12/02/2017
ওলন্দাজদের দেশে কিছুদিন (Amsterdam, Netherlands)
ক্যাপ্টেন ঘোষণা করলো আর কিছুক্ষনের মাঝে প্লেন ল্যান্ড করবে সিপূল (Schiphol) এয়ারপোর্ট এ; তাকিয়ে আছি সিট্ এর সামনের স্ক্রিন এ, দেখছি কিভাবে altitude কমে আসছে। স্ক্রিনে altitude দেখাচ্ছে - ৭ ফিট তখনও প্লেনের চাকা রানওয়ে ছোয়নি!! যখন ল্যান্ডিং করলো অল্টিটুডে -১১ ফিট, আমস্টারডামের এই এয়ারপোর্ট সমুদ্রপৃষ্ট থেকে ১১ ফিট নিচে অবস্থিত!! দীর্ঘ ১৮ ঘন্টা জার্নির পর চলে আসলাম নেদারল্যান্ডস এ, নেদার শব্দের অর্থ নিচু, স্থানীয়রা হল্যান্ড ও বলে।
পৃথিবীর অন্যতম শান্তিপূর্ণ এই দেশে সম্প্রতিকালে ১৯ টি কারাগার বন্ধ হয়ে গেছে বন্দীর অভাবে!! আমার ধারণা এই দেশের সাংবাদিকদের দিনের পর দিন অপেক্ষা করতে হয় একটি অপরাধ বিষয়ক সংবাদের জন্য। রাত ২ /৩ টা পর্যন্ত হেটে বেড়িয়েছি কোন ধরণের ভয় ও কাজ করেনি আর দুর্ঘটনাতো দূরের কথা। নেদারল্যান্ড এর রাজধানী আমস্টারডাম। আমসটেল নদীর উপর গড়ে ওঠা এই শহরে রয়েছে ১৬৫ টি খাল (canals) এবং প্রায় ১৫০০ ব্রীজ। ৪০০ বছর আগের এই শহর বেব্যস্থাপনা দেখলে যে কেউ অবাক হয়ে যাবে। পানি সম্পদ ব্যবস্হাপনায় ডাচরা এখন পৃথিবীর ১ নম্বর। (ছবি - https://goo.gl/DhCbdh )
অত্যান্ত চমৎকার এই শহরের ঘর গুলো ইউরোপের অন্যান দেশের থেকে আলাদা। বড় বড় জানালার বাড়ী, উচ্চতা ৫/৬ তলার মতো, তাছাড়া ও রয়েছে ২৫০০ এর মত বোট হাউস (ছবি - https://goo.gl/KXXSdU ) । আমস্টারডাম এর সব বাড়ী সরু ধরণের, কারণ এইখানে ট্যাক্স দিতে হয় বাড়ীর প্রশস্ততা অনুযায়ী। আমস্টারডাম সবচেয়ে প্রশস্ত বাড়ী ২২ মিটারের যা কিনা ১৬৬০ সালে সম্পদশালী ট্রিপ্স পরিবারের ছিলো । একদিন মি. ট্রিপ্স এর ড্রাইভার (coachmen) আপেক্ষ করে বললো “আমার যদি আমার মনিবের বাড়ির দরজার সমান একটা বাড়িও থাকো তাহলে ও আমি অনেক সুখী হতাম” । এই কথা শুনে মি. ট্রিপ্স তার বাড়ীর ঠিক উল্টো দিকে তার দরজার সমান প্রসস্থ একটা বাড়ী করে দিলেন যা এখন ইউরোপের সবচেয়ে সরু বাড়ি এর প্রস্থ ২.২ মিটার । (ছবি - https://goo.gl/kAK4Sv )
ডাচরা খুব চমৎকার, যেকোনো সাহায্যে এগিয়ে আসে এবং হাসিখুশি। পৃথিবীর সবচেয়ে লম্বা জাতী, এদের গড় উচ্চতা ৬ ফিটের উপরে!! ডাচদের অন্যতম একটা বৈশিষ্ট হচ্ছে এরা স্পষ্টভাষী, কারো কোনো কিছু খারাপ লাগলে কোন ধরনের ভনিতা ছাড়া বলে ফেলবে । দেশ ও জাতী নিয়ে এরা অনেক গর্বিত তাই কথায় কথায় বলে “This is very dutch” (উন্নত কোয়ালিটি আর straight forwardness বুঝানোর জন্য)
ডাচ সংস্কৃতির সাথে সাইকেলের রয়েছে এক অবিচ্ছেদ অংশ। সবাই, এমনকি প্রেসিডেন্ট ও সাইকেল চালিয়ে অফিস করেন। পুরো শহর জুড়ে রয়েছে সাইকেলের জন্য আলাদা রাস্তা । ট্রাম এ চড়ে শহরের যেকোনো জায়গায় সহজে যাওয়া যায়, ট্রাম থেকে শহর টা দেখতে বেশ ভালো লাগে। (ছবি - https://goo.gl/MJbZmg )
পৃথিবীর অন্যতম লিবারেল এই দেশে বিধিনিষেধ অনেক কম, জন্মেছে অনেক জনপ্রিয় চিত্রশিল্পী । ভ্যানগগ এর মিউজিয়াম রয়েছে আমস্টারডাম এ । নেদারল্যান্ডস এর চিজ এর ক্ষেতি রয়েছে সারা বিশ্ব জুড়ে, McDonalds, BurgerKing এর মত বিখ্যাত ফাস্টফুড চেইন গুলো ডাচদের চিজ ব্যবহার করে | তবে কফির জন্য কোন কফি শপে ঢু মারলে বিড়ম্বনায় পড়তে হবে বৈকী !! (ছবি - https://goo.gl/7mLZ45 )
হালের রোমান্টিক মুভি “The fault in our stars” চিত্রায়িত হয় আমস্টারডাম এ, দর্শনীয় স্থানের মাঝে রয়েছে ডেম স্কোয়ার, রিজ্ক মিউজিয়াম, ভ্যান গগ মিউজিয়াম, ক্যানাল ট্যুর, রেড লাইট ডিস্ট্রিক্ট, আনা ফ্রাঙ্ক হাউস, উইন্ডমিল, টিউলিপ বাগান। যারা ইউরোপে থাকেন অথবা ঘুরতে যাবেন তাদের জন্য মাস্ট সি । (ছবি - https://goo.gl/ln2kxu ওhttps://goo.gl/OGpeZQ )
প্রিয় এই শহরের স্নিগ্ধতা যে কাউকে ভাবুক করে তুলবে আর এই কারণে হয়তো এতো শিল্পীর জন্ম এখানে । ট্রাম আর পায়ে হেটে দেখার জন্য চমৎকার এক শহর । আমস্টারডাম থেকে দেশে ফেরার পথে অর্ধাঙ্গিনীর জন্য নিয়ে এসেছিলাম এক গুচ্ছ টিউলিপ https://www.facebook.com/images/emoji.php/v7/f4c/1/16/1f642.png:)
***** পূর্বের ভ্রমণ কাহিনী *****
সমুদ্র পথে বিদেশ ভ্রমণ (সিঙ্গাপুর - মালয়েশিয়া - থাইল্যান্ড)
https://goo.gl/IvGlUW
তিন গোয়েন্দার শহর, লস এঞ্জেলেস
https://goo.gl/MIhqw9
সুইটজারল্যান্ডর অন্যতম সুন্দর গ্রাম, গ্রীনডেলওল্ড
https://goo.gl/z7Y382
ভবিষ্যতের শহর, দুবাই
https://goo.gl/nPJ34d
মধ্যবিত্তের ইউরোপ ভ্রমণ
https://goo.gl/G6AsQA
(Collected)