বিভূঁই: প্রবাসের জন্য প্রবাসী

  • Home
  • বিভূঁই: প্রবাসের জন্য প্রবাসী

বিভূঁই: প্রবাসের জন্য প্রবাসী প্রবাসীরা নিজ অভিজ্ঞতা দিয়ে একে অপরকে সাহায্য করবে নিরাপদ অভিবাসনের লক্ষ্যে

(4)

21/09/2020
27/08/2020

করোনা অতিমারীর চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করছে প্রতিষ্ঠানগুলো? কীভাবে ঘুরে দাড়াচ্ছে নতুন বাস্তবতায়?

শ্রম অভিবাসনের ক্ষেত্রে কোভিড-১৯ এর প্রভাব এবং শ্রম অভিবাসন নিয়ে কর্মরত প্রতিষ্ঠানসমূহের কাজের ধরণে পরিবর্তন নিয়ে কথা বলছেন WARBE Development Foundation, BNSK, Young Power in Social Action (YPSA), IID, RMMRU ও BOMSA এর প্রধানগণ।

26/08/2020

বড় ভাইয়ের কথায় খেয়ো না ধোকা
হয়োনা তুমি করোনা বোকা!
সামাজিক দূরত্ব বজায় রাখুন ও মাস্ক ব্যবহার করুন।
#করোনাবোকা

বাহরাইনের বাংলাদেশ দূতাবাস থেকে বিশেষ বিজ্ঞপ্তি !প্রিয় বাহরাইন প্রবাসী,সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বৈশ্বিক ম...
24/08/2020

বাহরাইনের বাংলাদেশ দূতাবাস থেকে বিশেষ বিজ্ঞপ্তি !

প্রিয় বাহরাইন প্রবাসী,

সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে যেসকল বাংলাদেশী কর্মীগণ ছুটিতে দেশে যাওয়ার পর বিমান চলাচল বন্ধ থাকায় ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে দেশে আটকা পড়েছেন, তাদের বিষয়ে দূতাবাস বরাবরই অবহিত আছে। বাহরাইনে করোনা ভাইরাস পরিস্থিতি এখনো স্বাভাবিক পর্যায়ে আসেনি। প্রতিদিন ৩৫০-৫০০ ব্যক্তি আক্রান্ত হচ্ছেন বলে বাহরাইন স্বাস্থ্য মন্ত্রণালয়-এর অফিসিয়াল নিউজ পোর্টালে জানানো হচ্ছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফিলিপিনসহ বাহরাইনে অবস্থিত অন্যান্য দেশের প্রবাসী কর্মীগণ ছুটিতে থাকা অবস্থায় যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সকলেই একই পরিস্থিতিতে রয়েছেন। মান্যবর রাষ্ট্রদূত আটকে পড়া কর্মীদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করার জন্য বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ব্যক্তিগতভাবে এবং পত্রের মাধ্যমে অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে দূতাবাস বরাবরই বাহরাইন সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে যা চলমান রয়েছে। বাহরাইনের মহামান্য ক্রাউন প্রিন্স-এর নেতৃত্বে করোনা মোকাবেলায় গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি সময়ে সময়ে এ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করছেন। বাহরাইন সরকার করোনা ভাইরাস পরিস্থিতির আলোকে ক্ষতিগ্রস্থ প্রবাসী কর্মীদের বিষয়ে সর্বদা মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে আসছে। তাই সকলকে ধৈর্য ধারণ করতে অনুরোধ করা যাচ্ছে।
দূতাবাস অবহিত আছে যে, এখনো গালফ এয়ার, এয়ার এরাবিয়া, ফ্লাই দুবাইসহ অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ থাকায় এবং যাতায়াতের একমাত্র বিমান হিসেবে এমিরেটস এয়ারলাইন্স-এর টিকেট অপর্যাপ্ত ও চড়া মূল্যের হওয়ায় ইতিমধ্যে অনেক বৈধ ভিসাধারি বাংলাদেশী কর্মীগণ নিজ কর্মস্থল বাহরাইনে ফিরতে পারছেন না। যার ফলে, দিনদিন বৈধ কর্মীদেরও অবৈধ হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মান্যবর রাষ্ট্রদূত বিষয়টি বিবেচনায় নিয়ে বৈধ ভিসাধারিদের-কে সহনীয় মূল্যে বিমান টিকেট ক্রয় করে বাহরাইনে ফিরে আসার লক্ষ্যে সম্ভাব্য ১০-১৫ সেপ্টেম্বর ২০২০ খ্রিঃ তারিখ সময়ে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট পরিচালনার জন্য বাহরাইন সরকারের নিকট অনুমোদন চেয়েছেন। বাংলাদেশে অবস্থানকারী বৈধ ভিসাধারি কর্মীগণ যারা বিশেষ বিমানে বাহরাইনে ফিরতে আগ্রহী এবং যাদের ভিসার মেয়াদ ০৯ সেপ্টেম্বর ২০২০ থেকে ৩০ নভেম্বর ২০২০ খ্রিঃ তারিখ পর্যন্ত রয়েছে, তাদেরকে দূতাবাসের নিম্নবর্ণিত অনলাইন পোর্টালে (আগামী ২৬ আগস্ট ২০২০ খ্রিঃ তারিখের মধ্যে) চাহিত তথ্যাদি পূরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

অনলাইন পোর্টাল লিঙ্কঃ https://forms.gle/FSxdYuJVt6KPqTgJA

বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়-এর অনুমোদন পাওয়া গেলেই ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে। সেক্ষেত্রে যাদের ভিসার মেয়াদ দ্রুত উত্তীর্ণ হয়ে যাচ্ছে, তাদেরকে অগ্রাধিকার দিয়ে বিশেষ ফ্লাইট পরিচালনার সুনির্দিষ্ট তারিখ, সময় ও টিকেটের মূল্য পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

২। একই সাথে স্বাস্থ্যগত কারণে এবং পারিবারিক জরুরী প্রয়োজনে অনেক কর্মী দেশে ফিরতে চাচ্ছেন। কিন্তু গালফ এয়ারসহ অন্যান্য এয়ারলাইন্স-এর ফ্লাইট বন্ধ থাকায় এবং এমিরেটস এয়ারলাইন্স-এর টিকিট অপর্যাপ্ত ও চড়া মূল্যের হওয়ায় তারা দেশে ফিরতে পারছেন না। মান্যবর রাষ্ট্রদূত বিষয়টি বিবেচনায় নিয়ে একটি বিশেষ বিমানের ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করার নির্দেশনা প্রদান করেছেন। বিশেষ বিমানে বাংলাদেশে ফিরতে আগ্রহী কর্মীদের দূতাবাসের নিম্নবর্ণিত অনলাইন পোর্টালে (আগামী ২৬ আগস্ট ২০২০ খ্রিঃ তারিখের মধ্যে) চাহিত তথ্যাদি পূরণ করার মাধ্যমে আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে।

অনলাইন পোর্টাল লিঙ্কঃ https://forms.gle/GWygQV4zC2JtHGrSA

বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়-এর অনুমোদন পাওয়া গেলেই ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে। অসুস্থতা ও স্বাস্থ্যগত কারণে যারা বাংলাদেশে ফিরতে চাচ্ছেন তাদেরকে অগ্রাধিকার দিয়ে বিশেষ ফ্লাইট পরিচালনার সুনির্দিষ্ট তারিখ, সময় ও টিকেটের মূল্য পরবর্তীতে জানানো হবে।

গুজব শুনে খেয়ো না ধোঁকাহয়োনা তুমি  #করোনাবোকা
24/08/2020

গুজব শুনে খেয়ো না ধোঁকা
হয়োনা তুমি #করোনাবোকা

23/08/2020

সাবান দিয়ে ধুলে হাত, করোনা হবে কুপোকাত!

গুজব শুনে খেয়ো না ধোঁকাহয়োনা তুমি  #করোনাবোকাভুল তথ্য আর গুজব করোনা ভাইরাসের চেয়েও দ্রুত ছড়ায় এবং সবার ক্ষতি করে। তাই গ...
22/08/2020

গুজব শুনে খেয়ো না ধোঁকা
হয়োনা তুমি #করোনাবোকা
ভুল তথ্য আর গুজব করোনা ভাইরাসের চেয়েও দ্রুত ছড়ায় এবং সবার ক্ষতি করে। তাই গুজবের বিরুদ্ধে সতর্ক থাকুন।

21/08/2020

করোনা ভাইরাসের বিস্তার ও দমন!
কীভাবে ছড়াচ্ছে করোনা ভাইরাস, আর কেন এই কোয়ারিন্টিন?

বৃষ্টি বনাম কোভিড  (Citation in Comment section)         #ঘরেথাকুন
20/08/2020

বৃষ্টি বনাম কোভিড
(Citation in Comment section)
#ঘরেথাকুন

মহামারীর চার ঢেউ: মহামারী, মন্দা, অভাব, অরাজকতা!মহামারী একা আসে না।এর সাথে আসে অর্থনৈতিক মন্দা -> যার ফলে কাজ-কর্ম থাকে ...
19/08/2020

মহামারীর চার ঢেউ: মহামারী, মন্দা, অভাব, অরাজকতা!

মহামারী একা আসে না।
এর সাথে আসে অর্থনৈতিক মন্দা -> যার ফলে কাজ-কর্ম থাকে না -> ফলে আসে অভাব আর দারিদ্র -> আর সব মিলে অরাজকতার সুযোগ তৈরী হয়।
তাই স্বাস্থ্য ব্যবস্থার সাথে সাথে, বিনিয়োগ-কর্মসংস্থান, মানবিক সাহায্য আর সামাজিক নিরাপত্তার দিকেও নজর রাখতে হবে।

#ঘরেথাকুন

18/08/2020

করোনার নামতা

এক এক্কে এক, এক এক্কে এক
করোনা ভাইরাসের দমন কেমনে হবে দ্যাখ
দুই এক্কে দুই, দুই এক্কে দুই
সবার আগে সাবান দিয়ে হাত-দুখানা ধুই
তিন এক্কে তিন, তিন এক্কে তিন
সঙ্গরোধে, বের হবো না, ঘরেই কোয়ারিন্টিন
চার এক্কে চার, চার এক্কে চার
দেহ মনের যত্ন নিতে, আলসেমী নয় আর
পাঁচ এক্কে পাঁচ, পাঁচ এক্কে পাঁচ
আসলে কাশি, কুনুই মুখে, হাত দিয়ে নয় টাচ
ছয় এক্কে ছয়, ছয় এক্কে ছয়
থাকলে শিশু, বুঝাই তাকে, পায় না যেন ভয়
সাত এক্কে সাত, সাত এক্কে সাত
করলে দান, গরীব- দু:খী তিন বেলা পায় ভাত
আট এক্কে আট, আট এক্কে আট
মাস্ক পরে আর দূরত্বটা রেখেই বাজার-ঘাট
নয় এক্কে নয়, নয় এক্কে নয়
গুজব থেকেও থাকবো দূরে, সত্য হবে জয়
দশ এক্কে দশ, দশ এক্কে দশ
করবো পরে মোকাবেলা অর্থনীতির ধ্বস






#ঘরেথাকুন

আরব আমিরাতের প্রবাসীদের জন্য সুখবর! #প্রবাসীপ্রথম
18/08/2020

আরব আমিরাতের প্রবাসীদের জন্য সুখবর!
#প্রবাসীপ্রথম

গুজব শুনে খেয়ো না ধোঁকাহয়োনা তুমি  #করোনাবোকা"করোনাবোকা"-র মতোন কী ধরণের ভুল, গুজব আর ঝুঁকিপূর্ণ কাজ আপনি আপনার আশেপাশ...
17/08/2020

গুজব শুনে খেয়ো না ধোঁকা
হয়োনা তুমি #করোনাবোকা
"করোনাবোকা"-র মতোন কী ধরণের ভুল, গুজব আর ঝুঁকিপূর্ণ কাজ আপনি আপনার আশেপাশে দেখতে পান তা কমেন্টে জানাতে পারেন।
ভুল তথ্য আর গুজব করোনা ভাইরাসের চেয়েও দ্রুত ছড়ায় এবং সবার ক্ষতি করে। তাই গুজবের বিরুদ্ধে সতর্ক থাকুন।

06/08/2020

লেবাননের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বাংলাদেশী রাষ্ট্রদূতের বক্তব্য!
#প্রবাসীপ্রথম

বিভুঁই এর পক্ষ থেকে সবাইকে ইদুল আজহার শুভেচ্ছা।ইদ মোবারক!
01/08/2020

বিভুঁই এর পক্ষ থেকে সবাইকে ইদুল আজহার শুভেচ্ছা।
ইদ মোবারক!

আপনার Android ফোনে ডাউনলোড করুন আমাদের বিভুঁই অ্যাপটি এবং জেনে নিন কাজের উদ্দেশ্যে বিদেশে যাবার সব প্রয়োজনীয় তথ্য -https...
20/07/2020

আপনার Android ফোনে ডাউনলোড করুন আমাদের বিভুঁই অ্যাপটি এবং জেনে নিন কাজের উদ্দেশ্যে বিদেশে যাবার সব প্রয়োজনীয় তথ্য -
https://play.google.com/store/apps/details?id=org.iidbd.bibhui

20/07/2020

আগামী ২৩ জুলাই ২০২০ থেকে দেশের যে কোন প্রান্ত থেকে যে কেউ যে কোন কারণে বিদেশ যেতে চাইলে তাকে অবশ্যই যাত্রার ৭২ ঘন্টা আগে নির্দিষ্ট হাসপাতাল থেকে COVID-19 পরীক্ষা করিয়ে negative certificate নিয়ে তবেই যেতে হবে।
#প্রবাসীরকরোনাআপডেট
#প্রবাসীপ্রথম

10/07/2020

করোনাকালীন সময়ে প্রবাসীদের অবস্থান নিয়ে পররাষ্ট্র মন্ত্রী ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহন করুন!
Click: https://bit.ly/2Cl5diU

 #প্রবাসীপ্রথম
29/06/2020

#প্রবাসীপ্রথম

আরও দুটি এয়ারলাইন্সকে আন্তর্জাতিক ফ্লাইটের অনুমতি | International Flight of Air Arabia And Turkish Air From Bangladesh TodayBanglaHD Channel info: Today Ban...

29/06/2020

আগামী মাস থেকে সরকার নতুন একটি নিয়ম করতে যাচ্ছি যারা বিদেশ যাবেন তাদের জন্য। নিয়মটি হচ্ছে এখন থেকে বিদেশ যাত্রা সকল টাকা জমা দিতে হবে ব্যাংকের মাধ্যমে। যেই দেশে যাবার জন্য যত টাকা তা অগ্রণী ব্যাংকের একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে। তার আগে আপনাকে ডাটাবেজে নাম ওঠাতে হবে। যেখানে আপনার পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি কার্ড নাম্বার লিপিবদ্ধ থাকবে। ডাটাবেজের নাম না থাকলে বিদেশ যাওয়া সম্ভব হবে না।

প্রবাসীর জন্য করোনা আপডেট! #প্রবাসীরকরোনাআপডেট #প্রবাসীপ্রথম
23/06/2020

প্রবাসীর জন্য করোনা আপডেট!
#প্রবাসীরকরোনাআপডেট
#প্রবাসীপ্রথম

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সুস্থ হয়ে বাসায় ফিরলেন আমিরাতের দুবাই প্রবাসী বাংলাদেশি স্বেচ্ছাসেবক টিম.....

23/06/2020
প্রবাসীর জন্য করোনা আপডেট! #প্রবাসীরকরোনাআপডেট #প্রবাসীপ্রথম
23/06/2020

প্রবাসীর জন্য করোনা আপডেট!
#প্রবাসীরকরোনাআপডেট
#প্রবাসীপ্রথম

22/06/2020
21/06/2020
31/05/2020

Address


Alerts

Be the first to know and let us send you an email when বিভূঁই: প্রবাসের জন্য প্রবাসী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share