![উমরাহ ভ্যাকসিন আপডেটআমি বেশ কয়েকটি জায়গায় মেনিনজাইটিস এর ভ্যাকসিনের ব্যাপারে খোঁজ নিয়েছি গত ২-৩ দিন ধরে। সবার উপকারের জন...](https://img5.travelagents10.com/574/526/1163879755745263.jpg)
15/01/2025
উমরাহ ভ্যাকসিন আপডেট
আমি বেশ কয়েকটি জায়গায় মেনিনজাইটিস এর ভ্যাকসিনের ব্যাপারে খোঁজ নিয়েছি গত ২-৩ দিন ধরে। সবার উপকারের জন্য আমি যা যা জানতে পেরেছি তা জানাচ্ছি।
মেনিনজাইটিসের ভ্যাকসিন মূলত ২ ধরণের আছে:
১. পলিস্যাকারাইড ভ্যাকসিন(Polysaccharide): IngoVax - ইনসেপ্টা কোম্পানি বানায় (১০০০ টাকা) (মেয়াদ ৩ বছর)
২. কনজুগেটেড ভ্যাকসিন(Conjugated): বিদেশী কোম্পানির ভ্যাকসিন (৪২০০ - ৪৫০০ টাকা)
আমি ভ্যাকসিন গুলা যেখানে যেখানে পাইসি:
১. পিজি(BSMMU) হাসপাতাল : IngoVax(১০০০ টাকা), Nimenrix(৪৩০০ টাকা) (স্টক আছে কিনা কল দিয়ে যাবেন অবশ্যই)
লোকেশন: Shahbag, Dhaka
ভ্যাকসিন সার্টিফিকেট দিবেনা, ভ্যাকসিন কার্ড দিবে শুধু।
২. BRB হাসপাতাল: Nimenrix (৪৫০০ টাকা)
লোকেশন: 77/A Panthapath, Dhaka
ভ্যাকসিন সার্টিফিকেট দিবেনা, ভ্যাকসিন কার্ড দিবে শুধু।
৩. Radda MCH-FP Centre, Dhaka: Menectra(৪২০০ টাকা)
লোকেশন: মিরপুর ১০
ভ্যাকসিন সার্টিফিকেট দিচ্ছে(৫০০ টাকা এক্সট্রা লাগবে)
৪. প্রাভা হেলথ: IngoVax(১০০০ টাকা) + সার্ভিস চার্জ ৩০০ টাকা
লোকেশন: Block C, Plot 9 Rd 17, Banani, Dhaka
ভ্যাকসিন সার্টিফিকেট দিবেনা, ভ্যাকসিন কার্ড দিবে শুধু।
৪. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: ভ্যাকসিন নেই।
৫. অলোক হাসপাতাল: ভ্যাকসিন নেই।
আমরা Radda MCH-FP Centre থেকে Menactra(Synovia Company, France) ভ্যাকসিন দিয়েছি। Ingovax ভ্যাকসিনটা গ্লোবালি রিকোগনাইজড কিনা আমি নিশ্চিত না এইজন্য Menactra/Nemenrix দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা।