10/02/2024
ভারতের ভূস্বর্গ জম্মু ও কাশ্মীর রাজ্যে রিয়াসি জেলা থেকে কমবেশি ১৩ কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে 5200 ফুট উচ্চতায় ত্রিকুট পর্বতে অবস্থিত মাতা বৈষ্ণোদেবী।
সারা বছরই মাতা বৈষ্ণো দেবী দর্শনের জন্য ভক্তজনের সমাগম লক্ষ্য করার মতো।
মাতা বৈষ্ণো দেবী মন্দিরে (ডান দিক থেকে) মহাকালী, মহালক্ষী বা ভগবতী, ও সরস্বতীর শিলা রূপে অবস্থান করেন।
হাওড়া থেকে জম্মু যাওয়ার ট্রেন ঃ
১) ১২৩৩১ হিমগিরি এক্সপ্রেস = ৭৯০/-
(মঙ্গলবার, শুক্রবার ও শনিবার রাত্রি ১১:৫৫ মিনিটে হাওড়া স্টেশনে)
২) ১৩১৫১ জম্মু তাওয়াই এক্সপ্রেস = ৭৫৫/- (প্রতিদিন সকাল ১১:৪৫ মিনিটে কলকাতা স্টেশন থেকে)
৩) ২২৩১৭ জম্মু তাওয়াই সুপারফাস্ট এক্সপ্রেস = ২৩০৫/- (প্রতি সোমবার দুপুর ১:১০ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে)
(ট্রেন ভাড়া সাথে আনুষাঙ্গিক চার্জ অতিরিক্ত)
জম্মু থেকে কাটরা যাবার ট্রেন ঃ
১২৯১৯ মালবা এক্সপ্রেস = ৬০/-
(প্রতিদিন দুপুর ২:৪০ মিনিটে)
(এছাড়া আরো ট্রেন আছে, সেটা জম্মু তে কখন পৌঁছাচ্ছেন সেই অনুযায়ী একটু দেখে নিতে হবে।)
জম্মু থেকে কাটরা যাবার বাস ঃ
যদি সংযোগকারী ট্রেন না পেয়ে থাকেন তাহলে জম্মু স্টেশনের বাইরেই বাসস্ট্যান্ড আছে, ভাড়া পড়বে জনপ্রতি ১২০/- টাকা
কাটরা স্টেশন থেকে হোটেলে যাওয়ার জন্য গাড়ি ভাড়া ঃ
বড় গাড়ির ক্ষেত্রে (৭ সিট)
স্টেশন থেকে বানগঙ্গা = ৪২০/-
স্টেশন থেকে বাস স্ট্যান্ড = ২৬০/-
স্টেশন থেকে চিন্তামণি = ৩২০/-
ছোট গাড়ির ক্ষেত্রে (৪ সিট)
স্টেশন থেকে বানগঙ্গা = ৩২০/-
স্টেশন থেকে বাসস্ট্যান্ড = ২১০/-
স্টেশন থেকে চিন্তা মনি = ২৬০/-
অটোর ক্ষেত্রে ঃ
স্টেশন থেকে চিন্তামণি = ১৬০/-
RFID Card এর জন্য কোন খরচ লাগেনা। সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা।
কাটরায় হোটেল ঃ
শ্যাম হোটেল, মোবাইল নং =
হোটেল ভাড়া সময়ের উপর নির্ভর করে।
(সামনেই খাবার হোটেল আছে,
থালি কমবেশি 100 টাকা)
যাত্রাপথের খরচা সমূহ ঃ
লাঠি = ১০/- একটি
পিট্টু :
প্রবেশ পথ থেকে পবিত্র গুহা পর্যন্ত = ৫৪০/- (২৫ কেজি পর্যন্ত)
ঘোড়া :
১) প্রবেশ পথ থেকে পবিত্র গুহা পর্যন্ত (সাজিচট হয়ে) = ১২০০/-
২) যদি সঙ্গে বাচ্চা থাকে তাহলে প্রবেশ পথ থেকে পবিত্র গুহা পর্যন্ত (সাজিচট হয়ে) = ১৪০০/-
পালকি:
প্রবেশ পথ থেকে পবিত্র গুহা পর্যন্ত (হিমকুঠি হয়ে) = ৩১০০/-
হেলিকপ্টার :
কাটরা বাসস্ট্যান্ড থেকে সাজিচট পর্যন্ত = ২১০০/- (জনপ্রতি)
(ফেরার পথেও একই খরচা)
ব্যাটারি চালিত গাড়ি :
১) অর্ধকুয়ারি থেকে পবিত্র গুহা পর্যন্ত = ৩৫৪/-
২) পবিত্র গুহা থেকে অর্ধকুয়ারি পর্যন্ত = ২৩৬/-
(বিঃদ্রঃ - ফেরার সময় কেবলমাত্র ৬০ বছরের উর্ধ্বে এবং শারীরিকভাবে সক্ষম নয় এমন মানুষদের জন্য)
পবিত্র গুহা থেকে ভৈরবনাথ দর্শন করার জন্য রোপওয়ে = ১০০/-
পূজা দেবার প্রসাদী কেনার খরচ:
১) নারকেল সমেত প্রসাদ = ১০০/-
২)) নারকেল ছাড়া প্রসাদ = ৫০/-
এছাড়া সমগ্র যাত্রা পথে খাবার খরচ খুবই সামান্য, পথের দু'ধারে অনেক দোকান আছে সেখান থেকেও খেতে পারেন এছাড়া বৈষ্ণো দেবী বোর্ডের কাউন্টার আছে সেখান থেকেও খেতে পারেন।
জুতো, ব্যাগ, বেল্ট, ইলেকট্রনিক দ্রব্য রাখার জন্য ক্লক রুম আছে তার জন্য কোন টাকা লাগে না। সম্পূর্ণ বিনামূল্যে।
হেলিকপ্টার, ব্যাটারী চালিত গাড়ি ও রোপওয়ের অনলাইনে টিকিট কাটার জন্য বৈষ্ণো দেবীর অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দিয়ে দিলাম।
https://online.maavaishnodevi.org/ #/login
মোবাইল নাম্বার দিয়ে লগইন করে আপনার পরিচয় তথ্য দিয়ে একাউন্ট ওপেন করে টিকিট কাটতে পারেন।