Taqwa International Tours & Travels

  • Home
  • Taqwa International Tours & Travels

Taqwa International Tours & Travels Taqwa International Tours & Travels is a company which is always ready to serve like world wide ticketing, reservation & tour packages etc.

অফার -------------------------অফার----------------------অফার,বিমান টিকেট এর উপর আমরা নিয়া এলাম, বিমান টিকেট অফার।DAC - C...
17/05/2018

অফার -------------------------অফার----------------------অফার,
বিমান টিকেট এর উপর আমরা নিয়া এলাম, বিমান টিকেট অফার।
DAC - CAN- DAC (ঢাকা- গুয়াংঝো- ঢাকা)

ভাড়া মাত্র ২৯,৯৯৯/=

যোগাযোগ : মোঃ ওমর ফারুক - ০১৮১১ ৯৫৪৯১৯
মোঃ আলী আকবর মোল্লা - ০১৮৪২-২০১৫৭২
Taqwa International Tours & Travels.
অফিস : গ-৪০/১, শাহজাদপুর,গুলশান,ঢাকা -১২১২
টেলিফোন : ০২-৮৮৯৯০২০
মোবাইল : ০১৮৪৮-৩০৩৭৯১-৫ 🤳

 #মৈত্রী_এক্সপ্রেস (ঢাকা টু কলকাতা)ট্রেনের বিস্তারিত সময়সূচী ও ভাড়ার বিবরণঃবর্তমান সময়ে আমরা প্রায়ই বিভিন্ন কাজে ভার...
24/04/2018

#মৈত্রী_এক্সপ্রেস (ঢাকা টু কলকাতা)
ট্রেনের বিস্তারিত সময়সূচী ও ভাড়ার বিবরণঃ

বর্তমান সময়ে আমরা প্রায়ই বিভিন্ন কাজে ভারত যাচ্ছি। অনেকেই পড়াশোনা, চিকিৎসা, ভ্রমন ইত্যাদি কাজে ভারত যাচ্ছে। সুতরাং আপনি ট্রেন দিয়ে ভারত যেতে পারবেন। মৈত্রী ট্রেন হচ্ছে ঢাকা এবং কলকাতা অল্প খরচে যাওয়ার সহজ মাধ্যম। জেনে নিন ট্রেনটির বিস্তারিত তথ্যঃ-

#ট্রেন কখন ছাড়ে ঢাকা থেকে?
ঢাকা থেকে সকাল ৮ টা ১৫ মিনিটে ছাড়ে। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছাড়ে। আর টিকিট কাটতে হবে কমলাপুর রেল স্টেশনে গিয়ে। কলকাতা ট্রেনের টিকিট আর কোথাও বিক্রি করে না।

#ট্রেনের রিটার্ন টিকিট কাটা যায়?
হ্যাঁ। তবে কলকাতা টু ঢাকার ট্রেনের টিকিট কমলাপুর রেল স্টেশন থেকে কাটতে পারবেন, তবে ২০% টিকিট দিতে পারে ঢাকা থেকে। সেক্ষেত্রে আপনার ভাগ্য ভালো থাকলে পাবেন অথবা পাবেন না। আর বাকি ৮০% টিকিট কলকাতা কাউন্টার থেকে দিয়ে থাকে।

#কি বার ছাড়ে ঢাকা এবং কলকাতা থেকে?
ঢাকা টু কলকাতাঃ শুক্রবার (৩১০৭), শনিবার (৩১১০), রবিবার (৩১০৭), বুধবার (৩১১০)।
কলকাতা টু ঢাকাঃ শনিবার (৩১০৮), সোমবার (৩১০৮), মঙ্গলবার (৩১০৯), শুক্রবার (৩১০৯)।

#কত করে ভাড়া এডাল্ট এবং শিশুদের জন্য?
এসি সীট= ৩৪০০ টাকা (সর্বমোট)
এসি চেয়ার= ২৫০০ টাকা (সর্বমোট)
শিশুদের জন্য ৫০% ডিস্কাউন্ট হবে যদি ১ থেকে ৫ বছরের মধ্যে বয়স হয়ে থাকে নতুবা ফুল ভাড়া দিয়ে টিকিট কাটতে হবে। পাসপোর্ট অনুসারে বয়স ধরা হয়ে থাকে। আর প্রতি জনের টিকিট কাটতে গেলে ১০০% ট্রাভেল ট্যাক্স দিয়ে ট্রেনের টিকিট কাটতে।
আগে ট্রাভেল ট্যাক্স ছিল প্রতিজনের জন্য ৫০০ টাকা করে এখন প্রতিজনের জন্য ৫৪০ টাকা করছে যা জুলাই ১, ২০১৭ তারিখ থেকে কার্যকর হয়েছে। এটা শুধুমাত্র বেনাপোল বর্ডার দিয়ে যাওয়া আসা করবে তাদের জন্য।

#টিকিট কখন পাওয়া যাবে?
সকাল ৯ টা থেকে রাত ৭ টা পর্যন্ত টিকিট দেওয়া হয়। আর কমলাপুর রেল স্টেশন থেকে টিকিট পাবেন। আর ৩০ দিন আগ পর্যন্ত অগ্রিম টিকিট নিতে পারবেন তবে যাবার মিনিমাম ৫/৬ দিন আগে না নিলে টিকিট পাবেন বলে মনে হয় না কারণ প্রচন্ড চাপ থাকে।
৩১/৩২/৩৩ দিন আগে কোন অগ্রিম টিকিট নিতে পারবেন না মানে দিবে না। মানে ২ মাস আগে কোন টিকিট দেওয়া হয়না। আপনি সর্বোচ্চ ৩০ দিন আগের টিকিট নিতে পারবেন।

#কত কেজি পর্যন্ত নিতে পারবেন?
একজন পূর্ণ বয়স্ক ব্যক্তি ৩০ কেজি পর্যন্ত ফ্রি নিতে পারবেন মানে একটা লাগেজে ৩০ কেজি পর্যন্ত নিতে পারবেন। আর শিশুদের ক্ষেত্রে ২০ কেজি পর্যন্ত মানে সাথে যদি বাচ্চা থাকে তার জন্য ২০ কেজি পর্যন্ত ফ্রি নিতে পারবেন।

#ওজন (৩০ কেজি) বেশি নিলে কত চার্জ দিতে হবে?
৩১ কেজি থেকে ৫০ কেজি হলে প্রতি কেজিতে ২ ডলার করে এক্সট্রা ফি দিতে হবে এবং ৫০ কেজি + হলে প্রতি কেজিতে ১০ ডলার করে গুনতে হবে।

#ট্রেন কখন পৌঁছাবে ঢাকা থেকে কলকাতা?
ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সকাল ৮ টা ১৫ মিনিটে (বি.এস.টি) ছাড়বে আর কলকাতা পৌঁছাবে ১৬ টার (আই.এস.টি) দিকে। তবে মাঝে মাঝে লেট হতে পারে সেক্ষেত্রে সন্ধ্যা ৭ টা বাজতে পারে।

#ট্রেন কখন পৌঁছাবে কলকাতা থেকে ঢাকা?
কলকাতা থেকে সকাল ৭ টা ১০ মিনিটে (আই.এস.টি) ছাড়ে আর ঢাকা আসে ১৬ টা ০৫ মিনিটে (বি.এস.টি)। আর দেরি হলে সন্ধ্যা ৬/৭ টা পর্যন্ত হতে পারে।

#কত সময় লাগে ট্রেনে যেতে বা আসতে?
ভ্রমণ এর মোট সময় ৮ঃ৩০ ঘণ্টার মতো তবে মাঝে মাঝে দেরি হলে হয়তো সর্বোচ্চ ১১ ঘণ্টা হতে পারে এর বেশি নয়। মোট ঢাকা টু কলকাতা ৪০০ কি.মি. পথ যেতে হয়। আর ট্রেনের গড় স্পিড থাকে ৪৫/৪৭ কি.মি. ঘন্টায়।

22/04/2018

সুখবর !! সুখবর !! সুখবর !!
বৈশাখের মাসে আপনারা পাচ্ছেন বৈশাখী অফার ????
থাইল্যান্ডের ভিসা ফি মাত্র ৩৬৫০ টাকায় ..........
তাই লুফে নিন আপনার অফার আর ঘুরে আসুন থাইল্যান্ড।।
আমরা থাই দূতাবাসের অনুমোদিত ভিসা এজেন্ট।।
Required Documents:
1.Passport Validity At Least 6 Month & old Passport Copy (If Any)
2.Bank Statement last 6 Month (Per Head 1 Lac within 15 days)
3.Bank solvency Certificate Original
4.Visiting Card 2 Copy
5.NOC Latter in Company PAD for Job Holder
6.Trade License with Notary for Businessman
7.Company Blank PAD for Forwarding (Businessman)
8.2 Copy Photo recent (35mm X 45mm) White Background
9.Previous Visa Copy ( If Any)
10.Official New ID Card (Optional)
11.Children birth certificate, School /Collage /University ID Card (Optional)
12.Marriage Certificate (Optional)
আমরা সব সময়ই আছি আপনাদের সেবার জন্য।
ভিসা, হোটেল, কিংবা প্যাকেজ এবং বিমান টিকেট সংক্রান্ত যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন এই নাম্বার গুলোতে...
1.Md. Omar Faruk
01811-954919
2. Ali Akbar Molla
01731-201572
3. Md. Kamrul Hasan
01952-833100
4.Md. Faruk
01848-303792
অফিস নাম্বার ঃ 01848-303791-5.
টেলিফোন নাম্বার ঃ ০২-৮৮৯৯০২০
অফিস ইমেল ঃ [email protected]
অফারটি চলবে এই বৈশাখ মাস পর্যন্ত।।

Send a message to learn more

21/04/2018

বিভিন্ন দেশের ভিসা প্রসেস,এয়ার টিকেট,প্যাকেজ ট্যুর সম্পর্কে জানতে চলে আসুন আমাদের অফিসে অথবা কল করুনঃ
০১৮১১-৯৫৪৯১৯ (মোঃ ওমর ফারুক)
০১৮৪২-২০১৫৭২ (আলী আকবর মোল্লা)
০১৮১২-০৭৭৮৮২ (মোঃ কামরুল হাসান)
০১৮৪৮-৩০৩৭৯২ ( ফারুক)
০১৮৪৮-৩০৩৭৯১-৫ ( অফিস )
০২-৮৮৯৯০২০ ( অফিস টেলিফোন)
ইমেল ঃ [email protected]
💥ভিজিট ভিসা প্রসেস, প্যাকেজ ট্যুর, বিমান টিকেট এবং হোটেল বুকিং সেবার জন্য তাকওয়া ইন্টারন্যাশনাল ট্যুরস এন্ড ট্র্যাভেলস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান,
#সম্মানিত_গ্রাহকদের_উদ্দেশ্যে_জানাচ্ছিঃ
"অফিসে ক্যাশ পেমেন্ট ছাড়া আর্থিক লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ।"
অফিস ঠিকানা ঃ গ-৪০/১,শাহজাদপুর,গুলশান, ঢাকা -১২১২

Taqwa International Tours & Travels
21/04/2018

Taqwa International Tours & Travels

Please Contact USMD. Omar Faruk01811-954919MD. Kamrul Hasan01812-077882
11/04/2018

Please Contact US
MD. Omar Faruk
01811-954919
MD. Kamrul Hasan
01812-077882

আমরা আপনাকে দিচ্ছি সল্প খরচে এবং সল্প সময়ে দুবাই ভ্রমণ ভিসা..... আজই যোগাযোগ করুণ...Cell:01811-954919 or 01842-201572
11/04/2018

আমরা আপনাকে দিচ্ছি সল্প খরচে এবং সল্প সময়ে দুবাই ভ্রমণ ভিসা..... আজই যোগাযোগ করুণ...
Cell:01811-954919 or 01842-201572

Our Office Authorized Visa Agents in Thailand EmbassyThai visa in Progress..........&Travels.Ga-40/1,Shahjadpur, Gulshan...
28/02/2018

Our Office Authorized Visa Agents in Thailand Embassy
Thai visa in Progress..........
&Travels.
Ga-40/1,Shahjadpur, Gulshan - 1, Dhaka- 1212
please contact
Tel :+88 02 8899020 Cell : +88 01848303791-5.
E-mail : [email protected]
[email protected]

Our Office Work in Progress..........&Travels.Ga-40/1,Shahjadpur, Gulshan - 1, Dhaka- 1212please contact Tel :+88 02 889...
27/02/2018

Our Office Work in Progress..........
&Travels.
Ga-40/1,Shahjadpur, Gulshan - 1, Dhaka- 1212
please contact
Tel :+88 02 8899020 Cell : +88 01848303791-5.
E-mail : [email protected]
[email protected]

Taqwa International Tours & Travels Office : Ga-40/1, 1st Floor,Shahjadpur, Gulshan Dhaka-1212                   এর পরিব...
13/02/2018

Taqwa International Tours & Travels
Office : Ga-40/1, 1st Floor,Shahjadpur, Gulshan Dhaka-1212

এর
পরিবারে তরফ থেকে সকল দেশ বাসি কে জানাই,
পহেলা বসন্তের শুভেচ্ছা ,

ওমরাহ্‌ জন্য চলে আসেন সরাসরি আমাদের অফিসে।Taqwa International Tours & Taqawa Travels Ga-40/1,1st Floor, Shahjadpur,Dhaka...
12/02/2018

ওমরাহ্‌ জন্য চলে আসেন সরাসরি আমাদের অফিসে।

Taqwa International Tours & Taqawa Travels
Ga-40/1,1st Floor, Shahjadpur,Dhaka-1212
Tel : +88 02 8899020, Cell : +88 01848303791-5
E-mail :[email protected]
[email protected]

27/12/2016

Taqwa International Tours & Travels

Our Services :
 International & Domestic Air Ticket
 World Wide Hotel Reservation
 International & Domestic Package Tour Processing
 Manpower Processing
 Malaysia Tourist Visa Processing
 Malaysia Student Visa Processing
 Thailand Tourist Visa Processing
 Singapore Tourist Visa Processing
 Indonesia Tourist Visa Processing
 China Visa Processing
 Hong Kong Visa Processing
 Philippine Tourist Visa Processing
 Egypt Visa Processing
 Turkey Tourist Visa Processing
 USA Visa Processing
 UK Visa Processing
 Canada Visa Processing
 New Zealand Student Visa Processing
 Any Schengen Country Visa Processing
Address: Ga-40/1, 1st Floor, Shahjadpur, Gulshan, Dhaka-1212
Tel: 02 8899020, Cell: 01848303791. 01848303792, 01848303793
01848303794, 01848303795
E-mail: [email protected]; [email protected]
Web: www.taqwaitt.com

24/12/2016
Ga-40/1, 1st Floor, Shahjadpur, Gulshan, Dhaka-1212.Bangladesh.Tel: 02 8899020, Cell: 01848303791-5E-mail: taqwaint.tour...
13/08/2016

Ga-40/1, 1st Floor, Shahjadpur, Gulshan, Dhaka-1212.Bangladesh.
Tel: 02 8899020, Cell: 01848303791-5
E-mail: [email protected]
Web: www.titt.com

একজন বাংলাদেশি হিসেবে আপনি গর্ব করতেই পারেন। কারণ ভিসা ছাড়াই শুধু বাংলাদেশের পাসপোর্টের জোরে আপনি ৫০টি দেশ ভ্রমণ করতে পা...
01/08/2016

একজন বাংলাদেশি হিসেবে আপনি গর্ব করতেই পারেন। কারণ ভিসা ছাড়াই শুধু বাংলাদেশের পাসপোর্টের জোরে আপনি ৫০টি দেশ ভ্রমণ করতে পারবেন। আর্থিক খাতের পরামর্শক প্রতিষ্ঠান আরটন ক্যাপিটাল প্রভাবশালী পাসপোর্টের তালিকা তৈরি করেছে, যেখানে বাংলাদেশের অবস্থান ৬৭তম।

অরটন ক্যাপিটালের নিয়ন্ত্রিত পাসপোর্ট ইনডেস্ক ডটঅর্গ ওয়েবসাইট সূত্রে জানা গেছে, বাংলাদেশি পাসপোর্টধারীরা ৫০টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এ দেশগুলোর কয়েকটিতে বাংলাদেশি পাসপোর্টধারীদের কোনো ভিসার প্রয়োজনই হয় না। বাকি দেশগুলোর প্রায় সবগুলোর ক্ষেত্রেই সেখানে পৌঁছে ‘অন অ্যারাইভাল ভিসা’ করে নিতে হবে। আর, দু-একটি দেশের ক্ষেত্রে ভিন্ন ব্যবস্থা প্রযোজ্য।

পাসপোর্ট ইনডেক্স ডটঅর্গে বিভিন্ন দেশের পাসপোর্টের প্রভাব নিয়ে ৮০ পর্যন্ত তালিকা করা হয়েছে, যেখানে বাংলাদেশের অবস্থান ৬৭। কোনো দেশের পাসপোর্টধারী ভিসা ছাড়াই অন্য দেশের যাওয়ার সংখ্যার ভিত্তিতে এই তালিকা করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও মাইক্রোনেশিয়া ও টোগোর পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ৫০টি দেশে ভ্রমণ করতে পারেন। পাসপোর্টের প্রভাবের তালিকায় সার্কভুক্ত দেশগুলোর অবস্থান হলো, আফগানিস্তান ৭৯ (পূর্বে ভিসা লাগবে না ৩৮ দেশে), ভারত ৫৯ (ভিসাহীন ৫৯), পাকিস্তান ৭১ (ভিসাহীন ৪৬), মালদ্বীপ ৫৩ (ভিসাহীন ৬৫), নেপাল ৭৯ (ভিসাহীন ৩৮), ভুটান ৭৯ (ভিসাহীন ৪০), শ্রীলংকা ৭০ (ভিসাহীন ৪৭)।
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাসপোর্ট হলো যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের। তালিকায় এক নম্বরে থাকা দেশ দুটির পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়াই ১৪৭ টি দেশে যাওয়া যায়। আর তালিকার একদম তলানিতে ৮০তম অবস্থানে আছে সাওটম ও প্রিন্সিপে, ফিলিস্তিন, সলোমন আইল্যান্ড, মিয়ানমার ও দক্ষিণ সুদান। এই দেশগুলোর পাসপোর্টে মাত্র ২৮টি দেশে ভিসা ছাড়া প্রবেশাধিকার আছে।

বাংলাদেশি পাসপোর্টধারীদের ৫০টি দেশে ভিসা ছাড়াই প্রবেশের অনুমতির কথা বলা হলেও পার্সপোর্ট ইনডেস্ক ডট অর্গ দেশগুলোর তালিকা প্রকাশ করেনি। আর উইকিপিডিয়া ও বিভিন্ন দেশের দূতাবাস সূত্রে নিন্মোক্ত ৪৫ টি দেশের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

উইকিপিডিয়া ও বিভিন্ন দেশের দূতাবাসের তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীদের কোনো ভিসাই লাগবে না এমন দেশগুলো হলো :

১. বাহামাস (চার সপ্তাহ পর্যন্ত)
২. বার্বাডোস (ছয় মাস)
৩. ডোমিনিকা (ছয় মাস)
৪. ফিজি (চার মাস)
৫. গাম্বিয়া (তিন মাস)
৬. গ্রানাডা (তিন মাস)
৭. হাইতি (তিন মাস)
৮. জ্যামাইকা
৯. লেসোথো (তিন মাস)
১০. মালাওয়ি (তিন মাস)
১১. মাইক্রোনেশিয়া (এক মাস)
১২. সেইন্ট কিটস অ্যান্ড নেভিস
১৩. সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডিনস (এক মাস)
১৪. ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
১৫. ভানুয়াতু (এক মাস)
১৬. মন্টসেরাত (তিন মাস)
১৭. টার্ক অ্যান্ড সিসেরো আইল্যান্ড (এক মাস)
১৮. ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড (এক মাস)
১৯. মাক্রোনেশিয়া (এক মাস)
২০. নিউয়ি (এক মাস)

বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যেতে পারবেন, তবে সেখানে পৌঁছে ভিসা করতে হবে এমন দেশগুলো হলো:

১. ভুটান
২. বলিভিয়া (তিন মাসের ভিসা)
৩. কেপ ভার্দে
৪. কমোরোস
৫. গিনি বিসাউ (তিন মাস)
৬. মাদাগাস্কার (তিন মাস)
৭. মালদ্বীপ (এক মাস)
৮. মাওরিতানিয়া
৯. মোজাম্বিক (এক মাস)
১০. নেপাল (এক মাস)
১১. নিকারাগুয়া (তিন মাস)
১২. তিমরলেস্টে (এক মাস)
১৩. টোগো (সাত দিন)
১৪. তুভালু (এক মাস)
১৫. উগান্ডা
১৬. বুরুন্ডি
১৭. জিবুতি (এক মাস)
১৮. আজারবাইজান (এক মাস)
১৯. ম্যাকাউ (এক মাস)

বাংলাদেশের পাসপোর্ট থাকলে ভিসা লাগবে না তবে বিশেষ অনুমোদন লাগবে এমন দেশগুলো হলো :

১. কিউবা (টুরিস্ট কার্ড জোগাড় করতে হবে, মেয়াদ তিন মাস)
২. সামোয়া (ঢোকার অনুমতিপত্র থাকলেই হলো, মেয়াদ দুই মাস)
৩. সেচেলেস (ভ্রমণের অনুমতিপত্র থাকতে হবে, মেয়াদ এক মাস)
৪. সোমালিয়া (ওই দেশে থাকা কেউ স্পন্সর করলে ভিসা পৌঁছেও করা যাবে, যার মেয়াদ হবে এক মাস। তবে সোমালিয়া পৌঁছানোর দুদিন আগে সেখানকার বিমানবন্দরে বিষয়টি জানিয়ে রাখতে হবে)
৫. শ্রীলংকা (ভ্রমণের জন্য ইলেকট্রনিক অনুমোদনপত্র, মেয়াদ এক মাস)
৬. লাওস (সরকারি কোনো সফরের নথিপত্র থাকলে ভিসা প্রয়োজন হবে না)

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Taqwa International Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share