09/02/2019
শ্রীমংগল শহরের পূর্ব্দিকে ২০ মাইল দূরুত্বে হাইল হাওরের ১০০ হেক্টর জলাশয়ের নাম বাইক্কা বিল।পাবদা, মেনি, আইড়, রুই, কই, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির দেশি মাছের রাজত্ব বাইক্কা বিলে।
এ ছাড়া যে বিশেষ কারণে বাইক্কা বিল বিখ্যাত তা হচ্ছে এখাঙ্কার পাখি।বালিহাসঁ এই বিলের স্থায়ী বাসিন্দা।সারা বছরই এই বুনো হাসঁটিকে দেখা যায়। এছাড়াও প্রায় ৪০ প্রজাতির পাখির সন্ধান পাওয়া গিয়েছে।সেইজন্যই বাইক্কা বিল সেশ-বিদেশের পাখি প্রমিকেদের কাছে তীর্থস্থান।
কিভাবে যাবেনঃ ঢাকা থেকে বাসে বা ট্রেনে যেতে হবে চায়ের শহর শ্রীমংগল। শ্রীমংগল নেমে সিনজিচালিত অটোরিকশা কিংবা মাইক্রোতে চেপে বাইক্কা বিল। এছাড়াও লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ পুরো শ্রীমংগল ঘুরে আসতে পারেন।
থাকার সুবিধাঃ
১। মঙ্গল রিসোর্ট, পাওয়ার গ্রীড রোড, উত্তর সুর, শ্রীমঙ্গল। মোবা: ০১৭৪৮৭০৯৪৯০
২। রেইন ফরেষ্ট রিসোর্ট , উত্তরসুর শ্রীমঙ্গল । মোবা: ০১৯৩৮৩০৫৭০৬
৩। সবুজবাংলা আবাসিক হোটেল হবিগঞ্জরোড, শ্রীমঙ্গল। মোবা: ০১৭৩২৪১৯২৬০
৪। হোটেল নীলিমা আবাসিক, হবিগঞ্জরোড, শ্রীমঙ্গল। মোবা: ০১৭২৪৭৫৯৮৫৭
৫। গ্রীন ভিউ রেষ্ট হাউস সাগরদিঘী রোড, শ্রীমঙ্গল। মোবা: ০১৭১৯৮৯৬৭৮৮
খাওয়ার সুবিধাঃ
১। কুটুমবাড়ী রেষ্টুরেন্ট, স্টেশন রোড, শ্রীমঙ্গল। মোবা:০৮৬২৬৭২২৯৫, ০১৯১৭৭২৯৭৮০
২। গ্রামবাংলা রেসেত্মারা , স্টেশন রোড, শ্রীমঙ্গল। মোবা: ০১৭১৮৫৯৪৮০২
৩। আগ্রা কন্টিনেন্টাল রেষ্টুরেন্ট, গুহ রোড, শ্রীমল। মোবা: ০৮৬২৬৭১১৪১, ০১৭৫৬০১১৬৬৭
৪। শাহ জালাল হোটেল এন্ড রেষ্টুরেন্ট, স্টেশন রোড, শ্রীমঙ্গল। ০১৭৩১৯৫৮৬৮১
৫। জিলানী হোটেল এন্ড রেষ্টুরেন্ট, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল। মোবা: ০১৭১১৬৮৬৪৪