Be in love with Chittagong

  • Home
  • Be in love with Chittagong

Be in love with Chittagong Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Be in love with Chittagong, Tour Agency, .

22/08/2024

ফেনিতে যারা বন্যায় আটকে আছেন তারা প্লিজ পোস্টে দেয়া নং গুলোতে ট্রাই করুন৷ প্লিজ! ফি আমানিল্লাহ!

*বেশ কিছু স্পীডবোট পরশুরামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আপনাদের যাদের সহযোগিতা লাগবে দ্রুত যোগাযোগ করুন।

মোঃ আরাফাত-01836-889812
মোঃফোরকান -01818738984
আরাফাত হোসেন-01829260044
নাদের চৌধুরী -01690-028474
মীর হোসাইন হৃদয় -01875-149204
মাহেদী হাসান -01766-046785
জিয়াউর রহমান ফারুকী 01820746314(ফুলগাজী)
আবদুর রহমান -01887954818(ফুলগাজী)
আসাদুল ইসলাম -01402933308(পরশুরাম)
ওমর ফারুক -01822789872(ছাগলনাইয়া)
মেহেদী হাসান -01865445795(ছাগলনাইয়া)
চিথলিয়া: 01639746448

পরশুরাম UNO: 01713187316

আল্লাহ হেফাজত করুন।

দুলাকাজি বাডি সংলগ্ন,আনন্দপুর ইউনিয়ন, ফুলগাজিতে জরুরি প্রয়োজনে -ফেনী আর্মি ক্যাম্প এর নাম্বার-
০১৭৬৯-৩৩৫৪৬১
০১৭৬৯-৩৩৫৪৩৪

Pray for Feni
ফেনী জেলার ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার বন্যা পরিস্থিতি ভয়াবহ।

▫️দুইটি টিম ২টি স্পিডবোট নিয়ে পরশুরামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আপনাদের যাদের সহযোগিতা লাগবে দ্রুত যোগাযোগ করুন,
মোঃ আরাফাত-01836-889812

▫️বন্যায় যেকোন সাহায্য করতে বা পেতে COSF রেসকিউ টিম -
(BKash)- 01872291985
(Nagad)- 01884425351

▫️পরশুরামে বন্যাদূর্গত কারো নৌকার প্রয়োজন হলে যোগাযোগ করুন। এছাড়া কোথাও উদ্ধারের প্রয়োজন হলেও তথ্য দিয়ে সহযোগিতা করুন।
Uno Parshuram
মোবাইল: ০১৭১৩১৮৭৩১৬

▫ফুলগাজী পরশুরাম এর বাসিন্দারা ০১৭১৩১৮৭৩১৬ এই নাম্বার এ যোগাযোগ করুন। আপনার এলাকায় যে কোনো জায়গায় নৌকা লাগলে ওনারা ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ।

▫️ফুলগাজীবাসি,
ইতোমধ্যে নৌকার ব্যবস্থা হয়েছে। ঘনিয়ামোড়ায় উদ্ধার কাজ চলছে। কোথায় কোথায় লোকজনকে উদ্ধার করতে হবে, তথ্য দিয়ে সহযোগিতা করুন।
উপজেলা নির্বাহী অফিসার - ০১৭১৩১৮৭৩১৫

▫️FIRE SERVICE, FENI - 01730-002492

সোর্স : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (ফেনী জেলা)

(Collected from Dr. Nasimon Nahar )

✊🏻
07/08/2024

✊🏻

03/08/2024

আপনিও পারবেন 📢

দেশের বাইরে থেকে প্রবাসীরা যদি আন্দোলনে অবদান রাখতে পারে তাহলে আপনি কেন পারবেন না?

আপনি ঘরে বসেও অথবা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ না করেও এই যুদ্ধে সামিল হতে পারেন।

উপায় ০১ ✔️

হাসপাতালে ব্লাড দিয়ে অবদান রাখতে পারেন।

চেনা কেউ গুলি খেয়েছে কিনা তার জন্য আপনার ব্লাড রিজার্ভ না রেখে এখুনি আপনার মহামূল্যবান ব্লাড কাজে লাগাতে পারেন।

উপায় ০২ ✔️

অন্যদের ব্লাড দিতে প্রচারনা চালাতে পারেন।

প্রয়োজনে নিজ খরচে তাদের হাসপাতালে নিয়ে যান।

উপায় ০৩ ✔️

ডোনার না পেলে হাসপাতালের গেটের বাইরে রাস্তায় দাঁড়িয়ে সাধারণ পথচারীদেরকে আহবান জানাতে পারেন ব্লাড দিতে। কারন চেনা মানুষের চেয়ে এরাই বেশি উপকারে এসে এসব ক্ষেত্রে।

উপায় ০৪ ✔️

হাসপাতালে বুলেট বিদ্ধ ছাত্রদের চিকিৎসা খরচ আপনি হাসপাতালের গেটের বাইরে দাঁড়িয়ে পথচারীদের কাছ থেকে টাকা তুলে ফান্ড সংগ্রহ করতে পারেন।

উপায় ০৫ ✔️

ব্যাটল ফিল্ডে পানি & খাবার পাঠিয়ে উপকার করতে পারেন।

উপায় ০৬ ✔️

তাড়া খাওয়া স্টুডেন্টদের নিজ বাসায় সাময়িক আশ্রয় দিতে পারেন।

উপায় ০৭ ✔️

বিনয়ের সাথে হাতে অল্পকিছু টাকা ধরিয়ে দেয়া, মোবাইল ডাটা, মাস্ক, টুথপেষ্ট, ফার্স্টএইড দিয়েও সাপোর্ট দেয়া যায়।

উপায় ০৮ ✔️

আপনার বাসার ওয়াইফাই ওপেন করে দিতে পারেন। যোদ্ধারা রাস্তার যেখানেই থাকুক আপনার ওয়াইফাই ইউজ করার সুযোগ পেতে পারে।

উপায় ০৯ ✔️

আপনার জানা গুরুত্বপূর্ণ অথেনটিক কিছু তথ্য দিয়েও সাপোর্ট দিতে পারেন।

উপায় ১০ ✔️

আপনি এই পোস্টটি কপি পেস্ট করে টাইমলাইনে পোস্ট করেও অবদান রাখতে পারেন যে অবদানের ইনফ্লুয়েন্স হতে পারে অসীম।

🎯 যারা সরাসরি যুদ্ধে অবতীর্ণ হয় শুধুমাত্র তারাই মুক্তিযোদ্ধা নয় বরং তাদেরকে বিভিন্নভাবে যারা সাপোর্ট দিয়ে যায় তারাও একেকজন মুক্তিযোদ্ধা।

'৭১ এর মুক্তিযুদ্ধে কাদের সিদ্দিকীর ১৭ হাজার সশস্ত্র বাহিনীকে সাপোর্ট দিতে ৭০ হাজার স্বেচ্ছাসেবক ছিল যারা এভাবে সেই সময়ে সাপোর্ট দিয়ে দেশের বিজয় ছিনিয়ে আনতে অবদান রেখেছিল৷

তারমানে ঘরে বসেও আন্দোলন করা যাবে।
এটাই অনেকে ঠিক বুঝে উঠতে পারে না।

🙏 দফা ১ এর শুভকামনায়

03/08/2024
যত সাজানো গল্পেরাঙানো চাকচিক্যের আড়ালেলুকানো সত্য নিরবে কেঁদেছেআমরা আছি তোমাদের সাথে, সত্যের সাথে।
02/08/2024

যত সাজানো গল্পে
রাঙানো চাকচিক্যের আড়ালে
লুকানো সত্য নিরবে কেঁদেছে
আমরা আছি তোমাদের সাথে, সত্যের সাথে।

04/06/2022

#হেল্প পোস্ট।
সীতাকুণ্ডের বি,এম কন্টেইনার ডিপোতে বিষ্ফোরনের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল এ অনেক ব্লাড প্রয়োজন হতে পারে আশেপাশে যারা আছেন দয়া করে সাহায্য করুন।
চট্টগ্রামমূখি অনেক এম্বুল্যান্স যাচ্ছে একটু সাহায্য করুন।
#এপ্রুভ প্লীজ।

15/12/2020

গভীর শ্রদ্ধাভরে স্বরণ করছি সেই সব বীরঙ্গনা ও মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ

চলে গেলেন 'ফুটবল ঈশ্বর' ডিয়েগো ম্যারাডোনা
25/11/2020

চলে গেলেন 'ফুটবল ঈশ্বর' ডিয়েগো ম্যারাডোনা

31/07/2020

সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ।কুরবানির ঈদ মানেই হচ্ছে সেক্রিফাইস। এবারের ঈদটি হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী।অনেক পরিবার এবার কুরবানির করতে পারছে না ।আবার অনেকেই কয়েকজন মিলে কুরবানি করছেন। আর যারা দুটি, তিনটি করে গরু কিনতেন, তারাও কিনছেন একটি করে ।এই কুরবানি হলো পরম করুনাময়ের নির্দেশ পালনের একটি অনুষঞ্জ মাত্র। মহান রাব্বুল আলামিন আমাদের মধ্যে যাদের কুরবানি করার সামর্থ দিয়েছেন, তাদের সবার কাছে বিশেষ অনুরোধ আমরা যার যার জায়গা থেকে, যারা কুরবানি করতে পারছে না তাদের পাশে আমরা দাড়াবো। সবাই যদি একটু একটু করে কুরবানি করতে না পারা মানুষগুলোর পাশে এসে দাঁড়ায়, তাহলে এই কুরবানির ঈদে কেও না খেয়ে থাকবে না। আল্লাহ আমাদের সবার কুরবানি কবুল করুন, আমিন।

১৪২৭ নববর্ষে নিরাপদ থাকা ও নিরাপদ রাখার প্রত্যয়ে আমরা বাসায় থাকি।আল্লাহ আমাদের ভালো রাখুক।শুভ নববর্ষ।
14/04/2020

১৪২৭ নববর্ষে নিরাপদ থাকা ও নিরাপদ রাখার প্রত্যয়ে আমরা বাসায় থাকি।আল্লাহ আমাদের ভালো রাখুক।
শুভ নববর্ষ।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Be in love with Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share