে যেতে পারেন।
সন্ধ্যা নাগাদ আমরা হাড়বাড়িয়ার ক্যানেলে পৌঁছে জেনারেটর বন্ধ করে লাইট একদম কমিয়ে দিয়ে চাঁদনী রাতে বন উপভোগ করবো এবং রাত্রি-যাপন করবো ফরেস্ট অফিসের সামনে। খুব ভোরে হাড়বাড়িয়ায় ক্যানেলে ক্রুজিংয়ের সময় নানান প্রজাতির ঈগল, ডলফিন, বক, মাছরাঙা সহ নানান পাখি দেখার সুযোগ পাবো। হাড়বাড়িয়া ফরেস্ট অফিস বিখ্যাত বাঘের আনাগোনার কারণে, একই সাথে পদ্মপুকুর, ওয়াচ-টাওয়ার আর বনের মাঝের ট্রেইল ঘুরে সুন্দরবনকে অনুভব করার সুযোগ পাচ্ছেন পুরোদমে।
দ্বিতীয় দিন এগারোটা নাগাদ আমরা ব্যাগ-ব্যাগেজ গুছিয়ে রিসোর্টের বোটে তুলে দিয়ে করমজল নেমে যাবো, ঘণ্টা খানেকের মধ্যে করমজলের ট্রেইল, কুমির প্রজনন, ডলফিন আর টোয়াস পরিচালিত ইনফরমেশন সেন্টার ঘুরে জালি-বোটে করে রওনা দেবো ইরাবতী ইকো রিসোর্টের উদ্দেশ্যে। ইরাবতী ডলফিনের স্যাংচুয়ারি পার হয়ে পৌঁছে যাবো ইরাবতীতে। ১ ঘণ্টামতো সময় লাগবে..
রুমে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া সেরে জোয়ারের সময় মিলে গেলে একঘণ্টার জন্য ডিঙি নৌকায় ঘুরে আসবেন রিসোর্টের উলটো পাশের ছোট খালে..
রাত সাড়ে ৮ টা থেকে ৯ টার মধ্যে বাউল গান/পালা গানের আসর, সুন্দরবনের নানান গল্প কিংবা ছোট্ট নাটিকার পর রাতের বারবিকিউ ডিনার। এবং সারা রাত ইরাবতীর নানান কটেজের বারান্দা সহ বিভিন্ন জায়গায় আড্ডার মাঝে মাঝে চাঁদনী রাতের আলোয় হারিয়ে যাওয়া!!
পরদিন সকাল এগারোটা নাগাদ আমরা চেক-আউট করে মোংলার (যদি জোয়ার-ভাটা জনিত কারণে করমজল যাওয়া হয়ে না থাকে, সেক্ষেত্রে করমজল দেখে) উদ্দ্যেশ্যে যাত্রা করবো...
**কেউ যদি দ্রুত ঢাকায় ব্যাক করতে চান, সেক্ষেত্রে ভোরে বের হয়ে ৬টার বাস ধরে ঢাকায় গিয়ে অফিস ধরতে পারবেন**
যোগাযোগ করতে পারেন-
ফোন এবং হোয়াটসঅ্যাপ
01841-081065
www.spacetours-travels.com
♻️ প্যাকেজের অন্তর্ভুক্ত যা যা থাকবে :
🛥️ মংলা থেকে জাহাজ এবং রিসোর্টে আসা/যাওয়ার শেয়ারিং বোটের খরচ।
🛖 ইরাবতী রিসোর্টের ইকোনমি/প্রিমিয়াম/ডুপ্লেক্সে ১ রাত থাকার খরচ- নন-এসি (*চার্ট দেখুন*)
🛥️ জাহাজে টুইন/কাপল/ট্রিপল/চারজনের কেবিনে ১রাত থাকার খরচ (এসি/নন-এসি)
🍛 ২টা লাঞ্চ + ২টা ইভনিং স্ন্যাকস+ ২ টা ডিনার + ১টা ব্রেকফাস্ট
🛶 ডিঙ্গি নৌকা এবং ট্রলারে ক্যানাল ক্রুজিং/সাইলেন্ট বোট রাইডের খরচ।
➖➖➖➖➖
বুকিং অথবা যেকোনো ধরণের তথ্যের জন্য যোগাযোগ করুন --
☎️ +8801841081065
(WhatsApp & Telegram available)
www.spacetours-travels.com
ইরাবতী ইকো রিসোর্ট এ চারজনের ইকোনমি রুমে একরাত+ একরাত নন-এসি ট্যুরিস্ট শীপে ৮,৮০০/- জনপ্রতি..
*(শুক্রবার/শনিবার ৯,৫০০/-)*
আমাদের এই প্যাকেজ জানুয়ারি ১০ থেকে ১৬
এবং ফেব্রুয়ারীর ১১-১৮ তারিখের মধ্যেই এভেইলেবল..
মিনিমাম দশ জনের গ্রুপ হলে যেকোন দিনই এরেঞ্জ করা যাবে
খাবার মেন্যু :
দুপুর -- ভাত+ ভরতা + সবজি + ডাল + হাস/ মুরগী+ সুন্দরবনের মাছ+ মিনারেল ওয়াটার এবং মিষ্টি।
বিকেলের স্ন্যাকস- নুডুলস, চা/কফি
জাহাজে ১ম রাত -- ফ্রাইড রাইস, সালাদ/রায়তা, চিকেন ও ফিশ বারবিকিউ, চাইনিজ ভেজিটেবল, দই।
সকাল -- খিচুড়ি + ডিম ভুনা + চাটনি + বেগুন ভাজি + মিনারেল ওয়াটার।
খাবার মেন্যু :
দুপুর -- ভাত+ ভরতা + সবজি + ডাল + হাস/ মুরগী+ সুন্দরবনের মাছ+ মিনারেল ওয়াটার এবং মিষ্টি।
বিকেলের নাস্তা -- পাকোড়া / ঝাল মুড়ি
রিসোর্টে ২য় রাত -- চিকেন বার বি কিউ+ লুচি + ডাল + সফট ড্রিংকস+ মিনারেল ওয়াটার। অথবা ভাতের মেনু।
➖➖➖➖➖➖➖
বি:দ্র:- লোনা এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট আছে, সে হিসেবে খাবার পানি অপচয় করা যাবেনা।
বুকিং পদ্ধতি:-
১, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে রুম/সিট ফাঁকা আছে কীনা জেনে নেবেন।
২. নির্দিষ্ট দিনে প্যাকেজ সিলেক্ট করবেন।
৩. সবার আইডি কার্ডের কপি পাঠাবেন।
৪. প্রি-কনফার্মেশন মেসেজে উল্লেখ করা বুকিং মানি নির্দিষ্ট ব্যাংক একাউন্টে/বিকাশ নাম্বারে পাঠাবেন। স্ক্রিনশট পাঠাবেন।
৫. আমরা আপনাকে বুকিং কনফার্মেশন পাঠিয়ে দেবো।
বি: দ্র:
১. সুন্দরবনের পরিবেশ এবং প্রকৃতিবিরুদ্ধ কাজ যেমন উচ্চস্বরে কথা বলা, অতিরিক্ত আলোর ব্যাবহার, প্লাস্টিক/পলিথিন/সিগারেটের ফিল্টার যত্রতত্র ফেলা নিষেধ।
২. আমরা কম্যুনিটি বেজড ইকো ট্যুরিজম প্রমোট করছি, রাত ১১ টার পর অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া আমাদের রুম সার্ভিস এবং কিচেন সার্ভিস অফ থাকে।
কি কি সাথে নেবেন:-
১. ওডোমস, সানগ্লাস, অনুজ্জ্বল রঙয়ের পরিধেয় কাপড়, পানির বোতল (ওয়ান টাইম প্লাস্টিকের পানির বোতল এলাউড না)।
২.সাথে করে ক্যামেরা/ড্রোন বহন করলে আগে থেকে আমাদের জানাবেন (বনবিভাগকে আলাদা ট্যাক্স দিতে হয়)।