05/01/2024
স্পেশাল ওমরাহ প্যাকেজ ১৮/২৮ ইং জানুয়ারি ২০২৪ বুকিং চলছে
প্রতি মাসেই আমাদের প্যাকেজ থাকে ইনশাল্লাহ।
imo WhatsApp 01611338720*01723113600
01611-125488
-------------------------
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহ,
বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার শক্তি ও সামর্থ্য যে রাখে, সে যেন হজ করে এবং যে এ নির্দেশ অমান্য করবে সে কুফুরির আচরণ করবে, তার জেনে রাখা উচিত, আল্লাহ বিশ্ব প্রকৃতির ওপর অবস্থানকারীদের মুখাপেক্ষী নন।
(সুরা আলে ইমরান,আয়াত:৯৭)
ওমরাহ আপনার সম্পদের পরিমাণ কমায় না। বরং বাড়িয়ে দেয় বহুগুণে। তাই ওমরাহ ও যেকোনো ইবাদত দুনিয়া ও আখিরাতে আপনার জন্য বিনিয়োগ স্বরূপ। আল্লাহ আমাদের সকলকে ওমরাহ আদায় করার তাওফিক দান করুক। আমিন
ইকোনমি প্যাকেজ (১৪ দিন)
- - - - - - - - - - - - -
১,৪০,০০০/- টাকা। (৪/৫ বেড শেয়ারিং রুম।)
ট্রানজিট ফ্লাইট, হোটেল দূরত্ব ৭০০ মিটার।
১,৬০,০০০/- টাকা। (৪/৫ বেড শেয়ারিং রুম)
ট্রানজিট ফ্লাইট, হোটেল দূরত্ব ৪০০ মিটার।
১,৭৫,০০০/- টাকা। (৪/৫ বেড শেয়ারিং রুম।)
ডাইরেক্ট ফ্লাইট, হোটেল দূরত্ব ৪০০ মিটার।
১,৯০,০০০/- টাকা। (২ বেড শেয়ারিং রুম)
ডাইরেক্ট ফ্লাইট, হোটেল দূরত্ব ৪০০ মিটার।
মক্কায় হোটেল: কাবা শরিফ থেকে ৫মিনিট হাঁটার দুরত্বে।
থ্রি স্টার মানের হোটেল।
মদিনায় হোটেল: মসজিদে নববী থেকে ৫মিনিট হাঁটার দুরত্বে।
---------------------------------
ভি আই পি প্যাকেজ (১০ দিন)
---------------------------------
২,১৫,০০০/- টাকা। (৪/৫ জনের শেয়ারিং রুম।)
২,৩০,০০০/- টাকা। (৩ বেড শেয়ারিং রুম।)
২,৬০,০০০/- টাকা। (২ জনের শেয়ারিং রুম)
৩,০০,০০০/- টাকা (সিঙ্গেল বেড)
মক্কায় হোটেল: পবিত্র কাবা শরিফ থেকে ০ মিটার দুরত্বে ফাইভ স্টার মানের হোটেল।
মদিনায় হোটেল: মসজিদে নববী থেকে ৫মিনিট হাঁটার দুরত্ব। থ্রি স্টার মানের হোটেল।
হজের প্রতিদান কেবলই জান্নাত
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘এক ওমরাহ অপর ওমরাহ পর্যন্ত সময়ের (সগিরা গুনাহের) কাফফারাস্বরূপ। আর জান্নাতই হলো হজে মাবরুর বা কবুল হজের একমাত্র প্রতিদান। ’ (বুখারি, হাদিস : ১৭৭৩)
হজ খরচের সাওয়াব সাত শ গুণ
হজরত বুরাইদা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘হজের জন্য খরচ করা আল্লাহর রাস্তায় খরচ করার মতোই, যার সওয়াব সাত শ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। ’ (মুসনাদে আহমাদ, হাদিস : ২৩০০০)
যা যা অন্তর্ভুক্তঃ
মক্কা ও মদীনা লোকাল গাইড সার্ভিস।
- বীমাসহ উমরাহ ভিসা
- ইকোনমি ক্লাস রিটার্ন এয়ার টিকেট
- ফ্লাইট :
- রুটঃ
➡ঢাকা- মদীনা - জেদ্দা - ঢাকা।
- মদীনা টু মক্কা বাসের মাধ্যমে যাতায়াত।
- মক্কা ও মদীনায় বিজ্ঞ আলেমের মাধ্যমে দর্শনীয় স্থানসমূহ ভ্রমণ।
• রিটার্ন এয়ার টিকিট
• ভিসা
• স্ট্যান্ডার্ড মানের হোটেল ( প্রতি রুমে ৪/৫ জন)
• সম্পূর্ণ ট্রান্সপোর্ট
• অভিজ্ঞ মুয়াল্লিম গাইডের উপস্থিতি
• মক্কা এবং মদিনা জিয়ারাহ্
• ওমরাহ্ সকল আহকাম নিজস্ব তত্ত্বাবধানে বিশুদ্ধভাবে সম্পন্ন করার ব্যবস্থা নিশ্চিত করা
মক্কা জিয়ারার স্পটসমূহঃ
• নবীজির বাড়ী
• জাবালে সাওর
• হেরা গুহা ( ওহী নাজিলের পাহাড়)
• আরাফার ময়দান
• মিনা
• মুজদালিফা
• জান্নাতুল মোআল্লা
• জিন মসজিদ
• মসজিদে ছাজারু
• মসজিদে আয়েশা রা.
মদিনা মনোয়ারা জিয়ারার স্পটসমূহঃ
• রিয়াজুল জান্নাহ
• জান্নাতুল বাকী
• খন্দক
• উহুদ পাহাড়
• মাকবারায়ে শোহাদায়ে উহুদ
• মসজিদে কিবলাতাইন
• মসজিদে কুবা।
• মসজিদে বেলাল রাযি.
• মসজিদে আবু বকর রাযি.
• মসজিদে গমামাহ
যৌক্তিক খরচে সরকার অনুমোদিত হজ্জ এজেন্সির মাধ্যমে হজ্জ পালনের জন্য যোগাযোগ করুন।শুধুমাত্র অন লাইনে কম খরচে লোভনীয় অফার পেয়ে প্রতারিত হবেন না।
হজ্জ পালনের জন্য প্রাক নিবন্ধন সম্পন্ন করতে আমাদের সাথে যোগাযোগ করুন ০১৭২৩১১৩৬০০
আপনার ওমরাযাত্রাকে সহজ,সুন্দর ও পূর্ণাঙ্গভাবে করতে আজই যোগাযোগ করুন, আমাদের পেইজে অথবা এই নাম্বারে 01723113600+01711338720*imo 01611338720
বিশেষ দ্রষ্টব্য প্রত্যেক মাসে আমাদের একাধিক গ্রুপ রয়েছে ইনশাআল্লাহ।
যা যা অন্তর্ভুক্ত নয়ঃ
৩ বেলা খাবার।
বিমানবন্দর ও বাসে যাতায়াতের পথের খাবার।
মক্কা ও মদিনায় হোটেলের খাবার পানি। ( নিজ দায়িত্বে সবাইকে হারামাইন থেকে জমজমের পানি এনে খাবেন কারণ এই সুযোগ হয়তো আপনি আর নাও পেতে পারেন )।
মক্কা ও মদিনায় হোটেল কতৃপক্ষ Bath room এ বালতি/ মগ/ সেন্ডেল দেয় না, এগুলো হাজি সাহেবেদের নিজ দায়িত্বে সংগ্রহ করবেন।
রিয়াজুল জান্নাহ অনুমোদন ব্যাক্তিগতভাবে aps এর মাধ্যমে নিতে হবে।
- ব্যাক্তিগত খরচ
- মোবাইল/ইন্টারনেট বিল
- লন্ড্রি বিল
- যে কোন ধরনের মেডিকেল বিল
- জেদ্দা/তায়েফ/বদর/জিন পাহাড় ইত্যাদি স্থানসমূহ ভ্রমণ।
আপনার আসনটি নিশ্চিত করতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে অথবা হোয়াটসঅ্যাপ করুন নিচের নাম্বারে:
উমরাহ এর বুকিং দিতে যা যা প্রয়োজন :
১। আগষ্ট ৩১, ২০২৪ পর্যন্ত পাসপোর্ট এর মেয়াদ আছে সেই পাসপোর্টের
স্ক্যনিং কপি।
2। জনপ্রতি ৫০,০০০ টাকা অ্যাডভান্স বুকিং মানি।
উল্লেখ্য যে, সৌদি সরকারের নতুন কোন আইন,বিমানের টিকেটের মূল বৃদ্ধি কিংবা হোটেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে এজেন্সি কতৃপক্ষ প্যাকেজের যে কোন পরিবর্তন/পরিমার্জন করতে পারবে।
ফ্যামিলি ওমরাহ প্যাকেজ ::
#প্যাকেজে থাকবেঃ
(১) ওমরাহ ভিসা
(২) বিমান টিকেট (যাওয়া ও আসা)
(৩) মক্কা ও মদিনায় হোটেলে থাকার সুবিধা।
(৪) সৌদিতে ট্রান্সপোর্ট সুবিধা মক্কা - মদিনা - জেদ্দা।
(৫) মক্কা ও মদিনার দর্শনীয় স্থানসমূহ ভ্রমণ/যিয়ারাহ।
(৬) দক্ষ ও অভিজ্ঞ মোয়াল্লেম কর্তৃক তত্ত্বাবধানে ওমরাহ পালন
পরিচালক নিজের তত্ত্বাবধানে স্টার মানের হোটেল অল্প সময়ের দূরত্ব) এই ওমরাহ প্যাকেজে আর মাত্র কয়েকটি সিট
ফ্যামিলি ভিজিট ভিসা -
ওমরাহ ভিসা সব চেয়ে কম খরচে
আমরাই দিচ্ছি ইনশাআল্লাহ।
আগ্রহীরা যোগাযোগ করুন :
০১৭১১৩৩৮৭২০
০১৯১৩৪০২২০০
(01723113600
01611337720( imo/WhatsApp)
01611-125488
+880 1911-125488
ঈমাম জালালি আল হারামাইন হাজ্জকাফেলা ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম. বিশ্বব্যাপী
(IMAM JALALY AL-HARAMIN HAJJ KAFELA
World Travel & Tourism (IAWTC)globally
Gve (Pvt) Ltd
325/A/2 SOUTH JATRABARI SUTH CITY CORPORATION
DHAKA BANGLADESH
Imam jalaly Hajj kafela
Imam jalaly al haramin hajj Kafela
Hajj Kafela
হজ সম্পর্কে কুরআনের নির্দেশনা
ইমাম জালালি আরাফাত সিদ্দিকী আল আরাফ
হজরত ইবরাহিম (আ.) কাবাকে কেন্দ্র করে আল্লাহর নির্দেশিত নিয়মে হজ প্রবর্তন করেন। উম্মতে মুহাম্মাদির ওপর নবম হিজরিতে তা ফরজ করা হয়। শরিয়তের বিধান মোতাবেক নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জীবনে একবার হজ করা ফরজ। হজ সম্পর্কে কুরআনে আল্লাহ তায়ালা যেসব নির্দেশনা দিয়েছেন তার উল্লেখযোগ্য কয়েকটি নির্দেশনা তুলে ধরা হলো-
১. বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার শক্তি ও সামর্থ্য যে রাখে, সে যেন হজ করে এবং যে এ নির্দেশ অমান্য করবে সে কুফুরির আচরণ করবে, তার জেনে রাখা উচিত, আল্লাহ বিশ্ব প্রকৃতির ওপর অবস্থানকারীদের মুখাপেক্ষী নন।
(সুরা আলে ইমরান,আয়াত:৯৭)
২. নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম। সুতরাং যে ব্যক্তি আল্লাহর ঘরের হজ কিংবা ওমরা সম্পন্ন করবে, এ দুই পর্বতের মধ্যে দৌড়াবে তার পক্ষে কোনো পাপের কাজ সম্ভব নয়। আর যে ব্যক্তি নিজ ইচ্ছা, আগ্রহে ও উৎসাহে কোনো মঙ্গলজনক কাজ করবে, আল্লাহ তার সম্পর্কে অবহিত এবং এর পুরস্কার দান করবেন, তিনি সর্বজ্ঞ।(সুরা বাকারা,আয়াত:১৫৮)
৩. যখন আমি কাবাঘরকে মানব জাতির জন্য সম্মিলন ও নিরাপত্তা স্থল করেছিলাম এবং বলেছিলাম, তোমরা ইবরাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজেরর স্থান বানাও এবং ইবরাহিম ও ইসমাইলকে আদেশ করলাম, আমার ঘরকে তাওয়াকারী, অবস্থান ও রুকু-সিজদাকারীদের জন্য পবিত্র রাখো।(সুরা বাকারা,আয়াত:১২৫)
৪. তোমাদের ওপর তোমাদের প্রতিপালকের অনুগ্রহ অনুসন্ধান করতে কোনো পাপ নেই। অতপর যখন তাওয়াফের জন্য ফিরে আসবে আরাফাত থেকে, তখন মাশআরে হারামের কাছে আল্লাহকে স্মরণ করো। আর তাঁকে স্মরণ করো তেমন করে, যেমন তোমাদের হিদায়াত করা হয়েছে। আর নিশ্চয়ই এর আগে তোমরা ছিলে অজ্ঞ। অতপর তাওয়াফের জন্য দ্রুত গতিতে সেখান থেকে ফিরে এসো, যেখান থেকে সবাই ফিরে আসে আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী ও করুণাময়।(সুরা বাকারা,আয়াত:১৯৮-১৯৯)
৫. তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যখন হজ ও ওমরার নিয়ত করবে, তখন তা পূর্ণ করবে, আর কোথাও যদি বাধা প্রাপ্ত হয়ে পড়, তাহলে কোরবানির যে বস্তু তা আল্লাহর উদেশ্যে পেশ করে দিও এবং নিজেদের মাথা মুন্ডন করো না যতক্ষণ না কোরবানির পশু নির্দিষ্ট স্থানে পৌঁছে যায়। কিন্তু যে ব্যক্তি এর মধ্যে অসুস্থ হয়ে পড়বে কিংবা মাথায় যদি কোনো অসুখ থাকে, তাহলে তার পরিবর্তে রোজা রাখবে কিংবা ফিদিয়া দেবে অথবা কোরবানি করবে। আর তোমাদের মধ্যে যারা হজ ও ওমরা একত্রে একসঙ্গে পালন করতে চায়, তাহলে যা কিছু সহজলভ্য, তা দিয়ে কোরবানি করাই তার ওপর কর্তব্য। বস্তুত যারা কোরবানির পশু পাবে না, তারা হজের দিনগুলোর মধ্যে তিনটি রোজা রাখবে আর সাতটি রোজা রাখবে ফিরে যাওয়ার পর এভাবে ১০টি রোজা পূর্ণ হয়ে যাবে। এ নির্দেশটি তাদের জন্য, যারা মসজিদুল হারামের পাশে বসবাস করে না। আর আল্লাহকে ভয় করতে থাকো। আর জেনে রাখো, আল্লাহর আজাব বড়ই কঠিন।(সুরা বাকারা,আয়াত:১৯৬)
৬. আর লোকদের মধ্যে হজের ঘোষণা করে দাও, তারা তোমার কাছে সব দূরবর্তী স্থান থেকে হেঁটে ও উটের ওপর সওয়ার হয়ে আসবে। যাতে তারা তাদের কল্যাণ ও নির্দিষ্ট দিনগুলোয় আল্লাহর নাম স্মরণ করে তাঁর দেওয়া জীবিকা হিসেবে চতুষ্পদ জন্তু জবাই করতে পারে। অতঃপর তোমরা তা থেকে আহার কর এবং অভাবগ্রস্থকে আহার করাও।(সুরা হজ, আয়াত:২৭-২৮)------------------------------------------------------আরও পড়ুন : দৃঢ় মনোবল দুনিয়া ও আখেরাতে সফলকাম করে------------------------------------------------------
৭. যে ব্যক্তি হজের নির্দিষ্ট মাসসমূহে হজের নিয়ত করবে, তাকে এদিক দিয়ে সর্তক থাকতে হবে যে, হজকালীন তার দ্বারা যেন কোনো পাশবিক লালসা তৃপ্তির কাজ, কোনো জেনা-ব্যভিচার, কোনো রকমের লড়াই-ঝগড়ার কথাবার্তা যেন না হয়। আর তোমরা যা কিছু সৎকাজ কর, আল্লাহ তা জানেন। আর তোমরা উত্তম পাথেয় সঙ্গে নিয়ে নাও। নিঃসন্দেহে সর্বোত্তম পাথেয় হচ্ছে আল্লাহর ভয়। হে বুদ্ধিমান লোকেরা! তোমরা শুধু আমাকে ভয় কর।(সুরা বাকারা,আয়াত:১৯৭)
আল্লাহ তাআলা ইরশাদ করেছেন-
ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا، ومن كفر فان الله غنى عن العلمين.
(তরজমা) মানুষের মধ্যে যারা সেখানে (বায়তুল্লাহ) পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর উদ্দেশ্যে এ গৃহের হজ্ব করা ফরয। আর কেউ যদি অস্বীকার করে তাহলে তোমাদের জেনে রাখা উচিত যে, আল্লাহ তাআলা সৃষ্টিজগতের প্রতি মুখাপেক্ষী নন।-সূরা আলে ইমরান (৩) : ৯৭
বিভিন্ন হাদিসে হজ-ওমরাহর বিপুল সওয়াবের কথা এসেছে। হজের সময় নির্ধারিত হলেও ওমরাহ বছরের যেকোনো সময় আদায় করা যায় এবং হজের তুলনায় ওমরাহ সহজ আমল। পবিত্র রমজান মাসে ওমরাহ পালন করলে হজের সমতুল্য সওয়াব পাওয়া যায়। এই জন্য যাদের সুযোগ ও সামর্থ্য রয়েছে, তারা সম্ভব হলে রমজানে পবিত্র ওমরাহ পালন করা উচিত।
রাসুল (সা.) বলেছেন, ‘এক ওমরাহর পর আরেক ওমরাহ, উভয়ের মধ্যবর্তী সময়ের (গুনাহর) জন্য কাফফারাস্বরূপ। আর জান্নাত হলো কবুল হজের প্রতিদান।’ (বুখারি, হাদিস : ১৭৭৩)
আগ্রহীরা যোগাযোগ করুন :
০১৭১১৩৩৮৭২০
০১৯১৩৪০২২০০
(01723113600
01611337720( imo/WhatsApp)
01611-125488
+880 1911-125488
ঈমাম জালালি আল হারামাইন হাজ্জকাফেলা ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম. বিশ্বব্যাপী
(IMAM JALALY AL-HARAMIN HAJJ KAFELA
World Travel & Tourism (IAWTC)globally
Gve (Pvt) Ltd
325/A/2 SOUTH JATRABARI SUTH CITY CORPORATION
DHAKA BANGLADESH
Imam jalaly Hajj kafela
Imam jalaly al haramin hajj Kafela
Hajj Kafela
IMAM JALALY Al Haramain Hajj Kafela world Travel & Tourism Our Services যা যা অন্তর্ভুক্ত এবং যা যা অন্তর্ভুক্ত নয় হজ সম্পর্কে কুরআনের নির্দেশনা Location ইকোনমি প.....