31/07/2017
গন্তব্যঃ ভাসমান পেয়ারা বাজার, স্বরূপকাঠি, বরিশাল
*যাত্রার তারিখ: ১০জুলাই সন্ধ্যা ৭ টা।
*ফেরার তারিখ: ১১জুলাই রাত ৮টা (রওনা দিবো)।
ভ্রমন খরচঃ ১৮০০ টাকা প্রতিজন। (ডেক)
" এ যেন সবুজে ঘেরা ভাসমান এক টুকরো স্বর্গরাজ্য !
বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার বিস্তীর্ণ অঞ্চল পেয়ারার ফলনের জন্য বিখ্যাত। বাংলাদেশের অধিকাংশ পেয়ারার যোগান আসে এ অঞ্চলের উৎপাদিত পেয়ারা থেকে। পেয়ারার মৌসুমে চাষীরা বাগান থেকে পেয়ারা সংগ্রহ করে ছোট ছোট নৌকায় বোঝাই করে নিয়ে যান আটঘর, কুড়িয়ানা ও ভিমরুলির ভাসমান বাজারগুলোতে।
শত বছরের পুরোনো এই ভাসমান বাজার বসে সারা বছর জুড়েই। কিন্তু পেয়ারার মৌসুমে জুলাই থেকে আগস্ট পর্যন্ত সবচেয়ে ব্যস্ত থাকে এই বাজার। চাষীদের কর্মব্যস্ততা, খাল জুড়ে ছোট, বড় অগণিত পেয়ারা বোঝাই নৌকার ভিড়, ক্রেতা ও বিক্রেতাদের সমাগম - সব মিলিয়ে ভাসমান বাজারগুলো এ সময় প্রাণ ফিরে পায়। আর সাথে বৃষ্টি হলে তো কথাই নেই।
বৃষ্টির ছোঁয়ায় এখানকার চারপাশের সবুজ প্রকৃতি হয়ে ওঠে আরও সবুজ।
প্রতিটি মুহূর্ত হয় চরম উপভোগ্য। প্রতিটি ব্যক্তি, প্রতিটি বস্তু যেন হয়ে যায় ছবি তোলার সাবজেক্ট। এ সময় ধারণ করা প্রতিটি ছবিই যেন হয়ে ওঠে জীবন্ত ! "
****এটি একটি রিলাক্স ট্যুর। শিশুসহ সপরিবারে যেতে পারবেন।****
** এর মধ্যে যা থাকছে -
- লঞ্চের ক্যাবিন/ ডেকের ভাড়া।
-লঞ্চে রাতের খাবার চিকেন খিচুড়ী, পরদিন সকালের নাস্তা, দুপুরে তাজা ইলিশ মাছ ভাজা ও মুরগীর রোস্ট দিয়ে লাঞ্চ এবং নানান পদের দেশি মাছের সমন্বয়ে রাতের খাবার।
**কনফার্ম করার ডেডলাইন: ২৬জুলাই পর্যন্ত।
** কনফার্ম করার জন্য ০৬জুলাই তারিখের মধ্যে জনপ্রতি ১০০০ টাকা বুকিং মানি পাঠাতে হবে।
(কনফার্ম মানে বুকিং মানি দিয়ে নিশ্চিত করা, মৌখিক কনফার্মেশন গ্রহণযোগ্য নয়। ডেড লাইনের আগেই যদি টাকা পাঠিয়ে নির্দিষ্ট সংখ্যক ট্রাভেলার নিশ্চিত করে ফেলেন, আমরা ইভেন্ট ক্লোজ করে দিব।)
** ভ্রমণের স্থান সমুহঃ
*ভাসমান পেয়ারা বাজার
* গুঠিয়া মসজিদ (দক্ষিনাঞ্চলের সর্ববৃহৎ মসজিদ)
*দুর্গাসাগর দীঘি (আড়াইশ বছরের পুরনো।)
স্পেশাল ফিচারঃ
ফানুস উৎসব।
ভ্রমনের সম্ভাব্য বর্ণনাঃ
যাত্রাশুরু ১০ জুলাই (বৃহষ্পতিবার), সন্ধ্যা ৭টা: ঢাকার সদরঘাট থেকে রাতের লঞ্চে করে বরিশাল এর উদ্দেশ্যে।
১১জুলাই (শুক্রবার): সকালে লঞ্চঘাটে নেমে চলে যাবো ভাসমান বাজারে। ট্রলার নিয়ে সারাদিন ভেসে বেড়াবো ভিমরুলি, আটঘর, কুড়িয়ানার ভাসমান বাজারগুলোতে। বিকেলের মধ্যে ফিরে আসব বরিশাল শহরে। আসার পথে দেখে নিবো বিখ্যাত গুঠিয়া মসজিদ ও দুর্গাসাগর দীঘি। তারপর রাতের লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা।
কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
*কাপল ক্যাবিন এভেইলএবল। যে কেউ ইচ্ছা করলে কাপল ক্যাবিন নিতে পারবেন। এর জন্য কোন এক্সট্রা চার্জ নেই। তবে বুকিং'এর সময় কনফার্ম করতে হবে।
***কোন হিডেন চার্জ নেই।***
** চাইল্ড পলিসিঃ
- ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ৬ বছরের শিশুদের জন্য ৫০% ছাড় প্রযোজ্য হবে। সেক্ষেত্রে তাদেরকে তাদের বাবা-মা বা গার্ডিয়ানের সাথে আসন শেয়ার করতে হবে।
=> যোগাযোগের নাম্বার: ০১৯৬১৯৬৮৯৭৮( আসিফ), ০১৭২৮০৫১৯৮৯( আবির)
=> বিকাশ নাম্বার: ০১৯৬১৯৬৮৯৭৮
“ মানুষ মাত্র ভুল, ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আয়োজনেঃ Cloud tour and Travel agency