28/04/2024
স্কটল্যান্ডের ন্যাশনাল মিউজিয়ামের বাংলাদেশের পল্লীফোন ....
স্কটল্যান্ডের ন্যাশনাল মিউজিয়ামের তৃতীয় তলায় ঘুরছিলাম। হঠাৎ চোখ পড়লো এই বোর্ডটার উপর। প্রায় ২০ বছর আগেকার কোনো একটা দোকানের সাইনবোর্ড এখানে সাজিয়ে রাখা হয়েছে…
নতুন প্রজন্মের ছেলেমেয়েরা হয়ত জানেনা, একসময় দেশ বিদেশে ফোন করার জন্য ফোন ফ্যাক্সের দোকানে যেতে হত। সারারাত কাকে কাকে ফোন দিতে হবে মাথায় রেখে সকাল বেলায় বাজারে যাবার সময় মানুষ ফোনের দোকানে গিয়ে ঢুঁ মেরে আসত। ঘরে ঘরে তখন মোবাইল/টেলিফোন এত সহজলভ্য ছিলো না। এরকমই একটা ফোনের দোকানের ব্যানার এটা…
এ জিনিসটা এখানে কিভাবে এলো, তা জানিনা। কিন্তু স্কটিশদের জাদুঘরে আমাদের দেশের এত বছরের পুরনো একটা ব্যানার দেখতে পেয়ে আসলেই খুব আনন্দ পেলাম। অনেক স্মৃতি মনে পড়ে গেলো…
এইধরণের জিনিসগুলো নিয়ে আমাদের দেশেও একটা মিউজিয়াম হতে পারত। বা বাংলাদেশের কোনো একটা জাদুঘরে এগুলো স্থান পেতে পারত। এভাবে কখনো বোধহয় কেউ ভাবেই নাই। আদৌ কোনোদিন ভাববে কিনা সন্দেহ…
ক্রেডিট - কাজী নিপুর লেখার অংশ বিশেষ