SOFOR TOUR GUIDE

  • Home
  • SOFOR TOUR GUIDE

SOFOR TOUR GUIDE সফর টুর গাইড হতে চায় আপনার বাজেটের মধ্যে আপনার জন্য একটি কম্ফোর্টেবল টুর এর আয়োজক | সফরে আমরা আমা

  in  24th August, 2018
27/08/2018

in
24th August, 2018

22/08/2018

মেঘের দেশ সাজেকে সফর: ২৩, ২৪ এবং ২৫ আগস্ট, ২০১৮

যা যা ঘুরে দেখবো ( ইনশা’আল্লাহ ):

১. সাজেক ভ্যালী
- রুইলুই পাড়া
- রুন্ময় হ্যালিপ্যাড
- কংলাক পাহাড়

২. খাগড়াছড়ি
- হাজাছড়া ঝর্না
- আলুটিলা গুহা
- তারেং হ্যালিপ্যাড
- ঝুলন্ত ব্রিজ

যা যা করবো ( ইনশা’আল্লাহ ):

২৩ তারিখ: রাত ১০:৪৫ ঘটিকার মধ্যে কলাবাগান কাউন্টার এ পৌঁছে যাবো | এস আলম পরিবহন এর নন এসি চেয়ারকোচ বাস ছেড়ে যাবে খাগড়াছড়ির উদ্দেশ্যে | অবস্যই সাথে করে NID নিয়ে আসবো |

২৪ তারিখ: পথিমধ্যে ওয়াক্ত হলে ফজরের নামাজ পড়ে নিব | ভোরে পৌঁছে যাবো খাগড়াছড়ি আর পৌছে ফ্রেশ হয়ে নিবো | ব্রেকফাস্ট শেষ করে সকল ৮ টার মধ্যেই চলে আসবো চান্দের গাড়ির সামনে | সকল ৯ টার আগেই চান্দের গাড়ি আমাদের নিয়ে যাত্রা শুরু করবে সাজেকের উদ্দেশ্যে |

পথিমধ্যে প্রথমেই থামবো হাজাছড়া ঝর্ণার সামনে যেখানে পাহাড়িরা ফলমূল সাজিয়ে বসেছে বিক্রির জন্য | খেয়ে নিব ডাব অথবা পেঁপে | এইবার ঝর্ণা দেখার জন্য হাঁটতে হবে মাটির পথ ধরে | ১৫ থেকে ২০ মিনিটের পথ | কিছুটা এডভেঞ্চার আছে কিন্তু ভয়ের কিছু নাই | যাবার আগে নিয়ে নিব গামছা এবং এক্সট্রা জামা কাপড় |

ঝর্ণা দেখার পর আবার চান্দের গাড়িতে ফিরে আসবো | গাড়ি ছুটবে আঁকা বাঁকা উঁচু নিচু পথ ধরে | ৩ থেকে ৪ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো সাজেক |গাড়ি সোজা গিয়ে থামবে আমাদের আগে থেকে বুকিং করে রাখা কটেজ এর সামনে | মেঘ কাব্য হিলটপ কটেজ | কটেজ থেকে ফ্রেশ হয়ে জুম্মার নামাজ পড়তে চলে যাবো BGB ক্যাম্প মসজিদে | ১০ মিনিটের পথ | নামাজ শেষ করে লাঞ্চ করে নিবো বিসমিল্লাহ হোটেলে | তারপর রুম এ গিয়ে বিশ্রাম |

বিকালে ঘুরবো রুইলুই পাড়া | আর রাতে হ্যালিপ্যাড | ডিনার করবো বিসমিল্লাহ হোটেলে |

২৫ তারিখ: ভোরে ফজরের নামাজের পর রুম থেকে দেখবো মেঘ | ‘মেঘের উপর কিভাবে আকাশ উড়ে’ সত্যি সত্যি আজ দেখতে পাবো | এতো এতো মেঘের ভেলা দেখে সাগর ভেবেও ভুল হয়ে যেতে পারে | মেঘ দেখা শেষ হলে চান্দের গাড়ি নিয়ে যাবে কংলাক পাড়ার দিকে | ভাড়া করা লাঠি হাতে উঠে যাব সাজেকের সর্বোচ্চ চূড়ায় | কংলাক পাড়া থেকে ফিরবো এবং ব্রেকফাস্ট সেরে নিবো সকাল ৯ টার মধ্যে | রুম এ গিয়ে ফ্রেশ হয়ে ব্যাগ গুছিয়ে নিবো সকাল ১০:৩০ টার মধ্যে | চান্দের গাড়ি আবার ছুটবে খাগড়াছড়ির উদ্দেশ্যে | দুপুরে খাগড়াছড়ি পৌছে লাঞ্চ করে নিবো বিখ্যাত সিস্টেম রেস্তোরাঁতে | লাঞ্চ হবে হাঁসের মাংস অথবা ব্যাম্বো চিকেন দিয়ে | লাঞ্চের পরে ঘুরবো আলুটিলা গুহা আর রিসাং ঝর্ণা সহ অন্যান্য স্পটগুলি | সন্ধ্যায় মাগরিবের নামাজের পর অবস্থান করবো খাগড়াছড়ি পর্যটন পার্কে | ৮ তার মধ্যে ডিনার শেষ করে চলে যাবো খাগড়াছড়ি বাস কাউন্টারে | রাত ৯ টার শান্তি পরিবহনের নন এসি চেয়ারকোচ বাসে রওনা দিবো ঢাকার উদ্দেশ্যে |

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when SOFOR TOUR GUIDE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share