22/08/2018
মেঘের দেশ সাজেকে সফর: ২৩, ২৪ এবং ২৫ আগস্ট, ২০১৮
যা যা ঘুরে দেখবো ( ইনশা’আল্লাহ ):
১. সাজেক ভ্যালী
- রুইলুই পাড়া
- রুন্ময় হ্যালিপ্যাড
- কংলাক পাহাড়
২. খাগড়াছড়ি
- হাজাছড়া ঝর্না
- আলুটিলা গুহা
- তারেং হ্যালিপ্যাড
- ঝুলন্ত ব্রিজ
যা যা করবো ( ইনশা’আল্লাহ ):
২৩ তারিখ: রাত ১০:৪৫ ঘটিকার মধ্যে কলাবাগান কাউন্টার এ পৌঁছে যাবো | এস আলম পরিবহন এর নন এসি চেয়ারকোচ বাস ছেড়ে যাবে খাগড়াছড়ির উদ্দেশ্যে | অবস্যই সাথে করে NID নিয়ে আসবো |
২৪ তারিখ: পথিমধ্যে ওয়াক্ত হলে ফজরের নামাজ পড়ে নিব | ভোরে পৌঁছে যাবো খাগড়াছড়ি আর পৌছে ফ্রেশ হয়ে নিবো | ব্রেকফাস্ট শেষ করে সকল ৮ টার মধ্যেই চলে আসবো চান্দের গাড়ির সামনে | সকল ৯ টার আগেই চান্দের গাড়ি আমাদের নিয়ে যাত্রা শুরু করবে সাজেকের উদ্দেশ্যে |
পথিমধ্যে প্রথমেই থামবো হাজাছড়া ঝর্ণার সামনে যেখানে পাহাড়িরা ফলমূল সাজিয়ে বসেছে বিক্রির জন্য | খেয়ে নিব ডাব অথবা পেঁপে | এইবার ঝর্ণা দেখার জন্য হাঁটতে হবে মাটির পথ ধরে | ১৫ থেকে ২০ মিনিটের পথ | কিছুটা এডভেঞ্চার আছে কিন্তু ভয়ের কিছু নাই | যাবার আগে নিয়ে নিব গামছা এবং এক্সট্রা জামা কাপড় |
ঝর্ণা দেখার পর আবার চান্দের গাড়িতে ফিরে আসবো | গাড়ি ছুটবে আঁকা বাঁকা উঁচু নিচু পথ ধরে | ৩ থেকে ৪ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো সাজেক |গাড়ি সোজা গিয়ে থামবে আমাদের আগে থেকে বুকিং করে রাখা কটেজ এর সামনে | মেঘ কাব্য হিলটপ কটেজ | কটেজ থেকে ফ্রেশ হয়ে জুম্মার নামাজ পড়তে চলে যাবো BGB ক্যাম্প মসজিদে | ১০ মিনিটের পথ | নামাজ শেষ করে লাঞ্চ করে নিবো বিসমিল্লাহ হোটেলে | তারপর রুম এ গিয়ে বিশ্রাম |
বিকালে ঘুরবো রুইলুই পাড়া | আর রাতে হ্যালিপ্যাড | ডিনার করবো বিসমিল্লাহ হোটেলে |
২৫ তারিখ: ভোরে ফজরের নামাজের পর রুম থেকে দেখবো মেঘ | ‘মেঘের উপর কিভাবে আকাশ উড়ে’ সত্যি সত্যি আজ দেখতে পাবো | এতো এতো মেঘের ভেলা দেখে সাগর ভেবেও ভুল হয়ে যেতে পারে | মেঘ দেখা শেষ হলে চান্দের গাড়ি নিয়ে যাবে কংলাক পাড়ার দিকে | ভাড়া করা লাঠি হাতে উঠে যাব সাজেকের সর্বোচ্চ চূড়ায় | কংলাক পাড়া থেকে ফিরবো এবং ব্রেকফাস্ট সেরে নিবো সকাল ৯ টার মধ্যে | রুম এ গিয়ে ফ্রেশ হয়ে ব্যাগ গুছিয়ে নিবো সকাল ১০:৩০ টার মধ্যে | চান্দের গাড়ি আবার ছুটবে খাগড়াছড়ির উদ্দেশ্যে | দুপুরে খাগড়াছড়ি পৌছে লাঞ্চ করে নিবো বিখ্যাত সিস্টেম রেস্তোরাঁতে | লাঞ্চ হবে হাঁসের মাংস অথবা ব্যাম্বো চিকেন দিয়ে | লাঞ্চের পরে ঘুরবো আলুটিলা গুহা আর রিসাং ঝর্ণা সহ অন্যান্য স্পটগুলি | সন্ধ্যায় মাগরিবের নামাজের পর অবস্থান করবো খাগড়াছড়ি পর্যটন পার্কে | ৮ তার মধ্যে ডিনার শেষ করে চলে যাবো খাগড়াছড়ি বাস কাউন্টারে | রাত ৯ টার শান্তি পরিবহনের নন এসি চেয়ারকোচ বাসে রওনা দিবো ঢাকার উদ্দেশ্যে |