13/02/2024
জয়নাল আবেদীন শিমুল বাগান।
ভারতের মেঘালয় পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলা যাদুকাটা নদীর তীরে এই বাগানের অবস্থান।
সুনামগঞ্জের তাহিরপুর!
ভ্রমণপ্রেমীদের জন্য পছন্দের একটি হচ্ছে এই তাহিরপুর।টাঙ্গুয়ার হাওর,সুইজারল্যান্ড খ্যাত নীলাদ্রি লেক আর এই শিমুল বাগান।সাথে তো যাদুকাটা নদী আছেই।বর্ষার সময় গেলে পুরো বাগান থাকে সবুজে ঘেরা আর শীতের সময় হয়ে যায় লাল বাগান।
শিমুল তুলার বালিশে ঘুমিয়ে যেমন আরাম,তেমন এই বাগানে গাছের ছায়ায় ঘুরে বেড়ানো এক অন্যরকম প্রশান্তি কাজ করে।পিছনে যাদুকাটা নদীর স্বচ্ছ পানি আর এর পিছনেই ভারতের মেঘালয় পাহাড়।