![আশ্বিন মাসে বাপের বাড়ি আসে ভগবতী - আমরা আয়োজন করছি শনিবার, নবমীর দিন । তোমরা যদি আমাদের এই আয়োজনে যোগদান কর, তাহলে খু...](https://img4.travelagents10.com/424/187/122168920124241872.jpg)
25/09/2024
আশ্বিন মাসে বাপের বাড়ি আসে ভগবতী - আমরা আয়োজন করছি শনিবার, নবমীর দিন । তোমরা যদি আমাদের এই আয়োজনে যোগদান কর, তাহলে খুব খুশি হব । আর একান্তই যদি যোগদান করতে না পার তবে বাড়ির গুরুজন বা পরিবারের অন্যান্য সদস্যদের যোগদানের জন্য উৎসাহিত করতে পার অথবা নিজেদের বন্ধু ও আত্মীয়দের মধ্যে এই উদ্যোগের খবর ভাগ করে নেওয়ার অনুরোধ রইল , যাতে তারা ইচ্ছুক হলে এই উদ্যোগে সামিল হতে পারেন।