24/12/2023
ঘোষণা: কক্সবাজার ক্যাম্পিং
২৭ তারিখ সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্য রওয়ানা হব।বিকাল কক্সবাজার নেমে মেরিন ড্রাইভের পাশে (ইনানীর দিকে যাওয়ার সম্ভবনা বেশি) এই পূর্ণিমা রাতে ক্যাম্পিং করব।
এই ক্যাম্পিং এ আসন মাত্র ৪ টি। যারা যেতে আগ্রহী দ্রুত যোগাযোগ করতে পারেন আসন বুকিং হয়ে গেলে আর নেওয়া সম্ভব না।
প্যাকেজ মূল্য :১৮০০ টাকা
যা যা থাকবে:
চট্টগ্রাম থেকে যাওয়া -আসার নন এসি টিকেট
২৭ তারিখ সকালের নাস্তা,দুপুরের খাবার (গাড়িতে থাকলে কক্সবাজার বিকালে গিয়ে যা খাবার পাওয়া যাবে তাই খাব)।কক্সবাজার থেকে ক্যাম্পিং গ্রাউন্ড পর্যন্ত যাবতীয় ভাড়া,সন্ধ্যায় হালকা নাস্তা (চা, বিস্কুট), রাতের খাবার (সাদা ভাত, মাছ বা মুরগি)।২৮ তারিখ সকালের নাস্তা এবং তাবু ভাড়া এই প্যাকেজের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
তো বিচ থেকে পূর্নিমার সাগর দেখতে চাইলে নক করতে পারেন।