07/05/2015
বর্ষায় পাহাড় ঘন সবুজ হয়। শ্রীমঙ্গলের চা বাগানগুলি মনে হয় যেন সবুজ কার্পেটে মুড়ে দেয়া হয়েছে। এই বর্ষায় কেউ যদি সিলেট/মৌলভিবাজার যেতে চান কম খরচে থাকতে পারবেনঃ
১। বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র রেস্ট হাউস (০১৭১১৮৬৭৪৮৫), শ্রীমঙ্গল। এই নাম্বারে ফোন করলে কেন্দ্রের গবেষণা পরিচালক ধরবেন। সাধারণত কোন সরকারি অফিসারের পরিচয় দিলে সহজে ১/২ ডট এসি রুম পেয়ে যাবেন। সরকারি অফিসারের রেফেরেন্স না থাকলে একটু রিকুয়েস্ট করলেও রুম পেয়ে যাবেন।
২। হীড বাংলাদেশ গেস্ট হাউজ (ঢাকাঃ 8034119, 8034219, 9001731, 9004556)। ঢাকার অফিসে ফোন করে বুকিং দিতে পারেন। এটি লাওয়াছড়া ন্যাশনাল পার্কের কাছাকাছি। অনেক কম খরচে পাহাড়ি পরিবেশে থাকতে পারবেন।
৩। নিসর্গ নীরব ইকো কটেজ ( +88 01715041207 )। ২/৩ হাজার টাকায় খুবই সুন্দর ইকো কটেজ পাবেন। এটিও লাওয়াছড়া ন্যাশনাল পার্কের কাছাকাছি, গ্র্যান্ড সুলতান রিসোর্টের পাশেই। নিচের লিংকে ক্লিক করলে গুগুল মাপে দেখতে পারবেন। https://www.google.com/maps/place/Nishorgo+Lichi+Bari+Ecocottage/@24.296874,91.765433,17z/data=!4m6!1m3!3m2!1s0x0:0x928720c28fb0d58e!2sNishorgo+Nirob+Eco+Cottage!3m1!1s0x0000000000000000:0x3053664c73e6ac03
আর টাকা পয়সা বেশি থাকলে গ্র্যান্ড সুলতান রিসোর্ট তো আছেই.
Find local businesses, view maps and get driving directions in Google Maps.