SPACE Tours & Travels

  • Home
  • SPACE Tours & Travels

SPACE Tours & Travels We ensure the best experience you seek for.. Bangladesh is a very beautiful country with green touch everywhere.

Destination management service provider, Escape planner to get you back into nature..
+8801841081065
Please Call or WhatsApp us for Solo/ Group/Couple/Corporate Trip plans. With each passing day it is becoming more attractive for the Tourism sector. Bangladesh Government has given a top priority to develop this sector and there are many Tour operators and Tourism Developer Companies who are makin

g the Real Tour Prospectus. And “SPACE Tours & Travels Ltd” (A pleasure Tourism House) is also committed to develop this tourism sector which has established in 2008 in Khulna, Bangladesh with the vision to provide a complete Tour Services in Bangladesh and in future abroad with the support of Tourism Educated And Professional Team including full Logistics Support, accommodation, transport and ships. We provide Travel information, complete itineraries, Range of Destinations, Guide and security as per local regulations, with the priority to build an environment friendly & eco-healthy Tourism habits.
“SPACE Tours & Travels LTD” is committed to offer informative, user friendly online platforms with competitive rates of various tours package in & outside of Bangladesh. Our goal is to provide better services in a pleasant, efficient and cost effective way for business and leisure travelers (local and worldwide). We know that today's travelers need useful information and professional consultation, regardless of whether the stay is for business or for leisure. This is why our online platforms and our professional team are at your service. Please feel free to knock & do not hesitate to contact us.

29/12/2024

চাঁদনী রাতের স্পেশাল সুন্দরবন প্যাকেজ
(এক Deal-এ দুই পাখি)

আপনার হাতে সময় কম? বাজেট নিয়ে ভাবছেন?
সুন্দরবনের ইকো রিসোর্টেও থাকতে চান আবার জাহাজেও ঘুরতে চান??

একরাত ইকো কটেজে
একরাত জাহাজে
(এসি/নন-এসি/ইকোনমি)

৮,৮০০/-
(শুক্র শনিবার ছাড়া)
৯,৫০০/-
(শুক্র এবং শনিবার)
*টাকা থেকে শুরু*

স্পট:
➖➖➖➖➖➖
ইরাবতী ইকো রিসোর্ট, ঢাংমারি খাল ও ক্যানাল ক্রুজিং, করমজল, হাড়বাড়িয়া ও আন্দারমানিক ইকো-ট্যুরিজম সেন্টার
➖➖➖➖➖➖➖
ভোরবেলার নন-এসি বাসে করে (ঢাকা-মোংলা-ঢাকা বাস প্যাকেজের বাইরে) মোংলা পৌঁছাতে দুপুর ১২ টা বেজে যাবে।


মোংলা ফেরিঘাট থেকে ট্রলারে করে পশুর নদীতে দাঁড়িয়ে থাকা ট্যুরিস্ট শীপে অনবোর্ড হবো। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে খেতে আমরা পশুর নদী থেকে শ্যালা নদী হয়ে বিকেল নাগাদ পৌঁছে যাবো আন্দারমানিক, ক্যানাল ক্রুজিং শেষে আন্দারমানিক ইকো-ট্যুরিজম সেন্টার ঘুরে দেখবো। এখানে সুন্দরী গাছের ঘণত্ব অনেক বেশী এবং সবুজের সমারোহের ফাঁকে ফাঁকে নানান জাতের পাখি দেখতে পাবেন, দেখে ফেলতে পারেন হরিণ, বুনো শুয়োর বা বাঘের তাজা পায়ের ছাপ। কপালে থাকলে বাঘের এবং কুমিরের দেখাও পেয়ে যেতে পারেন।

সন্ধ্যা নাগাদ আমরা হাড়বাড়িয়ার ক্যানেলে পৌঁছে জেনারেটর বন্ধ করে লাইট একদম কমিয়ে দিয়ে চাঁদনী রাতে বন উপভোগ করবো এবং রাত্রি-যাপন করবো ফরেস্ট অফিসের সামনে। খুব ভোরে হাড়বাড়িয়ায় ক্যানেলে ক্রুজিংয়ের সময় নানান প্রজাতির ঈগল, ডলফিন, বক, মাছরাঙা সহ নানান পাখি দেখার সুযোগ পাবো। হাড়বাড়িয়া ফরেস্ট অফিস বিখ্যাত বাঘের আনাগোনার কারণে, একই সাথে পদ্মপুকুর, ওয়াচ-টাওয়ার আর বনের মাঝের ট্রেইল ঘুরে সুন্দরবনকে অনুভব করার সুযোগ পাচ্ছেন পুরোদমে।

দ্বিতীয় দিন এগারোটা নাগাদ আমরা ব্যাগ-ব্যাগেজ গুছিয়ে রিসোর্টের বোটে তুলে দিয়ে করমজল নেমে যাবো, ঘণ্টা খানেকের মধ্যে করমজলের ট্রেইল, কুমির প্রজনন, ডলফিন আর টোয়াস পরিচালিত ইনফরমেশন সেন্টার ঘুরে জালি-বোটে করে রওনা দেবো ইরাবতী ইকো রিসোর্টের উদ্দেশ্যে। ইরাবতী ডলফিনের স্যাংচুয়ারি পার হয়ে পৌঁছে যাবো ইরাবতীতে। ১ ঘণ্টামতো সময় লাগবে..

রুমে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া সেরে জোয়ারের সময় মিলে গেলে একঘণ্টার জন্য ডিঙি নৌকায় ঘুরে আসবেন রিসোর্টের উলটো পাশের ছোট খালে..
রাত সাড়ে ৮ টা থেকে ৯ টার মধ্যে বাউল গান/পালা গানের আসর, সুন্দরবনের নানান গল্প কিংবা ছোট্ট নাটিকার পর রাতের বারবিকিউ ডিনার। এবং সারা রাত ইরাবতীর নানান কটেজের বারান্দা সহ বিভিন্ন জায়গায় আড্ডার মাঝে মাঝে চাঁদনী রাতের আলোয় হারিয়ে যাওয়া!!

পরদিন সকাল এগারোটা নাগাদ আমরা চেক-আউট করে মোংলার (যদি জোয়ার-ভাটা জনিত কারণে করমজল যাওয়া হয়ে না থাকে, সেক্ষেত্রে করমজল দেখে) উদ্দ্যেশ্যে যাত্রা করবো...

**কেউ যদি দ্রুত ঢাকায় ব্যাক করতে চান, সেক্ষেত্রে ভোরে বের হয়ে ৬টার বাস ধরে ঢাকায় গিয়ে অফিস ধরতে পারবেন**

যোগাযোগ করতে পারেন-
ফোন এবং হোয়াটসঅ্যাপ
01841-081065
www.spacetours-travels.com

♻️ প্যাকেজের অন্তর্ভুক্ত যা যা থাকবে :

🛥️ মংলা থেকে জাহাজ এবং রিসোর্টে আসা/যাওয়ার শেয়ারিং বোটের খরচ।

🛖 ইরাবতী রিসোর্টের ইকোনমি/প্রিমিয়াম/ডুপ্লেক্সে ১ রাত থাকার খরচ- নন-এসি (*চার্ট দেখুন*)

🛥️ জাহাজে টুইন/কাপল/ট্রিপল/চারজনের কেবিনে ১রাত থাকার খরচ (এসি/নন-এসি)

🍛 ২টা লাঞ্চ + ২টা ইভনিং স্ন্যাকস+ ২ টা ডিনার + ১টা ব্রেকফাস্ট

🛶 ডিঙ্গি নৌকা এবং ট্রলারে ক্যানাল ক্রুজিং/সাইলেন্ট বোট রাইডের খরচ।
➖➖➖➖➖
বুকিং অথবা যেকোনো ধরণের তথ্যের জন্য যোগাযোগ করুন --
☎️ +8801841081065
(WhatsApp & Telegram available)

www.spacetours-travels.com

ইরাবতী ইকো রিসোর্ট এ চারজনের ইকোনমি রুমে একরাত+ একরাত নন-এসি ট্যুরিস্ট শীপে ৮,৮০০/- জনপ্রতি..
*(শুক্রবার/শনিবার ৯,৫০০/-)*

আমাদের এই প্যাকেজ জানুয়ারি ১০ থেকে ১৬
এবং ফেব্রুয়ারীর ১১-১৮ তারিখের মধ্যেই এভেইলেবল..

মিনিমাম দশ জনের গ্রুপ হলে যেকোন দিনই এরেঞ্জ করা যাবে

খাবার মেন্যু :
দুপুর -- ভাত+ ভরতা + সবজি + ডাল + হাস/ মুরগী+ সুন্দরবনের মাছ+ মিনারেল ওয়াটার এবং মিষ্টি।

বিকেলের স্ন্যাকস- নুডুলস, চা/কফি

জাহাজে ১ম রাত -- ফ্রাইড রাইস, সালাদ/রায়তা, চিকেন ও ফিশ বারবিকিউ, চাইনিজ ভেজিটেবল, দই।

সকাল -- খিচুড়ি + ডিম ভুনা + চাটনি + বেগুন ভাজি + মিনারেল ওয়াটার।

খাবার মেন্যু :
দুপুর -- ভাত+ ভরতা + সবজি + ডাল + হাস/ মুরগী+ সুন্দরবনের মাছ+ মিনারেল ওয়াটার এবং মিষ্টি।

বিকেলের নাস্তা -- পাকোড়া / ঝাল মুড়ি

রিসোর্টে ২য় রাত -- চিকেন বার বি কিউ+ লুচি + ডাল + সফট ড্রিংকস+ মিনারেল ওয়াটার। অথবা ভাতের মেনু।
➖➖➖➖➖➖➖
বি:দ্র:- লোনা এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট আছে, সে হিসেবে খাবার পানি অপচয় করা যাবেনা।

বুকিং পদ্ধতি:-

১, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে রুম/সিট ফাঁকা আছে কীনা জেনে নেবেন।

২. নির্দিষ্ট দিনে প্যাকেজ সিলেক্ট করবেন।
৩. সবার আইডি কার্ডের কপি পাঠাবেন।
৪. প্রি-কনফার্মেশন মেসেজে উল্লেখ করা বুকিং মানি নির্দিষ্ট ব্যাংক একাউন্টে/বিকাশ নাম্বারে পাঠাবেন। স্ক্রিনশট পাঠাবেন।

৫. আমরা আপনাকে বুকিং কনফার্মেশন পাঠিয়ে দেবো।

বি: দ্র:
১. সুন্দরবনের পরিবেশ এবং প্রকৃতিবিরুদ্ধ কাজ যেমন উচ্চস্বরে কথা বলা, অতিরিক্ত আলোর ব্যাবহার, প্লাস্টিক/পলিথিন/সিগারেটের ফিল্টার যত্রতত্র ফেলা নিষেধ।
২. আমরা কম্যুনিটি বেজড ইকো ট্যুরিজম প্রমোট করছি, রাত ১১ টার পর অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া আমাদের রুম সার্ভিস এবং কিচেন সার্ভিস অফ থাকে।

কি কি সাথে নেবেন:-

১. ওডোমস, সানগ্লাস, অনুজ্জ্বল রঙয়ের পরিধেয় কাপড়, পানির বোতল (ওয়ান টাইম প্লাস্টিকের পানির বোতল এলাউড না)।

২.সাথে করে ক্যামেরা/ড্রোন বহন করলে আগে থেকে আমাদের জানাবেন (বনবিভাগকে আলাদা ট্যাক্স দিতে হয়)।

26/12/2024

Space Tours & Travels, a premier Travel Management company in Bangladesh, offers a diverse spectrum of travel opportunities catering to all preferences. The team is experienced in eco tourism, all types of destination & event management with air ticketing. We are committed to provide creative, cost-efficient, and excellent travel solutions.

Role Description
➖➖➖➖➖➖

This is a full-time/part time on-site role for a Client Services Representative at Space Tours & Travels in Khulna, Bangladesh. The role involves day-to-day tasks such as ensuring customer satisfaction, handling client services, and managing day to day accounts & client handling related to travel bookings & services.

Qualifications
➖➖➖➖➖
Client Services and Customer Service skills
Excellent Communication skills
Ability to uphold Customer Satisfaction
Basic or minimum understanding of the tourism industry.
Strong problem-solving and interpersonal skills
Attention to detail and organizational skills
Experience as a traveller is a plus.
Bachelor's degree/ongoing student in Hospitality, Business Administration, or related fields.

Contact us
[email protected]
Or

21/12/2024

চাঁদনী রাতের স্পেশাল সুন্দরবন প্যাকেজ
(এক Deal-এ দুই পাখি)

আপনার হাতে সময় কম? বাজেট নিয়ে ভাবছেন?
সুন্দরবনের ইকো রিসোর্টেও থাকতে চান আবার জাহাজেও ঘুরতে চান??

একরাত ইকো কটেজে
একরাত জাহাজে
(এসি/নন-এসি/ইকোনমি)

৮,৮০০/-
(শুক্র শনিবার ছাড়া)
৯,৫০০/-
(শুক্র এবং শনিবার)
*টাকা থেকে শুরু*

স্পট:
➖➖➖➖➖➖
ইরাবতী ইকো রিসোর্ট, ঢাংমারি খাল ও ক্যানাল ক্রুজিং, করমজল, হাড়বাড়িয়া ও আন্দারমানিক ইকো-ট্যুরিজম সেন্টার
➖➖➖➖➖➖➖
ভোরবেলার নন-এসি বাসে করে (ঢাকা-মোংলা-ঢাকা বাস প্যাকেজের বাইরে) মোংলা পৌঁছাতে দুপুর ১২ টা বেজে যাবে।


মোংলা ফেরিঘাট থেকে ট্রলারে করে পশুর নদীতে দাঁড়িয়ে থাকা ট্যুরিস্ট শীপে অনবোর্ড হবো। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে খেতে আমরা পশুর নদী থেকে শ্যালা নদী হয়ে বিকেল নাগাদ পৌঁছে যাবো আন্দারমানিক, ক্যানাল ক্রুজিং শেষে আন্দারমানিক ইকো-ট্যুরিজম সেন্টার ঘুরে দেখবো। এখানে সুন্দরী গাছের ঘণত্ব অনেক বেশী এবং সবুজের সমারোহের ফাঁকে ফাঁকে নানান জাতের পাখি দেখতে পাবেন, দেখে ফেলতে পারেন হরিণ, বুনো শুয়োর বা বাঘের তাজা পায়ের ছাপ। কপালে থাকলে বাঘের এবং কুমিরের দেখাও পেয়ে যেতে পারেন।

সন্ধ্যা নাগাদ আমরা হাড়বাড়িয়ার ক্যানেলে পৌঁছে জেনারেটর বন্ধ করে লাইট একদম কমিয়ে দিয়ে চাঁদনী রাতে বন উপভোগ করবো এবং রাত্রি-যাপন করবো ফরেস্ট অফিসের সামনে। খুব ভোরে হাড়বাড়িয়ায় ক্যানেলে ক্রুজিংয়ের সময় নানান প্রজাতির ঈগল, ডলফিন, বক, মাছরাঙা সহ নানান পাখি দেখার সুযোগ পাবো। হাড়বাড়িয়া ফরেস্ট অফিস বিখ্যাত বাঘের আনাগোনার কারণে, একই সাথে পদ্মপুকুর, ওয়াচ-টাওয়ার আর বনের মাঝের ট্রেইল ঘুরে সুন্দরবনকে অনুভব করার সুযোগ পাচ্ছেন পুরোদমে।

দ্বিতীয় দিন এগারোটা নাগাদ আমরা ব্যাগ-ব্যাগেজ গুছিয়ে রিসোর্টের বোটে তুলে দিয়ে করমজল নেমে যাবো, ঘণ্টা খানেকের মধ্যে করমজলের ট্রেইল, কুমির প্রজনন, ডলফিন আর টোয়াস পরিচালিত ইনফরমেশন সেন্টার ঘুরে জালি-বোটে করে রওনা দেবো ইরাবতী ইকো রিসোর্টের উদ্দেশ্যে। ইরাবতী ডলফিনের স্যাংচুয়ারি পার হয়ে পৌঁছে যাবো ইরাবতীতে। ১ ঘণ্টামতো সময় লাগবে..

রুমে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া সেরে জোয়ারের সময় মিলে গেলে একঘণ্টার জন্য ডিঙি নৌকায় ঘুরে আসবেন রিসোর্টের উলটো পাশের ছোট খালে..
রাত সাড়ে ৮ টা থেকে ৯ টার মধ্যে বাউল গান/পালা গানের আসর, সুন্দরবনের নানান গল্প কিংবা ছোট্ট নাটিকার পর রাতের বারবিকিউ ডিনার। এবং সারা রাত ইরাবতীর নানান কটেজের বারান্দা সহ বিভিন্ন জায়গায় আড্ডার মাঝে মাঝে চাঁদনী রাতের আলোয় হারিয়ে যাওয়া!!

পরদিন সকাল এগারোটা নাগাদ আমরা চেক-আউট করে মোংলার (যদি জোয়ার-ভাটা জনিত কারণে করমজল যাওয়া হয়ে না থাকে, সেক্ষেত্রে করমজল দেখে) উদ্দ্যেশ্যে যাত্রা করবো...

**কেউ যদি দ্রুত ঢাকায় ব্যাক করতে চান, সেক্ষেত্রে ভোরে বের হয়ে ৬টার বাস ধরে ঢাকায় গিয়ে অফিস ধরতে পারবেন**

যোগাযোগ করতে পারেন-
ফোন এবং হোয়াটসঅ্যাপ
01841-081065
www.spacetours-travels.com

♻️ প্যাকেজের অন্তর্ভুক্ত যা যা থাকবে :

🛥️ মংলা থেকে জাহাজ এবং রিসোর্টে আসা/যাওয়ার শেয়ারিং বোটের খরচ।

🛖 ইরাবতী রিসোর্টের ইকোনমি/প্রিমিয়াম/ডুপ্লেক্সে ১ রাত থাকার খরচ- নন-এসি (*চার্ট দেখুন*)

🛥️ জাহাজে টুইন/কাপল/ট্রিপল/চারজনের কেবিনে ১রাত থাকার খরচ (এসি/নন-এসি)

🍛 ২টা লাঞ্চ + ২টা ইভনিং স্ন্যাকস+ ২ টা ডিনার + ১টা ব্রেকফাস্ট

🛶 ডিঙ্গি নৌকা এবং ট্রলারে ক্যানাল ক্রুজিং/সাইলেন্ট বোট রাইডের খরচ।
➖➖➖➖➖
বুকিং অথবা যেকোনো ধরণের তথ্যের জন্য যোগাযোগ করুন --
☎️ +8801841081065
(WhatsApp & Telegram available)

www.spacetours-travels.com

ইরাবতী ইকো রিসোর্ট এ চারজনের ইকোনমি রুমে একরাত+ একরাত নন-এসি ট্যুরিস্ট শীপে ৮,৮০০/- জনপ্রতি..
*(শুক্রবার/শনিবার ৯,৫০০/-)*

আমাদের এই প্যাকেজ জানুয়ারি ১০ থেকে ১৬
এবং ফেব্রুয়ারীর ১১-১৮ তারিখের মধ্যেই এভেইলেবল..

মিনিমাম দশ জনের গ্রুপ হলে যেকোন দিনই এরেঞ্জ করা যাবে

খাবার মেন্যু :
দুপুর -- ভাত+ ভরতা + সবজি + ডাল + হাস/ মুরগী+ সুন্দরবনের মাছ+ মিনারেল ওয়াটার এবং মিষ্টি।

বিকেলের স্ন্যাকস- নুডুলস, চা/কফি

জাহাজে ১ম রাত -- ফ্রাইড রাইস, সালাদ/রায়তা, চিকেন ও ফিশ বারবিকিউ, চাইনিজ ভেজিটেবল, দই।

সকাল -- খিচুড়ি + ডিম ভুনা + চাটনি + বেগুন ভাজি + মিনারেল ওয়াটার।

খাবার মেন্যু :
দুপুর -- ভাত+ ভরতা + সবজি + ডাল + হাস/ মুরগী+ সুন্দরবনের মাছ+ মিনারেল ওয়াটার এবং মিষ্টি।

বিকেলের নাস্তা -- পাকোড়া / ঝাল মুড়ি

রিসোর্টে ২য় রাত -- চিকেন বার বি কিউ+ লুচি + ডাল + সফট ড্রিংকস+ মিনারেল ওয়াটার। অথবা ভাতের মেনু।
➖➖➖➖➖➖➖
বি:দ্র:- লোনা এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট আছে, সে হিসেবে খাবার পানি অপচয় করা যাবেনা।

বুকিং পদ্ধতি:-

১, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে রুম/সিট ফাঁকা আছে কীনা জেনে নেবেন।

২. নির্দিষ্ট দিনে প্যাকেজ সিলেক্ট করবেন।
৩. সবার আইডি কার্ডের কপি পাঠাবেন।
৪. প্রি-কনফার্মেশন মেসেজে উল্লেখ করা বুকিং মানি নির্দিষ্ট ব্যাংক একাউন্টে/বিকাশ নাম্বারে পাঠাবেন। স্ক্রিনশট পাঠাবেন।

৫. আমরা আপনাকে বুকিং কনফার্মেশন পাঠিয়ে দেবো।

বি: দ্র:
১. সুন্দরবনের পরিবেশ এবং প্রকৃতিবিরুদ্ধ কাজ যেমন উচ্চস্বরে কথা বলা, অতিরিক্ত আলোর ব্যাবহার, প্লাস্টিক/পলিথিন/সিগারেটের ফিল্টার যত্রতত্র ফেলা নিষেধ।
২. আমরা কম্যুনিটি বেজড ইকো ট্যুরিজম প্রমোট করছি, রাত ১১ টার পর অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া আমাদের রুম সার্ভিস এবং কিচেন সার্ভিস অফ থাকে।

কি কি সাথে নেবেন:-

১. ওডোমস, সানগ্লাস, অনুজ্জ্বল রঙয়ের পরিধেয় কাপড়, পানির বোতল (ওয়ান টাইম প্লাস্টিকের পানির বোতল এলাউড না)।

২.সাথে করে ক্যামেরা/ড্রোন বহন করলে আগে থেকে আমাদের জানাবেন (বনবিভাগকে আলাদা ট্যাক্স দিতে হয়)।

16/12/2024

Hi, Good Day & Assalamualaikum.

This is A Zubair Heera from Space Tours & Travels.

🐅🐅🐅
Please, knock us for customised tour & trip plan where we will take you 'deep into nature'

Regards,
A Zubair Heera
CEO
------------
www.spacetours-travels.com
-------------
Director,
Iraboti Eco Resort & Research Center Ltd
www.irabotiecoresort.com
➖➖➖
Office Address:
Dhaka
9th Floor, 78, Motijheel, C/A
Dhaka 1000

Khulna
H-422, Road-6, Sonadanga (2nd Phase), Khulna

ডিসেম্বরের ৬ থেকে আজকে পর্যন্ত আমাদের সর্বশেষ তিনটা ট্রিপের কিছু খণ্ডচিত্র...এক Deal এ দুই পাখি (শীপ এবং রিসোর্ট),অথবা হ...
15/12/2024

ডিসেম্বরের ৬ থেকে আজকে পর্যন্ত আমাদের সর্বশেষ তিনটা ট্রিপের কিছু খণ্ডচিত্র...

এক Deal এ দুই পাখি (শীপ এবং রিসোর্ট),
অথবা হিম-শীতল আবহাওয়ায় ২,৩ বা ৪ রাতের কাস্টমাইজড প্ল্যানে সুন্দরবন ভ্রমন করতে চাচ্ছেন?

🎇*স্পেস ট্যুরস এন্ড ট্রাভেলস এর ১১ বছর পূর্তি উপলক্ষে ডিসেম্বর এবং জানুয়ারি মাস জুড়ে চলছে (নূন্যতম ২জন হলেই বুক করতে পারবেন) বিশাল ছাড়*🎇

আমাদের সেট তিনটা প্যাকেজ সম্পর্কে সামান্য কিছু ধারণা পাবেন নীচে...


🗾 স্পেশাল প্যাকেজ প্ল্যান বা
ভ্রমনের ৩য় স্পেশাল রুট:
(১ রাত জাহাজে, এক রাত রিসোর্টে)

১/ আন্দারমানিক ইকো-ট্যুরিজম সেন্টার
২/ আন্দারমানিক ক্যানেল ক্রুজ
৩/হাড়বাড়িয়া ইকো ট্যুরিজম সেন্টার
৪/ হারবাড়িয়ার ক্যানেলে রাত্রি যাপন
৫/করমজল ইকো ট্যুরিজম এন্ড ক্রোকোডাইল ব্রিডিং সেন্টার
৬/ইরাবতী ইকো রিসোর্ট এন্ড রিসার্চ সেন্টার
৭/ঢাংমারি খাল এবং ইউনেস্কো ঘোষিত ইরাবতী ডলফিনের স্যাংচুয়ারি
৮/বন লাগোয়া পশ্চিম ঢাংমারি গ্রামের বাঘের গল্প শোনা আর স্পেশাল বাউল সন্ধ্যা!

*বাজেট ৮,৮০০/- থেকে শুরু*

একদমই নতুন এই স্পেশাল এস্কেপ প্ল্যানের পরবর্তী তারিখসমূহ:-

✨ #ডিসেম্বর ২৪,২৫
✨ #ডিসেম্বর ২৫,২৬

# স্পেশাল ডিসকাউন্ট থাকছে ফুল শীপ কর্পোরেট ট্যুরের জন্য✌️

🗺️ ডিসেম্বর মাসের প্যাকেজ ট্যুরের তারিখ: (২রাত ৩ দিনের ট্যুর)

🛥️ ১৭,১৮,১৯ ডিসেম্বর
🛥️ ২০,২১,২২ ডিসেম্বর
🛥️ ২৩,২৪,২৫ ডিসেম্বর
🛥️ ২৭,২৮,২৯ ডিসেম্বর

🐅 ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, গবেষনা, ডকুমেন্টারী ও সার্ভের জন্য দরকার পড়ে অভিজ্ঞ কারো পরিকল্পনার.. নির্দ্বিধায় আমাদেরকে বিবেচনায় রাখতে পারেন। প্রয়োজন অনুযায়ী বিশেষ শিপ, প্ল্যান, অনুমতি, ফরেস্ট ট্যাক্স-টোকেন, সিকিউরিটি সহ ট্যুরের ব্যবস্থা রয়েছে।

💰 ডিসেম্বর মাসে আমাদের প্যাকেজ কস্ট শুরু হচ্ছে:-

# নন এসি শীপে জনপ্রতি ১০,০০০/- থেকে ১২৫০০/-পর্যন্ত!!

# ফুল এসি শীপে জনপ্রতি ১৫,০০০/- থেকে ২২০০০/- পর্যন্ত!!

🛑 আজই আপনার পছন্দের তারিখে বুকিং করুন।

*এছাড়াও ছাত্র-ছাত্রী বা বড় গ্রুপের জন্য বাজেট ট্যুরের ব্যবস্থাও রয়েছে*

🗾 ভ্রমনের রুট ১ঃ-

১। আন্দারমানিক ইকো-ট্যুরিজম সেন্টার,
২। কটকা অফিস পাড়
৩। জামতলা/বাদামতলা সি বিচ
৪। ওয়াচ টাওয়ার
৫। জামতলা ক্যানেল ক্রুজিং
৬। কচিখালি ফরেস্ট অফিস ও কচিখালি ক্যানেল ক্রুজিং
৭। ডিমের চর
৮। করমজল ইকো-ট্যুরিজম সেন্টার (কুমিরের প্রজনন কেন্দ্র)।

🗾 ভ্রমনের ২য় রুট:
১। হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম সেন্টার,
২। তিন-কোণা আইল্যান্ড
৩। হিরন পয়েণ্ট (নীল কমল)
৪। হিরন পয়েন্ট কেওড়া সুটি
৫। আলোর কোল শুটকি পল্লী
৬। দুবলার চরের নিউ মার্কেট ও সি-বিচ
৭। ক্যানেল ক্রুজিং (জোয়ার ভাটা এবং সময় সাপেক্ষে)
৮। করমজল কুমিরের প্রজনন কেন্দ্র।

*আবহাওয়া এবং জোয়ার ভাটার উপর নির্ভর করে পরিকল্পনায় প্রয়োজনীয় পরিবর্তন করতে হতে পারে (সব ক্ষেত্রেই ফরেষ্ট ডিপার্টমেন্ট এর অনুমতি পাওয়া না পাওয়া সাপেক্ষে রুট পরিবর্তন, পরিবর্ধন বা পরিমার্জন করা হতে পারে)*
➖➖➖➖➖
*মার্চ পর্যন্ত প্রতি শুক্র,শনি, রবিবার তো আছেই, তার বাইরেও আপনার মনমতো পরিকল্পনা করে সর্বনিন্ম ১ রাত থেকে সর্বোচ্চ ৪ রাতের কাস্টম ডিজাইনড রুটের ট্রিপ এরেঞ্জ করা হয়*

#বেস্ট সার্ভিস এনশিওরেন্স এসি শীপের রেডিমেইড ডিসেম্বর মাস পরবর্তী এস্কেপ প্ল্যানের তারিখ-সমূহ:-

🗓️ ডিসেম্বর মাসের শেষে নিউ ইয়ার ট্রিপ
ডিসেম্বর ৩০-১ জানুয়ারি, ২০২৫

🗓️ জানুয়ারি মাসে
১০-১২, ১৭-১৯, ২৪-২৬, ৩১-২ ফেব্রুয়ারী

# # চাইল্ড পলিসি:-

শিশু : ১-৩ বছর পর্যন্ত ফ্রী, ০৩-০৮ বছর ৫০% (বেড ছাড়া)
০৮ বছরের ওপরে ১০০% পেমেন্ট করতে হবে।
➖➖➖➖

বুকিং অথবা যেকোনো ধরণের তথ্যের জন্য যোগাযোগ করুন

A Zubair Heera
➖➖➖➖
Space Tours & Travels
www.spacetours-travels.com
➖➖➖➖
Iraboti Eco Resort & Research Center Ltd
www.irabotiecoresort.com

https://wa.me/8801841081065

☎️ +8801841081065 (WhatsApp)

🚤স্পেশাল ডিস্কাউন্টে পাচ্ছেন লাক্সারি এসি শিপ "উৎসবে" সুন্দরবন ঘুরে আসার সুযোগ।⭐তারিখ  ৬,৭,৮ ডিসেম্বর, ২০২৪⭐প্যাকেজ মূল্...
04/12/2024

🚤স্পেশাল ডিস্কাউন্টে পাচ্ছেন লাক্সারি এসি শিপ "উৎসবে" সুন্দরবন ঘুরে আসার সুযোগ।

⭐তারিখ ৬,৭,৮ ডিসেম্বর, ২০২৪

⭐প্যাকেজ মূল্য
জনপ্রতি ১৫,০০০ ( এটাচড ওয়াশরুম )
জনপ্রতি ১৩,৫০০ ( নন এটাচড ওয়াশরুম )

⭐ভ্রমণ রুট
🔺 আন্ধারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্র
🔺 কটকা অফিস পাড়
🔺 জামতলা ওয়াচ টাওয়ার
🔺 জামতলা বীচ
🔺 ডিমের চর
🔺 কচিখালি
🔺 কটকা, কচিখালি ক্যানেল ক্রূজিং।
🔺 করমজল

⭐যোগাযোগ করুন
স্পেস ট্যুর এন্ড ট্রাভেলস
www.spacetours-travels.com
📲 ফোন নাম্বার +880 1841 081065 (WhatsaApp)
WhatsApp Link https://wa.me/8801841081065

ঠিকানা
Dhaka Office Address:
9th Floor, 78, Motijheel, C/A
Dhaka 1000

Khulna Office Address:
H-442, Road-6, Sonadanga (2nd Phase), Khulna

A Zubair Heera
Z Al Musa

21/11/2024

এক Deal এ দুই পাখি (শীপ এবং রিসোর্ট),
অথবা হিম-শীতল আবহাওয়ায় ২,৩ বা ৪ রাতের কাস্টমাইজড প্ল্যানে সুন্দরবন ভ্রমন করতে চাচ্ছেন?

🎇*স্পেস ট্যুরস এন্ড ট্রাভেলস এর ১১ বছর পূর্তি উপলক্ষে ডিসেম্বর মাস জুড়ে চলছে (নূন্যতম ২জন হলেই বুক করতে পারবেন) বিশাল ছাড়*🎇

🗾 স্পেশাল প্যাকেজ প্ল্যান বা
ভ্রমনের ৩য় স্পেশাল রুট:
(১ রাত জাহাজে, এক রাত রিসোর্টে)

১/ আন্দারমানিক ইকো-ট্যুরিজম সেন্টার
২/ আন্দারমানিক ক্যানেল ক্রুজ
৩/হাড়বাড়িয়া ইকো ট্যুরিজম সেন্টার
৪/ হারবাড়িয়ার ক্যানেলে রাত্রি যাপন
৫/করমজল ইকো ট্যুরিজম এন্ড ক্রোকোডাইল ব্রিডিং সেন্টার
৬/ইরাবতী ইকো রিসোর্ট এন্ড রিসার্চ সেন্টার
৭/ঢাংমারি খাল এবং ইউনেস্কো ঘোষিত ইরাবতী ডলফিনের স্যাংচুয়ারি
৮/বন লাগোয়া পশ্চিম ঢাংমারি গ্রামের বাঘের গল্প শোনা আর স্পেশাল বাউল সন্ধ্যা!

*বাজেট ৭,৯০০/- থেকে শুরু*

একদমই নতুন এই স্পেশাল এস্কেপ প্ল্যানের পরবর্তী তারিখসমূহ:-

✨ #ডিসেম্বর ১১,১২
✨ #ডিসেম্বর ১৫,১৬
✨ #ডিসেম্বর ২৪,২৫
✨ #ডিসেম্বর ২৫,২৬

# স্পেশাল ডিসকাউন্ট থাকছে ফুল শীপ কর্পোরেট ট্যুরের জন্য✌️

🗺️ ডিসেম্বর মাসের প্যাকেজ ট্যুরের তারিখ: (২রাত ৩ দিনের ট্যুর)

🛥️ ৬,৭,৮ ডিসেম্বর
🛥️ ১৩,১৪,১৫ ডিসেম্বর
🛥️ ১৭,১৮,১৯ ডিসেম্বর
🛥️ ২০,২১,২২ ডিসেম্বর
🛥️ ২৩,২৪,২৫ ডিসেম্বর
🛥️ ২৭,২৮,২৯ ডিসেম্বর

🐅 ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, গবেষনা, ডকুমেন্টারী ও সার্ভের জন্য দরকার পড়ে অভিজ্ঞ কারো পরিকল্পনার.. নির্দ্বিধায় আমাদেরকে বিবেচনায় রাখতে পারেন। প্রয়োজন অনুযায়ী বিশেষ শিপ, প্ল্যান, অনুমতি, ফরেস্ট ট্যাক্স-টোকেন, সিকিউরিটি সহ ট্যুরের ব্যবস্থা রয়েছে।

💰 ডিসেম্বর মাসে আমাদের প্যাকেজ কস্ট শুরু হচ্ছে:-

# নন এসি শীপে জনপ্রতি ৮,৫০০/- থেকে ১২৫০০/-পর্যন্ত!!

# ফুল এসি শীপে জনপ্রতি ১৪,০০০/- থেকে ২২০০০/- পর্যন্ত!!

🛑 আজই আপনার পছন্দের তারিখে বুকিং করুন।

*এছাড়াও ছাত্র-ছাত্রী বা বড় গ্রুপের জন্য বাজেট ট্যুরের ব্যবস্থাও রয়েছে*

🗾 ভ্রমনের রুট ১ঃ-

১। আন্দারমানিক ইকো-ট্যুরিজম সেন্টার,
২। কটকা অফিস পাড়
৩। জামতলা/বাদামতলা সি বিচ
৪। ওয়াচ টাওয়ার
৫। জামতলা ক্যানেল ক্রুজিং
৬। কচিখালি ফরেস্ট অফিস ও কচিখালি ক্যানেল ক্রুজিং
৭। ডিমের চর
৮। করমজল ইকো-ট্যুরিজম সেন্টার (কুমিরের প্রজনন কেন্দ্র)।

🗾 ভ্রমনের ২য় রুট:
১। হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম সেন্টার,
২। তিন-কোণা আইল্যান্ড
৩। হিরন পয়েণ্ট (নীল কমল)
৪। হিরন পয়েন্ট কেওড়া সুটি
৫। আলোর কোল শুটকি পল্লী
৬। দুবলার চরের নিউ মার্কেট ও সি-বিচ
৭। ক্যানেল ক্রুজিং (জোয়ার ভাটা এবং সময় সাপেক্ষে)
৮। করমজল কুমিরের প্রজনন কেন্দ্র।

*আবহাওয়া এবং জোয়ার ভাটার উপর নির্ভর করে পরিকল্পনায় প্রয়োজনীয় পরিবর্তন করতে হতে পারে (সব ক্ষেত্রেই ফরেষ্ট ডিপার্টমেন্ট এর অনুমতি পাওয়া না পাওয়া সাপেক্ষে রুট পরিবর্তন, পরিবর্ধন বা পরিমার্জন করা হতে পারে)*
➖➖➖➖➖
*মার্চ পর্যন্ত প্রতি শুক্র,শনি, রবিবার তো আছেই, তার বাইরেও আপনার মনমতো পরিকল্পনা করে সর্বনিন্ম ১ রাত থেকে সর্বোচ্চ ৪ রাতের কাস্টম ডিজাইনড রুটের ট্রিপ এরেঞ্জ করা হয়*

#বেস্ট সার্ভিস এনশিওরেন্স এসি শীপের রেডিমেইড ডিসেম্বর মাস পরবর্তী এস্কেপ প্ল্যানের তারিখ-সমূহ:-

🗓️ ডিসেম্বর মাসের শেষে নিউ ইয়ার ট্রিপ
ডিসেম্বর ৩০-১ জানুয়ারি, ২০২৫

🗓️ জানুয়ারি মাসে
১০-১২, ১৭-১৯, ২৪-২৬, ৩১-২ ফেব্রুয়ারী

# # চাইল্ড পলিসি:-

শিশু : ১-৩ বছর পর্যন্ত ফ্রী, ০৩-০৮ বছর ৫০% (বেড ছাড়া)
০৮ বছরের ওপরে ১০০% পেমেন্ট করতে হবে।
➖➖➖➖

বুকিং অথবা যেকোনো ধরণের তথ্যের জন্য যোগাযোগ করুন

A Zubair Heera
➖➖➖➖
Space Tours & Travels
www.spacetours-travels.com
➖➖➖➖
Iraboti Eco Resort & Research Center Ltd
www.irabotiecoresort.com

https://wa.me/8801841081065

☎️ +8801841081065 (WhatsApp)

15/11/2024

হালকা হিম হিম আবহাওয়ায় সুন্দরবন ভ্রমন করতে চাচ্ছেন?

নভেম্বর এবং ডিসেম্বর মাস জুড়ে চলছে এসি ও নন এসি শীপের প্যাকেজে (নূন্যতম ২জন হলেই বুক করতে পারবেন) বিশাল ছাড়

# স্পেশাল ডিসকাউন্ট থাকছে ফুল শীপ কর্পোরেট ট্যুরের জন্য✌️

🗺️🗺️ নভেম্বর মাসের প্যাকেজ ট্যুরের তারিখ:

🛥️ ২২/ ২৩/২৪ নভেম্বর (২রাত ৩ দিনের ট্যুর)

🛥️ ২২/ ২৩/২৪ নভেম্বর (২রাত ৩ দিনের ট্যুর)

🛥️ ২৯/ ৩০/০১ নভেম্বর/ডিসেম্বর (২রাত ৩ দিনের ট্যুর)

**ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, গবেষনা, ডকুমেন্টারী ও সার্ভের জন্য দরকার পড়ে অভিজ্ঞ কারো পরিকল্পনার.. নির্দ্বিধায় আমাদেরকে বিবেচনায় রাখতে পারেন। প্রয়োজন অনুযায়ী বিশেষ শিপ, প্ল্যান, অনুমতি, ফরেস্ট ট্যাক্স-টোকেন, সিকিউরিটি সহ ট্যুরের ব্যবস্থা রয়েছে*

নভেম্বর মাসে আমাদের প্যাকেজ কস্ট শুরু হচ্ছে

# নন এসি শীপে জনপ্রতি ৬৫০০/- থেকে ১২৫০০/-পর্যন্ত!!

# ফুল এসি শীপে জনপ্রতি ১৩০০০/- থেকে ২২০০০/- পর্যন্ত!!

🛑🛑 আজই আপনার পছন্দের তারিখে বুকিং করুন।

*এছাড়াও ছাত্র-ছাত্রীদের বা বড় গ্রুপের জন্য বাজেট ট্যুরের ব্যবস্থাও রয়েছে*

🗾 ভ্রমনের রুট ১ঃ-

১। আন্দারমানিক ইকো-ট্যুরিজম সেন্টার,
২। কটকা অফিস পাড়
৩। জামতলা/বাদামতলা সি বিচ
৪। ওয়াচ টাওয়ার
৫। জামতলা ক্যানেল ক্রুজিং
৬। কচিখালি ফরেস্ট অফিস ও কচিখালি ক্যানেল ক্রুজিং
৭। ডিমের চর
৮। করমজল ইকো-ট্যুরিজম সেন্টার (কুমিরের প্রজনন কেন্দ্র)।

🗾 ভ্রমনের ২য় রুট:
১। হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম সেন্টার,
২। তিন-কোণা আইল্যান্ড
৩। হিরন পয়েণ্ট (নীল কমল)
৪। হিরন পয়েন্ট কেওড়া সুটি
৫। আলোর কোল শুটকি পল্লী
৬। দুবলার চরের নিউ মার্কেট ও সি-বিচ
৭। ক্যানেল ক্রুজিং (জোয়ার ভাটা এবং সময় সাপেক্ষে)
৮। করমজল কুমিরের প্রজনন কেন্দ্র।

*আবহাওয়া এবং জোয়ার ভাটার উপর নির্ভর করে পরিকল্পনায় প্রয়োজনীয় পরিবর্তন করতে হতে পারে (সব ক্ষেত্রেই ফরেষ্ট ডিপার্টমেন্ট এর অনুমতি পাওয়া না পাওয়া সাপেক্ষে রুট পরিবর্তন, পরিবর্ধন বা পরিমার্জন করা হতে পারে)*
➖➖➖➖➖
*মার্চ পর্যন্ত প্রতি শুক্র,শনি, রবিবার তো আছেই, তার বাইরেও আপনার মনমতো পরিকল্পনা করে সর্বনিন্ম ১ রাত থেকে সর্বোচ্চ ৪ রাতের কাস্টম ডিজাইনড রুটের ট্রিপ এরেঞ্জ করা হয়*

#বেস্ট সার্ভিস এনশিওরেন্স এসি শীপের রেডিমেইড নভেম্বর মাস পরবর্তী এস্কেপ প্ল্যানের তারিখ-সমূহ:-

🗓️ ডিসেম্বর মাসে
৬-৮, ১৩-১৫, ২০-২২, ৩০-১

🗓️ জানুয়ারি মাসে
১৭-১৯

ডিসেম্বর থেকে প্যাকেজ কস্ট (চাইল্ড পলিসিসহ)

🗿এসি জাহাজ জনপ্রতি ১৫,০০০/- থেকে শুরু

🗿 নন এসি জাহাজ ৮,৫০০/- থেকে শুরু

শিশু : ১-৩ বছর পর্যন্ত ফ্রী, ০৩-০৮ বছর ৫০% (বেড ছাড়া)
০৮ বছরের ওপরে ১০০% পেমেন্ট করতে হবে।
➖➖➖➖➖➖

🗾 স্পেশাল প্যাকেজ প্ল্যান বা ভ্রমনের ৩য় স্পেশাল রুট:

১/ আন্দারমানিক ইকো-ট্যুরিজম সেন্টার
২/ আন্দারমানিক ক্যানেল ক্রুজ
৩/হাড়বাড়িয়া ইকো ট্যুরিজম সেন্টার
৪/ হারবাড়িয়ার ক্যানেলে রাত্রি যাপন
৫/করমজল ইকো ট্যুরিজম এন্ড ক্রোকোডাইল ব্রিডিং সেন্টার
৬/ইরাবতী ইকো রিসোর্ট এন্ড রিসার্চ সেন্টার
৭/ঢাংমারি খাল এবং ডলফিন স্যাংকচুয়ারি
৮/বন লাগোয়া পশ্চিম ঢাংমারি গ্রামে স্পেশাল বাউল সন্ধ্যা

*বাজেট ৬,৯০০/- থেকে শুরু*

একদমই নতুন এই স্পেশাল এস্কেপ প্ল্যানের পরবর্তী তারিখসমূহ:-

✨ #ডিসেম্বর ১১,১২
✨ #ডিসেম্বর ১৫,১৬
✨ #ডিসেম্বর ২৫,২৬

বুকিং অথবা যেকোনো ধরণের তথ্যের জন্য যোগাযোগ করুন

A Zubair Heera
➖➖
CEO,
Space Tours & Travels
www.spacetours-travels.com
➖➖➖➖
Director,
Iraboti Eco Resort & Research Center Ltd
www.irabotiecoresort.com

https://wa.me/8801841081065

☎️ +8801841081065 (WhatsApp)

31/10/2024

Did you know the Masked Finfoot belongs to a small family of tropical birds called the Heliornithidae? You can spot them in the Sundarbans by looking for their distinctive mask-like face among shallow waters.🦩💚

Join us in celebrating and protecting this endangered species. Together let’s ensure that future generations can enjoy the beauty of the Sundarbans! 🌏❤️

Want to learn more about birds in the Sundarbans? Check out our latest blog post to learn about five amazing birds and where you can find them! Or, check out the eBird page to see more awesome photos of this bird!

https://greatersundarbans.org/blog/5-fascinating-birds-of-the-sundarbans

26/10/2024

লাস্ট কল! আর ৮ জন যেতে পারবেন..
মাত্র ৬৯০০ টাকায় শীপে সুন্দরবন আর ইরাবতী ঘুরে আসুন..!!

আপনার সময় স্বল্পতা মাথায় রেখে বাজেটের ভিতরে সুন্দরবনের দুই ধরণের ফ্লেভার নিয়ে এসেছে স্পেস ট্যুরস এন্ড ট্রাভেলস..

১ম দিন ও রাত ( ট্যুরিস্ট ভেসেলে ):-
➖➖➖➖➖➖➖➖➖➖
সকাল ৭ টায় মোংলা ফেরিঘাট থেকে আপনাকে রিসিভ করবো। ট্যুরিস্ট ভেসেলে করে রওনা দেবো আন্দারমানিক, যেতে যেতেই নাস্তা করে নেবেন। আন্দারমানিকের ট্রেইল ধরে সুন্দরবনের সবচাইতে বিশালাকৃতির ভেজিটেশন আর নানান রকম পাখির দেখা পাবেন। এখানে দুপুর পর্যন্ত থেকেহাড়বাড়িয়ার উদ্দ্যেশ্যে রওনা করবো, টাইমিংয়ের ওপর নির্ভর করে লাঞ্চের আগে বা পরে রয়েল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত হাড়বাড়িয়া ঘুরেনেবো। সন্ধ্যায় হালকা স্ন্যাক্স থাকবে । রাতে ট্যুরিস্ট ভেসেলে হাড়বাড়িয়াতেই অবস্থান এবং ডিনার, ভোর বেলায়
করমজলের উদ্দেশ্যে রওনা হবো।

২য় দিন ও রাত ( রিসোর্টে )
➖➖➖➖➖➖➖➖➖
২য় দিন সকাল সকাল নাস্তা করে ৭ টায় করমজল নামবো। করমজল ঘুরে এসে ১০ টায়আমাদের রিজার্ভ জালি বোটে করে ইরাবতি ইকো রিসোর্টে পৌঁছাতে এগারো বা সাড়ে এগারোটা বাজবে ।
রিসোর্টে চেক ইন করেদুপুুরে খাওয়া-দাওয়া সেরে জোয়ারের সময় মিলে গেলে একঘণ্টার জন্য ডিঙি নৌকায় ঘুরে আসবেন রিসোর্টের
উলটো পাশের ছোট খালে..
সন্ধ্যায় বাউল গান/পালা গানের আসর, সুন্দরবনের নানান গল্প কিংবা ছোট্ট
নাটিকার পর রাতের বারবিকিউ ডিনার।
পরদিন সকাল ১১ টায় রিসোর্ট থেকে চেক আউট করে জালি বোটে করে মোংলায় পৌছে গেলেই আপনি রওনা করতে পারবেন ঢাকার উদ্দেশ্যে...

আরও বিস্তারিত জানতে এবং বুকিং করতে নক করতে পারেন

যুবাইর হীরা
+8801841081065
(WhatsApp Available)

স্পেশাল ডিস্কাউন্টে সুন্দরবন ভ্রমন ….➖➖➖➖➖➖বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজে। সুন্দরবন। বিশ্বের অন্যতম ঐতিহ্য। প্রতি বছ...
26/10/2024

স্পেশাল ডিস্কাউন্টে সুন্দরবন ভ্রমন ….
➖➖➖➖➖➖
বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজে।

সুন্দরবন। বিশ্বের অন্যতম ঐতিহ্য। প্রতি বছর দেশ বিদেশের ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ সুন্দরবন। হবেই বা না কেন, হাজার প্রজাতির পাখি, বাঘ, চিত্রা এবং মায়া হরিণ, কুমির, বানর, ডলফিন সহ বিচিত্র সব বন্য প্রাণীর দেখা পেয়ে যেতে পারেন যে কোন মুহুর্তেই...

এছাড়াও একই সফরে ঘণ সবুজ বনের মাঝে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা শত শত খাল আর নদীর পাশাপাশি দেখতে পাবেন জঙ্গল পেরিয়ে সমুদ্র, আর কী চাই!

যারা পরিবার নিয়ে একটু আরাম আয়েশে সুন্দরবন ঘুরতে চাচ্ছেন তাদের জন্য, শিশু থেকে বৃদ্ধ সবাই যাতে এখানে মানিয়ে নিতে পারেন, এমন ভাবেই আমাদের আয়োজন।

কর্পোরেট, ফ্যামেলি ট্যুরের জন্য- বিলাসবহুল এসি শিপ, ষ্টার ক্যাটাগরির ফুড, বার-বি-কিউ গালা ডিনার(নাইট), দক্ষ গাইডসহ আন্তরিক আতিথেয়তা আপনার জন্য।

🌐 ট্যুরের তারিখ
প্রতি শুক্রবার - রবিবার
তো আছেই...

ডিসেম্বর মাসে
৬-৮, ১৩-২১, বড়দিন বা নিউ ইয়ার্স ইভ...

খুলনা / মোংলা - সুন্দরবন - খুলনা

🔺 াহাজের সুবিধাসমুহ :
🔹সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল ক্রুজ শিপ।
🔹মোট ২৩টি রুম- ৫০ জন অতিথির জন্য।
🔹কনফারেন্স/ডাইনিং রুম ক্যাপাসিটি ৫০ জন।
🔹নামাজের জায়গা।
🔹বার-বি-কিউ কর্নার।
🔹টোটাল এ্যটাচড বাথরুম ১৬ টি: ৩৮ জনের জন্য।
🔹জেনারেল বাথরুম ৩টি ১২ জনের জন্য।
🔹ভি.আই.পি রুম ১৬টি + এ্যাটাচড বাথরুম।
🔹ডিলাক্স টুইন রুম ৫টি
🔹 ডিলাক্স সিঙ্গেল রুম ২ টি।
🔹ফ্রেশ পানির রিজার্ভয়ার: ক্যাপাসিটি ৫০ হাজার লিটার।
🔹গরম পানির জন্য রয়েছে সেন্ট্রাল গীজার।
🔹 ৫০ জন গেস্ট একসাথে বসে থিয়েটারে মুভি দেখার ব্যবস্থা।
🔹প্রতিবেলায় ডাবল মেনুসহ খাবারে থাকবে ভিন্নতার ছোঁয়া।
🔷প্রতিদিন মেইনডিস এর সাথে ২ বেলা স্নাক্স ও সার্বক্ষনিক চা-কফি।
🔹লাইভ বার-বি-কিউ ডিনার।
🔹আছে অভিজ্ঞ সেফ এবং দক্ষ ওয়েটার।
🔹বিভিন্ন রকমের ইন-ডোর খেলাধুলার ব্যবস্থা।
🔹ডাবল ব্রান্ড নিউ ইন্জীন, যা জাহাজের সর্বোচ্চ নিরাপদ গতি নিশ্চিত করে।
🔹 ৩টি জেনারেটরের মাধ্যমে সবসময় বিদ্যুৎ সরবরাহ।
🔹আধুনিক জি.পি.এস, ইকো সাউন্ডার, লাইফ বয়া, লাইফ জ্যাকেট এবং অগ্নিনির্বাপন ব্যবস্থাসহ আছে আরও প্রয়োজনীয় ইকুইপমেন্টস।
🔹শিপের অভ্যন্তরে পাবেন নান্দনিক ইন্টেরিয়র ডিজাইন।
🔹ব্রীজ কন্ট্রোল সাউন্ড সিস্টেম।
🔹অভিজ্ঞ ট্যুর গাইড ও সর্বোপরি আন্তরিক আতিথেয়তা।

🔺নিরাপত্তাঃ
বনবিভাগ থেকে থাকবে সার্বক্ষনিক আর্মসসহ দুজন নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।

🔳 ট্যুরের সময়সূচি: ২ রাত ৩ দিন (জাহাজে)

#ট্যুর_স্পট:
১। হাড়বাড়িয়া / আন্দারমানিক
২। কটকা।
৩। জামতলা সমুদ্র সৈকত।
৪। টাইগার টিলা।
৫। কচিখালি
৬। ডিমের চর
৭। করমজল

🔷১ম দিন:
নির্ধারিত দিনে খুলনার বাস কাউন্টার/ট্র্রেন স্টেশন থেকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে জাহাজে নিয়ে আসবে। অত:পর আপনার রুমে চেকইন। ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। জাহাজ মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা ব্রীজ, খুলনা শীপ ইর্য়াড ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে। দুপুর ১ টা থেকে ২টার মধ্যে আমরা চাঁদপাই ফরেস্ট অফিস পৌঁছাবো। অত:পর ২/৩ টার মধ্যে হাড়বাড়িয়ায় পৌছে হারবাড়িয়া / আন্দারমানিক ইকো ট্যুরিজম সেন্টার ভ্রমণ। এরপর বনের ভিতর দিয়ে ছোট ছোট ক্যানেল পার হয়ে কটকা অভয়ারণ্যের উদ্দেশ্যে রওনা হয়ে আনুমানিক রাত ১০ টায় পৌছানো এবং রাতে জাহাজে অবস্থান।

🔷২য় দিন:
ভোরে কান্ট্রি বোটে করে কটকার আশেপাশে ক্যানেল ক্রুজিং। তারপর ওয়াচ টাওয়ার হয়ে জামতলা হয়ে গহীন বনের মধ্যে দিয়ে পায়ে হেটে অভয়ারণ্য, সী-বিচ ভ্রমণ। ফিরে এসে ব্রেকফাস্ট করে কটকা শরণখোলা অভয়ারণ্য কেন্দ্র পরিদর্শন। যেখানে প্রচুর হরিন দেখা যায়, সেখান থেকে ঘুরে আমরা জাহাজে ফিরবো এবং কচিখালীর উদ্দেশে রওনা হবো। ছোট ক্যানেল দিয়ে জঙ্গলের কোল ঘেষে জাহাজ এগিয়ে চলবে- এ দৃশ্য অসাধারণ।
এরপর ডিমেরচর ভ্রমণ ও সমূদ্র স্নান। দুপুরের পর কচিখালী অভয়ারণ্য ভ্রমণ ও রোমাঞ্চকর অনুভূতি অর্জন করে সূর্যাস্তের পরে শীপে এসে বার-বি-কিউ ডিনার করে জাহাজে রাত্রি যাপন।

🔷৩য় দিন :
সকালের নাস্তা করে করমজল ইকো ট্যুরিজম সেন্টার পরিদর্শন। সকাল ১০টায় করমজলে কুমিরের প্রজননকেন্দ্র দেখে দুপুরের দিকে খুলনার উদ্দেশ্যে রওনা। বিকালে/সন্ধ্য়ায় খুলনা পৌছে আনুমানিক ৪/৫ টায় ঢাকার উদ্দেশ্যে রওনা।

🔺ফুড মেন্যু জানতে আমাদেরকে ফোন করুন , হোয়াটসঅ্যাপ/মেইলে বিস্তারিত অবহিত করা হবে।
01841-081065

🔹🔹প্যাকেজ কস্ট এবং চাইল্ড পলিসি:

🔺 শিশু : ১-৩ বছর পর্যন্ত ফ্রী, ০৩-০৮ বছর ৫০% (বেড ছাড়া) ০৮ বছরের ওপরে ১০০% পেমেন্ট ।

🔺গ্র্যান্ড ভি.আই.পি রুম, এটাচট বাথ: ১৮,০০০/- প্রতিজন

🔺ভি.আই.পি রুম, এটাচট বাথ: ১৬,০০০/- প্রতিজন

🔺ডিলাক্স টুইন/সিঙ্গেল রুম, কমন বাথ: ১৫,৫০০/- প্রতিজন।

🔹বুকিং যেভাবে দিতে পারবেন 🔹

💻WhatsApp:
https://shorturl.at/BMQbq
📧 [email protected]
🌐 https://spacetours-travels.com

ফোন/হোয়াটসঅ্যাপে আপনার প্রাথমিক বুকিং নিশ্চিত করতে পারেন।

❐ বুকিং মানি এ্যডভান্স ৫০% প্রদান করতে হবে । নগদ, ব্যাংক একাউন্টে, ব্যাংক চেক বা বিকাশে টাকা প্রদান করতে পারেন।

💵 United Commercial Bank PLC
Khulna Sadar Branch
0162112000005297
Space Tours and Travels

💵 Brac Bank PLC
Gopalgonj Branch
2101103968784001
Abdullah Zubair Heera

❐ অতিথিদের যৌক্তিক যে কোন প্রশ্নের উত্তর দিতে আমরা সাধ্যমত চেষ্টা করবো।

❐ আমরা অনুরোধ করবো– সবকিছু বুঝে, ট্যুরের বিস্তারিত এবং উল্লেখিত টাকার মধ্যে কী কী রয়েছে তা ভালোভাবে জেনে নিয়ে তারপর বুকিং চূড়ান্ত করবেন। যাতে কারো মধ্যেই কোন গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে আপনার ভ্রমণের আনন্দ এবং আমাদের সুনাম দুটিই নষ্ট হতে পারে। যা আমরা কেউই চাইনা।

বিস্তারিত / যোগাযোগ :
:
২২/২০, করিমনগর, খুলনা-৯১০০ ।
এবং
বাইতুল হক, নবম তলা,
৭৮, মতিঝিল, ঢাকা- ১০০০।

স্পেশাল সুন্দরবন প্যাকেজ(এক Deal-এ দুই পাখি)আপনার হাতে সময় কম?বাজেট নিয়ে সমস্যা?সুন্দরবনের ইকো রিসোর্টেও থাকতে চান আবার ...
29/09/2024

স্পেশাল সুন্দরবন প্যাকেজ
(এক Deal-এ দুই পাখি)

আপনার হাতে সময় কম?
বাজেট নিয়ে সমস্যা?
সুন্দরবনের ইকো রিসোর্টেও থাকতে চান আবার জাহাজেও ঘুরতে চান??

একরাত ইকো কটেজে
একরাত জাহাজে
(নন-এসি/ইকোনমি)

৬,৯০০/- টাকা থেকে শুরু
উইকডেতে পাচ্ছেন বাড়তি ১০% ডিস্কাউন্ট
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
স্পট:
ইরাবতী ইকো রিসোর্ট, ঢাংমারি খাল ও ক্যানাল ক্রুজিং, করমজল, হাড়বাড়িয়া ও আন্দারমানিক ইকো-ট্যুরিজম সেন্টার (বনবিভাগ)
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
ভোরবেলার নন-এসি বাসে করে মোংলা পৌঁছাতে দুপুর ১২ টা বেজে যাবে। মোংলা ফেরিঘাট থেকে আমাদের রিজার্ভ জালি বোটে পশুর নদী পার হয়ে হাতের বাঁ-পাশে সুন্দরবন রেখে অসম্ভব সুন্দর ঢাংমারি খাল এবং ডলফিন স্যাংচুয়ারি পার হয়ে পৌঁছে যাবেন ইরাবতী/ইকো রিসোর্টে। ১.৫ ঘণ্টামতো সময় লাগবে..

রুমে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া সেরে জোয়ারের সময় মিলে গেলে একঘণ্টার জন্য ডিঙি নৌকায় ঘুরে আসবেন রিসোর্টের উলটো পাশের ছোট খালে..
বাউল গান/পালা গানের আসর, সুন্দরবনের নানান গল্প কিংবা ছোট্ট নাটিকার পর রাতের বারবিকিউ ডিনার।

পরদিন ভোরবেলায় জাহাজে করে চলে যাবেন আন্দারমানিক, যেতে যেতে জাহাজেই নাস্তা করে নেবেন। আন্দারমানিক থেকে ফিরে আমরা হাড়বাড়িয়ার উদ্দ্যেশ্যে রওনা করবো, টাইমিংয়ের ওপর নির্ভর করে লাঞ্চের আগে বা পরে হাড়বাড়িয়া ঘুরে আমরা করমজলের উদ্দ্যেশ্যে যাত্রা করবো... শেষ বিকেলে করমজল দেখে এসে জাহাজেই স্ন্যাক্সের ব্যাবস্থা থাকবে...
রাতে জাহাজে করমজলের খালে অবস্থান এবং ডিনার, ভোর বেলায় মোংলা নেমে যেতে পারবেন!

***কেউ যদি দ্রুত ঢাকায় ব্যাক করতে চান করমজল থেকেই মোংলা চলে যেতে পারবেন***

যোগাযোগ করতে পারেন-
ফোন এবং হোয়াটসঅ্যাপ
01841-081065
www.spacetours-travels.com

Address


Alerts

Be the first to know and let us send you an email when SPACE Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SPACE Tours & Travels:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share