29/04/2024
কাউকে হেয় করার সুযোগ পেলে, আমরা এক মুহূর্তও দেরী করিনা। যাচাই বাছাই না করেই, অসুস্থ প্রতিযোগিতায় নেমে যাই।
একজন নারী আম্পায়ার ও তিনজন ক্রিকেটারকে নিয়ে যা হলো, তা রীতিমতো লজ্জাজনক। ভাইরাল সাংবাদিকতার ভয়ংকর রুপ’টাও দেখা গেলো।
এদেশের ক্রিকেটে তামিম, মুশফিক ও রিয়াদের অবদান, আমরা নিমিষেই ভুলে গেলাম। একটা অর্ধ সত্য সংবাদ নিয়ে তাদেরকে চরম হেনস্তা করা হলো।
আমজনতার দোষ দিয়ে কি লাভ, এই সুযোগে জাতির অনেক বড় বড় বিবেকবানদের, বিবেকের মাত্রাও দেখে গেলো। ফেসবুক সেলিব্রেটিদের চেয়ে, তাদের জ্ঞানের পরিধি আরও বেশি শোচনীয়।
অনেকে অবশ্য অতি বিপ্লবী হয়েছেন, নারীদের মন জয় করার জন্য। সেখানে তাদের উদ্দেশ্যটাও হয়তো ভিন্ন।