08/04/2024
পুর্ণ সুর্যগ্রহনঃ সতর্কতা।
চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোন দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়।
সোমবার পুর্ণ সুর্য গ্রহন হবে। এসময় সুর্য থেকে অতি উচ্চ মাত্রার আলট্রা বায়োলেট রস্মি নির্গত হয়। এটি চোখের রেটিনার জন্য অত্যন্ত ক্ষতিকর। এসময় সুর্যের দিকে তাকাবেন না। কোন স্পেশাল সানগ্লাস দিয়ে তাকানোও ঠিক না। কারণ ব্যবসায়ীরা মুনাফার লোভে স্পেশাল সানগ্লাস ঘোষনা দিয়ে আপনার কাছে বিক্রয় করবে তাদের লাভের জন্য। আর যদি এটি ব্যবহার করার পরেও আপনার রেটিনার ক্ষতি হয়, তবে আপনি শেষ বয়সে অন্ধ হয়ে যাবেন। মনে রাখবেন, চোখের কর্ণিয়ার চিকিৎসা আছে, চোখে কৃত্রিম লেন্স লাগানো যায়, কিন্তু রেটিনা পরিবর্তনের উপায় এখনো আবিস্কার হয়নি। কাজেই সুর্য গ্রহণের সময় কোন উপায়েই সুর্য দেখার চেষ্ঠা করবেন না।
সূর্যগ্রহণের সময়ে খালি চোখে সূর্যের দিকে তাকালে এক্লিপ্স ব্লাইন্ডনেস বা সোলার রেটিনোপ্যাথি (solar retinopathy) হতে পারে। যখন সূর্য পুরোপুরি ঢাকা থাকে তার চেয়ে যখন আংশিক ভাবে ঢাকা থাকে, মানে partial solar eclipse এর সময়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি।
সাধারণ দিনগুলিতে আমরা স্বাভাবিক ভাবে সূর্যের দিকে সরাসরি তাকাতে পারিনা, কারণ এতটা উজ্জ্বলতা আমাদের চোখ নিতে পারে না। কিন্তু সূর্যগ্রহণের সময়ে আমরা হয়ত সূর্যের তেজ কম ভেবে নিয়ে তার দিকে খালি চোখে তাকিয়ে ফেলতে পারি। তাতে করে আমাদের চোখে সমূহ ক্ষতি হয়ে যায়। সূর্যের অতিবেগুনি রশ্মি চোখের রেটিনার কোষ ধ্বংস করতে পারে, কর্নিয়া পুড়িয়ে দিতে পারে। কিন্তু এই প্রক্রিয়াটি যখন হবে তখন আমরা কিছু টের পাব না, এর ফলভোগ করব কিছুক্ষণ পর। তাই আমাদের অজান্তেই আমরা অনেক রোগ বাঁধিয়ে বসতে পারি।
আমাদের কানাডার টরন্টোতে আংশিক সুর্য গ্রহন শুরু হবে হবে বেলা ২ টায় ও বেলা ৩ঃ০৪ এ পুর্ণ সুর্যগ্রহন হবে। এসময় ঘরে থাকবেন, রাস্তায় বের হবেন না।
#টরন্টো, কানাডা।