Visa Award & Immigration

  • Home
  • Visa Award & Immigration

Visa Award & Immigration Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Visa Award & Immigration, Passport and visa service, .

02/04/2024

সেনজেন ভুক্ত দেশে ভিসা পেতে করণীয়:

✈️ সেনজেন ভিসা নিয়ে ইউরোপ ভ্রমণের ইচ্ছা অনেকেরই আছে। কিন্তু সেনজেন ভিসা পাওয়া কষ্টসাধ্য ও কিছুটা জটিল প্রক্রিয়া বলেই ভিসার আবেদন করতে অনেকে দ্বিধাদ্বন্দে থাকেন, তবে একটিু সচেতন হয়ে ভিসার জন্য আবেদন করলে সেনজেন ভিসা পাওয়া সহজ।

সেনজেন ভিসা কিঃ

অস্ট্রিয়া, আইসল্যান্ড, ইতালি, এস্তোনিয়া, গ্রিস, চেক রিপাবলিক, জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স, ফিনল্যান্ড, বেলজিয়াম, মাল্টা, লুক্সেমবার্গ, লাতভিয়া, লিথুয়ানিয়া, স্পেন, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, হাঙ্গেরি -এই দেশগুলো সেনজেন দেশ। এসব দেশে সেনজেন ভিসা ব্যবহার করে যাওয়া যায়। ১৯৮৫ সালে লুক্সেমবার্গের সেনজেন শহরে একটি চুক্তি সাক্ষর করে এই ইউরোপীয় দেশগুলো। এটি মূলত ছিলো দেশগুলোকে একীভূত করে নানা উন্নয়ন কার্য সম্পাদন করার উদ্দেশে। এই চুক্তির ধারাবাহিকতায় সৃষ্টি হয় ‘সেনজেন ভিসা’। সেনজেন ভিসার মেয়াদ ৯০ দিনের অর্থাৎ তিন মাসের মধ্যে বেড়ানো বা ব্যবসা সংক্রান্ত প্রয়োজনে ইউরোপ ঘুরে আসা যায়।

সেনজেন ভিসা পাওয়ার উপায়ঃ

সেনজেন ভিসা প্রাপ্তির জন্য অনেক কাগজপত্রের পাশাপাশি প্রয়োজন ধৈর্য ও সচেতনতার।

দূতাবাসে যোগাযোগঃ

ইউরোপের যে সকল দেশের দূতাবাস আমাদের দেশে আছে, সেখানে যোগাযোগ করতে হয়। ফ্রান্সের ওভারসীজ টেরিটরি মনাকো এবং এন্ডোরা এবং বুরকিনা ফাসো, মধ্য আফ্রিকা, ডি জিবুতি, গ্যাবন, আইভরি কোস্ট, মৌরিতানিয়া, সেনেগাল, টগো এসব দেশে যেতে চাইলে ফ্রান্স দূতাবাসের মাধ্যমে আবেদন করতে হবে। চেক রিপাবলিকের ভিসার জন্য দিল্লীতে চেক রিপাবলিকের হাই কমিশনে যোগাযোগ করতে হবে। জার্মানি ভ্রমণের জন্য জার্মান দূতাবাসে যোগাযোগ করতে হবে।
ইতালি, গ্রিস ও মাল্টা ভ্রমণের জন্য ইতালি দূতাবাসে যোগাযোগ করতে হবে। সুইডেন, ডেনমার্ক, আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, বেলজিয়াম, লুক্সেমবার্গ, পোল্যান্ড, লাটাভিয়া, নেদারল্যান্ড এবং স্লোভেনিয়া ভ্রমণের জন্য সুইডেন দূতাবাসে যোগাযোগ করতে হবে।

ভিসার ফর্ম পূরণঃ
ভিসার আবেদন ফরমের দু’পাশে প্রতিটি ঘর পূরণ করতে হবে অত্যন্ত সচেতনতার সঙ্গে। চাইলে এজেন্সির সাহায্যও নেওয়া যেতে পারে। নিজে করতে চাইলে নির্দিষ্ট দেশটির দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম সংগ্রহ করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্রঃ

সাম্প্রতিক তোলা দুই কপি ছবি। ভ্রমণ শেষ হওয়ার পরও অন্তত ছয় মাস মেয়াদ আছে এমন পাসপোর্ট জমা দিতে হবে।
জমা দেয়া প্রতিটি কাগজের মূলকপির সাথে একটি করে ফটোকপি দিতে হবে। কোন কাগজ বাংলায় থাকলে সেটার সাথে ইংরেজি বা জার্মান অনুবাদ যুক্ত করতে হবে। ভ্রমণ ভিসার ক্ষেত্রে হোটেল বুকিং কনফার্মেশনের প্রমাণ দেখাতে হয়।

ভ্রমণকারী কোন কোন জায়গায় ভ্রমণ করতে চলেছেন তার বিস্তারিত জানাতে হয়। ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট এবং সন্তান সন্ততির তথ্য প্রদান করতে হয়। ব্যক্তিগত হিসাব বিবরণী দেখাতে হয়। শিশুদের ক্ষেত্রে বাবা-মা বা বৈধ অভিভাবকের অনুমতিপত্র জমা দিতে হবে। এছাড়া শিশুদের ভিসা আবেদনের ক্ষেত্রে বাবা-মা বা অভিভাবকে অবশ্যই দূতাবাসে উপস্থিত থাকতে হবে। বিজনেস ভিসার জন্য অতিরক্তি হিসেবে জমা দিতে হবে কোম্পানির আমন্ত্রণ পত্র, হিসাব বিবরণী, ট্রেড লাইসেন্স ইত্যাদি।

ভিসা ফিঃ

প্রাপ্ত বয়স্কদের জন্য -৫০০০ টাকা।
৬-১২ বছরের জন্য -২৯০০ টাকা।
০-৬ বছরের জন্য ভিসা প্রয়োজন নেই।

প্রতি আবেদনের ক্ষেত্রে ভ্যাটসহ অতিরিক্ত ১৭ ইউরো পরিমাণের ১৪১৭ টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য। ঢাকায় অবস্থিত সুইডেন ভিসা এপ্লিকেশন সেন্টারের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বুথে এই টাকা জমা দেওয়া যায়।

ভিসা প্রাপ্তির সময়ঃ

সাধারণত ৭-১০ কার্যদিবস, কিন্তু কিছু ক্ষেত্রে এক মাস (বা তারও বেশি) পর্যন্ত সময় লাগতে পারে।

অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ঃ

তবে আবেদন করার আগে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সেনজেন দেশগুলোর দূতাবাসগুলো প্রতিটি ভিসা অ্যাপ্লিকেশন
পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করে এবং আবেদনকারীর সাথে সংশ্লিষ্ট নানা ধরনের অসংখ্য ডকুমেন্টস জমা দিতে হয়। আবেদনকারীর ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থানকে সুস্পষ্ট করা এবং তার ভিসা আবেদনের যৌক্তিকতা তুলে ধরার জন্য তাই সেনজেন দেশগুলোর দূতাবাসগুলো আবেদনকারীর সাথে একটি ব্যক্তিগত সাক্ষাৎকারের ব্যবস্থা করে। এম্বাসিতে এই ইন্টারভিউটা আত্মবিশ্বাসের সাথে সম্পন্ন করা জরুরি। ইংরেজি সহ অন্য কোন ভাষায় দক্ষতা থাকলে ভিসা পাওয়া সুবিধাজনক।

এছাড়া সেনজেন এলাকায় প্রবেশের ক্ষেত্রে প্রতিটি ভিসার জন্য ৬০ ইউরো সমপরিমাণ টাকা এডমিনিস্ট্রেশন ফি হিসেবে জমা দিতে হয়। ভিসা সাক্ষাৎকারের পরপরই এই ফি জমা দিতে হয়।

ধন্যবাদ

29/03/2024

জেনে রাখুন!!!
ঢাকা থেকে আন্তর্জাতিক টিকেটের ওয়ানওয়ে বিমান ভাড়া।
(সময় এবং চাহিদার উপর ভিত্তি করে টিকেটের মূল্য পরিবর্তন হয়)

ঢাকা-ভ্যাঙ্কুভার 1,70,500 BDT
ঢাকা- স্টকহোম-- 79900 BDT
ঢাকা-মিলান -- 62000 BDT
ঢাকা-লিসবন -- 75,500 BDT
ঢাকা-এথেন্স -- 61,500 BDT
ঢাকা-বুদাপেস্ট -- 84500 BDT
ঢাকা-মিউনিখ -- 69500 BDT
ঢাকা-বার্সেলোনা -- 76500 BDT
ঢাকা-ভেনিস -- 67500 BDT
ঢাকা-অসলো -- 74,500 BDT
ঢাকা- ভিয়েনা -- 88500 BDT
ঢাকা-প্রাগ -- 72,900 BDT
ঢাকা- বুখারেস্ট -- 74,500 BDT
ঢাকা-ইস্তাম্বুল – 51900 BDT

সাথে থাকুন!!!

22/03/2024

জীবনে কখনো কি কোন মৃতকে গোসল করিয়েছেন? সুযোগ পেলে মৃতদের গোসল করাবেন, খুব কাছ থেকে দেখবেন মৃত্যুর পরে মানুষের দেহটা কত অসহায় হয়, মৃত্যুর পরে মানুষের মৃতদেহ কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়।

সুযোগ পেলে রাতে লাশ পাহারা দিবেন। তখন বুঝতে পরবেন মৃত্যুর পরে প্রিয় মানুষটার লাশ রাতের বেলা আপনার কাছে কত অদ্ভুত লাগে, কত ভয়ের কারণ হয়ে উঠে, কত আতঙ্কের কারণ হয়ে যায়।

সুযোগ পেলে মৃত ব্যাক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ স্পর্শ নিবেন। আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব-প্রতিপত্তি রেখে যাওয়া মানুষগুলো মৃত্যুর পরে কত নির্জীব রূপ ধারন করে।

সুযোগ পেলে আপনজনদের লাশ কবরে নামাবেন- খুব আগ্রহ নিয়ে শেষবারের মতো মৃতদেহের মুখটি দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধির চেষ্টা করবেন এই মৃতদেহের সাথে অনন্তকালের যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ দেখা।

জীবনে সুযোগ পেলে মাঝেমধ্যে কবরস্থানে গিয়ে নিরবে কিছুক্ষণ দাঁড়াবেন। এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাবে এই মৃত মানুষগুলো এই পৃথিবীতে কি করে গেছেন? কাদের রেখে গেছেন? যাদের রেখে গেছেন তারা কি কখনও এই মৃত মানুষগুলোকে স্মরণ করার জন্য কবরস্থানের আশেপাশে আসে?

আমাদের সবার শরীরেই কমবেশী রক্তকণা আছে। একথা চিরসত্য যে আমাদের শরীরের প্রতিটি রক্তকণা শরীরে খুবই গুরুত্ব বহন করে। অথচ আমাদের শরীর থেকে কোন রক্তকণা বেরিয়ে গেলে সেটির যেমন কোন গুরুত্ব থাকে না তদ্রুপ আমাদের দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে আমাদের শরীরেরও অন্যের কাছে কোন মূল্য থাকে না।

আমাদের জীবনটা বড় বৈচিত্রময়। বেঁচে থাকতে আমরা এর জন্য ওর জন্য কত মায়া দেখাই, কত ভালবাসা দেখাই। এ আমার ছেলে তো সে আমার মেয়ে, এ আমার ভাই তো সে আমার বোন। অথচ মরে গেলে এই মানুষগুলোই সবার আগে তোড়জোড় শুরু করে কিভাবে মৃতকে দাফন করা যায়! কত দ্রুত মৃতকে কবরস্থ করা যায়! সেই চিন্তায় সবাই তটস্থ থাকে।

আমাদের জীবনটা আসলেই সাময়িক। এই সাময়িক জীবনটা মাত্র চল্লিশ-পঞ্চাশ-ষাট অথবা বড়জোর সত্তর বছরের সমষ্টি। অথচ এই জীবনে আমরা কখনো মৃত্যুর কথা না ভেবে কিভাবে অঢেল সম্পদ অর্জন করা যায় সেই চিন্তায় সর্বদা বিভোর থাকি।

এই পৃথিবীতে যার অঢেল সম্পদ আছে সে আরো সম্পদ চায়। যার সম্পদ নেই সে সম্পদ নেই ভেবে সর্বদা দুশ্চিন্তায় সময় কাটায়। আমাদের ১০% মানুষ ব্যতীত ৯০% মানুষেরই ধান্ধা ইহকাল আগে এবং পরকাল পরে। সম্পদ আগে এবং ইবাদত পরে।

এজন্য আমরা প্রায় সবাই দিনরাত চেষ্টা করি যে যেভাবে পারি, চুরি করে অথবা ডাকাতি করে অথবা অন্য কোন উপায়ে যাকে তাকে ঠকিয়ে যেভাবে পারি আগে সম্পদ অর্জন করি। এরপর এই অবৈধ সম্পদের অর্থে কয়েকবার হজ করে, মসজিদ মাদরাসায় বড় অংকের টাকা দান করে, গরীব এতিমখানায় খাইয়ে, বিভিন্ন দাতব্য সংস্থায় দানখয়রাত করে একেবারে বেহেস্ত কনফার্ম হয়ে যাবে।
(সংগ্রহ)

Online Visa চেক করার 60+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিতে পারবেন  অনলাইনে ভিসা। ১। -তানজানিয়া http://www.tanz...
17/03/2024

Online Visa চেক করার 60+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিতে পারবেন অনলাইনে ভিসা।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/2015/05/online-visa-60.html .WVMAe6sj.dpuf

২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions?action=geteServiceVisaInfoInput&language=english

৩। -কুয়েত http://www.moi.gov.kw

৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/

৫। -সৌদি আরব http://www.moi.gov.sa/

৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae

৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/

৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd

৯।- সাইপ্রাস http://moi.gov.cy/

১০। -নেপাল http://www.moic.gov.np/

১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/

১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/

১৩। -জর্দান http://www.moi.gov.jo/

১৪। -ইন্ডিয়া http://labour.nic.in/

১৫। -কেনিয়া http://www.labour.go.ke/

১৬। -ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/

১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/

১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en

১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/

২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/

২১। -ইরান http://www.irimlsa.ir/en

২২। -ঘানা http://www.ghana.gov.gh/

২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th

২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।

২৫। -ভূটান http://www.molhr.gov.bt/

২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz

২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/

২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/

২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english

৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/

৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/

৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/

৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/

৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/

৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/

৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/

৩৭। -লেবানন http://www.labor.gov.lb/

৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en

৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk

৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en

৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/

৪২। -স্পেন http://www.mtin.es/en

৪৩। -ইউক্রেইন http://www.mlsp.gov.ua/

৪৪। -উগান্ডা http://www.mglsd.go.ug/

৪৫। -পেলেস্টাইন http://www.mol.gov.ps/

৪৬। -ব্রুনাই http://www.labour.gov.bn/

৪৭। -ইয়ামেন http://www.dol.gov/

৪৮। -নেদারল্যান্ড http://english.szw.nl/

৪৯। -জাম্বিয়া http://www.mlss.gov.zm

৫০। -অষ্ট্রেলিয়া http://www.workplace.gov.au/

৫১। -জিম্বাবুয়ে http://www.dol.gov/

৫২। -ফিলিপাইন http://www.dole.gov.ph/

৫৩। -মালয়েশিয়া https://eservices.imi.gov.my/myimms/PDStatus

৫৪। -রাশিয়া http://www.labour.gov.on.ca/

৫৫। -ভারতীয় ভিসা আবেদন : http://www.indianvisaonline.gov.in/visa/ http://indianvisaonline.gov.in/visa/indianVisaReg.jsp

৫৬।-দুবাই : http://www.mol.gov.ae/arabic/newindex.aspx http://www.mol.gov.ae/english/newindex.aspx

৫৭।-কানাডা : http://www.cic.gc.ca/english/index.asp

৫৮।-আমেরিকা : https://www.vfs.org.in/UKG-PassportTracking/

৫৯।-ওমানের ভিসা : http://www.rop.gov.om/

৬০।-আবুধাবী ( দুবাই), http://www.mol.gov/

৬১।-বাহরাইন http://www.markosweb.com/www/mol.gov.sa/
৬২।-সৌদি আরব, http://www.saudiembassy.net/

৬৪।-সংযুক্ত আরবআমিরাত : http://www.mol.gov.ae/ownersservices/employeeCredential.aspx

৬৫।-ওমান : http://www.rop.gov.om/english/onlineservices-visastatus.asp

৬৬।U.A.E ভিসা চেক করার লিঙ্ক হল http://united-arab-emirates.visahq.com/

৬৭।- সিঙ্গাপুরের ভিসা চেক দিতে চাইলে http://singapore.embassyhomepage.com/

৬৮। Entry Permit চেক করার জন্য http://www.moi.gov.ae/

ধন্যবাদ!

The United Republic of Tanzania, Government Portal | Jamhuri ya Muungano wa Tanzania, Tovuti kuu ya Serikali

রোমানিয়ার ডিজিটাল নোম্যাড ভিসা পাওয়ার জন্য যা যা লাগবে:১. বৈধ পাসপোর্ট ২. বৈধ আন্তর্জাতিক স্বাস্থ্য বীমা ৩. প্রুফ অব ট্র...
03/03/2024

রোমানিয়ার ডিজিটাল নোম্যাড ভিসা পাওয়ার জন্য যা যা লাগবে:

১. বৈধ পাসপোর্ট
২. বৈধ আন্তর্জাতিক স্বাস্থ্য বীমা
৩. প্রুফ অব ট্রাভেল টিকেট (বাস, ট্রেন, এয়ার)
৪. ডিজিটাল নোম্যাড হিসেবে কাজের প্রমাণ
৫. রোমানিয়ার বাসা ভাড়ার চুক্তিপত্র
৬. মিনিমাম আয়ের প্রমাণ
৭. লেটার অফ ইনটেন্ট
৮. প্রফু অফ রিমোর্ট ওয়ার্ক

21/02/2024

আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে, কানাডা সরকার পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট (PGWP) প্রোগ্রামে পরিবর্তন এনেছে ।

💠 যেসব স্টুডেন্ট কানাডায় মাস্টার্স ডিগ্রী দু বছর বা এমনকি দুবছরের কমে সম্পন্ন করেছেন, তাদেরকে ৩-বছরের PGWP দেওয়া হচ্ছে আর এটা কার্যকর হয়েছে এই ফেব্রুয়ারির ১৫ থেকে। এটা কিন্তু বেশ বড় সুযোগ যারা কানাডায় উচ্চতর ডিগ্রি নিতে আসবেন।

💠তবে, অন্যদিকে যারা কারিকুলাম লাইসেন্সিং অ্যাগ্রিমেন্ট প্রোগ্রামে ভর্তি ছাত্র-ছাত্রীরা তাদের অধ্যয়ন সমাপ্তির পরে PGWP প্রাপ্তির যোগ্য হবে না যা কার্যকর হবে এ বছরের সেপ্টেম্বরের ১ থেকে ।

💠 কারিকুলাম লাইসেন্সিং অ্যাগ্রিমেন্ট প্রোগ্রাম কি?
এটি একটা পাবলিক- প্রাইভেট পার্টনারশিপ যে এগ্রিমেন্ট এ ছাত্রছাত্রীরা তাদের কোর্স কারিকুলাম সম্পন্ন করে প্রাইভেট কলেজে এবং এই প্রোগ্রামগুলি PGWP পাবেনা।

💠 সব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কি PGWP পাবে?
এক্ষেত্রে মনে রাখবেন, যে শিক্ষা প্রতিষ্ঠানে এপ্লাই করছেন তা কানাডায় designated learning Institution (DLI) কিনা চেক করে নেবেন । DLI হচ্ছে সেসব প্রতিষ্ঠান যা কানাডার সরকার আপ্রুভ করেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের পড়াশোনার জন্য।

💠 PGWP কি?
এটা হল অনুমতি যার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা কানাডাতে গ্রাজুয়েট সম্পন্ন করে অপেনলি যে কোন কর্মক্ষেত্রে যুক্ত হতে পারেন এবং কাজের অভিজ্ঞতা দিয়ে পরবর্তী তে PR (পারমানেন্ট রেসিডেন্সি) তে এপ্লাই করতে পারেন।

💠 কারা দীর্ঘ PGWP পাবে?
যারা DLI অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানে কম্পক্ষে দুবছরে আন্ডারগ্রাজুয়েট সম্পন্ন করবেন তারা ৩ বছরের আর যারা মাস্টার্স ডিগ্রি দু'বছরের কম বা বেশিতে সম্পন্ন করবেন তারাও ৩ বছরের PGWP পাবেন।

💠 এইসমস্ত নিয়মকানুন যারা সার্টিফিকেশন বা ডিপ্লোমা প্রোগ্রামে আসবেন তাদের জন্য PGWP প্রযোজ্য নয়।

💠 আপনার গ্রাজুয়েট সম্পন্ন করার পর ১৮০ দিনের মধ্যে PGWP এর জন্য এপ্লাই করতে পারেন এবং এই প্রসেসিং এর সময় থেকেই আপনি কানাডায় কাজ শুরু করে দিতে পারেন।

ধন্যবাদ।

Ref: The Economic Times:
Canada has changed the rules of its post-graduation work permit for international students.

20/02/2024

Canada 🍁 🇨🇦 is a one way Journey. একবার কানাডা আসলে আর মজা পেয়ে গেলে, এখানেই স্থায়ীভাবে থাকতে মন চাইবে, পরিবারের অন্যদের এবং আত্মীয় স্বজনদের কানাডায় নিয়ে আসতে মন চাইবে।
বাংলাদেশে স্থায়ীভাবে ফিরে যেতে মন চাইবে না। যেতে ইচ্ছে করবে শুধুমাত্র বাবা মা ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশি , শিক্ষক ও বন্ধুদের সাথে দেখা করতে এবং শৈশব কৈশোরের স্মৃতিময় জন্মস্থান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ক্যাম্পাসে বেড়াতে।
এর কারণ হলোঃ
কানাডা শান্তির দেশ। বিশাল দেশ, হাজার হাজার বর্গ কিলোমিটার জায়গা ফাঁকা পরে আছে, জমি/ জায়গা নিয়ে খুনাখুনি নেই, আইল কেটে প্রতিবেশির ক্ষেত দখল করে না কেউ। দুর্বলের বাড়ি ক্ষমতাশীনরা জোর করে দখল করতে যায় না। এটি দুর্নীতি-সন্ত্রাস-চুবি ডাকাতি ছিনতাই- ঘুষ-ধর্ষন- নারী নির্যাতন-এসিড সন্ত্রাস-হরতাল-মিছিল-ভোট চুরি- রেল লাইনের পাথর চুরি, রাজপথের ম্যানহুলের ঢাকনা চুরি- মাথা খারাপ করা যানজট-রাস্তা বন্ধ করে রাজনৈতিক সভা-এম্বুলেন্স/বাস/ট্রেনে আগুন দিয়ে মানুষ মারা-ও গুম মুক্ত দেশ।
এখানকার হাসপাতাল- ক্লিনিকে সার্টিফিকেট বিহীন ভুয়া ডাক্তার নেই, নকল ঔষধ নেই, বাজারে ফরমালিন যুক্ত ফল-সব্জি- মাছ নেই, দোকানে মেয়াদ উর্ত্তীন খাবার ও ঔষধ বিক্রয়ের সুযোগ নেই।

কানাডার পুলিশ জনগণের বন্ধু, পুলিশকে ঘুষ দেয়ার সুযোগ নেই। কানাডার সরকার জনগণের প্রভু নয় সেবক।
এখানে ছাত্র রাজনীতি নেই, রাজনৈতিক দলের অংগ সংগঠন নেই, চাকুরীতে রাজনৈতিক কোটা নেই, ইনেকশনে নমিনেশন বাণিজ্য নেই, ভোট কেনা ও ভোট চুরির সুযোগ নেই, মন্ত্রী-এম্পির পুত্র-কন্যা-বধুর কোটার কারণে আপনার এমপি হবার সুযোগ বন্ধ হবার আশংকা নেই, রাজনৈতিক দলের অভ্যন্তরীন কোন্দলের কারণে মারামারিতে কলেজ- ইউনিভার্সিটিতে মেধাবী ছাত্র-ছাত্রীদের মৃত্যুর আশংকা নেই।
চলবে.....

কানাডায় ভিজিট ভিসায় পৌঁছানোর পরএসাইলেম করলেই স্থায়ী হওয়া যায় না।এসাইলেম আবেদন করে রিজেক্ট হওয়া ও অবৈধভাবে বসবাস করা ১৪৯৬...
15/02/2024

কানাডায় ভিজিট ভিসায় পৌঁছানোর পর
এসাইলেম করলেই স্থায়ী হওয়া যায় না।
এসাইলেম আবেদন করে রিজেক্ট হওয়া ও অবৈধভাবে বসবাস করা ১৪৯৬২ জনকে ২০২৩ সালে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সামনের দিনগুলোতে অভিবাসন আইন আরো কঠোর হবে মনে হচ্ছে ।

ভিজিট ভিসার জন্য যারা ২০/৩০ লাখ টাকা
এজেন্সিকে দিচ্ছেন তারা সাবধান হবেন, অন্যথায় অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে।
বিস্তারিত জানাতে.....

Advocates are sounding the alarm on the rise in deportations in Canada and are calling on the federal government to follow through on its 2021 promise to expand a regularization program for undocumented people living in the country.

14/02/2024

থাইল্যান্ড ভিসা এখন ৫ থেকে ৭ কর্ম দিবসের মধ্যেই পাওয়া যাচ্ছে। জেনে রাখা ভালো, প্রথম বার থাইল্যান্ডের টুরিস্ট ভিসার আবেদন করলে ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি স্টিকার ভিসা পাওয়া যায়। পরবর্তীতে ভিজিট এর সময় ভিজিট শেষে এক্সিট করার সময় ইমিগ্রেশন থেকে রি এন্ট্রি অথবা মাল্টিপল এন্ট্রি টুরিস্ট ভিসা সিল নেওয়া যায়। রি এন্ট্রি তে তিন মাসের জন্য সিঙ্গেল এন্ট্রি পারমিশন দেয়। সেক্ষেত্রে (১০০০ বাথ ভিসা ফি + ২০০ বাথ সার্ভিস চার্জ) মোট ১২০০ বাথ পেমেন্ট দিতে হবে। পাশাপাশি মাল্টিপল এন্ট্রি এর ক্ষেত্রে (৩৮০০ বাথ ভিসা ফি + ২০০ বাথ সার্ভিস চার্জ) মোট ৪০০০ বাথ পেমেন্ট দিতে হবে। মাল্টিপল এন্ট্রি এর ক্ষেত্রে ৬ মাসের এন্ট্রি পারমিট পাওয়া যায়। ছয় মাসের মধ্যে যতবার খুশি থাইল্যান্ড ভ্রমণ করা যাবে কিন্তু একনাগাড়ে ৬০ দিনের বেশি থাকা যাবে না। টুরিস্ট ভিসায় কোনোভাবেই ওভারস্টে করা যাবে না। ওভারস্টে করা হলে ফাইন হবে এমনকি ব্যান্ করে দিবে নির্দিষ্ট সময় পর্যন্ত।

অনেকেই বুঝতে পারেনা মাল্টিপলএন্টি বা রি এন্ট্রি কোথায় থেকে নিতে হয়। তাদের জন্য বলছি, আপনি যখন থাইল্যান্ড এক্সিট করবেন তখন এয়ারপোর্টে ইমিগ্রেশন করার সময় ইমিগ্রেশন অফিসার কে বলবেন মাল্টিপল এন্ট্রি বা রি এন্ট্রি নিতে চাই। তখন ইমিগ্রেশন অফিসার আপনার ইমিগ্রেশন শেষ করে মাল্টিপল এন্ট্রি বা রি এন্ট্রি বুথ দেখিয়ে দিবে। মাল্টিপল এন্টি বা রিএন্ট্রি বুথে গ্যাদারিং বেশি থাকলে আপনাকে সিরিয়াল করে ভিসা নিতে হবে। প্রথমে আপনার পাসপোর্ট নেবে। তারপর একটা ফরম ফিলাপ করে আপনার ছবি নিবে। তারপর আপনার কাছ থেকে পেমেন্ট নিবে এবং সাথে সাথে পাসপোর্ট ডেলিভারি দিবে। সমস্ত প্রক্রিয়াটি কমপ্লিট করতে আপনার সর্বোচ্চ ১০ মিনিট সময় লাগতে পারে। কিন্তু আপনি সিরিয়ালে থাকলে সময় আরো বেশি লাগবে। তাই মাল্টিপল এন্ট্রি বা রি এন্ট্রি করার জন্য আপনাকে হাতে সময় নিয়ে এয়ারপোর্টে উপস্থিত থাকতে হবে। তা না হলে আপনার ফ্লাইট মিছ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

প্রতি বছর ১/২ টা করে দেশ টাভেল করার প্ল্যান রাখুন, এটা আপনার পাসপোর্ট ভেলূ, আপনার সামাজিক ভেলু এবং আপনার কনফিডেন্সকে স্ট্রং করবে।

ধন্যবাদ!

সেনজেন ভিসা পাওয়ার সুযোগ দিচ্ছে  সুইডেন এম্বাসি ঢাকা, আপনি চেষ্টা করলে সহজে ভিসা পেতে পারেন। ইন্টারভিউ ছাড়া, অ্যাপয়েন্ট...
11/02/2024

সেনজেন ভিসা পাওয়ার সুযোগ দিচ্ছে সুইডেন এম্বাসি ঢাকা, আপনি চেষ্টা করলে সহজে ভিসা পেতে পারেন।
ইন্টারভিউ ছাড়া, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া,এবং কম সময়ে|
আপনারা কিন্তু জানেন , সুইডেন একটি সেনজেন কান্ট্রি। আর এই সুইডেন কান্ট্রি রিপ্রেজেন্ট করে ৮ টি সেনজেন কান্ট্রি - যেমন : (ফিনল্যান্ড , আইসল্যান্ড , বেলজিয়াম , স্লোভেনিয়া , পোল্যান্ড ,লাটভিয়া , লুক্সেমবার্গ , নেদারল্যান্ডস) ৮ টির যে কোন কান্ট্রি -তে এপ্লাই করতে চাইলে আবেদন করতে হবে সুইডেন এম্বাসি বরাবর।
* কি কি ডকুমেন্টস লাগবে -
*কয়টা কান্ট্রি ট্রাভেল থাকা দরকার -
*কত সময় লাগবে ইত্যাদি জানার জন্য সুইডেন এম্বেসির website visit করে জেনে নিন।
আপনার 𝐄𝐥𝐢𝐠𝐢𝐛𝐢𝐥𝐢𝐭𝐲 𝐀𝐬𝐬𝐞𝐬𝐬𝐦𝐞𝐧𝐭 করে 𝐃𝐨𝐜𝐮𝐦𝐞𝐧𝐭𝐬 𝐏𝐫𝐞𝐩𝐚𝐫𝐞 আপনি নিজে নিজে করতে পারবেন অথবা কোন দক্ষ কনসালটেন্ট এর সহায়তা নিতে পারেন, যা আপনার ভিসা প্রাপ্তির সম্ভাবনা নিশ্চিত করবে ।
ধন্যবাদ!

 # UK Immigration এর নতুন নিয়ম:  # আগামী ১১ মার্চ এর পর থেকে কেয়ার ওয়ার্কার ভিসায় কোন ডিপেন্ডেন্টকে ভিসা দেওয়া হবে না। C...
05/02/2024

# UK Immigration এর নতুন নিয়ম:

# আগামী ১১ মার্চ এর পর থেকে কেয়ার ওয়ার্কার ভিসায় কোন ডিপেন্ডেন্টকে ভিসা দেওয়া হবে না। Care worker ভিসার এই নিয়মটি ইন কান্ট্রি ভিসা সুইচ এবং coming from abroad উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
★অর্থাৎ কেউ যদি এখন বাংলাদেশ থেকে কেয়ার ওয়ার্কার ভিসায় ইউকে আসে তাহলে কোন ডিপেন্ডেন্ট সাথে নিয়ে আসতে পারবে না এবং উক্ত ভিসায় থাকা অবস্থায় কখনো ডিপেন্ডেন্ট এর জন্য ভিসা এপ্লাই করতে পারবে না।
★এমনকি ইউকেতে অবস্থানরত কোন স্টুডেন্ট যারা গ্রেজুয়েশন কম্পলিট করেছে অথবা PSW তে রয়েছে তারাও ডিপেন্ডেন্টসহ কেয়ার ওয়ার্কার হিসেবে ভিসা সুইচ করতে পারবে না
★ তবে ১১ মার্চের পূর্বে কেউ যদি কেয়ার ওয়ার্কার ভিসায় সুইচ করে তাহলে একই সাথে অথবা ১১ মার্চের পরে ভিসা বহাল থাকা অবস্থায় যেকোনো সময় ডিপেন্ডেন্ট আনতে পারবে।

# আগামী ৪ এপ্রিলের পর কেয়ার ওয়ার্কার ছাড়া অন্য যেকোনো স্কিল ওয়ার্কার ভিসায় সুইচ করলে বাৎসরিক সেলারী মিনিমাম ৩৮৭০০ পাউন্ড দেখাতে হবে। এই ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভিসা পাবে, সমস্যা নেই।

# আগামী ১১ এপ্রিলের পর ফ্যামিলি ভিসার ক্ষেত্রে বাৎসরিক সেলারী মিনিমাম ২৯০০০ পাউন্ড দেখাতে হবে।
ধন্যবাদ!

🇹🇭 থাইল্যান্ড টুরিস্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ• পাসপোর্ট• ২ কপি 3.5x4.5 সাইজের ছবি।• ব্যাংক স্টেটমেন্ট।• ...
05/02/2024

🇹🇭 থাইল্যান্ড টুরিস্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ

• পাসপোর্ট
• ২ কপি 3.5x4.5 সাইজের ছবি।
• ব্যাংক স্টেটমেন্ট।
• ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট।
• Profession এর প্রমাণপত্র (ট্রেড লাইসেন্স, NOC, স্টুডেন্ট আইডি ইত্যাদি)
• এয়ার টিকেট বুকিং
• হোটেল বুকিং
• ট্রাভেল আইটেনারি বা ভ্রমণ পরিকল্পনা
• পাসপোর্ট এর ডাটা পেইজের ফটোকপি এবং পুরাতন সকল পাসপোর্টসহ।
• জাতীয় পরিচয়পত্রের কপি।
• সর্বশেষ থাই ভিসা কপি (যদি থাকে)
• ম্যারেজ সার্টিফিকেট (যদি স্বামী স্ত্রী আবেদন করেন)
• ১৮ বছরের নিচে হলে অভিভাবকের সম্মতিপত্র।

-- উপরে উল্লিখিত সকল ডকুমেন্টস ইংরেজিতে হতে হবে। কোনটা যদি বাংলা বা অন্য ভাষায় থাকে তাহলে ইংরেজিতে নোটারি করে নিতে হবে।
ধন্যবাদ!

World's Most Powerful Passport in 2023.Right now, Japanese and Singaporean Passport are the most powerful passport in th...
05/02/2024

World's Most Powerful Passport in 2023.

Right now, Japanese and Singaporean Passport are the most powerful passport in the world with visa-free access to 193 destinations.

25/01/2024

কানাডা সরকারের নতুন ঘোষণা অনুযায়ী ২০২৪ সালে কানাডা ৩,৬৪,০০০ আন্তর্জাতিক স্টুডেন্ট গ্রহণ করবে। কানাডাতে পড়াশুনার জন্য ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার প্রোগ্রামে IELTS দিয়ে ভর্তি হতে পারেন। IELTS ছাড়া অনেক ক্ষেত্রে মিডিয়াম অফ ইন্সট্রাকশন দিয়ে ভর্তি সম্ভব। আমরা ESL বা ইংলিশ ফাউন্ডেশন কোর্সেও ভর্তির ব্যবস্থা করছি। ভিজিট ভিসাতে এসে কানাডিয়ান ইনস্টিটিউটে ভর্তি হয়ে ভিজিট ভিসাকে স্টাডিতে পরিবর্তন করা যায়। এক্ষেত্রে হেলথকেয়ার, আইটি, সাপ্লাই চেইন, ট্রান্সপোর্টেশন এসব সাবজেক্টে পড়লে পরবর্তীতে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া সহজ হয়।
স্টার্টআপ বিজনেস ইমিগ্রেশনে কানাডা সরকার অনুমোদিত বিজনেস ইনকিউবেটার বা ভেনচার ক্যাপিটাল গ্ৰুপের মাধ্যমে ৫০,০০০ কানাডিয়ান ডলার ইনভেস্ট করে বিজনেস ইমিগ্রেশনে ফ্যামিলি নিয়ে কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার সুযোগ রয়েছে । এখানে যেকোনো বয়সের এপ্লিকেন্ট আবেদন করতে পারবেন। IELTS ৫ স্কোর ও সময় লাগবে মাত্র আট মাস।

বর্তমানে আইটি, রিয়েল এস্টেট, হেলথ কেয়ার, সাপ্লাই চেইন, ট্রান্সপোর্টেশন এসব সেক্টরে ইনভেস্টে সম্ভাবনা ভালো । স্টার্ট আপ বিজনেস আইডিয়া, প্ল্যান, ম্যানেজমেন্ট সব বিষয়ে ইমিগ্রেশনে সবচেয়ে বেশি সফলতা পাওয়া যায় ।
ভিজিটে কানাডা এসে ইনভেস্টমেন্টের মাধ্যমে স্টার্টআপ বিজনেস ইমিগ্রেশনে ফ্যামিলি নিয়ে কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া সম্ভব।

25/01/2024

সুখবর দিল জার্মানি!
২০২৪ সালে জার্মানি ২৬ হাজার ২২১ জন শ্রমিক নিবে বিনা খরচে ! সর্বনিম্ন বেতন ২ লাখ ২৫ হাজার টাকা।

ইউরোপের এক নম্বর অর্থনীতির প্রভাবশালী ধনী দেশ জার্মানি! বিভিন্ন খাতে শ্রমিক হিসেবে বড় ধরনের নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। বিনা খরচে অন্তত ২৬ হাজার ২২১ জন লোক নেবে তারা।

শিক্ষকতা, স্বাস্থ্যসেবা, কৃষি, নির্মাণ, প্রযুক্তিসহ নানা খাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী নেবে জার্মানি। ইংরেজি ভাষা দক্ষতার মান বিবেচনার আইইএলটিএস ছাড়াই খাতগুলোয় আবেদন করার সুযোগ পাবেন আগ্রহীরা।

আগ্রহী প্রার্থীদের জার্মানি সরকারের ওয়েবসাইটে গিয়ে ‘ওয়ার্কিং ইন জার্মানি’ অপশনে ক্লিকের পর ‘প্রোফেশনস ইন ডিমান্ড, জব লিস্টিং’ ক্যাটাগরিতে পছন্দসই চাকরির বিজ্ঞপ্তি খুঁজে নিতে হবে। কোনো ফি ছাড়াই আবেদন করা যাবে।

স্বাস্থ্যসেবা, শিক্ষকতা খাতে ৬ হাজার ৯ জন,
নির্মাণ খাতে ২ হাজার ৪৯৯ জন,
লজিস্টিকস, সেফটি অ্যান্ড সিকিউরিটি খাতে ১ হাজার ৫১৪ জন,
ব্যবসা প্রতিষ্ঠান, আইন ও প্রশাসন খাতে তারা নিয়োগ দেবে ২ হাজার ৩৯১ জন।রয়েছে আরো অনেক খাত..
সব তথ্য জার্মান সরকারের ওয়েব সাইট থেকে পাবেন।

সঠিক তথ্য পেতে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে Visa Award & Immigration পেজটির সাথে যুক্ত থাকুন।
ধন্যবাদ

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Visa Award & Immigration posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Visa Award & Immigration:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share