Ziyarah Travels & Tours

  • Home
  • Ziyarah Travels & Tours

Ziyarah Travels & Tours Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ziyarah Travels & Tours, .
(43)

OMRAH
23/03/2017

OMRAH

সুন্দরবনে যতগুলো বৈচিত্রময় স্থান রয়েছে কাটকা তার মধ্যে অন্যতম। ঘুরে আসুন কাটকা বীচ
10/08/2016

সুন্দরবনে যতগুলো বৈচিত্রময় স্থান রয়েছে কাটকা তার মধ্যে অন্যতম। ঘুরে আসুন কাটকা বীচ

28/07/2016
”পর্যটন শিল্পের অজানা স্থান নওগাঁর ”জবই” বিল ।==================================ঐতহ্যিবাহী বিলটি উত্তরে ভারতরে সঙ্গে সম্...
18/06/2016

”পর্যটন শিল্পের অজানা স্থান নওগাঁর ”জবই” বিল ।
==================================

ঐতহ্যিবাহী বিলটি উত্তরে ভারতরে সঙ্গে সম্পৃক্ত হয়ে বাংলাদশেরে সাপাহার উপজলোকে দুটি ভাগে বভিক্ত করে দক্ষণিে পুর্ণভবা নদীতে মলিতি হয়ছে। বিলটির প্রকৃত নাম হচ্ছে ‘দামুর মাহলি’ বিল। জবই গ্রামরে পাশ দয়িে প্রবাহতি হওয়ায় পরর্বতীতে মানুষরে মুখে মুখে এ বিলের নামকরণ হয়ছেে জবই বিল। সরকারী রর্কেড অনুযায়ী এই বিলের আয়তন প্রায় ১ হাজার একর। কন্তিু র্বষাকালে দু’ক’ল ছাপয়িে এর আয়তন বৃদ্ধি পয়েে হয় প্রায় ৩ হাজার একর। অতীতে বভিন্নি প্রকার প্রাকৃতকি মাছে ভরা থাকত এ বিল। শীত কালে সুদুর সাইবরেীয়া থকেে অসংখ্য অতথিি পাখী আসত এখান। এই বিলে এক কলিোমটিার এপ্রোচ সড়ক এবং এই সড়কে ২শ’ মটিার একটি সতেু নর্মিাণ করা হয়।সাপাহার উপজলোর মানুষরে বনিোদনে তমেন কোন জায়গা না থাকায় এখানকার মানুষ জবই বিলের বশিাল রুপালী জলরাশি এবং প্রাকৃতকি সৌন্দয্য বশিষে দুই ঈদে সময় কাটাতে তারা এ বিলে গয়িে নৌকা বাইচ দখেে আনন্দ উল্লাস করে থাকনে।বর্ষাকালেই এ বিল তার প্রকৃত রুপ মেলে ধরে। এই বর্ষাই ঘুরে আসতে পারেন নওগাঁর ”জবই” বিল থেকে।

আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে,আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে----
14/06/2016

আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে,
আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে----

Today is rainy day.
11/06/2016

Today is rainy day.

সুন্দরবনের চেয়ে কম সুন্দর নয় ভোলার কুকরি-মুকরি=======================================এম আবু সিদ্দিক, চরফ্যাশন থেকে ॥ ভোল...
11/05/2016

সুন্দরবনের চেয়ে কম সুন্দর নয় ভোলার কুকরি-মুকরি
=======================================

এম আবু সিদ্দিক, চরফ্যাশন থেকে ॥ ভোলার চরফ্যাশনের চর কুকরি-মুকরিতে মানবসৃষ্ট হাজার হাজার হেক্টর এলাকা নিয়ে সুন্দর বনের আদলে গড়ে উঠেছে দ্বিতীয় সুন্দরবন। প্রাকৃতিক ভাবে নয়, বরং প্রকৃতি এবং মানুষের যৌথ অবদানে বিকশিত হচ্ছে এই সুন্দরবন। আগামি ১ যুগ পরে দেশের দ্বিতীয় সুন্দরবন হিসেবে স্বীকৃতি অর্জনের লক্ষ্যে সরকারি অর্থায়নে কুকরি-মুকরি বন বিভাগ এই প্রকল্প পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে।
প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা আর সাগর মোহনায় নতুন চর ভূমিকে স্থায়ী করতে ১৯৭২ সনে চরফ্যাশনের চর কুকরি-মুকরি সহ দক্ষিন উপকূল জুড়ে প্রাকৃতিক ও মানব সৃষ্ট সৃষ্টি হয় ম্যানগ্রোভ বনাঞ্চল। ১৯৯০ সনে বন বিভাগের গবেষনা বিভাগ এই প্রকল্পের আওতায় আন্ডার প্লান্টিং প্রক্রিয়ায় সুন্দরবন থেকে কেওড়া, খলসী, বাইন, রেইনট্রি, ফলজ গাজ ও বিভিন্ন গাছের বীজ সংগ্রহ করে বনের ভিতরে চারা উৎপাদন করা হচ্ছে। সেই চারা চর দিঘল, নার্সারীর খাল, চর শফি, চর জমির, চর ইসলাম, চর দিঘল, পশ্চিম দিগল, জাইল্যার চরে ১৬ হাজার একর বাগানে রোপন করা হয়েছে। যার ৭৫ ভাগ গাছ লম্বা হয়েছে ৪০ থেকে ৫০ ফুট। কুকরী রেঞ্জের কর্মকর্তা জানান, এক সময় কুকরিতে সুন্দরবন থেকে চারা এনে লাগানো হতো এখন বনবিভাগ সুন্দরবন থেকে আনা বীজ থেকে চারা উৎপাদন করে সমগ্র কুকরিতে চারা রোপন করা হয়েছে। বন বিভাগর একটি প্রকল্প এই কর্মসূচী গ্রহণ করেছে। কুকরির বন বিভাগের সহকারি রেঞ্জার জানান, এই প্রকল্পে শুধু নারী শ্রমিকরা কাজ করছে প্রায় ১০ হাজার হেক্টর সংরক্ষিত ম্যানগ্রোভ বাগানে সুন্দরবনের সিডবেডে বীজের অঙ্কুরোদম নতুন নতুন বাগানে সাড়িবদ্ধভাবে লাগানো হয়েছে।
কুকরি বন গবেষনা কেন্দ্রের কর্মকর্তা জানান, উপকূলের ম্যানগ্রোভ বাগানে প্রাকৃতিক ভাবে গড়ে উঠা অনেক গাছ মরে যাচ্ছে তাই সুন্দরবনের বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা ও বীজ রোপন করা হয়েছে প্রাকৃতিক নৈসর্গিক বন বনাঞ্চল বেষ্ঠিত চর কুকরি মুকরিতে।
গবেষনা কর্মকর্তা আশা করছেন আগামী ১ যুগ পরে সৃজিত গাছের মনোরম দৃশ্য সুন্দর বনের চেয়ে কম সুন্দর নয়।

সংগৃহিতঃ Banglarkantha

04/05/2016

প্রকৃতি প্রেমী আমাদের সবাইকে পাহাড় আর্কষন করে। বাংলাদেশে নৈসর্গিক সৌন্দযের পাহাড় রয়েছে বেশ। নীলগিরি এমনই একটি পাহাড়ী পর্যটন কেন্দ্র। যেখানে মেঘের দল সবসময় ছুটাছুটি করে, মাঝে মাঝেই বৃস্টির আনাগোনা আর দুর পাহাড় থেকে বয়ে আসা শীতল বাতাসের শোঁ শোঁ ধ্বনির সঙ্গে খোলা আকাশকে দেখে মুগ্ধ হবেনই।

22/04/2016

ঐতিহাসিক খেরুয়া মসজিদ বগুড়া।
=====================
ঐতিহাসিক মসজিদটি বগুড়া জেলার শেরপুর উপজেলার খন্দকারতলা গ্রামে অবস্থিত।এটি ১৫৮২ খ্রিষ্টাব্দে মীর্জা মুরাদ খান তৈরি করেন এটি। আফগান বংশভুত মীর্জা মুরাদ খান ছিলেন মাসুম খান কাবুলির অনুগত।তিনি মুঘল আমলে বাংলাকে স্বাধীন ঘোষণা করে নিজেকে ‘সুলতান’ হিসেবে অভিহিত করেন।সেই বিদ্রোহের সময় খেরুয়া মসজিদ আন্দোলনের মূল কেন্দ্র হিসেবে কাজ করত।মসজিদটি শেরপুর মূল উপজেলা শহর থেকে ৪ কিলোমিটার ভিতরে অবস্থিত।

02/04/2016

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি যাত্রীবাহী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১৫ মে থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে সেবা চালু করবে।

23/03/2016

কুয়াকাটা সমুদ্র সৈকতের তিন দিকে বঙ্গোপসাগর। উপকূলজুড়ে বনভূমির শীতল পরশ, সমুদ্র সৈকতের মায়াবী পরিবেশ প্রেম জাগিয়ে তোলে সবার মনে। ঠিক এ রকমই স্বপ্নময় রহস্য ঘেরা স্থান কুয়াকাটা। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপালী ইউনিয়নে অবস্থিত সমুদ্র সৈকত বাংলাদেশের সর্বাপেক্ষা আকর্ষণীয় সমুদ্র সৈকত কুয়াকাটা ।…

Safari Park Bangkok.
20/03/2016

Safari Park Bangkok.

12/03/2016

নাটোরের রাজবাড়ি বাংলাদেশের একটি অতি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। অনেক রাজা-প্রজার স্মৃতি বিজড়িত এ ঐতিহাসিক স্থান দর্শনে প্রায় প্রতিদিনই হাজার হাজার লোকের ...

Bangladesh Team ready to play Asia Cup 2016 Final match against India. We hope our team will play best & win the match. ...
06/03/2016

Bangladesh Team ready to play Asia Cup 2016 Final match against India. We hope our team will play best & win the match. Pls every body pray for them.

02/03/2016

ZIYARAH AVIATION’ এর সর্বনিম্ন মুল্যে ঘুরে আসুন ভূটান ; তিন রাত চার দিন; জন প্রতি ৩৭,৯০০/- টাকা প্যাকেজ এ অন্তর্ভুক্ত – এয়ার টিকেট,৩ স্টার হোটেল, এয়ারপোর্ট পিকআপ ড্রপ, প্রতিদিন সিটি ট্যুর, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার । কোন সার্ভিস চার্জ ও ভিসা ফি নেই ।

Kunming China
28/02/2016

Kunming China

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Ziyarah Travels & Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ziyarah Travels & Tours:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share