Imam jalaly Hajj kafela

  • Home
  • Imam jalaly Hajj kafela

Imam jalaly Hajj kafela Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Imam jalaly Hajj kafela, Travel Company, .

06/01/2024
স্পেশাল ওমরাহ প্যাকেজ  ১৮/২৮ ইং জানুয়ারি ২০২৪ বুকিং চলছে প্রতি মাসেই আমাদের প্যাকেজ থাকে  ইনশাল্লাহ।  imo WhatsApp 01611...
05/01/2024

স্পেশাল ওমরাহ প্যাকেজ ১৮/২৮ ইং জানুয়ারি ২০২৪ বুকিং চলছে
প্রতি মাসেই আমাদের প্যাকেজ থাকে ইনশাল্লাহ।
imo WhatsApp 01611338720*01723113600
01611-125488
-------------------------
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহ,

বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার শক্তি ও সামর্থ্য যে রাখে, সে যেন হজ করে এবং যে এ নির্দেশ অমান্য করবে সে কুফুরির আচরণ করবে, তার জেনে রাখা উচিত, আল্লাহ বিশ্ব প্রকৃতির ওপর অবস্থানকারীদের মুখাপেক্ষী নন।
(সুরা আলে ইমরান,আয়াত:৯৭)

ওমরাহ আপনার সম্পদের পরিমাণ কমায় না। বরং বাড়িয়ে দেয় বহুগুণে। তাই ওমরাহ ও যেকোনো ইবাদত দুনিয়া ও আখিরাতে আপনার জন্য বিনিয়োগ স্বরূপ। আল্লাহ আমাদের সকলকে ওমরাহ আদায় করার তাওফিক দান করুক। আমিন

ইকোনমি প্যাকেজ (১৪ দিন)
- - - - - - - - - - - - -
১,৪০,০০০/- টাকা। (৪/৫ বেড শেয়ারিং রুম।)
ট্রানজিট ফ্লাইট, হোটেল দূরত্ব ৭০০ মিটার।
১,৬০,০০০/- টাকা। (৪/৫ বেড শেয়ারিং রুম)
ট্রানজিট ফ্লাইট, হোটেল দূরত্ব ৪০০ মিটার।
১,৭৫,০০০/- টাকা। (৪/৫ বেড শেয়ারিং রুম।)
ডাইরেক্ট ফ্লাইট, হোটেল দূরত্ব ৪০০ মিটার।
১,৯০,০০০/- টাকা। (২ বেড শেয়ারিং রুম)
ডাইরেক্ট ফ্লাইট, হোটেল দূরত্ব ৪০০ মিটার।

মক্কায় হোটেল: কাবা শরিফ থেকে ৫মিনিট হাঁটার দুরত্বে।
থ্রি স্টার মানের হোটেল।
মদিনায় হোটেল: মসজিদে নববী থেকে ৫মিনিট হাঁটার দুরত্বে।

---------------------------------
ভি আই পি প্যাকেজ (১০ দিন)
---------------------------------
২,১৫,০০০/- টাকা। (৪/৫ জনের শেয়ারিং রুম।)
২,৩০,০০০/- টাকা। (৩ বেড শেয়ারিং রুম।)
২,৬০,০০০/- টাকা। (২ জনের শেয়ারিং রুম)
৩,০০,০০০/- টাকা (সিঙ্গেল বেড)

মক্কায় হোটেল: পবিত্র কাবা শরিফ থেকে ০ মিটার দুরত্বে ফাইভ স্টার মানের হোটেল।
মদিনায় হোটেল: মসজিদে নববী থেকে ৫মিনিট হাঁটার দুরত্ব। থ্রি স্টার মানের হোটেল।

হজের প্রতিদান কেবলই জান্নাত
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘এক ওমরাহ অপর ওমরাহ পর্যন্ত সময়ের (সগিরা গুনাহের) কাফফারাস্বরূপ। আর জান্নাতই হলো হজে মাবরুর বা কবুল হজের একমাত্র প্রতিদান। ’ (বুখারি, হাদিস : ১৭৭৩)

হজ খরচের সাওয়াব সাত শ গুণ
হজরত বুরাইদা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘হজের জন্য খরচ করা আল্লাহর রাস্তায় খরচ করার মতোই, যার সওয়াব সাত শ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। ’ (মুসনাদে আহমাদ, হাদিস : ২৩০০০)

যা যা অন্তর্ভুক্তঃ
মক্কা ও মদীনা লোকাল গাইড সার্ভিস।
- বীমাসহ উমরাহ ভিসা
- ইকোনমি ক্লাস রিটার্ন এয়ার টিকেট
- ফ্লাইট :
- রুটঃ
➡ঢাকা- মদীনা - জেদ্দা - ঢাকা।
- মদীনা টু মক্কা বাসের মাধ্যমে যাতায়াত।
- মক্কা ও মদীনায় বিজ্ঞ আলেমের মাধ্যমে দর্শনীয় স্থানসমূহ ভ্রমণ।

• রিটার্ন এয়ার টিকিট
• ভিসা
• স্ট্যান্ডার্ড মানের হোটেল ( প্রতি রুমে ৪/৫ জন)
• সম্পূর্ণ ট্রান্সপোর্ট
• অভিজ্ঞ মুয়াল্লিম গাইডের উপস্থিতি
• মক্কা এবং মদিনা জিয়ারাহ্
• ওমরাহ্‌ সকল আহকাম নিজস্ব তত্ত্বাবধানে বিশুদ্ধভাবে সম্পন্ন করার ব্যবস্থা নিশ্চিত করা
মক্কা জিয়ারার স্পটসমূহঃ
• নবীজির বাড়ী
• জাবালে সাওর
• হেরা গুহা ( ওহী নাজিলের পাহাড়)
• আরাফার ময়দান
• মিনা
• মুজদালিফা
• জান্নাতুল মোআল্লা
• জিন মসজিদ
• মসজিদে ছাজারু
• মসজিদে আয়েশা রা.
মদিনা মনোয়ারা জিয়ারার স্পটসমূহঃ
• রিয়াজুল জান্নাহ
• জান্নাতুল বাকী
• খন্দক
• উহুদ পাহাড়
• মাকবারায়ে শোহাদায়ে উহুদ
• মসজিদে কিবলাতাইন
• মসজিদে কুবা।
• মসজিদে বেলাল রাযি.
• মসজিদে আবু বকর রাযি.
• মসজিদে গমামাহ

যৌক্তিক খরচে সরকার অনুমোদিত হজ্জ এজেন্সির মাধ্যমে হজ্জ পালনের জন্য যোগাযোগ করুন।শুধুমাত্র অন লাইনে কম খরচে লোভনীয় অফার পেয়ে প্রতারিত হবেন না।
হজ্জ পালনের জন্য প্রাক নিবন্ধন সম্পন্ন করতে আমাদের সাথে যোগাযোগ করুন ০১৭২৩১১৩৬০০

আপনার ওমরাযাত্রাকে সহজ,সুন্দর ও পূর্ণাঙ্গভাবে করতে আজই যোগাযোগ করুন, আমাদের পেইজে অথবা এই নাম্বারে 01723113600+01711338720*imo 01611338720

বিশেষ দ্রষ্টব্য প্রত্যেক মাসে আমাদের একাধিক গ্রুপ রয়েছে ইনশাআল্লাহ।

যা যা অন্তর্ভুক্ত নয়ঃ
৩ বেলা খাবার।
বিমানবন্দর ও বাসে যাতায়াতের পথের খাবার।
মক্কা ও মদিনায় হোটেলের খাবার পানি। ( নিজ দায়িত্বে সবাইকে হারামাইন থেকে জমজমের পানি এনে খাবেন কারণ এই সুযোগ হয়তো আপনি আর নাও পেতে পারেন )।
মক্কা ও মদিনায় হোটেল কতৃপক্ষ Bath room এ বালতি/ মগ/ সেন্ডেল দেয় না, এগুলো হাজি সাহেবেদের নিজ দায়িত্বে সংগ্রহ করবেন।
রিয়াজুল জান্নাহ অনুমোদন ব্যাক্তিগতভাবে aps এর মাধ্যমে নিতে হবে।
- ব্যাক্তিগত খরচ
- মোবাইল/ইন্টারনেট বিল
- লন্ড্রি বিল
- যে কোন ধরনের মেডিকেল বিল
- জেদ্দা/তায়েফ/বদর/জিন পাহাড় ইত্যাদি স্থানসমূহ ভ্রমণ।
আপনার আসনটি নিশ্চিত করতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে অথবা হোয়াটসঅ্যাপ করুন নিচের নাম্বারে:

উমরাহ এর বুকিং দিতে যা যা প্রয়োজন :
১। আগষ্ট ৩১, ২০২৪ পর্যন্ত পাসপোর্ট এর মেয়াদ আছে সেই পাসপোর্টের
স্ক্যনিং কপি।
2। জনপ্রতি ৫০,০০০ টাকা অ্যাডভান্স বুকিং মানি।
উল্লেখ্য যে, সৌদি সরকারের নতুন কোন আইন,বিমানের টিকেটের মূল বৃদ্ধি কিংবা হোটেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে এজেন্সি কতৃপক্ষ প্যাকেজের যে কোন পরিবর্তন/পরিমার্জন করতে পারবে।

ফ্যামিলি ওমরাহ প্যাকেজ ::
#প্যাকেজে থাকবেঃ
(১) ওমরাহ ভিসা
(২) বিমান টিকেট (যাওয়া ও আসা)
(৩) মক্কা ও মদিনায় হোটেলে থাকার সুবিধা।
(৪) সৌদিতে ট্রান্সপোর্ট সুবিধা মক্কা - মদিনা - জেদ্দা।
(৫) মক্কা ও মদিনার দর্শনীয় স্থানসমূহ ভ্রমণ/যিয়ারাহ।
(৬) দক্ষ ও অভিজ্ঞ মোয়াল্লেম কর্তৃক তত্ত্বাবধানে ওমরাহ পালন
পরিচালক নিজের তত্ত্বাবধানে স্টার মানের হোটেল অল্প সময়ের দূরত্ব) এই ওমরাহ প্যাকেজে আর মাত্র কয়েকটি সিট
ফ্যামিলি ভিজিট ভিসা -
ওমরাহ ভিসা সব চেয়ে কম খরচে
আমরাই দিচ্ছি ইনশাআল্লাহ।
আগ্রহীরা যোগাযোগ করুন :
০১৭১১৩৩৮৭২০
০১৯১৩৪০২২০০
(01723113600
01611337720( imo/WhatsApp)
01611-125488
+880 1911-125488

ঈমাম জালালি আল হারামাইন হাজ্জকাফেলা ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম. বিশ্বব্যাপী
(IMAM JALALY AL-HARAMIN HAJJ KAFELA
World Travel & Tourism (IAWTC)globally
Gve (Pvt) Ltd
325/A/2 SOUTH JATRABARI SUTH CITY CORPORATION
DHAKA BANGLADESH
Imam jalaly Hajj kafela
Imam jalaly al haramin hajj Kafela
Hajj Kafela

হজ সম্পর্কে কুরআনের নির্দেশনা
ইমাম জালালি আরাফাত সিদ্দিকী আল আরাফ
হজরত ইবরাহিম (আ.) কাবাকে কেন্দ্র করে আল্লাহর নির্দেশিত নিয়মে হজ প্রবর্তন করেন। উম্মতে মুহাম্মাদির ওপর নবম হিজরিতে তা ফরজ করা হয়। শরিয়তের বিধান মোতাবেক নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জীবনে একবার হজ করা ফরজ। হজ সম্পর্কে কুরআনে আল্লাহ তায়ালা যেসব নির্দেশনা দিয়েছেন তার উল্লেখযোগ্য কয়েকটি নির্দেশনা তুলে ধরা হলো-

১. বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার শক্তি ও সামর্থ্য যে রাখে, সে যেন হজ করে এবং যে এ নির্দেশ অমান্য করবে সে কুফুরির আচরণ করবে, তার জেনে রাখা উচিত, আল্লাহ বিশ্ব প্রকৃতির ওপর অবস্থানকারীদের মুখাপেক্ষী নন।
(সুরা আলে ইমরান,আয়াত:৯৭)
২. নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম। সুতরাং যে ব্যক্তি আল্লাহর ঘরের হজ কিংবা ওমরা সম্পন্ন করবে, এ দুই পর্বতের মধ্যে দৌড়াবে তার পক্ষে কোনো পাপের কাজ সম্ভব নয়। আর যে ব্যক্তি নিজ ইচ্ছা, আগ্রহে ও উৎসাহে কোনো মঙ্গলজনক কাজ করবে, আল্লাহ তার সম্পর্কে অবহিত এবং এর পুরস্কার দান করবেন, তিনি সর্বজ্ঞ।(সুরা বাকারা,আয়াত:১৫৮)
৩. যখন আমি কাবাঘরকে মানব জাতির জন্য সম্মিলন ও নিরাপত্তা স্থল করেছিলাম এবং বলেছিলাম, তোমরা ইবরাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজেরর স্থান বানাও এবং ইবরাহিম ও ইসমাইলকে আদেশ করলাম, আমার ঘরকে তাওয়াকারী, অবস্থান ও রুকু-সিজদাকারীদের জন্য পবিত্র রাখো।(সুরা বাকারা,আয়াত:১২৫)
৪. তোমাদের ওপর তোমাদের প্রতিপালকের অনুগ্রহ অনুসন্ধান করতে কোনো পাপ নেই। অতপর যখন তাওয়াফের জন্য ফিরে আসবে আরাফাত থেকে, তখন মাশআরে হারামের কাছে আল্লাহকে স্মরণ করো। আর তাঁকে স্মরণ করো তেমন করে, যেমন তোমাদের হিদায়াত করা হয়েছে। আর নিশ্চয়ই এর আগে তোমরা ছিলে অজ্ঞ। অতপর তাওয়াফের জন্য দ্রুত গতিতে সেখান থেকে ফিরে এসো, যেখান থেকে সবাই ফিরে আসে আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী ও করুণাময়।(সুরা বাকারা,আয়াত:১৯৮-১৯৯)
৫. তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যখন হজ ও ওমরার নিয়ত করবে, তখন তা পূর্ণ করবে, আর কোথাও যদি বাধা প্রাপ্ত হয়ে পড়, তাহলে কোরবানির যে বস্তু তা আল্লাহর উদেশ্যে পেশ করে দিও এবং নিজেদের মাথা মুন্ডন করো না যতক্ষণ না কোরবানির পশু নির্দিষ্ট স্থানে পৌঁছে যায়। কিন্তু যে ব্যক্তি এর মধ্যে অসুস্থ হয়ে পড়বে কিংবা মাথায় যদি কোনো অসুখ থাকে, তাহলে তার পরিবর্তে রোজা রাখবে কিংবা ফিদিয়া দেবে অথবা কোরবানি করবে। আর তোমাদের মধ্যে যারা হজ ও ওমরা একত্রে একসঙ্গে পালন করতে চায়, তাহলে যা কিছু সহজলভ্য, তা দিয়ে কোরবানি করাই তার ওপর কর্তব্য। বস্তুত যারা কোরবানির পশু পাবে না, তারা হজের দিনগুলোর মধ্যে তিনটি রোজা রাখবে আর সাতটি রোজা রাখবে ফিরে যাওয়ার পর এভাবে ১০টি রোজা পূর্ণ হয়ে যাবে। এ নির্দেশটি তাদের জন্য, যারা মসজিদুল হারামের পাশে বসবাস করে না। আর আল্লাহকে ভয় করতে থাকো। আর জেনে রাখো, আল্লাহর আজাব বড়ই কঠিন।(সুরা বাকারা,আয়াত:১৯৬)
৬. আর লোকদের মধ্যে হজের ঘোষণা করে দাও, তারা তোমার কাছে সব দূরবর্তী স্থান থেকে হেঁটে ও উটের ওপর সওয়ার হয়ে আসবে। যাতে তারা তাদের কল্যাণ ও নির্দিষ্ট দিনগুলোয় আল্লাহর নাম স্মরণ করে তাঁর দেওয়া জীবিকা হিসেবে চতুষ্পদ জন্তু জবাই করতে পারে। অতঃপর তোমরা তা থেকে আহার কর এবং অভাবগ্রস্থকে আহার করাও।(সুরা হজ, আয়াত:২৭-২৮)------------------------------------------------------আরও পড়ুন : দৃঢ় মনোবল দুনিয়া ও আখেরাতে সফলকাম করে------------------------------------------------------
৭. যে ব্যক্তি হজের নির্দিষ্ট মাসসমূহে হজের নিয়ত করবে, তাকে এদিক দিয়ে সর্তক থাকতে হবে যে, হজকালীন তার দ্বারা যেন কোনো পাশবিক লালসা তৃপ্তির কাজ, কোনো জেনা-ব্যভিচার, কোনো রকমের লড়াই-ঝগড়ার কথাবার্তা যেন না হয়। আর তোমরা যা কিছু সৎকাজ কর, আল্লাহ তা জানেন। আর তোমরা উত্তম পাথেয় সঙ্গে নিয়ে নাও। নিঃসন্দেহে সর্বোত্তম পাথেয় হচ্ছে আল্লাহর ভয়। হে বুদ্ধিমান লোকেরা! তোমরা শুধু আমাকে ভয় কর।(সুরা বাকারা,আয়াত:১৯৭)
আল্লাহ তাআলা ইরশাদ করেছেন-

ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا، ومن كفر فان الله غنى عن العلمين.

(তরজমা) মানুষের মধ্যে যারা সেখানে (বায়তুল্লাহ) পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর উদ্দেশ্যে এ গৃহের হজ্ব করা ফরয। আর কেউ যদি অস্বীকার করে তাহলে তোমাদের জেনে রাখা উচিত যে, আল্লাহ তাআলা সৃষ্টিজগতের প্রতি মুখাপেক্ষী নন।-সূরা আলে ইমরান (৩) : ৯৭

বিভিন্ন হাদিসে হজ-ওমরাহর বিপুল সওয়াবের কথা এসেছে। হজের সময় নির্ধারিত হলেও ওমরাহ বছরের যেকোনো সময় আদায় করা যায় এবং হজের তুলনায় ওমরাহ সহজ আমল। পবিত্র রমজান মাসে ওমরাহ পালন করলে হজের সমতুল্য সওয়াব পাওয়া যায়। এই জন্য যাদের সুযোগ ও সামর্থ্য রয়েছে, তারা সম্ভব হলে রমজানে পবিত্র ওমরাহ পালন করা উচিত।

রাসুল (সা.) বলেছেন, ‘এক ওমরাহর পর আরেক ওমরাহ, উভয়ের মধ্যবর্তী সময়ের (গুনাহর) জন্য কাফফারাস্বরূপ। আর জান্নাত হলো কবুল হজের প্রতিদান।’ (বুখারি, হাদিস : ১৭৭৩)

আগ্রহীরা যোগাযোগ করুন :
০১৭১১৩৩৮৭২০
০১৯১৩৪০২২০০
(01723113600
01611337720( imo/WhatsApp)
01611-125488
+880 1911-125488

ঈমাম জালালি আল হারামাইন হাজ্জকাফেলা ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম. বিশ্বব্যাপী
(IMAM JALALY AL-HARAMIN HAJJ KAFELA
World Travel & Tourism (IAWTC)globally
Gve (Pvt) Ltd
325/A/2 SOUTH JATRABARI SUTH CITY CORPORATION
DHAKA BANGLADESH
Imam jalaly Hajj kafela
Imam jalaly al haramin hajj Kafela
Hajj Kafela

IMAM JALALY Al Haramain Hajj Kafela world Travel & Tourism Our Services যা যা অন্তর্ভুক্ত এবং যা যা অন্তর্ভুক্ত নয় হজ সম্পর্কে কুরআনের নির্দেশনা Location ইকোনমি প.....

জীবনে অনেক সময় আমরা নানা কারণে হতাশ হই।তখন উৎসাহ হারিয়ে ফেলি। নিজেকে চূড়ান্তভাবে ব্যর্থ মনে হয় তখন।ওই মুহূর্তে আমরা এমন ...
05/01/2024

জীবনে অনেক সময় আমরা নানা কারণে হতাশ হই।তখন উৎসাহ হারিয়ে ফেলি। নিজেকে চূড়ান্তভাবে ব্যর্থ মনে হয় তখন।
ওই মুহূর্তে আমরা এমন আশ্রয় খুঁজি, যার কাছে আমরা পেতে পারি সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এসময় মহান আল্লাহ ছাড়া আর কোনো উত্তম আশ্রয় নেই, যিনিই একমাত্র যাবতীয় সমস্যা সমাধান করতে পারেন।
এখানে পবিত্র কুরআন থেকে অনুপ্রেরণামূলক ১০টি আয়াত উল্লেখ করা হলো, যা যে কারো হতাশা দূর করে তাকে সামনে চলতে উৎসাহ দেবে। বাছাইকরা এমন আয়াতগুলো তুলে ধরা হলো।

এক. এবং তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আল্লাহ কখনও তাদের উপর আযাব দেবেন না। (সূরা আল-আনফাল, আয়াত: ৩৩)
এ আয়াত দ্বারা বুঝতে পারি, বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর দয়া ও ক্ষমা প্রার্থনা করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত সে কোনো গুরুতর বিপদে পড়তে পারে না। সকল মুহূর্তের জন্য আল্লাহ তার সহায় হয়ে থাকবেন।

দুই. তিনি নভোমন্ডল ও ভূমন্ডলকে যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন, অতঃপর সুন্দর করেছেন তোমাদের আকৃতি। তারই কাছে সকলকে ফিরতে হবে। (সূরা তাগাবুন, আয়াত: ৩)
এখানে আল্লাহ মানুষকে সুন্দরতম আকৃতিতে তৈরি ও তার কাছেই নিশ্চিত ফিরে যাওয়ার কথা ঘোষণা করেছেন।
আল্লাহ তার যে সৃষ্টিকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছেন, তাকে সৃষ্টি করেই তিনি ছেড়ে দেননি। পাশাপাশি তার উপর সর্বদা খেয়াল রাখছেন। সকল মানুষকেই তার কাছে ফিরে যেতে হবে। সুতরাং, আল্লাহ সবসময় তার বান্দাদের সাথে আছেন।
তিন. আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন। এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্যে তিনিই যথেষ্ট। (সূরা তালাক, আয়াত: ২-৩)

আল্লাহ তার উপর নির্ভরকারী ব্যক্তিতে এ আয়াতে সুসংবাদ দিচ্ছেন যে, তার জন্য তিনিই যথেষ্ট। বান্দা যখন এক আল্লাহর উপর নির্ভর করতে পারে, তখন দুনিয়ার সকল আপদ-বিপদ, দুশ্চিন্তা থেকে সে নিশ্চিন্ত হয়ে যায়।
চার. আমার রহমত সব বস্তুকে আবৃত করে আছে। (সূরা আরাফ, আয়াত: ১৫৬)

আল্লাহ তার সকল সৃষ্টির প্রতি যেমন প্রতিমুহূর্তে খেয়াল রাখছেন, তেমনি প্রতিটি মানুষের প্রতিটি মুহূর্তে খেয়াল রাখছেন। সুতরাং, মানুষের হতাশার কোনো কারণই থাকতে পারে না।

পাঁচ.
যা তোমার পালনকর্তা বলেন, তাই হচ্ছে যথার্থ সত্য। কাজেই তোমরা সংশয়বাদী হইও না। (সূরা আলে ইমরান, আয়াত: ৬০)

আল্লাহর চেয়ে অধিক জ্ঞানী আর কেউ হতে পারে না। সুতরাং যে ব্যক্তি তার উপর নির্ভর করতে পারে, তার জীবনে সাফল্যের অনিশ্চয়তার কোনো শঙ্কা থাকতে পারে না।

ছয়.
আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না। (সূরা বাকারা, আয়াত: ২৮৬)

মানুষকে আল্লাহপাক যে পরিস্থিতিতেই রাখুন না কেন, মানুষ যদি সহনশীলতার সাথে সামনে অগ্রসর হয়, তবে কোনো কিছুই তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না।

সাত.।
নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। (সূরা আলাম নাশরাহ, আয়াত: ৬)

মানুষের জীবন একাধারে দুঃখের আধার নয়, সার্বক্ষণিক সুখেরও নয়। জীবনে যেমন দুঃখ আছে, তেমনি সুখও আছে। কষ্টের পাশাপাশি স্বস্তিরও অনেক মুহূর্ত আসে জীবনে। জীবনে চূড়ান্ত হতাশার কিছুই নেই।

আট.
উত্তম কাজ করো। আল্লাহ উত্তম কাজ করা ব্যক্তিদের ভালোবাসেন। (সূরা বাকারা, আয়াত: ১৯৫)

আল্লাহ এখানে মানুষকে সর্বদা উত্তম কাজে নিজেদের ব্যস্ত রাখার জন্য আহ্বান জানাচ্ছেন। যে ব্যক্তি উত্তম কাজের সাথে থাকবে, আল্লাহও তাকে ভালোবাসবেন।

নয়.
অতপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে। এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে। (সূরা যিলযাল, আয়াত: ৬-৭)

মানুষ যে কাজই করুক না কেন, তা কখনোই ব্যর্থ হতে পারে না। যত ছোট কাজই হোক, তার প্রতিদান সে পাবে। সুতরাং, তার হতাশার কোনো কারণ নেই।

দশ বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর যুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা যুমার, আয়াত: ৫৩)

আল্লাহর ক্ষমাশীলতার মহাসমুদ্রের প্রমাণ এ আয়াত। আল্লাহ এখানে বান্দাকে তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। আল্লাহর কাছে যদি সঠিকভাবে কেউ ক্ষমা চাইতে পারে, আল্লাহ তাকে ক্ষমা করে তার রহমতের চাদরের নিচে আশ্রয় দেন।

শায়েখ হাফেজ মাওলানা আবুসালে আহাম্মেদ এর সাথে স্পেশাল ওমরাহ প্যাকেজ প্রতি মাসেই ইনশাল্লাহ।  -------------------------লাব্...
12/12/2023

শায়েখ হাফেজ মাওলানা আবুসালে আহাম্মেদ এর সাথে
স্পেশাল ওমরাহ প্যাকেজ
প্রতি মাসেই ইনশাল্লাহ।
-------------------------
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহ,

বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার শক্তি ও সামর্থ্য যে রাখে, সে যেন হজ করে এবং যে এ নির্দেশ অমান্য করবে সে কুফুরির আচরণ করবে, তার জেনে রাখা উচিত, আল্লাহ বিশ্ব প্রকৃতির ওপর অবস্থানকারীদের মুখাপেক্ষী নন।
(সুরা আলে ইমরান,আয়াত:৯৭)

ওমরাহ আপনার সম্পদের পরিমাণ কমায় না। বরং বাড়িয়ে দেয় বহুগুণে। তাই ওমরাহ ও যেকোনো ইবাদত দুনিয়া ও আখিরাতে আপনার জন্য বিনিয়োগ স্বরূপ। আল্লাহ আমাদের সকলকে ওমরাহ আদায় করার তাওফিক দান করুক। আমিন

ইকোনমি প্যাকেজ (১৪ দিন)
- - - - - - - - - - - - -
১,৪০,০০০/- টাকা। (৪/৫ বেড শেয়ারিং রুম।)
ট্রানজিট ফ্লাইট, হোটেল দূরত্ব ৭০০ মিটার।
১,৫০,০০০/- টাকা। (৪/৫ বেড শেয়ারিং রুম)
ট্রানজিট ফ্লাইট, হোটেল দূরত্ব ৪০০ মিটার।
১,৬৫,০০০/- টাকা। (৪/৫ বেড শেয়ারিং রুম।)
ডাইরেক্ট ফ্লাইট, হোটেল দূরত্ব ৪০০ মিটার।
১,৮০,০০০/- টাকা। (২ বেড শেয়ারিং রুম)
ডাইরেক্ট ফ্লাইট, হোটেল দূরত্ব ৪০০ মিটার।

মক্কায় হোটেল: কাবা শরিফ থেকে ৫মিনিট হাঁটার দুরত্বে।
থ্রি স্টার মানের হোটেল।
মদিনায় হোটেল: মসজিদে নববী থেকে ৫মিনিট হাঁটার দুরত্বে।

---------------------------------
ভি আই পি প্যাকেজ (১০ দিন)
---------------------------------
২,১৫,০০০/- টাকা। (৪/৫ জনের শেয়ারিং রুম।)
২,৩০,০০০/- টাকা। (৩ বেড শেয়ারিং রুম।)
২,৬০,০০০/- টাকা। (২ জনের শেয়ারিং রুম)
৩,০০,০০০/- টাকা (সিঙ্গেল বেড)

মক্কায় হোটেল: পবিত্র কাবা শরিফ থেকে ০ মিটার দুরত্বে ফাইভ স্টার মানের হোটেল।
মদিনায় হোটেল: মসজিদে নববী থেকে ৫মিনিট হাঁটার দুরত্ব। থ্রি স্টার মানের হোটেল।

হজের প্রতিদান কেবলই জান্নাত
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘এক ওমরাহ অপর ওমরাহ পর্যন্ত সময়ের (সগিরা গুনাহের) কাফফারাস্বরূপ। আর জান্নাতই হলো হজে মাবরুর বা কবুল হজের একমাত্র প্রতিদান। ’ (বুখারি, হাদিস : ১৭৭৩)

হজ খরচের সাওয়াব সাত শ গুণ
হজরত বুরাইদা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘হজের জন্য খরচ করা আল্লাহর রাস্তায় খরচ করার মতোই, যার সওয়াব সাত শ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। ’ (মুসনাদে আহমাদ, হাদিস : ২৩০০০)
ফ্যামিলি ভিজিট ভিসা -
ওমরাহ ভিসা সব চেয়ে কম খরচে
আমরাই দিচ্ছি ইনশাআল্লাহ।
আগ্রহীরা যোগাযোগ করুন :
🌏 ০১৭১১৩৩৮৭২০
🌏 ০১৯১৩৪০২২০০
🌏 (01723113600
☎️ 01611337720( imo/WhatsApp)
🌏 01611-125488
🌏 +880 1911-125488

ঈমাম জালালি আল হারামাইন হাজ্জকাফেলা ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম. বিশ্বব্যাপী
(IMAM JALALY AL-HARAMIN HAJJ KAFELA
World Travel & Tourism (IAWTC)globally
Gve (Pvt) Ltd
325/A/2 SOUTH JATRABARI SUTH CITY CORPORATION
DHAKA BANGLADESH

01/12/2023
01/12/2023
01/12/2023
01/12/2023
01/12/2023
01/12/2023
01/12/2023
01/12/2023

ডিসেম্বর মাসের প্রথম জুম্মা সবাইকে জানাই জুম্মা মোবরক ❤️

01/12/2023

জুমার নামাজের আগে কত রাকাত সুন্নত নামাজ পড়তে হয়?

01/12/2023
28/11/2023
28/11/2023

দেশজুড়ে প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। উত্তীর্ণ হওয়া এইচএসসি ও সমমানের সকল পরীক্ষার্থীকে, (IMAM JALALY AL-HARAMIN HAJJ KAFELA
World Travel & Tourism এর পক্ষ থেকে অভিনন্দন।

28/11/2023

দেশজুড়ে প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। উত্তীর্ণ হওয়া এইচএসসি ও সমমানের সকল পরীক্ষার্থীকে, Machine Bazar এর পক্ষ থেকে অভিনন্দন।

28/11/2023
“হজ্জ এবং ওমরা সম্পর্কে আয়াত ও হাদিস।”——————–***********——————– #হজ্জ ও ওমরা সম্পর্কে কোরআনের১০ টি আয়াত।(١) وَإِذْ يَرْف...
28/11/2023

“হজ্জ এবং ওমরা সম্পর্কে আয়াত ও হাদিস।”

——————–***********——————–

#হজ্জ ও ওমরা সম্পর্কে কোরআনের

১০ টি আয়াত।

(١) وَإِذْ يَرْفَعُ إِبْرَٰهِمُ ٱلْقَوَاعِدَ مِنَ ٱلْبَيْتِ وَإِسْمَٰعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّآۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ

স্মরণ কর, যখন ইব্রাহীম ও ইসমাঈল কা’বাগৃহের ভিত্তি স্থাপন করছিল। তারা দোয়া করেছিলঃ পরওয়ারদেগার! আমাদের থেকে কবুল কর। নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞ।

(সূরা বাকারা-১২৫)

And [mention] when Abraham was raising the foundations of the House and [with him] Ishmael, [saying], “Our Lord, accept [this] from us. Indeed You are the Hearing, the Knowing.

(٢) إِنَّ ٱلصَّفَا وَٱلْمَرْوَةَ مِن شَعَآئِرِ ٱللَّهِۖ فَمَنْ حَجَّ ٱلْبَيْتَ أَوِ ٱعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَن يَطَّوَّفَ بِهِمَاۚ وَمَن تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ ٱللَّهَ شَاكِرٌ عَلِيمٌ

নিঃসন্দেহে সাফা ও মারওয়া আল্লাহ তা’আলার নিদর্শন গুলোর অন্যতম। সুতরাং যারা কা’বা ঘরে হজ্ব বা ওমরাহ পালন করে, তাদের পক্ষে এ দুটিতে প্রদক্ষিণ করাতে কোন দোষ নেই। বরং কেউ যদি স্বেচ্ছায় কিছু নেকীর কাজ করে, তবে আল্লাহ তা’আলার অবশ্যই তা অবগত হবেন এবং তার সে আমলের সঠিক মুল্য দেবেন।

(সূরা বাকার-১৫৮)

Indeed, as-Safa and al-Marwah are among the symbols of Allah . So whoever makes Hajj to the House or performs ‘umrah – there is no blame upon him for walking between them. And whoever volunteers good – then indeed, Allah is appreciative and Knowing.

(٣) وَأَتِمُّوا ٱلْحَجَّ وَٱلْعُمْرَةَ لِلَّهِۚ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا ٱسْتَيْسَرَ مِنَ ٱلْهَدْىِۖ وَلَا تَحْلِقُوا رُءُوسَكُمْ حَتَّىٰ يَبْلُغَ ٱلْهَدْىُ مَحِلَّهُۥۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ بِهِۦٓ أَذًى مِّن رَّأْسِهِۦ فَفِدْيَةٌ مِّن صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍۚ فَإِذَآ أَمِنتُمْ فَمَن تَمَتَّعَ بِٱلْعُمْرَةِ إِلَى ٱلْحَجِّ فَمَا ٱسْتَيْسَرَ مِنَ ٱلْهَدْىِۚ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَٰثَةِ أَيَّامٍ فِى ٱلْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْۗ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌۗ ذَٰلِكَ لِمَن لَّمْ يَكُنْ أَهْلُهُۥ حَاضِرِى ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِۚ وَٱتَّقُوا ٱللَّهَ وَٱعْلَمُوٓا أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ

আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ্জ্ব ওমরাহ পরিপূর্ণ ভাবে পালন কর। যদি তোমরা বাধা প্রাপ্ত হও, তাহলে কোরবানীর জন্য যাকিছু সহজলভ্য, তাই তোমাদের উপর ধার্য। আর তোমরা ততক্ষণ পর্যন্ত মাথা মুন্ডন করবে না, যতক্ষণ না কোরবাণী যথাস্থানে পৌছে যাবে। যারা তোমাদের মধ্যে অসুস্থ হয়ে পড়বে কিংবা মাথায় যদি কোন কষ্ট থাকে, তাহলে তার পরিবর্তে রোজা করবে কিংবা খয়রাত দেবে অথবা কুরবানী করবে। আর তোমাদের মধ্যে যারা হজ্জ্ব ওমরাহ একত্রে একই সাথে পালন করতে চাও, তবে যাকিছু সহজলভ্য, তা দিয়ে কুরবানী করাই তার উপর কর্তব্য। বস্তুতঃ যারা কোরবানীর পশু পাবে না, তারা হজ্জ্বের দিনগুলোর মধ্যে রোজা রাখবে তিনটি আর সাতটি রোযা রাখবে ফিরে যাবার পর। এভাবে দশটি রোযা পূর্ণ হয়ে যাবে। এ নির্দেশটি তাদের জন্য, যাদের পরিবার পরিজন মসজিদুল হারামের আশে-পাশে বসবাস করে না। আর আল্লাহকে ভয় করতে থাক। সন্দেহাতীতভাবে জেনো যে, আল্লাহর আযাব বড়ই কঠিন।

(সূরা বাকার-১৯৬)

And complete the Hajj and ‘umrah for Allah . But if you are prevented, then [offer] what can be obtained with ease of sacrificial animals. And do not shave your heads until the sacrificial animal has reached its place of slaughter. And whoever among you is ill or has an ailment of the head [making shaving necessary must offer] a ransom of fasting [three days] or charity or sacrifice. And when you are secure, then whoever performs ‘umrah [during the Hajj months] followed by Hajj [offers] what can be obtained with ease of sacrificial animals. And whoever cannot find [or afford such an animal] – then a fast of three days during Hajj and of seven when you have returned [home]. Those are ten complete [days]. This is for those whose family is not in the area of al-Masjid al-Haram. And fear Allah and know that Allah is severe in penalty.

(٤)ٱلْحَجُّ أَشْهُرٌ مَّعْلُومَٰتٌۚ فَمَن فَرَضَ فِيهِنَّ ٱلْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِى ٱلْحَجِّۗ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمْهُ ٱللَّهُۗ وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ ٱلزَّادِ ٱلتَّقْوَىٰۚ وَٱتَّقُونِ يَٰٓأُولِى ٱلْأَلْبَٰبِ .

হজ্জ্বে কয়েকটি মাস আছে সুবিদিত। এসব মাসে যে লোক হজ্জ্বের পরিপূর্ণ নিয়ত করবে, তার পক্ষে স্ত্রীও সাথে নিরাভরণ হওয়া জায়েজ নয়। না অশোভন কোন কাজ করা, না ঝাগড়া-বিবাদ করা হজ্জ্বের সেই সময় জায়েজ নয়। আর তোমরা যাকিছু সৎকাজ কর, আল্লাহ তো জানেন। আর তোমরা পাথেয় সাথে নিয়ে নাও। নিঃসন্দেহে সর্বোত্তম পাথেয় হচ্ছে আল্লাহর ভয়। আর আমাকে ভয় করতে থাক, হে বুদ্ধিমানগন! তোমাদের উপর তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষণ করায় কোন পাপ নেই।

(সূরা বাকার-১৯৭)

Hajj is [during] well-known months, so whoever has made Hajj obligatory upon himself therein [by entering the state of ihram], there is [to be for him] no sexual relations and no disobedience and no disputing during Hajj. And whatever good you do – Allah knows it. And take provisions, but indeed, the best provision is fear of Allah . And fear Me, O you of understanding.

(٥) لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَبْتَغُوا فَضْلًا مِّن رَّبِّكُمْۚ فَإِذَآ أَفَضْتُم مِّنْ عَرَفَٰتٍ فَٱذْكُرُوا ٱللَّهَ عِندَ ٱلْمَشْعَرِ ٱلْحَرَامِۖ وَٱذْكُرُوهُ كَمَا هَدَىٰكُمْ وَإِن كُنتُم مِّن قَبْلِهِۦ لَمِنَ ٱلضَّآلِّينَ

তোমাদের উপর তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষন করায় কোন পাপ নেই। অতঃপর যখন তওয়াফের জন্য ফিরে আসবে আরাফাত থেকে, তখন মাশ‘ আরে-হারামের নিকটে আল্লাহকে স্মরণ কর। আর তাঁকে স্মরণ কর তেমনি করে, যেমন তোমাদিগকে হেদায়েত করা হয়েছে। আর নিশ্চয়ই ইতিপূর্বে তোমরা ছিলে অজ্ঞ।

(সূরা বাকার-১৯৮)

There is no blame upon you for seeking bounty from your Lord [during Hajj]. But when you depart from ‘Arafat, remember Allah at al- Mash’ar al-Haram. And remember Him, as He has guided you, for indeed, you were before that among those astray.

(٦) ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ ٱلنَّاسُ وَٱسْتَغْفِرُوا ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ

অতঃপর তওয়াফের জন্যে দ্রুতগতিতে সেখান থেকে ফিরে আস, যেখান থেকে সবাই ফিরে। আর আল্লাহর কাছেই মাগফেরাত কামনা কর। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী, করুনাময়।

(সূরা বাকারা-১৯৯)

Then depart from the place from where [all] the people depart and ask forgiveness of Allah . Indeed, Allah is Forgiving and Merciful.

(٧) فِيهِ ءَايَٰتٌۢ بَيِّنَٰتٌ مَّقَامُ إِبْرَٰهِيمَۖ وَمَن دَخَلَهُۥ كَانَ ءَامِنًاۗ وَلِلَّهِ عَلَى ٱلنَّاسِ حِجُّ ٱلْبَيْتِ مَنِ ٱسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًاۚ وَمَن كَفَرَ فَإِنَّ ٱللَّهَ غَنِىٌّ عَنِ ٱلْعَٰلَمِينَ

এতে রয়েছে মকামে ইব্রাহীমের মত প্রকৃষ্ট নিদর্শন। আর যে, লোক এর ভেতরে প্রবেশ করেছে, সে নিরাপত্তা লাভ করেছে। আর এ ঘরের হজ্ব করা হলো মানুষের উপর আল্লাহর প্রাপ্য; যে লোকের সামর্থ?য়েছে এ পর্যন্ত পৌছার। আর যে লোক তা মানে না। আল্লাহ সারা বিশ্বের কোন কিছুরই পরোয়া করেন না।

(সূরা আলে ইমরান-৯৭)

In it are clear signs [such as] the standing place of Abraham. And whoever enters it shall be safe. And [due] to Allah from the people is a pilgrimage to the House – for whoever is able to find thereto a way. But whoever disbelieves – then indeed, Allah is free from need of the worlds.

(٨) وَأَذِّن فِى ٱلنَّاسِ بِٱلْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَىٰ كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقٍ

এবং মানুষের মধ্যে হজ্বের জন্যে ঘোষণা প্রচার কর। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার কৃশকায় উটের পিঠে সওয়ার হয়ে দূর-দূরান্ত থেকে।

(সূরা হজ্জ-২৭)

And proclaim to the people the Hajj [pilgrimage]; they will come to you on foot and on every lean camel; they will come from every distant pass.

(٩) لِّيَشْهَدُوا مَنَٰفِعَ لَهُمْ وَيَذْكُرُوا ٱسْمَ ٱللَّهِ فِىٓ أَيَّامٍ مَّعْلُومَٰتٍ عَلَىٰ مَا رَزَقَهُم مِّنۢ بَهِيمَةِ ٱلْأَنْعَٰمِۖ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا ٱلْبَآئِسَ ٱلْفَقِيرَ

যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌছে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে তাঁর দেয়া চতুস্পদ জন্তু যবেহ করার সময়। অতঃপর তোমরা তা থেকে আহার কর এবং দুঃস্থ-অভাবগ্রস্থকে আহার করাও।

(সূরা হজ্জ-২৮)

That they may witness benefits for themselves and mention the name of Allah on known days over what He has provided for them of [sacrificial] animals. So eat of them and feed the miserable and poor.

(١٠)ثُمَّ لْيَقْضُوا تَفَثَهُمْ وَلْيُوفُوا نُذُورَهُمْ وَلْيَطَّوَّفُوا بِٱلْبَيْتِ ٱلْعَتِيقِ

এরপর তারা যেন দৈহিক ময়লা দূর করে দেয়, তাদের মানত পূর্ণ করে এবং এই সুসংরক্ষিত গৃহের তাওয়াফ করে।

(সূরা হজ্জ-২৯)

Then let them end their untidiness and fulfill their vows and perform Tawaf around the ancient House.”

——————–***********——————–

#হজ্জ ও ওমরা সম্পর্কে ১০টি হাদীসঃ

(١)عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَيُّ الأَعْمَالِ أَفْضَلُ قَالَ إِيمَانٌ بِاللهِ وَرَسُولِهِ قِيلَ ثُمَّ مَاذَا قَالَ جِهَادٌ فِي سَبِيلِ اللهِ قِيلَ ثُمَّ مَاذَا قَالَ حَجٌّ مَبْرُورٌ

আবূ হুরাইরা (রাঃ) হতে বর্নিত,

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- কে জিজ্ঞেস করা হলো, সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেনঃ আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনা। জিজ্ঞেস করা হল , অতঃপর কোনটি? তিনি বললেনঃ আল্লাহর পথে জিহাদ করা। জিজ্ঞেস করা হল, অতঃপর কোনটি? তিনি বলেনঃ হজ্জ-ই-মাবরূর (মাকবূল হজ্জ)।

(সহিহ বুখারী, হাদিস নং ১৫১৯)

(٢) عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم نَرَى الْجِهَادَ أَفْضَلَ الْعَمَلِ أَفَلاَ نُجَاهِدُ قَالَ لاَ لَكِنَّ أَفْضَلَ الْجِهَادِ حَجٌّ مَبْرُورٌ

উম্মুল মু‘মিনীন ‘আয়েশা (রাঃ)

তিনি বলেন। হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! জিহাদকে আমরা সর্বোত্তম ‘আমল মনে করি। কাজেই আমরা কি জিহাদ করবো না? তিনি বললেনঃ না, বরং তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হল, হজ্জে মাবরূর।

সহিহ বুখারী, হাদিস নং ১৫২০

(٣) قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ مَنْ حَجَّ للهِ÷ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ

আবূ হুরাইরা (রাঃ)

তিনি বলেন, আমি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ্জ করলো এবং অশালীন কথাবার্তা ও গুনাহ হতে বিরত রইল, সে ঐ দিনের মত নিষ্পাপ হয়ে হজ্জ হতে ফিরে আসবে যেদিন তার মা জন্ম দিয়েছিল।

সুনানে আন-নাসায়ী, হাদিস নং ১৫২১

(٤) عَنْ أَبِي رَزِينٍ، أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبِي شَيْخٌ كَبِيرٌ، لَا يَسْتَطِيعُ الْحَجَّ، وَلَا الْعُمْرَةَ، وَلَا الظَّعْنَ، قَالَ: «فَحُجَّ، عَنْ أَبِيكَ، وَاعْتَمِرْ»

আবূ রুযাইন (রাঃ)

তিনি বললেনঃ ইয়া রাসূলুল্লাহ্! আমার পিতা একজন অতিবৃদ্ধ লোক, হজ্জ ও উমরা করার এবং বাহনে আরোহণেরও ক্ষমতা তাঁর নেই। তিনি (রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)) বললেনঃ তাহলে তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ্জ ও উমরা আদায় কর।

সুনানে আন-নাসায়ী, হাদিস নং ২৬২১

(٥)عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” الْحَجَّةُ الْمَبْرُورَةُ: لَيْسَ لَهَا جَزَاءٌ إِلَّا الْجَنَّةُ، وَالْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا ”

আবূ হুরায়রা (রাঃ)

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ‘মাবরূর’ (কবুল হওয়া) হজ্জের জন্য জান্নাত ব্যতীত কোন প্রতিদান নেই। আর এক উমরা অন্য উমরার মধ্যবর্তী সময়ের জন্য গুনাহর কাফফারা হয়।

সুনানে আন-নাসায়ী, হাদিস নং ২৬২২

(٦) عَنْ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” وَفْدُ اللَّهِ ثَلَاثَةٌ: الْغَازِي، وَالْحَاجُّ، وَالْمُعْتَمِرُ ”

আবূ হুরায়রা (রাঃ)

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ্‌র প্রতিনিধি তিন ব্যক্তি; গাযী (মুজাহিদ), হাজী ও উমরা আদায়কারী।

সুনানে আন-নাসায়ী, হাদিস নং ২৬২৫

(٧) عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” جِهَادُ الْكَبِيرِ، وَالصَّغِيرِ، وَالضَّعِيفِ، وَالْمَرْأَةِ: الْحَجُّ، وَالْعُمْرَةُ ”



[حكم الألباني] حسن وفقرة المرأة صحيحة من حديث عائشة

আবূ হুরায়রা (রাঃ)

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ বৃদ্ধ, অল্প বয়স্ক, দুর্বল এবং নারীদের জিহাদ হলো হজ্জ ও উমরা।

সুনানে আন-নাসায়ী, হাদিস নং ২৬২৬

(٨) عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، قَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” تَابِعُوا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ، فَإِنَّهُمَا: يَنْفِيَانِ الْفَقْرَ، وَالذُّنُوبَ، كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ ”

আমর ইবন দীনার (রহঃ)

তিনি বলেনঃ ইবন আব্বাস (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা হজ্জ ও উমরা পরস্পর পালন (হজ্জ সমাপনের পর উমরা এবং উমরার পর হজ্জ) করবে, কেননা তা (এ দু’টি) অভাব অনটন ও পাপকে দূর করে দেয় যেমন (কামারের) হাপর লোহার মরিচা দূর করে থাকে।

সুনানে আন-নাসায়ী, হাদিস নং ২৬৩০

(٩) عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلاَّ الْجَنَّةُ ‏”‏‏

আবূ হুরায়রা (রাঃ)

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ এক ‘উমরা’র পর আর এক ‘উমরা উভয়ের মধ্যবর্তী সময়ের (গুনাহের) জন্য কাফফারা। আর জান্নাতই হলো হজ্জে মাবরূরের প্রতিদান।

সহিহ বুখারী, হাদিস নং ১৭৭৩

স্পেশাল ওমরাহ প্যাকেজ
প্রতি মাসেই ইনশাল্লাহ।
-------------------------
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহ,

বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার শক্তি ও সামর্থ্য যে রাখে, সে যেন হজ করে এবং যে এ নির্দেশ অমান্য করবে সে কুফুরির আচরণ করবে, তার জেনে রাখা উচিত, আল্লাহ বিশ্ব প্রকৃতির ওপর অবস্থানকারীদের মুখাপেক্ষী নন।
(সুরা আলে ইমরান,আয়াত:৯৭)

ওমরাহ আপনার সম্পদের পরিমাণ কমায় না। বরং বাড়িয়ে দেয় বহুগুণে। তাই ওমরাহ ও যেকোনো ইবাদত দুনিয়া ও আখিরাতে আপনার জন্য বিনিয়োগ স্বরূপ। আল্লাহ আমাদের সকলকে ওমরাহ আদায় করার তাওফিক দান করুক। আমিন

***ইকোনমি প্যাকেজ (১৪ দিন)
- - - - - - - - - - - - -
***১,৪০,০০০/- টাকা। (৪/৫ বেড শেয়ারিং রুম।)

****ভি আই পি প্যাকেজ (১০ দিন)
---------------------------------
স্পেশাল ঈমাম জালালি আল আরাফ ওমরাহ প্যাকেজ ******৩,৯০,০০০/- টাকা (সিঙ্গেল বেড)

মক্কায় হোটেল: পবিত্র কাবা শরিফ থেকে ০ মিটার দুরত্বে ফাইভ স্টার মানের হোটেল।
মদিনায় হোটেল: মসজিদে নববী থেকে ৫মিনিট হাঁটার দুরত্ব। থ্রি স্টার মানের হোটেল।

হজের প্রতিদান কেবলই জান্নাত
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘এক ওমরাহ অপর ওমরাহ পর্যন্ত সময়ের (সগিরা গুনাহের) কাফফারাস্বরূপ। আর জান্নাতই হলো হজে মাবরুর বা কবুল হজের একমাত্র প্রতিদান। ’ (বুখারি, হাদিস : ১৭৭৩)

হজ খরচের সাওয়াব সাত শ গুণ
হজরত বুরাইদা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘হজের জন্য খরচ করা আল্লাহর রাস্তায় খরচ করার মতোই, যার সওয়াব সাত শ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। ’ (মুসনাদে আহমাদ, হাদিস : ২৩০০০)
ফ্যামিলি ভিজিট ভিসা -
ওমরাহ ভিসা সব চেয়ে কম খরচে
আমরাই দিচ্ছি ইনশাআল্লাহ।
আগ্রহীরা যোগাযোগ করুন :
🌏 ০১৭১১৩৩৮৭২০
🌏 ০১৯১৩৪০২২০০
🌏 (01723113600
☎️ 01611337720( imo/WhatsApp)
🌏 01611-125488
🌏 +880 1911-125488

ঈমাম জালালি আল হারামাইন হাজ্জকাফেলা ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম. বিশ্বব্যাপী
(IMAM JALALY AL-HARAMIN HAJJ KAFELA
World Travel & Tourism (IAWTC)globally
Gve (Pvt) Ltd
325/A/2 SOUTH JATRABARI SUTH CITY CORPORATION
DHAKA BANGLADESH

আলহামদুলিল্লাহ
আসসালামু আলাইকুম আমাদের পেইজ এ মেসেজ করার জন্য ধন্যবাদ । আমরা আপনার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করবো ইনশাআল্লাহ ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Imam jalaly Hajj kafela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share