29/12/2023
উমরাহ সম্পর্কে প্রিয় নবী (সা.) বলেছেন,
এক ওমরার পর আরেক ওমরা—উভয়ের মধ্যবর্তী সময়ের (গুনাহর) জন্য কাফফারাস্বরূপ। আর জান্নাতই হলো কবুল হজের প্রতিদান। (বুখারি, হাদিস : ১৭৭৩)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেনঃ
তোমরা বার বার হজ্জ ও উমরাহ আদায় কর, কেননা এ দুটো দরিদ্রতা ও গুনাহকে সে ভাবে মুছে ফেলে, যে ভাবে কর্মকারের হাওয়া দেয়ার যন্ত্র লোহার ময়লাকে দূর করে থাকে। (নাসায়ী- হাদীস সহীহ)
🕋 🕋 উমরাহ প্যাকেজে যা যা থাকছে:
✔ রিটার্ন এয়ার টিকেট
✔ ওমরাহ্ ভিসা ।
✔ হেলথ ইনস্যুরেন্স।
✔ মক্কায় হারাম থেকে হাঁটার দূরত্বে নিকটবর্তী হোটেল ।
✔ মদিনায় মসজিদে নববী থেকে হাঁটার দূরত্বে নিকটবর্তী হোটেল
✔ সকল ট্রান্সপোর্টঃ জেদ্দা – মক্কা – মদিনা / মদিনা - মক্কা - জেদ্দাহ ।
✔ মক্কা মদিনা জিয়ারা (ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন।
✔ খাবার নিতে চাইলে ৩ বেলা বাংলাদেশী খাবার এড করা যাবে,এতে ১০ হাজার টাকা এক্সট্রা দিতে হবে ।
✔ একজন গাইড /মুয়াল্লিম।
মক্কা জিয়ারা :(ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন।
: জাবালে সূর, জাবালে নূর, জাবালে রাহমাহ, মিনা, মুজদালিফা, আরাফাহ, মসজিদে খাইফ, মসজিদে জীন, জান্নাতুল মুয়াল্লা ও মাওলুদুন নবী পরিদর্শন।
*তায়েফ গমন, আব্বাস রা মসজিদ, আদ্দাস রা আঙ্গুর বাগান, মিকাত মসজিদ (ব্যক্তিগত)।
✔ মদিনা জিয়ারা: (ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন)
: সুহাদায়ে উহুদ আমির হামজার রওজা, উহুদ পাহাড়, মসজিদুল কিবলাতাইন, ওসমান (রা)-এর খেজুরের বাগান, মসজিদে কুবা, জান্নাতুল বাকি, মসজিদে আলী,,মসজিদে উমর, ইত্যাদি পরিদর্শন।
*মাহফাজে জ্বীন, শুহাদায়ে বদর, মাদায়েনে সালেহসহ অন্যান্য স্থানে ভ্রমন (ব্যক্তিগত)।